ভারতবর্ষের নামকরণ কি ভাবে হয়েছিলো আপনি জানেন??Do you know how India was named?

WhatsAp Group Join Now
Telegram Group Join Now
ভারতবর্ষের নামকরণ কি ভাবে হয়েছিলো আপনি জানেন??Do you know how India was named?
ভারতবর্ষের নামকরণের ইতিহাস

 ভারতবর্ষ ' — নামকরণ  ঃ আমাদের পরম প্রিয় মাতৃভূমি ভারতবর্ষ ’ বিশ্বের এক প্রাচীনতম দেশ । প্রাচীন সাহিত্য রামায়ণ , মহাভারত ও বিভিন্ন পুরাণে এই পবিত্র ভূমির উল্লেখ আছে ।
 ১ ) বলা হয় যে , প্রাচীনকালে ভরত নামে এক রাজা এদেশে রাজত্ব করতেন । তাঁর নাম থেকে এই দেশের নাম হয় ভারতবর্ষ । বিষ্ণুপুরাণ ’ - এ বলা হচ্ছে যে , যে - দেশ সমুদ্রের উত্তরে ও হিমালয়ের দক্ষিণে তার নাম ভারতবর্ষ । এখানে ভরতের সন্তানেরা ( ভারতী ’ ) বাস করে ।

 ( ২ ) আধুনিক ঐতিহাসিক ডঃ রামশরণ শৰ্মা ( Dr. R. S. Sharma ) বলেন যে , ভরত নামে এক প্রাচীন উপজাতির নাম অনুসারে এই দেশের নাম হয় ভারতবর্ষ এবং ভারতবর্ষের মানুষের নাম হয় ‘ ভরত - সন্ততি ( বা ভরতের উত্তর - পুরুষ ) । 
( ৩ ) বিদেশিদের কাছে আমাদের দেশ ইন্ডিয়া ’ নামে । পরিচিত । এই নামটি সংস্কৃত ‘ সি ’ শব্দ থেকে উদ্ভূত । বিদেশিরা সিন্ধুনদের তীরবর্তী ভারতীয়দের সঙ্গে প্রথম পরিচিত হয়েছিল এবং সিন্ধুনদের নাম অনুসারেই তারা দেশটির নামকরণ করে । প্রাচীন পারসিকরা সিন্ধুকে উচ্চারণ করত ‘ হিন্দু ’ । এ থেকেই সে যুগে ভারতীয়দের সাধারণ নাম হয় হিন্দু এবং কালক্রমে এ দেশের নাম হয় হিন্দুস্তান বা হিন্দুদের বাসভূমি।গ্রিক ও রােমানরা হিন্দু ’ - কে উচ্চারণ করত ইন্দু ( Indus ) বলে । প্রাচীন এই ইন্দুস ’ থেকেই আধুনিক ইন্ডিয়া ' নামের উৎপত্তি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url