পেলেগ্রা রোগের কারন, উপসর্গ ও চিকিৎসাPellagra: Symptoms, Causes, and Treatment

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

পেলেগ্রা রোগের কারন, উপসর্গ ও চিকিৎসা(Pellagra: Symptoms, Causes, and Treatment )

পেলেগ্রা রোগের কারন, উপসর্গ ও চিকিৎসা(Pellagra: Symptoms, Causes, and Treatment )
পেলেগ্রা: উপসর্গ,কারন, প্রতিকার

ভিটামিন B বা নিকোটিনিক অ্যাসিড বা নায়াসিন - এর অভাবজনিত রােগ হল পেলেগ্রাPellagra Diseases due to vitamin B3 deficiency)

প্রাত্যহিক খাদ্যে ট্রিপটোফ্যান অ্যামিনাে অ্যাসিড বা নিকোটিনিক অ্যাসিড ( নায়াসিন ) -এর অভাবে যে অপুষ্টি দেখা দেয় , তার থেকে পেলেগ্রা ’ রােগ সৃষ্টি হয় । পেলেগ্রা ’ কথাটির অর্থ হল খসখসে চামড়া চিকিৎসাশাস্ত্র মতে , ‘ পেলেগ্রা ’ - কে চার D- এর অসুখ ’ বলা হয় । এই চারটি D- যুক্ত অসুখ হল

  • Dermatitis বা চর্মরােগ ,
  • Diarrhoea বা পেটের রােগ
  • Dementia বা মানসিক অবসাদ ।
  • Death বা মৃত্যু ।একদম শেষ পর্যায়ে পৌঁছে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে


আমাদের দেশের গুজরাট , উত্তরপ্রদেশ , রাজস্থান ও মধ্যপ্রদেশের গরিব মানুষদের মধ্যে Dementia বা মানসিক অবসাদ রােগটির প্রাদুর্ভাব বেশি ।
 পেলাগ্রা রোগের কারন, উপসর্গ ও চিকিৎসাPellagra: Symptoms, Causes, and Treatment
পেলেগ্রা রোগের কারণ


পেলেগ্রা রোগের কারণ ( Causes of Pellagra)


  • আমাদের দেশের যেসব অঞ্চলে খাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার বেশি হয় , সেখানে এই রােগটির প্রাদুর্ভাব সর্বাধিক ।


  • মূলত ভুট্টার মধ্যে ট্রিপটোফ্যানের অভাবে এই রােগটি ঘটে । ঔ কয়েকটি অঞ্চলে গরিব মানুষের প্রধান খাদ্য ভুট্টা হওয়ার কারণেই এই রােগটি ঘটে ।

 পেলাগ্রা রোগের কারন, উপসর্গ ও চিকিৎসাPellagra: Symptoms, Causes, and Treatment
পেলেগ্রা রোগের লক্ষণ


সাধারণ লক্ষণ : (Symptom of Pellagra)


  • আক্রান্ত ব্যক্তির দৈহিক ওজন হ্রাস পায় ।
  • ত্বক শুষ্ক এবং রক্তাভ হয় । বিশেষ করে ত্বকের যেসব অংশে সূর্যের আলাে পড়ে , সেই অংশগুলি শুষ্ক হয় ।
  • ত্বকে ঘা বা প্রদাহ হয় ।
  •  পৌষ্টিকতন্ত্রের ক্রিয়া ব্যাহত হয় । অনেক সময় পাতলা দাস্ত হয় ।
  • জিভে ঘা হয় , দেহে অবসাদ দেখা দেয় ।
  • মাথার যন্ত্রণা এবং আবেগজনিত অস্থিরতা ঘটে 
  • স্বভাব খিটখিটে হয়ে যায় ।

 পেলাগ্রা রোগের কারন, উপসর্গ ও চিকিৎসাPellagra: Symptoms, Causes, and Treatment
পেলেগ্রা রোগের চিকিৎসা বা প্রতিকার


প্রতিরােধমূলক ব্যবস্থা : (Treatment of Pellagra)


  • পেলেগ্রা রােগ প্রতিরােধ করার জন্য খাদ্যের গুণগত ও পরিমাণগত ঘাটতি দূর করতে হবে ।
  • যেসব অঞ্চলের মানুষের প্রধান খাদ্য ভুট্টা , সেইসব অঞ্চলে ভুট্টার পাশাপাশি ভাত , ডাল , দুধ ও অন্যান্য পুষ্টিকর খাদ্যগ্রহণের ব্যবস্থা করতে হবে ।
  • যথেষ্ট পরিমাণ নায়াসিন বা নিকোটিনামাইডসমৃদ্ধ খাদ্য , খাদ্যতালিকায় অন্তর্ভূক্ত করতে হবে ।
  • উন্নত মানের প্রােটিন সমৃদ্ধ খাদ্য , যেমন — মাছ , মাংস , ডিম , দুধ ইত্যাদি যাতে সঠিক অনুপাতে দৈনন্দিন খাদ্যতালিকায় থাকে , সে বিষয়ে লক্ষ রাখতে হবে ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url