ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে ৫মিনিটে চোখের নিচের কালো দাগ দূর করার উপায়
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে ৫মিনিটে চোখের নিচের কালো দাগ দূর করার উপায়:
আয়নাতে নিজের মুখ দেখলে সবার প্রথমে চোখের নিচে কালো দাগ এর দিকে আমাদের চোখ চলে যায়।কি কি ঠিক বললাম তো? চোখের নিচে কালো দাগ দূর করা নিয়ে আমার প্রত্যেক অনেক চেষ্টা করে চলেছি । এই চোখের নিচের কালো দাগ আমাদের চেহারায় নিয়ে আসে ক্লান্তির ভাব। আমাদের চোখ জোড়ার নিচে থাকা কালো দাগ আমাদের মনটাকে খারাপ করে দেয়। সবার আগে নজরে যেন আসে সেটাই। কম ঘুমানো চোখের কালি পড়ার প্রধান একটি কারণ। তবে কারোর এটা বংশগত ভাবে ও হয়ে থাকে। ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করেও এর সমাধান হয়ে থাকে। তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মেকআপের সাহায্যে চোখের নিচের অংশও সুন্দর কি ভাবে সুন্দর রাখা যায়। চলুন আর দেড়ি না করে শুরু করা যাক আজকের আলোচনা।ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে চোখের নিচের কালো দাগ দূর করার উপায়
১. প্রথমে জল মুখ পরিষ্কার করে নিন ভালোভাবে। ব্যবহার করুন টোনার। এতে ত্বকে মসৃণ ভাব চলে আসবে। আলাদা করে ক্রিমও লাগাতে হবে না। প্রথমে পুরো মুখে প্রাইমার লাগিয়ে নিন। তারপর আপনাকে পূনরায় লাগাতে হবে চোখের নিচে। মেকআপ লাগানোর পর আপনি কিছু সময় অপেক্ষা করবেন। আপনার প্রাইমার ব্যবহার করা ১০ মিনিট হয়ে গেলে পূনরায় আপনাকে আসল মেকআপ করা শুরু করতে হবে।
২. আপনি সবার প্রথমে পুরো মুখে বেজ ফাউন্ডেশন লাগান। ফাউন্ডেশনটি হতে পারে ক্রিম কিংবা তরল পদার্থ। এরপর কনসিলার ব্যবহার করুন। আপনার ত্বকের চেয়ে এক ধাপ উজ্জ্বল কনসিলার বেছে নিন।কারন আপনার চোখের নিচের কালো অংশটির উজ্জ্বলতা বাড়াতে আপনাকে চোখের নিচের কালো দাগের চেয়ে একটু বেশি উজ্জ্বল কনসিলার ব্যবহার করতে হবে ।
৩. এবার আপনি প্যান স্টিক ব্যবহার করুন। তারপর আপনি কনসিলারের থেকেও একটু বেশি উজ্জ্বল রং বেছে নিন প্যান স্টিকের জন্য। অনেক ক্ষেত্রে প্যান স্টিক না লাগিয়ে ফাউন্ডেশনও ব্যবহার করতে পারেন।তবে ম্যাট হলেই ভালো হয়। প্যান স্টিক ব্যবহারে ফলে চোখের নিচের মেকআপ ফেটে যাবে না। এবার আপনি ভালোভাবে হাতে সাহায্য ব্রাশ করে নিন ।
৪. সবশেষে আপনি ফেইস পাউডার নিয়ে চোখের নিচের কালো অংশে লাগান। কালো দাগ ঢাকা হয়ে গেলে এবার আপনি চোখের মেকআপ করা শুরু করতে পারেন।