নাসার রাডারে ধরা পড়ল ২৯ এপ্রিল ধেয়ে আসা গ্রহাণু 1998 OR2 , NASA disclose asteroid photo
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
নাসার রাডারে ধরা পড়ল ২৯ এপ্রিল ধেয়ে আসা গ্রহাণু 1998 OR2 । NASA disclose asteroid photo, 29 april
২৯শে এপ্রিল মহাকাশ থেকে যে গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়ার কথা ছিল তার ভিডিও ফুটেজ আজ ধরা পড়েছে নাসার(NASA) রাডারে।এতো দিন ধরে আমার সকলেই শুনে আসছি যে 29শে এপ্রিল পৃথিবী ধ্বংস হতে চলেছে। তাই আমারা সকলেই খুব আতঙ্কের মধ্যে আছি। কিন্তু এই নিয়ে চিন্তার কোন কারণ নেই, কারণ আজ আমেরিকার স্পেস এজেন্সি নাসা 29শে এপ্রিল মহাকাশ থেকে যে গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়ার কথা ছিল তার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন এবং বলেছেন যে মহাকাশ থেকে আগত গ্রহাণুটি পৃথিবী থেকে 39লক্ষ মাইল দূর থেকে পৃথিবীকে পাশ কাটিয়ে চলে যাবে এর ফলে পৃথিবীর উপর কোনো প্রভাব পড়বে না।বিঞ্জানীরা বলেছেন যে যদি এই গ্রহাণুটি পৃথিবীর আর কিছুটা কাছ দিয়ে যেতো তাহলে পৃথিবী তার অভিকর্ষজ বলের দ্বারা নিজের দিকে টেনে নিতো।এর ফলে একটা মারাত্মক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারতো। এই গ্রহাণুটি 2.5 মাইল লম্বা ও 1.1মাইল চওড়া। যা পৃথিবীর উপর আছড়ে পড়লে কি হতে পারতো একবার ভেবে দেখুন। আমাদের অর্থাৎ বিশ্ববাসীর ভাগ্যটা খুব ভালো তাই এই গ্রহাণুটি পৃথিবী থেকে ৩৯ লক্ষ মাইল দূরে অবস্থান করবে। আপনার এখন নিশ্চিন্তে থাকুন চিন্তার কোনো কারণ নেই। এই পোস্ট টি শেয়ার করে সবাইকে ২৯শে এপ্রিল এর সঠিক খবর জানিয়ে দিন।......