নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়-এর জীবন কাহিনী ও তার লেখা কিছু বিখ্যাত নাটকের নাম
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়-এর জীবন কাহিনী ও তার লেখা কিছু বিখ্যাত নাটকের নাম
নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়
অজিতেশ বন্দ্যোপাধ্যায় ( ১৯৩৩-১৯৮৩ ) : জন্ম ১৯৩৩ সালের ৩০ সেপ্টেম্বর । সাবেক মানভূম জেলা , এখন বর্ধমানের রােপােগ্রামে । বাবা ভুবনমােহন বন্দ্যোপাধ্যায় , মা লক্ষ্মীরানী বন্দ্যোপাধ্যায় । কুলটি হাইস্কুল থেকে ম্যাট্রিক , বর্ধমান রাজ কলেজ থেকে আই এস সি এবং কলকাতার মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজ থেকে বিএ । পরে ইংরেজিতে স্পেশাল অনার্স পাশ । শিক্ষকতা করেছেন প্রথম দমদমের মতিলাল বিদ্যায়তনে এবং পরে বাগুইহাটির হিন্দুবিদ্যাপীঠে । ছাত্রজীবন থেকে অজিতেশ নাটক রচনা ও অভিনয়ে আগ্রহী । ১৯৫৪ সালে লিখেছেন মৌলিক পূর্ণাঙ্গ নাটক ‘ সংঘাত । ১৯৫৬ সালে ভারতীয় গণনাট্য সংঘে যােগ দেন । ১৯৬০ - এর ২৯ জুন প্রতিষ্ঠা করেন নান্দীকার ’ । এই নাট্যদলের ৩৪ টি নাটকে অজিতেশ রূপান্তর / নির্দেশনা / অভিনয়সূত্রে যুক্ত ছিলেন । নাটকগুলির মধ্যে বেশ কয়েকটি প্রযােজনা অবিস্মরণীয় । যেমন , ‘ সেতুবন্ধন ’ , ‘ চার অধ্যায় ’ , ‘ নাট্যকারের সন্ধানে ছটি চরিত্র ’ , ‘ নানারঙের দিন ’ , ‘ মঞ্জরী আমের মঞ্জরী ’ , ‘ যখন একা ’ , ‘ শের আফগান ’ , ‘ তিন পয়সার পালা ’ , ‘ নটী বিনােদিনী ’ , ‘ ভালােমানুষ ’ , ‘ আন্তিগােনে , ‘ সওদাগরের নৌকা ইত্যাদি । ৯ সেপ্টেম্বর ১৯৭৭ ‘ নান্দীমুখ ’ নামে নতুন নাট্যগােষ্ঠী প্রতিষ্ঠা করেন । এদের বিখ্যাত প্রযােজনা তলস্তয়ের পাওয়ার অফ ডার্কনেস অবলম্বনে রূপান্তরিত নাটক ‘ পাপপুণ্য ’ । পেশাদারি মঞে অজিতেশ ‘ থানা থেকে আসছি ’ , ‘ বাঘিনী ’ ও ‘ এই অরণ্যে ’ নাটকে অভিনয় করেছেন । বাংলা ও হিন্দি মিলে ৫০ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন । যেমন , ‘ অতিথি ’ , ‘ ছুটি ’ , ‘ মহাবিপ্লবী অরবিন্দ ’ , ‘ হাটেবাজারে ’ , সাগিনা মাহাতাে ’ , ‘ এক আধুরী কহানি’ইত্যাদি । বেতারে ও দুরদর্শনে বহু নাটকের প্রযােজনা , নির্দেশনা ও অভিনয়ে ছিলেন অজিতেশ । যাত্রা করেছেন । সুর দিয়েছেন । অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মৌলিক ও রূপান্তরিত নাটকের সংখ্যা ২৬। এদের মধ্যে আছে ‘ সওদাগরের নৌকা ’ , ‘ মঞ্জরী আমের মঞ্জরী , ‘ ভালােমানুষ ’ , ‘ পাপপুণ্য ’ , ‘ সাঁওতাল বিদ্রোহ ’ , ‘ মুদ্রারাক্ষস ' । বাংলা নাটম প্রতিষ্ঠা সমিতির প্রযােজনায় মঞ্চস্থ হয় বিশাখদত্তের মুদ্রারাক্ষস ’ । নাটকের নির্দেশনা ও অভিনয়ে ছিলেন অজিতেশ । এই বিপুল ব্যস্ততার মধ্যেই তিনি লিখেছেন উপন্যাস ‘ ভালাে লেগেছিল । বহু প্রবন্ধ ও ছােটোগল্প লিখেছেন , অনুবাদ করেছেন কবিতা । অজিতেশ পশ্চিমবঙ্গ সরকার ছাড়াও মস্কো নিউজ ক্লাব ক্রিটিক সার্কল অব ইন্ডিয়া , দিশারী , রঙ্গসভা ইত্যাদি বহু সংস্থা কর্তৃক পুরস্কৃত হন । লাভ করেন সংগীত নাটক আকাদেমি পুরস্কার । ১৯৮০ সালের ১৪ অক্টোবর তিনি আকস্মিকভাবে প্রয়াত হন ।
TAG:
- অজিতেশ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তথ্য
- নানা রঙের দিন নাটকের লেখক পরিচিতি।
- নাট্যকারের জীবনী
- actor Ajitesh Bandopadhyay