1000+General knowledge Question answer pdf in bengali2021। সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তরPdf
Hello Dear Students,
আজ আমি আপনার সাথে General knowledge Question answer pdf in bengali শেয়ার করছি। আগত যেকোনো competitive examএর বা Wbcs,SSC,TET,RRB NTPC, Group-D এর পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ বাংলাতে General Science Question answer pdf টি আপনাদের খুব সাহায্য করবে। তাই সময় নষ্ট না করে নীচের লিঙ্কটিতে ক্লিক করে সম্পূর্ণ ফ্রি পিডিএফ ফাইল সংগ্রহ করুন।
General knowledge GK question |
এই পৃষ্ঠার নীচে একটি পিডিএফ ডাউনলোড লিঙ্ক আছে।
সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন লিউয়েনহুক।
কোশতত্ত্বের প্রবক্তা স্লেইডেন ও সােয়ান।
জেনেটিক কোড় আবিষ্কার-এর জন্য নােবেল পুরস্কৃত ভারতীয় বংশােদ্ভূত বিজ্ঞানী হরগােবিন্দ খােরানা।
ক্রিস্টি হল মাইটোকনড্রিয়ার অন্ত:পর্দার ভঁজ।
জ্যাত্মােপ্লাস্ট হল হলুদ বর্ণের প্লাটিড।
জনন কোশের ক্রোমােজোম সংখ্যা হ্যাপ্লয়েড (n)।
শিমূল গাছের পাতা হল যৌগিক।
আতা হল গুচ্ছিত ফল।
সালােকসংশ্লেষে উৎপন্ন প্রতি গ্রাম অণু গ্লুকোজে 686 KCal শক্তি সঞ্চিত হয়।
হিল বিকারক (NADP-) হাইড্রোজেন গ্রহণ করে।
অবাত শ্বসন দেখা যায় ডিনাইট্রিফাইং ব্যাকটিরিয়াতে।
ট্র্যাকীড হল জাইলেম বাহিকার অংশ।
তরল যােগকুলা হল রক্ত।
হৃৎপিণ্ডের আবরণী পেরিকার্ডিয়াম।
দেহের সর্ববৃহৎ লসিকাগ্রন্থি প্লীহা।
প্রকরণ চলন দেখা যায় বনাড়ালের পাতায়।
লজ্জাবতী লতার পাতায় সিমােন্যাস্টিক চলন দেখা যায়।
ভাইরাস অ-কোশীয় বস্তু।
ক্যাপসিড হল ভাইরাসের বহিরাবরণ।
পাকসিনিয়া গ্রামিনিস ভাইরাস গমের মরিচা রােগ সৃষ্টি করে।
মেনিনজেস হল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণ।
পল্স এর অবস্থান মধ্য মস্তিষ্কে।
ভেগাস স্নায়ুটি মিশ্র স্নায়ু।
ইউস্টেচিয়াল নালী বায়ুপূর্ণ থাকে।
চর্মের গলগি ম্যাজোনির অঙ্গ তাপ গ্রাহক।
বীজবিহীন ফল উৎপাদনে অক্সিন প্রয়ােগ করা হয়।
ডাবের জলে প্রাপ্ত হরমােন হল কাইনিন।
অপটিক স্নায়ু ও রেটিনার সংযােগস্থল অন্ধবিন্দুতে কোনাে প্রতিবিম্ব -গঠিত হয় না।
আলােক দীপ্তির S.I. একক ক্যান্ডেলা।
ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহৃত হয় ভার্ণিয়ার স্কেল।
ডায়নামােতে যান্ত্রিক শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।
টর্চের ব্যাটারির মধ্যে সংরক্ষিত থাকে রাসায়নিক শক্তি।
নক্ষত্রের মধ্যে পদার্থ উপস্থিত থাকে প্লাজমা অবস্থায়।
কেলাসাকার কঠিন পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান।
হিমবাহ সৃষ্টির কারণ হল পুনঃশিলীভবন।
হিমমিশ্রণে শুষ্ক বরফ এবং ইথারের অনুপাত 4:1 ।তরলের উপরে বায়ুপ্রবাহ হলে বাষ্পয়ন দ্রুত হয়।
তরলে অশুদ্ধি দ্রবীভূত থাকলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়।
প্রত্যেক বস্তু এমন অবস্থানে আসতে চায় যেখানে স্থিতিশক্তি ন্যূনতম।
1টি হালকা ও 1টি ভারী বস্তুর ভরবেগ সমান হলে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে।
থার্মোমিটারে পারদ ব্যবহৃত হয় কারণ পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি।
তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান 4.2 জুল/ক্যালােরি।
আলােকরশ্মি প্রতিফলকের ওপর 45° কোণে আপতিত হলে।আপতিত ও প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হবে।
পেরিস্কোপ যন্ত্রে আলাের প্রতিফলন ধর্মকে কাজে লাগানাে হয়।
আলােক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে,তখন প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে সরে আসে। (i>r)
হীরকের সংকট কোণ 24.4° |
ফাপা প্রিজমে বর্ণালী সৃষ্টি হয় না।
হলুদের পরিপূরক বর্ণ হল নীল।
WHO নির্দেশিত শব্দের নিরাপদ প্রাবল্যমাত্রা 45 dB।
ঘড়ির পেন্ডুলাম-এর কম্পাঙ্ক 20 হার্জ-এর কম, তাই পেন্ডুলাম দোলার শব্দ শােনা যায় না।
তড়িৎ পরিবাহী অধাতু গ্রাফাইট।
পেপার ক্রোমাটোগ্রাফিতে ব্যবহৃত হয় হােয়াটম্যান ফিল্টার কাগজ।
NaCl-এর দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতেও অপরিবর্তিত থাকে।
চিনির জলীয় দ্রবণ তড়িৎ-অবিশ্লেষ্য।
ফুলারিন হল কার্বনের একটি রূপভেদ (Co)।
যে ধর্মের জন্য কোনাে জড় পদার্থ তার স্থির বা গতিশীল অবস্থা।
বজায় রাখতে সচেষ্ট হয়, তাকে জাড্য ধর্ম বলে।
1 মেগাডাইম = 10, ডাইন 10 নিউটন।
বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না, কারণ ডানায় নীচ থেকে উর্ধ্বমুখী কোনাে প্রতিক্রিয়া বল প্রযুক্ত হয় না।
3 টি মৌলিক একক দিয়ে গঠিত একটি লব্ধ একক -ভরবেগ।
হীরে বা সােনার ভর মাপতে যে একক ব্যবহৃত হয়। ক্যারাট।
অণু ও পরমাণুর ভর মাপতে যে একক ব্যবহৃত হয়- ডালটন বা AMU (Atomic Mass Unit)
টেলিফোনের গ্রাহক যন্ত্রে কোন শক্তি, কোন শক্তিতে রূপান্তরিত হয়- তড়িৎশক্তি, শব্দশক্তিতে।
রান্নার প্রেসার কুকারে জলীয় বাষ্পের চাপের পরিমাণ কত রাখা হয় দুই বায়ুমণ্ডলীয় চাপের সমান রাখা হয়।
টিন, সিসা ও বিসমাথ-এর সংকর ধাতুর নাম কি বােজ মেটাল।
যে বিজ্ঞানী তড়িৎ নিরপেক্ষ নিউট্রিনাে কণা আবিষ্কার করেন- ফার্মি।
সাধারণ তুলাদণ্ড কোন্ শ্রেণির লিভার, এর যান্ত্রিক সুবিধা কত?
প্রথম শ্রেণির লিভার, যান্ত্রিক সুবিধা 1 ।
স্টেথােস্কোপ, স্পিকিং টিউব, গ্রামাফোনের চোঙ প্রভৃতি যন্ত্রে শব্দের কোন্ ধর্মকে কাজে লাগানাে হয় প্রতিফলন ধর্ম।
শব্দ তরঙ্গ কোন্ ধরনের তরঙ্গ- অণুদৈর্ঘ্য তরঙ্গ।
আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ তারের রঙিন সংকেত লিপি হল- হলুদ রং।
কল্পের উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয়- আর্সেনিক।
তড়িৎ ধনাত্মক অধাতুর নাম হল- হাইড্রোজেন।
ভিটামিন ‘B,,-এর রাসায়নিক নাম হল- সায়ানােকাবালামিন।
সবচেয়ে ভারী অধাতু এবং সবচেয়ে হালকা ধাতুর নাম হল- যথাক্রমে আয়ােডিন ও লিথিয়াম।
সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম হল- হিলিয়াম।
এমন একটি গ্যাসের নাম করাে যা গন্ধ দ্বারা শনাক্ত করা যায়- অ্যামােনিয়া।
Ikkkkkkkkkkk
অক্সিজেন কথাটির অর্থ হল- অ্যাসিড উৎপাদক।
ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়– অক্সি-অ্যাসিটিলিন শিখা
(3000°C) বা অক্সি-হাইড্রোজেন শিখা (2500°C)।
কলয়েডে দ্রাব্য কণার ব্যাস হল- 10-5 সেমি থেকে 10- সেমি।
হাইড্রোজেন কথার অর্থ হল- জল উৎপাদক।
ভিটামিন ‘K'-এর রাসায়নিক নাম হল- ফাইলােকুইনন।
অ্যামােনিয়ার গাঢ় সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলে- লাইকার অ্যামােনিয়া।
জার্মান বিজ্ঞানী অসওয়াল্ড-এর নামানুযায়ী HNO-এর প্রস্তুতির অপর নাম হল- অওয়াল্ড পদ্ধতি।
প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন- চার্লস ডারউইন।
আচার্য জগদীশচন্দ্র বসুর আবিষ্কৃত উদ্ভিদের বৃদ্ধি মাপক যন্ত্রের নাম হল— আর্কইন্ডিকেটর।
স্মল পক্স small pox বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন- ডঃ এডওয়ার্ড জেনার।
উদ্ভিদ ও প্রাণীদের দ্বিপদ নামকরণ ও বিন্যাস বিধির জনক হলেন- ক্যারােলাস লিনিয়াস।
ক্লোরােফিল নষ্ট হলে গাছের সবুজ অংশ হলুদ হয়ে যাওয়া।এই রোগটি হল ক্লোরােসিস।
শ্বসনের দ্বিতীয় পর্যায় ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত জৈব বস্তু হল- সাইট্রিক অ্যাসিড।
মানুষের ফুসফুসে শ্বাসবায়ুর আদান-প্রদান ঘটানাের জন্য যত অ্যালভিওলাই থাকে— 30 কোটি।
নিমপাতায় কত শতাংশ শর্করা থাকায় তেতাে হয়- 100 শতাংশ।
আলাের যে তীব্রতায় (সন্ধ্যাবেলায়) উদ্ভিদের কার্বন ডাই-অক্সাইড গ্রহণ ও বর্জন সমান হয় তাকে বলে- কম্পেনসেশন পয়েন্ট।
বৃহত্তম ভাইরাস হল- পক্স ভাইরাস (এর ব্যাস হল 30t)।
মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন- ডি ড্রাইস।
প্রাণীদেহের বাস্ততম অঙ্গ হল- হৃৎপিণ্ড।
রক্তের সান্দ্রতা নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়- ভিসকোমিটার
বাইরে জড়ের মতাে অবস্থান করে- ভিরিয়ন।
কে ক্ষুদ্রতম গুপ্তবীজী উদ্ভিদ হল- উলফিয়া (Wolffia)।
বীজ সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয়—স্পার্মোলজি (Spermolo;
কে বৃহত্তম মুকুল হল- বাঁধাকপি (Cabbage)।
দীর্ঘতম গর্ভদণ্ড হল- ভুট্টা (Maize)।
বহুযােজী মূলত্র দেখা যায়- কেয়া গাছে।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- General knowledge Question answer pdf in Bengali
File Format:- Pdf
Quality:- High
File Size:- 19kb
File Location:- Google Drive
Download: click Here to Download