১০০+বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও তার উওর। science GK questions 2020
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
১০০+বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও তার উওর।science general knowledge questions with answer
Part-1
1. সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি ?
উওর:- . লিথিয়াম
2. সর্বাপেক্ষা ভারি মৌলিক গ্যাস কোনটি ?
উওর:- . রেডন
3. পাইরােমিটার কী ?
উওর:- . সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র
4. সােনায় মরিচা ধরে না কেন ?
উওর:- . সােনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু ( EL
5. মুক্তার ওজনের এককের নাম কী ?
উওর:- . গ্রেন
6. কলের পানিতে সাধারণত কোন উপাদান বেশি থাকে ? উওর:- . আয়রণ ( লৌহ )
7.ডিডিটির ( DDT ) পুরো কথাটি কি ?
উওর:- . ডাই - ক্লোরাে ডাই - ফিনাইল - ট্রাই - ক্লোরাে - ইথেন
৪. টিএনটির ( TNT ) পুরো কথাটি কি ?
উওর:- . ট্রাই নাইট্রো টলুইন
9. সাবানের রাসায়নিক নাম কি ?
উওর:- . সােডিয়াম । স্টিয়ারেট
10. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ?
উওর:- . সােডিয়াম মনােগ্লুটামেট
11. পেট্রোলের অপর নাম কি ?
উওর:- . গ্যাসােলিন
12. বেকিং পাউডার কি ?
উওর:- . সােডিয়াম বাই কার্বনেট , এলুমিনিয়াম সালফেট ও পটাসিয়াম হাইড্রোজেন টারটারেটের মিশ্রণকে বেকিং পাউডার বলে ।
13. লাফিং গ্যাস কি ?
উওর:- . নাইট্রাস অক্সাইডকে । লাফিং গ্যাস বলে । এটি হাস্য উদ্দীপক ।
14. দার্শনিকের উল কি ?
উওর:- . জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত । 15. সাপের বিষে কোন ধাতুর অনু থাকে ?
উওর:- . জিংক
16. কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না ? উওর:- . এন্টিমনি
17. বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি ?
উওর:- . কার্বন
18. নির্বোধের সােনা কি ?
উওর:- . আয়রণ ডি সালফাইড
19. পেনিসিলিন কে আবিস্কার করেন ?
উওর:- . আলেকজান্ডার ফ্লেমিং
20. পেস্নগ জীবানু কে আবিস্কার করেন ?
উওর:- . কিতাসােটে এবং ইয়েরসিন
21. পােলিও টিকা কে আবিস্কার করেন ?
উওর:- . জোনাস . ই . স্যাক ,
22. বসন্তের জীবানু কে আবিস্কার করেন ?
উওর:- . জেনার
23.বি.সি.জি টিকা কে আবিস্কার করেন ?
উওর:- . ক্যালসাটও গুয়েচিন
24. বেরিবেরি রােগের জীবানু কে আবিস্কার করেন ? উওর:- . আইকম্যান
25. ব্যাক্টেরিয়া কে আবিস্কার করেন ?
উওর:- . লিউয়েন হুক
26 , ভাইরাস কে আবিস্কার করেন ?
উওর:- . চার্ল আই ইকলুজ
27. ভিটামিন এ , বি , ও ডি কে আবিস্কার করেন ?
উওর:- . মেকুলাস ।
28. ভিটামিন সি কে আবিস্কার করেন ?
উওর:- . ফ্লোভিচ
29. ভিটামিন কে আবিস্কার করেন ?
উওর:- . ফ্রাঙ্ক
30. ম্যালেরিয়া জীবাণু কে আবিস্কার করেন ?
উওর:- . রােনাল্ড রস
31. যক্ষার জীবাণু কে আবিস্কার করেন ?
উওর:- . কচ
32. রক্ত সঞ্চালন কে আবিস্কার করেন ?
উওর:- . হার্ভে উইলিয়াম
33. ষ্টেথােস্কোপ কে আবিস্কার করেন ?
উওর:- . লায়েনেক
34. স্ট্রেপটোমাইসিন কে আবিস্কার করেন ?
উওর:- . ওয়াকম্যান
35. সংক্রামক জ্বরের টিকা কে আবিস্কার করেন ?
উওর:- . নিকলাই
36. সালফা ড্রাগ কে আবিস্কার করেন ?
উওর:- . ডি ডােমাগ
37. সিফিলিসের ওয়াস্যারম্যান পরীক্ষা কে আবিস্কার করেন ? উওর:- . ওয়াসারম্যান
38. হামের টিকা কে আবিস্কার করেন ?
উওর:- . এনভারস এবং জন পিবলস
39. হৃৎপিন্ড সংযােজক কে আবিস্কার করেন ?
উওর:- . ক্রিশ্চিয়ান কার্ণাড
40. হােমিওপ্যাথি কে আবিস্কার করেন ?
উওর:- . হ্যানিম্যান
41. ইনসুলিন এক্স - রে কে আবিস্কার করেন ?
উওর:- . রনজেন
42. এন্ডিসেপটিক চিকিৎসা কে আবিস্কার করেন ?
উওর:- . লিস্টার লর্ড বেন্টিং
43. কলেরা ব্যাসিলাস কে আবিস্কার করেন ?
উওর:- . রবার্ট কচ্ ও
44. কালাজ্বর কে আবিস্কার করেন ?
উওর:- . ইউ এন ব্রহ্মচারী
45. কুইনাইন কে আবিস্কার করেন ?
উওর:- . রেভি
46. কৃত্রিম জিন কে আবিস্কার করেন ?
উওর:- . হরগােবিন্দ খােরানা
47.ক্লোরাফর্ম কে আবিস্কার করেন ?
উওর:- . সিম্পসন । হ্যারিসন ।
48. গোঁদ জীবাণু কে আবিস্কার করেন ?
উওর:- . ম্যানসন ।
49. জলাতঙ্ক রােগের চিকিৎসা কে আবিস্কার করেন ?
উওর:- . লুই পাস্তুর
50. টাইফয়েড জীবাণু কে আবিস্কার করেন ?
উওর:- . ফিনলে ।
51. টেরামাইসিন কে আবিস্কার করেন ?
উওর:- . এবার্থ ।
52. ডিপথেরিয়া জীবাণু কে আবিস্কার করেন ?
উওর:- . সিজচিক
53. ডিপথেরিয়া প্রতিষেধক কে আবিস্কার করেন ?
উওর:- . ভন ভেহরিং
54. তড়িৎ স্নায়ুবিক চিকিৎসা কে আবিস্কার করেন ?
উওর:- . কেরলিটিবি
55. পচন নিবারক অস্ত্রোপচার কে আবিস্কার করেন ?
উওর:- . লিসার
56. পীতজ্বরের কারণ কে আবিস্কার করেন ?
উওর:- . রিড
57. পারমানবিক সংখ্যার আবিষ্কারক কে ?
উওর:- . বিজ্ঞানী মােসলে
58. ফসফিন কি পদার্থ ?
উওর:- . যৌগিক
59. ভর সংখ্যার অপর নাম কি ?
উওর:- . নিউক্লিয়াস সংখ্যা
60. MKS পদ্ধতিতে ভরের একক –
উওর:- . কিলােগ্রাম
61. লােহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় -
উওর:- . দস্তা
62. আন্তঃআনবিক শক্তি কি ?
উওর:- . আকর্ষন শক্তি
63 , অনুর তাপ মাত্রা বাড়লে কোনটি হয় না ?
উওর:- . আকর্ষন শক্তি বৃদ্ধি পায়
64. পদার্থের তিন অবস্থার কারন -
উওর:- . আন্তঃআনবিক শক্তির পার্থক্য
65. কোনটির আয়তন নেই ?
উওর:- . গ্যাসীয় পদার্থের
63. সরাসরি বাষ্পে পরিনত হওয়াকে কি বলে ?
উওর:- . ঊধ্বপাতন
64. কোনটি উদ্বায়ী পদার্থ নয় ?
উওর:- . লবন
65. আন্তঃআনবিক আকর্ষন সবচেয়ে কম কোন পদার্থের ? উওর:- . নাইট্রোজেন
66 , তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে ?
উওর:- . সমীভবন
67. সবচেয়ে হালকা মৌল কোনটি ?
উওর:- . হাইড্রোজেন
68. সবচেয়ে ভারী মৌল ?
উওর:- . ইউরেনিয়াম
69. ইউরেনিয়ামের আনবিক ভর কত ?
উওর:- . ২৩৮
70. প্রশ্ন : বায়ু একটি কি পদার্থ?
উওর:- . মিশ্র পদার্থ
71. যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে ?
উওর:- . হিমাঙ্ক
72. সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ ?
উওর:- . আনান সেপটিয়াম
73. যেসব নিউক্লিয়াসের প্রােটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় , তাদের বলে -
উওর:- . আইসােটোপ ।
74. যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় , তাদের বলে -
উওর:- . আইসােটোন ।
75. " শিমের বিচি " কোন ধরনের খাদ্য -
উওর:- . আমিষ ।
76. ডিম ও দুধে কোন ভিটামিন নেই-
উওর:- . সি ।
77. " গলগন্ড রােগ হয় কিসের অভাবে -
উওর:- . আয়ােডিন ।
78 , জল বাহিত রােগ -
উওর:- . জন্ডিস ।
79. প্রােটিন তৈরিতে ব্যবহার হয়-
উওর:- . অ্যামাইনাে এসিড ।
৪০. কোন রােগে শরীরের ইমিউনিটি নষ্ট হয় -
উওর:- . এইডস ।
৪1. বিলিরুবিন তৈরি হয় -
উওর:- . যকৃতে ।
82. মানবদেহে লােহিত কনিকার আয়ুষ্কাল কতদিন
উওর:- . 120 দিন ।
83. পরমানুর প্রােটনের সংখ্যাকে কি বলে ? উওর:- . পারমানবিক সংখ্যা
84. প্রশ্ন : সংকর ধাতু পিতলের উপাদান -
উওর:- . তামা ও দস্তা
85. কোনটি নবায়নযােগ্য শক্তির উৎস ?
উওর:- . সূর্যরশ্মি
86. প্রথম পারমানবিক ভরের ধারনা দেন ?
উওর:- . জন ডাল্টন
87.মােল বস্তুতে অনুর সংখ্যাকে বলে
উওর:- . অ্যাভােগেড্রো সংখ্যা
৪৪. অ্যাভােগেড্রো সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় ?
উওর:- . N
৪9. আইসােটোপে কি ভিন্ন থাকে ?
উওর:- . ভর সংখ্যা
90. আইসােটনে কি সমান থাকে ?
উওর:- . নিউট্রন
91. আইসােবারে কি ভিন্ন থাকে ?
উওর:- . প্রােটন সংখ্যা
92. আইসােবারে সমান থাকে কোনটি ?
উওর:- . ভর সংখ্যা
93. জিনের রাসায়নিক গঠন উপাদান কে বলা হয়
উওর:- . DNA
94. পাউরুটি পালানাের জন্য কোন ছত্রাকজাতীয় উদ্ভিদ ব্যবহার করা হয় -
উওর:- . ঈস্ট ।
95. কলার চারা লাগানাের সময় পাতা কেটে ফেলা হয় কেন- উওর:- . প্রস্বেদন রােধ করার জন্য ।
96. ভাইরাস একটি -
উওর:- , অকোষীয় জীব ।
97.শৈবাল কোন জাতীয় উদ্ভিদ -
উওর:- . স্বভােজী ।
98. উদ্ভিদ কোষ থেকে পানি বাষ্পকারে বের হয়ে যাওয়ার নিয়মকে বলে - উওর:- . প্রস্বেদন ।
99. পরম শূন্য তাপমাত্রা সমান -
উওর:- . 273 ° সেন্টিগ্রেড ।
100. এস আই পদ্ধতিতে তাপের একক - উওর:- . জুল ।
101. একটি বন্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা- উওর:- . অপরিবর্তিত থাকবে ।
102. সি এন জি গাড়ী চলে - উওর:- . অটো চক্রে ।