শিশুদের উদরাময় এর কারণ ও চিকিৎসা পদ্ধতি

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

শিশুদের উদরাময় এর কারণ ,লক্ষন ও চিকিৎসা পদ্ধতি (Diarrhea: causes, symptoms and primary medical)


উদরাময় হল এমন একটা রোগ যাতে জলের মতো পাতলা পায়খানা হতে থাকে।কোনাে কারণে শিশুর দেহে উদরাময় হলে দেহ থেকে প্রচুর পরিমাণে জল এবং ইলেকট্রোলাইট বের হয়ে যায় । শিশুদের দেহের ওজন খুব কম হয় । ফলে তাদের দেহে মােট জলও বড়ােদের তুলনায় কম থাকে । শিশুদের উদরাময় হলে তারা খুব তাড়াতাড়ি ডিহাইড্রেশনের শিকার হয় । দেহে উপযুক্ত পরিমাণ জলের অভাবে মৃত্যু পর্যন্ত ঘটে । তাই শিশুদের দেহে সর্বদা জলসাম্য বজায় রাখা উচিত । 



 শিশুদের উদরাময় এর কারণ ও চিকিৎসা পদ্ধতি নিচে আলোচনা করা হলো-----




 উদরাময়ের কারণ(causes of diarrhoea ): 
উদরাময় হল এমন একটি রােগ যাতে বার বার জলের মতাে পাতলা মলত্যাগ হয় । এই রােগের প্রকৃত কারণ হল কোলনে ভাইরাস ( যেমন , রােটা ভাইরাস ) , ব্যাকটেরিয়া ( যেমন , এশ্চেরেসিয়া কোলাই ) এবং অ্যামিবার ( যেমন , এন্টামিবা হিসটোলাইটিকা ) সংক্রমণ । এগুলি ছাড়াও অন্যান্য কারণে উদরাময় হতে পারে । যেমন — শিশুদের ক্ষেত্রে ইনফ্যান্টাইল উদরাময় দেখা যায় অর্থাৎ গ্রামাঞলে দীর্ঘসময় ধরে মাতৃস্তন্য পানের ফলে শিশুদের এই ধরনের উদরাময় হয় । এ ছাড়া , এক থেকে দুই বছর বয়সি শিশুদের এক বিশেষ প্রকার উদরাময় দেখা যায় । ওই প্রকার উদরাময়ের জন্য প্রােটিন শক্তির অভাবজনিত অপুষ্টি দায়ী । যেমন — ম্যারাসমাস ও কোয়াশিওরকর রােগে আক্রান্ত শিশুদের এই ধরনের উদরাময় হয় । 




উদরাময়ের লক্ষণ ( Symptoms of diarrhoea ) 


: উদরাময়ের লক্ষণগুলি হল — 


  • বারে বারে ( দিনে 3 বার বা তার অধিক ) পাতলা মল নির্গমন হয় সাথে বমিও হতে পারে । 

  • শরীর থেকে জল এবং লবণ অত্যধিক পরিমাণে বেরিয়ে যাওয়ার ফলে শরীরে ডিহাইড্রেশন বা জলাভাব দেখা যায় । 

  • মলের সঙ্গে মিউকাস নির্গত হয় , কোনাে কোনাে ক্ষেত্রে রক্তও নির্গত হয় । 
  •  জলপিপাসা অত্যধিক হয় ,মুখ ও গলা শুকিয়ে ওঠে ।
  •  চোখ কোটরগত হয় । 
  •  তলপেটে খিল ধরে ।



উদরাময়ের চিকিৎসা : নীচে উল্লিখিত উপায়ে শিশুদের উদরাময়ের চিকিৎসা করা হয় ।

 i . দেহের জলসাম্য ও ইলেকট্রোলাইট - সাম্য বজায় রাখার জন্য । প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় । শিশুকে প্রয়ােজনে জল ও ইলেকট্রোলাইটের মিশ্রণ খাওয়ানাের ব্যবস্থা করা হয় ।

 ii . দেহ অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে শিরাপথে স্যালাইন , অর্থাৎ জল ও ইলেকট্রোলাইটের মিশ্রণ পাঠিয়ে অপসারিত জল ও ইলেকট্রোলাইট দেহে প্রতিস্থাপিত করা হয় ।

 ii . চিকিৎসকের পরামর্শমতাে ওষুধ সেবন করা এবং প্রয়ােজনমতাে বিশ্রাম নেওয়া উচিত । দরকার মতাে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া উচিত ।

 iv . 3 ঘণ্টা অন্তর মাঠা তােলা খুঁড়াে দুধকে জলে গুলে । খাওয়ানাে উচিত । 

v . প্রতি 4 ঘণ্টা অন্তর কমলালেবুর রস খাওয়াতে হয় , অবশ্য মল নির্গমন বন্ধ হলে কমলালেবু না দিলেও চলবে ।

 vi . উদরাময় সেরে গেলে শিশু যাতে স্বাভাবিক স্বাস্থ্য ফিরে পায় তার জন্য শিশুকে রুটি , দুধের পুডিং , ফলের রস প্রভৃতি খাওয়ানাে উচিত ।




কোনাে কারণে শিশুর দেহে উদরাময় হলে দেহ থেকে প্রচুর পরিমাণে জল এবং ইলেকট্রোলাইট বের হয়ে যায় । শিশুদের দেহের ওজন খুব কম হয় । ফলে তাদের দেহে মােট জলও বড়ােদের তুলনায় কম থাকে । শিশুদের উদরাময় হলে তারা খুব তাড়াতাড়ি ডিহাইড্রেশনের শিকার হয় । দেহে উপযুক্ত পরিমাণ জলের অভাবে মৃত্যু পর্যন্ত ঘটে । তাই শিশুদের দেহে সর্বদা জলসাম্য বজায় রাখা উচিত । শিশুদের উদরাময় হলে তাদের জন্য ORT ( Oral Rehydration Therapy ) - এর ব্যবস্থা করা দরকার । এই ধরনের চিকিৎসা করা হয় ORS তথা Oral Rehydration Solution - এর সাহায্যে । পরের পাতায় ORT - এর মিশ্রণ বা ORS প্রস্তুতির উপাদান এবং বয়স অনুযায়ী ORS - এর পরিমাণ উল্লেখ করা হল ----



A . বর্তমানে WH0 / UNICEF - এর পদ্ধতি অনুযায়ী ORS - এর মিশ্রণ প্রস্তুতির জন্য যেসব উপাদান  ব্যবহার করা হয় তা
  হল --
     পানীয় জন- ১লিটার
      গ্লুকোজ -১৩.৫g
     সোডিয়াম ক্লোরাইড-২.৬ g
     সোডিয়াম সাইট্রেট-২.৯g
    পটাশিয়াম ক্লোরাইড-১.৫g


B . বাড়িতে ORS বানাতে গেলে প্রয়ােজন
    খাদ্যলবণ — এক চা - চামচ , 
    চিনি - আট চা - চামচ ,
    পরিশ্রুত পানীয় জল — পাঁচ কাপ ( 1 কাপ = 200 ml ) )

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url