কর্তার সিং দুৰ্গালের জীবন কাহিনী ও তার লেখা কিছু কবিতা,গল্প ও উপন্যাসের নাম

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

কর্তার সিং দুৰ্গালের জীবন কাহিনী ও তার লেখা কিছু কবিতা,গল্প ও উপন্যাসের নাম
কর্তার সিং দুৰ্গালের জীবন কাহিনী
কর্তার সিং দুৰ্গাল(১৯১৭-২০১২) :
জন্ম রাওয়ালপিন্ডি জেলার ধমিয়ালে ( বর্তমানে পাকিস্তান ) । বাবা জীবন সিং দুগাল , মা সতওয়ান্ত কউর । সাহােরের ফরম্যান ক্রিশ্চান কলেজ থেকে ইংরেজিতে এমএ । ১৯৪২ - এ আকাশবাণীতে যােগ দেন।‘আকাশবাণী’র অধিকর্তার পদ থেকে অবসর নেবার পর ‘ ন্যাশনাল বুক ট্রাস্ট ' - এর অধিকর্তা ( ১৯৬৬-৭৩ ) ছিলেন । যােজনা কমিশনের উপদেষ্টা ( ১৯৭৩-৭৬ ) রূপেও কাজকরেছেন । স্বাধীনতা পরবর্তীকালের পাঞ্জাবিসাহিত্যের উজ্জ্বল জ্যোতিষ্ক দুগাল কবি হিসেবে লেখক - জীবন শুরু করেন । পরে কবিতা লেখা কমিয়ে দিয়ে গদ্যের দিকে মনােযােগ দেন । কবিতা , ছােটোগল্প , উপন্যাস , নাটক , সাহিত্য - সমালােচনা – সাহিত্যের সব মাধ্যমেইতিনি লিখেছেন ।

 মূলত মাতৃভাষা পঞ্জাবিতে লেখার পর বহুভাষাবিদ লেখক সেগুলি নিজেই হিন্দি , উর্দু আর ইংরেজিতে অনুবাদ করেছেন । সাহিত্যিক হিসেবে কর্তার সিং দুগালের প্রতিষ্ঠা সর্বভারতীয় । সাহিত্য অকাদেমি ( ১৯৬৫ ) , গালিব পুরস্কার ( ১৯৭৬ ) , সােভিয়েত ল্যান্ড নেহরু পুরস্কার ( ১৯৮১ ) , ভাই বীর সিং পুরস্কার ( ১৯৮৯ ) ছাড়াও পেয়েছেন পদ্মভূষণ ( ১৯৮৮ ) ; তার বেশ কিছু গল্প - উপন্যাস বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পঞ্জাবি বিভাগে পাঠ্য । দুৰ্গালের রচনা অনুদিত হয়েছে ভারতের প্রধান - প্রদান ভাষা ছাড়াও বেশি কিছু বিদেশি ভাষায় ; বিশিষ্ট সাহিত্যিক হিসেবে অনেক দেশ ভ্রমণ করেছেন । 

রচনাবলির মধ্যে আছে দুটি কাব্যগ্রন্থ : কন্ধে কন্ধে ( ১৯৪১ ) , বন্ধ দরওয়জে ( ১৯৫৯ ) । চব্বিশটি গল্প সংকলনের মধ্যে উল্লেখযােগ্য : দঙ্গর ( ১৯৪৪ ) , নাওয়ান ঘর ( ১৯৫১ ) , পরে মেরে ( ১৯৬১ ) , ইকছিট চাননদি ( ১৯৬৩ ) , সােনার বাংলা ( ১৯৭৬ ) , মিল পন্থর , মৌরিয়া শ্রেষ্ঠ কহানিয়া ।

১০টি উপন্যাসের মধ্যে উল্লেখযােগ্য : হাল মুরিদা দা ( ১৯৫৮ ) , শরদ পুনম কি রাত ( ১৯৭৮ ) । সাতটি নাটকের বই এর মধ্যে উল্লেখযােগ্য : ইর সিকর সিকর , সত নাটক , পুরানিয়া বােতলা , বুদ্ধং শরণং গচ্ছামি । এ ছাড়া এক খণ্ড আত্মজীবনী , সাহিত্য - সমালােচনামূলক সাতটি বই লিখেছেন ।



TAG:

  • কর্তার সিং দুৰ্গালের জীবনী,
  • কর্তার সিং দুৰ্গালের সংক্ষিপ্ত পরিচিতি,
  • কর্তার সিং দুৰ্গালের লেখা গল্প-কবিতা-উপন্যাস,
  • কর্তার সিং দুগ্গাল,
  • Kartar Singh Duggal,
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url