রিকেট-Rickets: উপসর্গ, কারণ, চিকিৎসা, ঔষধ, প্রতিরোধ, রোগ নির্ণয় কি ভাবে করবেন?
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
রিকেট Rickets: উপসর্গ, কারণ, চিকিৎসা, ঔষধ, প্রতিরোধ, রোগ নির্ণয় কি ভাবে করবেন?
ভিটামিন D- এর অভাবজনিত রােগ ( Diseases due to vitamin D deficiency ) :রিকেট( Rickets )
আমাদের শরীরের ভিটামিন এর ঘাটতির কারণে নানারকমের রোগ দেখা দেয়। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অর্থাৎ প্রাত্যহিক খাদ্যে ভিটামিন D বা ক্যালসিফেরলের অভাব ঘটলে , এর ফলে মানবদেহে যে অপুষ্টি দেখা দেয় , তার ফলে দুটি রােগ প্রকট আকার ধারণ করে । এই রােগ দুটি হল— 1)রিকেট ( rickets ) এবং 2)অস্টিওম্যালেশিয়া ( osteomalacia ) ।
নীচে রিকেট রােগের কারণ , লক্ষণ এবং প্রতিরােধক ব্যবস্থা আলোচনা করা হল ।-------
রিকেট( Rickets )
রিকেট ( Rickets) হয় ভিটামিন-D এর অভাবজনিত রোগ। এই রোগ প্রধানত শিশুদের দেহে লক্ষ করা যায়।
রোগের কারণ :
- শিশুদের দেহে ভিটামিন D বা ক্যালসিফেরলের অভাব ঘটলে রিকেট রােগ দেখা দেয় ।
- ভিটামিন D প্রয়ােজনের তুলনায় কম থাকলে মলের সঙ্গে অধিক পরিমাণে ক্যালশিয়াম এবং ফসফরাস বের হয়ে যায় । এর ফলে রক্তে ক্যালশিয়াম এবং ফসফরাসের মাত্রা হ্রাস পায় ।
- দেহে অস্থির গঠন ব্যাহত হয় এবং শিশুদের ক্ষেত্রে রিকেট রােগ দেখা দেয় ।
- গর্ভাবস্থায় মা যদি উপযুক্ত পরিমাণ ক্যালশিয়াম গ্রহণ না করেন , তাহলেও শিশুর দেহে রিকেট রােগ সৃষ্টির সম্ভাবনা দেখা দেয় ।
রোগের লক্ষণ :
- শিশুদের রিকেট হলে অস্থির বিকৃতি ঘটে এবং করােটির অস্থিগুলির বৃদ্ধি ব্যাহত হয় ।
- এই রােগে হাত ও পায়ের দীর্ঘ অস্থিগুলি দেহের ভারে বেঁকে যায় ।
- বহু শিশুর ক্ষেত্রে দাঁত উঠতে দেরি হয় । তবে মেরুদণ্ডের খুব একটা ক্ষতি হয় না ।
- অন্ত্রে ক্যালশিয়ামঘটিত এবং ফসফরাসের বিশােষণ ব্যাহত হয় ।
- ক্যালশিয়ামঘটিত রিকেটের ক্ষেত্রে রক্তে ক্যালশিয়ামের পরিমাণ খুব কমে যায় ।
- ফসফরাসঘটিত রিকেটের ক্ষেত্রে রক্তে ফসফরাসের পরিমাণ খুব কমে যায় ।
প্রতিরােধক ব্যবস্থা :
- রিকেট প্রতিরােধের জন্য শিশুদের উপযুক্ত পরিমাণ দুধ , দুগ্ধজাত খাদ্য এবং ভিটামিন D সরবরাহ করা উচিত ।
- শিশুদের ক্যালশিয়াম ও ফসফরাস - সমৃদ্ধ খাদ্য সরবরাহ করলে , যথাক্রমে ক্যালশিয়ামঘটিত রিকেট ও ফসফরাসঘটিত রিকেট প্রতিরােধ করা যায় ।
- রিকেট প্রতিরােধের জন্য শিশুকে প্রথম থেকেই সুষম খাদ্যে অভ্যস্ত করানাে উচিত ।