করোনা ভাইরাস থেকে বাঁচতে বাড়িতেই বানিয়ে ফেলুন হ্যান্ড স্যানিটাইজার, জেনে নিন তৈরির পদ্ধতি

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

বাড়িতে বসে 20 মিনিটের  হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার পদ্ধতি:-


আমাদের চারপাশে কোন জিনিসে সবথেকে বেশি জীবাণু থাকে জানেন ?তাহলো আমার আপনার প্রিয় মোবাইল ফোনটি তে।আমরা তো সবসময়ই সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত জীবাণুমুক্ত করি,তাতে কি খুব বেশি একটা লাভ হচ্ছে?? হাত দেওয়ার পরেই তো সেই হাত দিয়ে আমরা মোবাইল ফোন ব্যবহার  করছি। শুধু হাত না এর সাথে সাথে আমাদের মোবাইল ফোন ও রাখতে হবে জীবাণুমুক্ত।বাড়ির অন্যান্য জিনিসের মধ্যেও জীবাণু থাকে তাহলে এগুলো সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে পরিষ্কার করা যাবে ??না যাবে না ।ওই সব পরিষ্কার করতে হলে ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজার।



আজ এই পোষ্টের মাধ্যমে জেনে নিন কিভাবে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করবেন আপনার বাড়িতে বসেই। গত কয়েকদিন ধরেই বাজারে হ্যান্ড স্যানিটাইজার এর সংকট দেখা দিচ্ছে ।তাই আমি আপনাদের শেখাবো কিভাবে বাড়িতে বসেই হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা যায়।

হ্যান্ড স্যানিটাইজার তৈরির উপকরণ :

1)একটি অ্যালোভেরার কান্ড

2)ইথাইল অ্যালকোহল বা স্পিরিট

3)ভিটামিন E ক্যাপসুল
                           

আজ  হ্যান্ড স্যানিটাইজার তৈরি করবো1:3 অনুপাতে। অর্থাৎ এক কাপ আলোভেরা জেলের সাথে 3কাপ পরিমান ইথাইল অ্যালকোহল বা স্পিরিট। ও 4টি ভিটামিন E ক্যাপসুল।

হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার পদ্ধতি 

 *পদ্ধতি* :

প্রথমে একটি অ্যালোভেরা কান্ড নিয়ে  তার ভেতর থেকে অ্যালোভেরা জেল বের করে নিতে হবে বের করে নেওয়ার পর যেকোনো একটি ছোট কাপে রাখতে হবে।
অ্যালোভেরা জেল বের করে নেওয়ার পর জেলটাকে থেকে ভালো করে মিক্স করে নিতে হবে বা আঠার মত করে নিতে হবে।

এরপর অ্যালোভেরা জেলের মধ্যে চারটি ভিটামিন E ক্যাপসুল দিতে হবে ও ভাল করে মিক্স করে নিতে হবে। [এক কাপ অ্যালোভেরা জেলের মধ্যে চারটে ভিটামিন ই ক্যাপসুল এর প্রয়োজন]
ভাল করে মিক্স করা হয়ে গেলে তাতে তিন কাপ পরিমাণ  ইথাইল অ্যালকোহল ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
[এক কাপ অ্যালোভেরা জেল এর সাথে তিন কাপ পরিমাণ  অ্যালকোহল বা স্পিরিট মেশাতে হবে ]


অ্যালোভেরা জেল টা সম্পূর্ণ ইথাইল অ্যালকোহল এর সাথে  ভালো করে মেশানোর জন্য  15 মিনিট রেখে দিতে হবে 15 মিনিটে তারপর দেখবেন অ্যালোভেরা জেল ও অ্যালকোহলের বিক্রিয়ায় তরলে পরিণত  হয়েছে।
এভাবেই তৈরি হল হ্যান্ড স্যানিটাইজার।
এরপর একটা বোতল বা স্প্রে বোতলে ভরে রেখে দেবেন। প্রয়োজন মত ব্যাবহার করবেন।👍

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url