ফাইলেরিয়েসিস রােগ |Filariasis disease | এলিফ্যানটিয়েসিস রােগ

WhatsAp Group Join Now
Telegram Group Join Now
( Filariasis ) ফাইলেরিয়েসিস বা এলিফ্যানটিয়েসিস বা ফাইলেরিয়া বা গােদরােগ হল Culex মশকী দ্বারা বাহিত একটি রােগ । এতে মানুষের হাত ও পা অস্বাভাবিকভাবে ফুলে গিয়ে কদাকার আকৃতি ধারণ করে ।

রোগসৃষ্টিকারী জীবাণু এবং তার প্রকৃতি : ফাইলেরিয়েসিস নামক রােগটি একপ্রকার গােলকৃমির সংক্রমণের ফলে ঘটে । এদের গােদকৃমি বা ফাইলেরিয়া কৃমি ( filarial worm ) বলে । সাধারণত তিনটি প্রজাতির সংক্রমণের ফলে মানবদেহে এই রােগটি হয় ।

এগুলি হল—

  • a) Wuchereria bancrofti
  • b) Brugia malayi ,
  • c) Brugia timoril

এদের মধ্যে প্রধান হল Wuchereria bancrofti।

রােগের লক্ষণ ; 

ফাইলেরিয়েসিস রােগে বিভিন্ন শনাক্তকারী লক্ষণ দেখা যায় ।
যথা —

  • আক্রান্ত ব্যক্তির জ্বর ও মাথায় যন্ত্রণা হয় ।
  • ত্বকে অ্যালার্জির মতাে গুটি দেখা যায় ।
  • লসিকানালী ও লসিকাগ্রন্থির স্ফীতি ঘটে ।
  • দেহের বিভিন্ন অংশ , বিশেষত হাত , পা , ক্রোটাম , স্তনগ্রন্থি ইত্যাদি অস্বাভাবিকভাবে ফুলে যায় । এর ফলে হাত ও পা হাতির পায়ের মতাে মােটা ও কদাকার হয় । তাই একে এলিফ্যানটিয়েসিস বলা হয় ।
  •  মূত্রে কাইল  নির্গত হয়

 • ইনকিউবেশন পিরিয়ড : Wuchereria bancrofti এর মানবদেহে ইনকিউবেশন পিরিয়ড হল সাধারণত 3 থেকে 9 মাস।


রােগ প্রতিকারের পদ্ধতি ( Prophylaxis of disease )

ফাইলেরিয়েসিস রােগ প্রতিকারের উপায়গুলি নীচে আলােচনা করা হল ।

রােগ প্রতিরোধ : 1987 - এ WHO ফাইলেরিয়েসিস প্রতিরােধে কয়েকটি মূল্যবান ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করে । Culex মশকীর মাধ্যমে রােগের বিস্তার ঘটে বলে এই রােগের কয়েকটি প্রতিরােধ ব্যবস্থা হল—

  • মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা বা অপসারণ করা ।
  • রাসায়নিক পদার্থ প্রয়ােগ করে মশার লার্ভা , পিউপা , পূর্ণাঙ্গ দশা ধ্বংস করা ।
  • জৈবিক দমনের মাধ্যমে মশার লার্ভা ও পিউপা ধ্বংস করা ।
  •  ব্যক্তিগত প্রতিরােধ ব্যবস্থার মাধ্যমে মশার কামড় থেকে রক্ষা পাওয়া , যেমন — রাতে ঘুমােনাের সময়‌ মশারি ব্যবহার করা ।

রােগ নির্ণয়:

  • আক্রান্ত ব্যক্তির রক্ত রাত্রিবেলায় ( 10 pm - 4 am- এর মধ্যে ) সংগ্রহ করতে হবে ।
  • কার্ড টেস্ট - এর মাধ্যমে যে - কোনাে সময়ে আক্রান্ত ব্যক্তির আঙুলের প্রান্ত ছুঁচের সাহায্যে ফুটিয়ে একফোঁটা রক্ত নিয়ে তাতে গােদকৃমির অ্যান্টিজেন আছে কিনা তা পরীক্ষা করে রােগ নির্ণয় করা সম্ভব ।
  •  X - ray- এর মাধ্যমে আক্রান্ত ব্যক্তির দেহে পরিণত গােদকৃমির উপস্থিতি সম্পর্কে নিশ্চিত জানা যায় ।

 চিকিৎসা :

ফাইলেরিয়েসিস চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয় ।যথা—

  •  আর্সেনামাইড ব্যবহার করে পরিণত গােদকৃমিকে মেরে ফেলা যায় । তবে এটি মাইক্রোফাইলেরির ওপর ধীরে কাজ করে ।
  • হেট্রাজান নামক একপ্রকার ওষুধ মাইক্রোফাইলেরিকে ধ্বংস করে । কিন্তু পরিণত গােদকৃমির ওপর এর প্রভাব কম ।
  •  Goodwin ( 1984 ) ও Fan ( 1990 ) উল্লেখ করেন যে , মাস ডাইইথাইল কাবমাজাইন কেমােথেরাপি ফাইলেরিয়া - প্রবণ অঞ্চলে রােগের প্রাদুর্ভাব হ্রাস করতে সাহায্য করে । এটি ব্যবহার করা হলে আক্রান্ত ব্যক্তির দেহে উপস্থিত পরিণত গােদকৃমি ও মাইক্রোফাইলেরি মারা যায় ।






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url