৪০টি গুরুত্বপূর্ণ উপদেশ, যা আপনার জীবনকে বদলে দেবে!
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
৪০টি গুরুত্বপূর্ণ উপদেশ, যা আপনার জীবনকে বদলে দেবে!
১। তিন সময়ে ঘুমানাে থেকে বিরত থাকুনঃ
ক) ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত,
খ) আছর থেকে মাগরিব পর্যন্ত এবং
গ) মাগরিব থেকে এশা পর্যন্ত।
২। দুর্গন্ধময় লােকের সাথে বসবেন না! যেমন, যাদের মুখ থেকে সিগারেট কিংবা কাঁচা পেয়াজের গন্ধ আসে এমন লােকের সাথে।
3।এমন লােকের কাছে ঘুমাবেন না; যারা ঘুমানাের পূর্বে মন্দ কথা বলে ।
৪।বাম হাতে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকুন।
৫৷ দাঁতে আটকে থাকা খাবার বের করে খাওয়া পরিহার করুন।
৬৷ হাতে-পায়ের আঙ্গুল ফোটানাে পরিহার করুন।
৭. জুতা পরিধানের পূর্বে দেখে নিন৷
৮.নামাজে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাবেন না।
৯ .টয়লেটে থুথু ফেলবেন না৷
১০.কয়লা দিয়ে দাঁত মাজবেন না!
১১.প্যান্ট বা ট্রাউজার বা পায়জামা বসে ডান পা আগে পরিধান করুন
১২. ফুক দিয়ে খাবার ঠাণ্ডা করবেন না প্রয়ােজনে বাতাস করতে পারেন।
13. ফুক দিয়ে খাবার ঠাণ্ডা করবেন না প্রয়ােজনে বাতাস করতে পারেন৷
১৩. দাঁত দিয়ে শক্ত কিছু ভাঙতে যাবেন না৷
১৫.ইকামাহ এবং নামাজের মধ্যবর্তী সময়ে কথা বলবেন না!
১৬. টয়লেটে থাকা অবস্থায় কথা বলবেন না।
১৭'.বন্ধুদের সম্পর্কে গল্প করবেন না। ভালাে কিছুও নয়৷ ভালাে বলতে বলতে মুখ দিয়ে শয়তান খারাপ কিছু বের করে দেবে।
১৮৷ বন্ধুদের জন্য প্রতিকূলতা সৃষ্টি করবেন না৷
১৯৷ চলার সময় বারবার পেছনে ফিরে তাকাবেন না।
২০৷ হাঁটার সময় দম্ভভরে মাটিতে পা ঠুকবেন না।
২১.বন্ধুদের সন্দেহ করবেন না
২২। কখনাে মিথ্যা বলবেন না। ঠাট্টা করেও নয়।
২৩৷ নাকের কাছে নিয়ে খাবারের গন্ধ শুকবেন না।
২৪। স্পষ্ট করে কথা বলুন; যাতে লােকজন সহজে বুঝতে পারে৷
২৫.' একা ভ্রমণ করবেন না! দুইয়ের অধিক বা সম্ভব হলে দলবেঁধে ভ্রমণ করুন৷
২৬। একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন না, বুদ্ধিসম্পন্ন কারাে সাথে পরামর্শ করুন৷ তবে সিদ্ধান্ত হবে আপনার।
২৫৷ একা ভ্রমণ করবেন না! দুইয়ের অধিক বা সম্ভব হলে দলবেঁধে ভ্রমণ করুন৷
২৬। একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন না, বুদ্ধিসম্পন্ন কারাে সাথে পরামর্শ করুন৷ তবে সিদ্ধান্ত হবে আপনার
২৭৷ নিজেৰে নিয়ে কখনাে গর্ব করবেন না।
২৮। খাবার নিয়ে কখনাে মন খারাপ করবেন না যা
পেয়েছেন তাতেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন৷
২৯. অহংকার করবেন না! অহংকার একমাত্র আল্লাহ
পাকের সাজে৷
৩০ভিক্ষুকদের পরিহাস করবেন না৷
৩১। মেহমানদের মন থেকে যথাসাধ্য ভালােমতাে আপ্যায়ন করুন।
৩২৷ ভালাে কিছুতে সহযােগিতা করুন৷
৩৩। দারিদ্রের সময়ও ধৈর্যধারণ করুন৷
৩৪ নিজের ভুল নিয়ে ভাবুন এবং অনুশােচনা করুন৷
৩৫' যারা আপনার প্রতি খারাপ কিছু করে, তাদের সাথেও ভালাে আচরণ করুন।
৩৬৷ যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন!
'আলহামদুলিল্লাহ্' - আল্লাহ্ যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন!
৩৭ বেশি ঘুমাবেন না, এতে স্মৃতিশক্তি লােপ পাবে
৩৮৷ নিজের ভুলের জন্য দিনে অন্তত ১০০ বার আল্লাহ্
পাকের কাছে অনুতপ্ত হােন আস্তাগফিরুল্লাহ পড়ুন৷
৩৯৷ অন্ধকারে কিছু খাবেন না৷
৪ol মুখ ভর্তি করে খাবেন না বাচ্চাদেরকেও মুখ ভর্তি করে খেতে দিবেন না।
আল্লাহ আমাদের সবাইকে এগুলাে মেনে চলার তৌফিক দিন।
......................আমীন।