সৌরজগৎ- উৎপত্তি বা সৃষ্টির কারণ(Origin of solar system)
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
সৌরজগৎ উৎপত্তি বা সৃষ্টির কারণ ( Origin of solar system )
সৌরজগৎ এর উৎপত্তি
Kant ( 1755 ) এবং Laplace ( 1796 ) - এর মতবাদ অনুসারে সৌরজগতের উৎপত্তি হয় উত্তপ্ত গ্যাসীয় পুঞ্জ থেকে । Laplace একেই নেবুলা ( nebulae ) বলেন । পৃথিবীর সৃষ্টিসম্বন্ধীয় সর্বাধিক প্রচলিত এই মতবাদকেই নেবুলার তত্ত্ব ( nebular hypothesis ) বলে । বর্তমানে এর সাথে বিয়ে আধুনিক তত্ত্ব সংযােজিত হয় । বর্তমানে সৌরজগতের উৎপত্তি সম্পর্কে যে ধারণা করা হয় , তা হল 10 , 000 - 20 , 000 মিলিয়ন বছর আগে মহাকাশে ঘন বস্তু পিরে অস্তিত্ব ছিল । সম্ভবত এতে নিউট্রন , প্রােটন , ইলেকট্রন সদৃশ কণা এবং অ্যান্টিম্যাটারের অ্যান্টিপার্টি ছিল ।
» অ্যান্টিপাটিকেল ( Antiparticle )
যেসব কণার ভর এক , কিন্তু বিপ্রীত তড়িতাধানযুক্ত , তাদের অ্যান্টিপাটিল বলে । যেমন , ইলেকট্রনের অ্যান্টিপটি হল পজিট্রন । এর ভর ইলেকট্রনের সমান । তবে এটি ধনাত্মক তড়িতাধানযুক্ত ।
» অ্যান্টিম্যাটার ( Antimatter ) : অ্যান্টিপার্টিগুলি পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যান্টিম্যাটার গঠন করে । উদাহরণ — পজিট্রন ( ইলেকট্রনের অ্যান্টিপাটি ) এবং অ্যান্টিপ্রােটন ( প্রােটনের অ্যান্টিপার্টিকল ) পরস্পর মিলিত হয়ে অ্যান্টিহাইড্রোজেন ( অ্যান্টিম্যাটার ) গঠন করে ।এই উত্তপ্ত বস্তু পিণ্ড এক সময়ে বিস্ফোরিত হয়ে নীহারিকাপুঞ্জ গঠন করে । এই বিরাট মাত্রার বিস্ফোরণকেই Big bang বলে । এই বিস্ফোরণের মাধ্যমেই ব্ৰহ্বাণ্ডের সৃষ্টি হয় । ও নীহারিকাপুঞ্জ ( nebulae ) হিসেবে অন্যতম হল সৌরনীহারিকা ( solar Debulae ) । এটি একটি বিশাল আয়তনের , ঘূর্ণায়মান বলের মতো গ্যাসীয় মেঘপুঞ্জ । আমাদের সৌরজগৎ এই সৌরনীহারিকা ( solar nebulae ) থেকে সৃষ্টি হয়েছে ।
নীহারিকা মেঘের মতাে মহাজাগতিক ধুলাে ও গ্যাসের শীতল উপ নিয়ে গঠিত । ঘূর্ণন ও ঘনীভবনের জন্য যাবতীয় ভর এই নীহারণ কেন্দ্রে অবস্থান করে । নীহারিকা তার নিজস্ব মহাকর্যের কারণে এ চ্যাপটা ঘূর্ণায়মান চাকতির মতাে আকার ধারণ করে । নীহারিকা কেন্দ্রে থাকে পরমাণু ও কণাসমূহ ।সূর্যের জন্ম এই নীহারিকার কেন্দ্রেই । ঘূর্ণায়মান চাকতির বাইরের দিকের অপেক্ষাকৃত শীতল অংশ থেকেই গ্রহের জন্ম হয় । সূর্যে তাপনিউক্লীয় বিক্রিয়ায় ( thermonuclear reaction ) , অতি উচ্চমাত্রার , তাপাঙ্কে বিচ্ছুরিত শক্তি ( radiant energy ) নির্গত হতে শুরু করে । এইভাবেই 4600 মিলিয়ন বা 460 কোটি বছর আগে সমগ্র | সৌরজগতের জন্ম হয়েছিল বলে অনুমান করা হয় ।এইভাবেই সৌরজগতের উৎপত্তির সাথে পৃথিবীর জন্ম হয় ।
সৌরজগৎ এর সৃষ্টির ইতিহাস |
পৃথিবী সৃষ্টির বহু বছর পর পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটে এবং প্রাণের বিকাশের অনেক পরে মানুষের উদ্ভব হয় । ক্রমপরিবর্তনশীল বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে জীবন ও জীবের উৎপত্তি হয় । এই উৎপত্তিসংক্রান্ত নানা ধারণা ও মতবাদ প্রচলিত হলেও আজও এটি রহস্যময় ।