চাকরির চিন্তা ছেড়ে বাড়িতে বসে অনলাইন থেকে টাকা আয় করার কিছু সহজ উপায়।

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

বাড়তি বসে খুব সহজে  online থেকে টাকা আয় করার কিছু সহজ উপায় ।




আমাদের দেশের ছেলেমেয়েরা student Lifeএর পুরো সময়টা ( প্রায় দীর্ঘ ২৬-২৭ বছর ) পরিবারের উপর অর্থাৎ মা বাবার উপরই নির্ভরশীল হয়েই থাকে। অন্য দিকে  উন্নয়শীল দেশের ছেলেমেয়েরা তাদের স্টুডেন্ট লাইফেই নিজের খরচ নিজেই বহন করতে পারে কারন তারা পড়াশোনার পাশাপাশি online থেকে একটা মোটা অংকের অর্থ উপার্জন করে । শুধু নিজের খরচ বা প্রয়োজন মেটানোর  পাশাপাশি  নিজের পরিবারকেও  সহযােগিতা  করে চলেছে। স্টুডেন্ট লাইফে তাদের উর্পাজিত অর্থ দিয়ে । তারা যদি করতে পারে তাহলে আমাদের দেশের ছেলে মেয়েরা তাদের স্টুডেন্ট লাইফের দীর্ঘ সময় শুধু বাবা মায়ের উপরি নির্ভর করেই কাটিয়ে দিবে কেন ? আমরা সকলেই জানি আমাদের দেশের শিক্ষার হার অন্যান্য দেশের তুলনায় অনেক কম।আর  এর প্রধান কারণ হলাে সামর্থ । অন্যান্য দেশের তুলনায়  আমাদের দেশের অর্থনীতির অবস্থা খুব ভালো নয়।। আমাদের দেশের বেশিরভাগ বাবা মারই তাদের সন্তানদের ২৫ - ২৬ বছরের  ভরন পােষণ সহ লেখাপড়ার খরচ চালাতে অক্ষম । তাই আমাদের দেশে বেশিরভাগ শিক্ষার্থীকেই উচ্চ শিক্ষা হতে বঞ্চিত হতে হয় । কিন্তু আমাদের ছেলে মেয়েরা যদি তাদের স্টুডেন্ট লাইফ থেকেই কিছু একটা করে তাদের নিজেদের খরচ নিজেরাই বহন করতে পারত তাহলে কিন্তু আমাদের দেশের শিক্ষার হার ১০০ ভাগ  হতে খুব বেশি সময়ের প্রয়ােজন হবে না।তাহলে আমাদের দেশের ছেলে মেয়েরা তাদের স্টুডেন্ট লাইফের দীর্ঘ সময় শুধু বাবা মায়ের উপরি নির্ভর করেই কাটিয়ে দিবে কেন?তাই আমার সেই student দের কথা চিন্তা করে আজ আমি আমার সব প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য '' তার কিভাবে online থেকে কিছু পরিমাণ অর্থ উপার্জন করতে পরবে তার কিছু সহজ উপায়" এর উপর  এই article টি আমার blog এ পাবলিশ করছি। article টি শেষ পর্যন্ত পড়লে একটা ভালো উপকার পাওয়া যাবে। 



আমি আপনাকে স্টুডেন্ট লাইফে কিছু করার কথা মানে এই নয় যে পড়াশোনা বাদ দিয়ে  অন্যান্য কাজ করতে বলছি । আমি  আপনাকে বলতে চাইছি যে লেখাপড়ার পাশাপাশি  কিছু করার কথা বলছি যেমন  online এ ঘরে বসে অর্থ উপার্জন করার  বিভিন্ন মাধ্যম রয়েছে । এবং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে student Life মানে আপনার প্রধান কাজ হবে study করা, তারপর অবসরে  সময়ে অর্থাৎ যে সময় পড়াশোনা করতে ভালো লাগে না সেই হময় কিছু করা । বর্তমানে এই Digital যুগে সেই রকম কাজের(job) কোন অভাব নেই । কারণ ডিজিটাল যুগে আপনি এমন ও সুবিধা পাবেন যে আপনার মন চাইলে কাজ করবেন না মন চাইলে করবেন না যখন সময় পাবেন তখন করবেন যখন সময় পাবেন না তখন করবেন না । এরকমি কিছু কাজের কথা আজ আমি এই article এ আপনাদের সাথে শেয়ার করবো । যা দেখে আপনিও স্টুডেন্ট লাইফে পড়াশুনার পাশাপাশি কিছু একটা করতে পারবেন সাথে আপনার নিজের খরচ নিজে বহন করতে পারবেন ।



________________________________________

বাড়তি বসে খুব সহজে  online  থেকে টাকা আয় করার  সহজ উপায়  উপায়ের মধ্যে ১ নম্বর হল----




 ১  YouTube থেকে




আপনি YouTube এ  আপনার জ্ঞান শেয়ার করে আয় করতে পারেন । আপনি যদি স্টুডেন্ট লাইফে যদি কিছু করতে চান তাহলে ইউটিউবের চেয়ে ভালাে এবং সহজ  কোন মাধ্যম আপনি পাবেন না। কারণ ইউটিউব এমন একটি platform  যেখানে  আপনি প্রতিদিন কিছু সময় ব্যয় করে(পড়াশোনা বাদ দিয়ে বলছি না) মাস শেষে ভালাে amount এর টাকা আয় করতে পারবেন । আমরা সকলেই জানি ইউটিউব হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় video sharering website বা platform । আপনি ইচ্ছে করলে ফ্রী তে  একটি ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করে post করতে  পারেন । আপনি আপনার YouTube channelএ  যত ভিডিও upload করবেন আপনার ভিডিওগুলাে তত বেশি ভিউ হতে থাকবে এবং যখন আপনার 1000টা subscribe এবং4000ঘন্টা watch time  পূরন হয়ে যাবে তখন YouTube আপনাকে তাদের ডিফল্ট আয়ের মাধ্যম অর্থাৎ adsence  এর মনিটাইজেশন চালু করে  দেবে এবং আপনি তখন বেশ ভালাে একটি এমাউন্ট আয় করতে পারবেন । ইউটিউবে বিষয় বাছাই করা । নিয়ে চিন্তার কোন কারণ নেই আপনি চাইলে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনকে কাজে লাগাতে পারেন ।  প্রতিদিন মাত্র ১ঘন্টা সময় দিয়েও একটি ভালাে শিক্ষামূল ভিডিও  বানানাে সম্ভব । এছাড়াও আপনার যে যে বিষয়ে ভিডিও বানাতে  ভালো লাগে আপনি সে সব বিষয়ে ভিডিও বানিয়ে YouTubeএ upload করতে পারেন।আর আপনি যদি  প্রতিদিন একটি করে ভিডিও দিতে থাকেন তাহলে দেখবেন প্রতিমাসে আপনি বেশ ভালাে একটি পরিমান ভিউস পাবেন এবং সেখান থেকে বেশ ভালাে একটি উর্পাজন ও করতে পারবেন । YouTube এর পলিশি মেনে আপনাকে কাজ করতে হবে ।YouTube এর নিয়ম মেনে কাজ করবেন তাহলে খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় আপনি পোঁছে যাবেন।




২.Blog তৈরি করে।






বর্তমানে blog থেকে লক্ষ লক্ষ টাকা  আয় করা সম্ভব। blog হল Google এর একটি free  platform. যেখানে আপনি আপনার একটা free  তে website তৈরি করে আপনার এই website এ লেখা পোস্ট করার মাধ্যমেও টাকা আয় করতে পারেন।আপনি আপনার blog এ যে কোনো বিষয়ে article post করতে পারেন। blog থেকে আয় করার জন্য  আপনাকে সবার প্রথমে একটি ব্লগ সাইট তৈরি করতে হবে এবং তারপর আপনি আপনার blog এ যে কোনো বিষয়ে article post করেতে হবে। আপনার blog এ  যখন ২০-২৫টি article Post করা হয়ে যাবে তখন Google আপনাকে আয়ে ডিফল্ট মাধ্যম addsenc এর মনিটাইজেশন চালু করে দেবে।  আপনি যখন আপনার blog এ  ভালাে ভালাে article  নিয়মিত post  করেতে থাকবেন  তখন আপনার blog টি  আসতে আসতে জনপ্রিয় বা popular  হতে থাকবে। যখন আপনার blog এ একটা ভালো পরিমাণ ভিউয়ার আসবে  তখন আপনার আয়ের পরিমাণ ও বেড়ে যাবে। Google adsence ছাড়াও আপনি নানা উপায়ে আয় করতে পারবেন । 




 ৩. Fecbookথেকে




 বর্তমানে ফেসবুক থেকেউ্ একটা ভালো পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব। যেহুতু ভারতে   ইউটিউবের চেয়ে ফেসবুকের ব্যবহারকারির সংখ্যা ও এর  জনপ্রিয়তা বেশি তাই আপনি ইচ্ছে করলে Fecbook থেকে টাকা আয় করতে পারেন । Fecbook থেকে আয় করার  জন্য  প্রথমে আপনাকে একটি ফেসবুক পেজ তৈরি করতে  হবে । এরপর  নিয়মিত আপনার Fecbook page এ   ভিডিও বা লেখা তথ্য  আপলােড করতে হবে ।যখন আপনার Fecbook  page এ like এবং page ভিউ এর সংখ্যা বেড়ে যাবে এবং Fecbook এর নিয়ম  পূরণ করার পর ফেসবুক আপনার  Fecbook পেজর মনিটাইজেশন  চালু  করার সুযােগ করে দিবে এবং আপনার ইনকাম করার সুযােগ ও চালু হয়ে যাবে। । এর পর  আপনি  ফেসবুক থেকে বেশ ভালাে পরিমান একটি এমাউন্ট আয়  পারেন প্রতিমাসে। বর্তমানে বাড়িতে বসে Facebook থেকে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়।





৪. Instagram থেকে income.





বর্তমানে সবার কাছে Facebook এর মতোই Instagram ও একটা popular photo and video sharering application,এখনো পর্যন্ত 500 Million এর ও বেশি মানুষ applicationটি ব্যবহার করছে। আপনি চাইলে Instagramথেকে ও income ,করতে পারেন। Instagramথেকে আয় করার জন্য আপনাকে Instagramএ একটা account খুলতে হবে। এবং আপনাকে আপনার Instagram page এ ভালো ভালো post শেয়ার করে followers বাড়াতে। ।যখন আপনার Instagram  page এ like এবং page ভিউ এর সংখ্যা বেড়ে যাবে এবং Instagram এর নিয়ম  পূরণ করার পর Instagram আপনার  Instagram পেজর মনিটাইজেশন  চালু  করার সুযােগ করে দিবে এবং আপনার ইনকাম করার সুযােগ ও চালু হয়ে যাবে। । এর পর  আপনি  Instagram থেকে বেশ ভালাে পরিমান একটি এমাউন্ট আয়  পারেন প্রতিমাসে। বর্তমানে বাড়িতে বসে Instagram থেকে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়।




৫. Freelancing করে income করতে পারেন:



 বর্তমানে আমাদের দেশে ফিল্যান্সিং  বেশ জনপ্রিয়তা অর্জন করেচলেছে।ফিল্যান্সিং থেকে আপনি ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন। আপনিও চাইলে আপনার পড়াশোনার পাশাপাশি ফিল্যান্সিং করে আয় করতে পারেন । ফিল্যান্সিং করার জন্য আপনাকে সবার প্রথমে অনলাইনের বেশ কিছু কাজ সম্পর্কে ভালো knowledge থাকতে হবে।  marketplaces এর কাজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।  আপনি যদি একটু  ভালো চেষ্টা করেন তাহলে খুব সহজেই একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন। আপনি এই সমস্ত কাজের যে কোন একটা  কাজ ভালো ভাবে শিখতে পারেন তাহলে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পাবেন।কাজ গুলি হল----  Graphics design, webdesign, webdevelopment, video editing, mission graphics,  ইত্যাদি ।




এই হল ৫টি সহজ উপায় যেখান থেকে আপনি বাড়িতে বসে প্রতি  মাসে একটা ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। আপনি এই ৫টি উপায়ের কোনটি করার কথা ভাবছেন সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।যদি এই article বা post ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের শেয়ার করুন যাতে তারাও তাদের নিজেদের খরচ নিজেই বহন করার পাশাপাশি নিজের পরিবারকেও সহযােগিতা করতে পারে।




Next Post Previous Post
2 Comments
  • Putul Altab
    Putul Altab ১৮ নভেম্বর, ২০২০ এ ১০:০৩ AM

    অনেক তথ্যবহুল লেখা। অনেক ধন্যবাদ সুন্দর লেখার জন্য। আমি নিজেও এই ধরণে বিষয় নিয়ে লেখালেখি করছি । তবে এখানে পোস্টটি পড়ে বুঝতে পেরেছি যে পোস্টতে অনেক কিছু শিক্ষানীয় বিষয় রয়েছে। আমি আশা করি আরও ভাল ভাল পোস্ট এখানে আমি পাব।
    Visit অনলাইনে ইনকাম করার সহজ উপায়!

  • Lutfor Pro
    Lutfor Pro ১১ মে, ২০২৩ এ ৯:০৫ PM

    বেশিরভাগ মানুষ YouTube-কে নির্দেশমূলক ভিডিও দেখা , মিউজিক শোনা বা সময় নষ্ট করার জায়গা হিসেবে মনে করে। তবে কিছু মানুষ, ইউটিউবকে থেকে আয় করার একটি উৎস হিসেবে দেখে। YouTube পার্টনার প্রোগ্রামে যোগদান করা এবং মনিটাইজেশন সেট আপ করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে আপনি গুগল এডসেন্স এর এড শো করে টাকা আয় করতে পারবেন। বাংলাদেশি ইয়উটিবারদের মধ্যে এটি সবচেয়ে বেশি জনপ্রিয়।

Add Comment
comment url