সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর। General knowledge Question in bengali pdf download।

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

  Hello Dear Students,

   আজ আমি আপনার সাথে General knowledge Question answer pdf in bengali শেয়ার করছি। আগত  যেকোনো competitive examএর বা Wbcs,SSC,TET,RRB NTPC, Group-D এর  পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ বাংলাতে General Science Question answer pdf টি আপনাদের খুব সাহায্য করবে।  তাই সময় নষ্ট না করে নীচের লিঙ্কটিতে ক্লিক করে সম্পূর্ণ ফ্রি পিডিএফ ফাইল সংগ্রহ করুন।

1000+General knowledge Question answer pdf in bengali2021। সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তরPdf
General knowledge GK question

বিঃদ্রঃ-

    এই পৃষ্ঠার নীচে একটি পিডিএফ ডাউনলোড লিঙ্ক আছে।


  1. সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন লিউয়েনহুক।

  2. কোশতত্ত্বের প্রবক্তা স্লেইডেন ও সােয়ান।

  3. জেনেটিক কোড় আবিষ্কার-এর জন্য নােবেল পুরস্কৃত ভারতীয় বংশােদ্ভূত বিজ্ঞানী হরগােবিন্দ খােরানা।

  4. সালােকসংশ্লেষে উৎপন্ন প্রতি গ্রাম অণু গ্লুকোজে 686 KCal শক্তি সঞ্চিত হয়।

  5. প্রশ্ন: মেডুলা কিসের অংশ? উত্তর: মস্তিষ্কের

  6. প্রশ্ন: দৃষ্টি এবং শ্রবণের সাথে জড়িত উত্তর: মধ্য মস্তিষ্ক

  7. হিল (NADP-) হাইড্রোজেন গ্রহণ করে।


  8. অবাত শ্বসন দেখা যায় ডিনাইট্রিফাইং ব্যাকটিরিয়াতে।

  9. ট্র্যাকীড হল জাইলেম বাহিকার অংশ।

  10. তরল যােগকুলা হল রক্ত।প্শ্ন

  11. প্রশ্ন: উদ্ভিদের নামকরন করে কোন প্রতিষ্ঠান?উত্তর: ICBN

  12. হৃৎপিণ্ডের আবরণী পেরিকার্ডিয়াম।

  13.  ইউস্টেচিয়াল নালী বায়ুপূর্ণ থাকে।

  14. তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান 4.2 জুল/ক্যালােরি।

  15. আলােকরশ্মি প্রতিফলকের ওপর 45° কোণে আপতিত হলে।আপতিত ও প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হবে।

  16. পেরিস্কোপ যন্ত্রে আলাের প্রতিফলন ধর্মকে কাজে লাগানাে হয়।

  17. আলােক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে,তখন প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে সরে আসে। (i>r)

  18. হীরকের সংকট কোণ 24.4°


বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:- General knowledge Question answer pdf in Bengali

File Format:- Pdf

Quality:- High

File Size:-  19kb

File Location:- Google Drive



Downloadclick Here to Download


Related Posts

A.1000+ Geography Question answer pdf in Bengali


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url