250 Child Psychology and Pedagogy Questions and Answers in Bengali। প্রাইমারি টেট শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর পিডিএফ

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

Child Psychology and Pedagogy Questions and Answers in Bengali। প্রাইমারি টেট শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন প্রশ্ন উত্তর পিডিএফ 


বর্তমানে কম বেশি সকলেই  PRIMARY TET 2022 এর জন্য Preparation শুরু করে দিয়েছে। .যদি তুমি একজন TET চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তাহলে তুমি  একদম ঠিক জায়গায় এসেছো

50 Child Psychology and Pedagogy Questions and Answers in Bengali। প্রাইমারি টেট শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন প্রশ্ন উত্তর পিডিএফ
50 Child Psychology and Pedagogy Questions and Answers in Bengali। প্রাইমারি টেট শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন প্রশ্ন উত্তর পিডিএফ 

আজ  আমরা তোমাদের   জন্য নিয়ে এসেছি Child Psychology and Pedagogy Questions and Answers in Bengaliপ্রাইমারি টেট শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন প্রশ্ন উত্তর পিডিএফ । এই পিডিএফ টির  মধ্যে শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব এর উপর প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে ।‌ একটি সুন্দর  pdf দেওয়া আছে, টি ডাউনলোড করে প্রাকটিস করুন এবং আর পরবর্তী সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য PDF গুলি পাতে আমাদের websiteএ এ প্রতিদিন ভিজিট করুন।

প্রাইমারী টেট পরীক্ষার জন্য শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল

০১. প্রচেষ্টা ও ভুল তত্ত্বের মুখ্য প্রবক্তা কে ?

উত্তরঃ থর্নডাইক।


০২. বুদ্ধি ও সৃজনশীলতা কীরূপ সম্পর্কযুক্ত ?

উত্তরঃ ইতিবাচক সম্পর্কযুক্ত।


০৩. মূল্যায়নের আধুনিক ধারণার প্রবক্তা কে ?

উত্তরঃ ডঃ বেঞ্জামিন রুম।


০৪. চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি হিসেবে একজন শিক্ষক কি করবেন ?

উত্তরঃ ধারাবাহিকভাবে মুল্যায়ন করবেন।


০৫. মৌলিক শিক্ষার উদ্দেশ্য কি ?

উত্তরঃ শিক্ষাকে বৃত্তিমূলক করা।


০৬. শিক্ষকতাকে কোন দৃষ্টিতে দেখবেন ?

উত্তরঃ চ্যালেঞ্জিং কাজ।


০৭. বােধ পরীক্ষণের সাথে কোন বিষয়টি সম্পর্কিত ?

উত্তরঃ অসমান টুকরাে জুড়ে ছবি সম্পূর্ণ করা।


০৮. শিক্ষকতাকে কোন স্তরে ফেলা হয় ?

উত্তরঃ অনুশীলন।


০৯. শিশুর বৌদ্ধিক বিকাশের চারটি বিভিন্ন স্তর চিহ্নিত করেছিলেন কে ?

উত্তরঃ পিয়াজে।


১০. ছাত্রছাত্রীদের অকৃতকার্যতার বৈধ কারণ কি হতে পারে ?

উত্তরঃ পড়াশােনার প্রতি অমনােযােগ।


১১. শিশুদের আচরণচর্চার সর্বোৎকৃষ্ট পদ্ধতি কি ধরণের পদ্ধতি ?

উত্তরঃ ব্যক্তিগতচর্চা পদ্ধতি।


১২. বিদ্যালয়ের কর্তব্য কি ?

উত্তরঃ সমাজের জন্য উন্নত গুণবিশিষ্ট ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তােলা।


১৩. বিদ্যালয়ে শ্রেণীকক্ষের প্রধান দায়িত্ব কি ?

উত্তরঃ শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা।


১৪. জাতীয় শিক্ষা পরিষদের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?

উত্তরঃ অরবিন্দ ঘোেষ।


১৫. শিখনের ইনসাইট থিওরি কে প্রবর্তন করেছিলেন ?

উত্তরঃ প্যাভলভ।


১৬. শিক্ষাক্ষেত্রে কারিকুলাম বলতে কি বােঝায় ?

উত্তরঃ প্রতিদিন ছাত্র বিদ্যালয়ের সামগ্রিক কর্মসূচি যা যা প্রত্যক্ষ করে।


১৭. শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়টি সবচেয়ে কার্যকর বলে মনে করা হয় ?

উত্তরঃ প্রােজেক্টের কাজ দেওয়া।


১৮. শিক্ষক হিসাবে আপনি কোন ধরণের ছাত্রদের বিশেষ গুরুত্ব দেবেন ?

উত্তরঃ সক্রিয় ছাত্রদের।


১৯. ছাত্রদের দক্ষতার মূল্যায়নে কোন বিষয়টি বিশেষ কার্যকরী ?

উত্তরঃ সেমিস্টার পরীক্ষা।


২০. শিশুদের স্মৃতিশক্তি বলতে কি বােঝায় ?

উত্তরঃ অভিজ্ঞতালব্ধ বা শেখা বিষয় মনে রাখার ক্ষমতা।

২১. শিক্ষার্থীর ব্যক্তিগত সম্ভাবনা ও চাহিদা অনুযায়ী শিক্ষাদান পদ্ধতিকে কি বলে ?

উত্তরঃ ব্যক্তি স্বাতন্ত্র্য নীতি।


২২. একজন শিক্ষকের প্রথম ও গুরুত্বপূর্ণ কাজ কি ?

উত্তরঃ শিশুদের ঠিকমতাে বােঝা।


২৩. ভালাে শিক্ষার বৈশিষ্ট্য বলতে কি বােঝায় ?

উত্তরঃ ভালাে শিক্ষক ও উন্নত বিদ্যালয় পরিবেশ।


২৪. যেসব শিশু শ্রেণীকক্ষে বেশী প্রশ্ন করেন একজন শিক্ষক হিসেবে তাদের প্রতি আপনার কর্তব্য কী ?

উত্তরঃ শ্রেণীকক্ষের বাইরে ও ভেতরে যখনই প্রশ্ন করবে তাদের সঠিক উত্তর দিয়ে সন্তুষ্ট করা।


২৫. সহপাঠক্রমিক কার্যাবলী কেন প্রয়ােজন ?

উত্তরঃ শিশুদের পূর্ণাঙ্গ ব্যাক্তিত্ব বিকাশে ইহা সাহায্য করে।


২৬. বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য কি হওয়া উচিত ?

উত্তরঃ সঠিক সময়ের মধ্যে প্রতিটি শ্রেণীর পঠন কার্যাবলী সম্পন্ন করা।


২৭. শিক্ষার্থীদের অকৃতকার্যের কারণ কি ?

উত্তরঃ শিক্ষা ব্যবস্থার ক্রটি।


২৮. বিদ্যালয় ছুট সমস্যার সমাধান কীভাবে সম্ভব ?

উত্তরঃ মনােরম ও সহানুভূতিপূর্ণ বিদ্যালয় পরিবেশ তৈরি করে।


২৯. ব্যক্তিত্ব ও চরিত্রের মধ্যে মূল পার্থক্য কি ?

উত্তরঃ ব্যক্তিত্ব বাহ্যিক এবং চরিত্র আভ্যন্তরীণ।


৩০. গান্ধীজি বুনিয়াদি শিক্ষাপ্রথা কবে চালু করেন ?

উত্তরঃ ১৯৩৭ সালে।


৩১. বংশগতির ক্ষুদ্রতম উপাদান কী ?

উত্তরঃ জিন।


৩২. স্কিমা কী ?

উত্তরঃ কোনাে মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন হল স্কিমা।


৩৩. প্রগতিবাদী শিক্ষার জনক কে ?

উত্তরঃ জন ডিউই।


৩৪. সৃজনশীলতার জন্য কোন ধরনের চিন্তনের গুরুত্ব বেশি ?

উত্তরঃ অপসারী চিন্তন।


৩৫. যােগ করার দক্ষতা গুণ করার ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী হয়। এক্ষেত্রে কোন ধরনের শিখন সঞ্চালন ঘটেছে ?

উত্তরঃ ধনাত্বক শিখন সঞ্চালন।


৩৬. লিবিডাে বিকাশের তত্ত্বটির প্রবক্তা কে ?

উত্তরঃ ফ্রয়েড।


৩৭. একটি শিশুর বৃদ্ধি ও বিকাশ নির্ভর করে কিসের ওপর ?

উত্তরঃ জিনগত বৈশিষ্ট্য,পরিবেশ ও ব্যক্তির প্রভাবের ওপর।


৩৮.শিশু-কেন্দ্রিক শিক্ষার প্রধান দুটি বৈশিষ্ট্য কী?

উত্তরঃ স্বাধীনতা ও সক্রিয়তা।


৩৯. পরিবার শিক্ষার কোন ধরনের মাধ্যম ?

উত্তরঃ পরিবার শিক্ষার প্রথা বহির্ভূত মাধ্যম।


৪০. প্রাথমিক স্তরের শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি গুণ কী ?

উত্তরঃ ধৈর্য ও অধ্যবসায়।


৪১. বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা কে ?

উত্তরঃ গিলফোর্ড।


৪২. পায়রা ও ইঁদুরের ওপর কে গবেষণা করেছিলেন ?

উত্তরঃ স্কিনার।


৪৩. বুনিয়াদী শিক্ষার মূলভিত্তি কি ?

উত্তরঃ হস্তশিল্প।


৪৪. দ্বি-উপাদান তত্ত্বের প্রবক্তা কে ?

উত্তরঃ স্পিয়ারম্যান।


৪৫. কিন্ডারগার্টেনের প্রবর্তক কে ?

উত্তরঃ ফ্রয়েবেল।


৪৬. মনােবিজ্ঞানের ওপর ভিত্তি করে প্রথম শিক্ষাপদ্ধতি গড়ে তােলেন কে ?

উত্তরঃ জোয়ান হার্বাট।


৪৭. সামাজিক চুক্তি নীতির প্রবক্তা হলেন কে?

উত্তরঃ হেগেল।


৪৮. কোন স্তরের ছেলেমেয়েদের খুব বেশি রকম অসামাজিক মনে হয় ?

উত্তরঃ প্রাথমিক কৈশাের স্তরের।


বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:-   প্রাইমারি টেট শিশু শিক্ষা প্রশ্ন উত্তর

File Format:- Pdf

Quality:- High

File Size:- 2MB

File Location:- Google Drive

Related Posts

B. শিশু মনোবিদ্যা গুরুত্বপূর্ণণ প্রশ্ন উত্তর পিডিএফ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url