WBCS Science Question answer pdf in Bengali। গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রশ্ন উত্তর পিডিএফ।GK question in Bengali pdf download

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

    Hello Dear Students,

   আজ আমি আপনার সাথে General knowledge Question answer pdf in bengali শেয়ার করছি। আগত  যেকোনো competitive examএর বা Wbcs,SSC,TET,RRB NTPC, Group-D এর  পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ বাংলাতে General Science Question answer pdf,জিকে প্রশ্ন উত্তর, সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর, WBCS important GK question in Bengali,CHSL GK question, টি আপনাদের খুব সাহায্য করবে।  তাই সময় নষ্ট না করে নীচের লিঙ্কটিতে ক্লিক করে সম্পূর্ণ ফ্রি পিডিএফ ফাইল সংগ্রহ করুন

WBCS Science Question answer pdf in Bengali। গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রশ্ন উত্তর পিডিএফ।GK question in Bengali pdf download
GK question for WBCS ,NTPC,CHSL,CGL exam 


WBCS Science Question answer pdf in Bengali। গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রশ্ন উত্তর পিডিএফ।GK question in Bengali pdf download

◾মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন?

উত্তর:- ডি ভ্রাইস।

◾প্রাণীদেহের ব্যস্ততম অঙ্গের নাম কি?

উত্তর:-  হৃৎপিণ্ড।

◾রক্তের সান্দ্রতা নির্ণয় করার জন্য  কোন যন্ত্র ব্যবহৃত হয়

উত্তর:- ভিসকোমিটার।

◾সংক্রমণযােগ্য ভাইরাস কণাকে কি বলে যেটি পােষক কোশের বাইরে জড়ের মতাে অবস্থান করে?

উত্তর:-  ভিরিয়ন

◾ক্ষারীয় প্রােটিন দ্বারা গঠিত, সংক্রমণযােগ্য বাধ্যতামূলক পরজীবীকে কি  বলে?

উত্তর:- - প্ৰায়ণ (এটি ভেড়া ও ছাগলের স্নায়ুজ রােগ সৃষ্টি করে)।

◾কোন‌ কোন‌ ব্যাকটেরিয়াতে সালােকসংশ্লেষে সাহায্যকারী রঞ্জক ব্যাকটেরিওক্লোরােফিল থাকে?

উত্তর:- - ক্লোরােবিয়াম, প্রােডােস্পাইরিলাম।

◾নাইট্রোজেন সংবন্ধনকারী বা স্থিতিকারী ব্যাকটেরিয়া নাম কি?-

উত্তর:- অ্যাজোটো ব্যাকটর, ক্লসট্রিডিয়াম।

◾অপুষ্পক উদ্ভিদের ফ্লোয়েম কলায় সঙ্গীকোশের পরিবর্তে যে বিশেষ কোশ থাকে তাকে কি বলে? উত্তর:- অ্যালবুমিনাস কোশ।

◾ক্ষুদ্রতম গুপ্তবীজী উদ্ভিদ এর নাম -কি?

উত্তর:-  উলফিয়া (Wolffia)।

◾বীজ সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়-

উত্তর:- স্পার্মোলজি (Spermology)।

◾বৃহত্তম মুকুল এর নাম কি?-

উত্তর:-  বাঁধাকপি (Cabbage)।

◾দীর্ঘতম গর্ভদণ্ড এর নাম কি?-

উত্তর:- - ভুট্টা (Maize)।

◾বহুযযাজী মূলত্র দেখা যায় কোন গাছে?

উত্তর:- - কেয়া গাছে।

◾বীজের দুটি বাঁকানাে গর্ভমুণ্ডঙ্কগঠনকরে

উত্তর:- -মার্টিনিয়া (Martynia)।

◾যে সালােকসংশ্লেষীয় রঞ্জক থেকে ভিটামিন-'A' উৎপাদিত হতে পারে- তার নাম কি?

উত্তর:- বিটা ক্যারােটিন (B Carotene)।

◾উদ্ভিদ বৃদ্ধির হারকে যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে কি বলে?

উত্তর:- - সিগময়েড কার্ভ।

◾আললাকের অভাবের উদ্ভিদ অঙ্গের বিকৃতিকে বলে

-উত্তর:- ইটিলেশান।

◾পাতলা ত্বক, প্রকৃত পদ ও উপপদ বিশিষ্ট প্রজাপতি ও মথের লার্ভাকে কি বলা হয়?

উত্তর:-  ক্যাটারপিলার।.

◾উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম এর নাম কি?-

উত্তর:- - আর্ইন্ডিকেটর/

অক্সানােমিটার/স্পেসমার্কার।

◾পতঙ্গের লার্ভার নির্মোচন সহায়ক হরমােন এর নাম কি?-

উত্তর:- - একডাইসােন।

◾যে অবস্থায় ব্যাঙাচির পশ্চাদপদ গঠিত তার নাম -

উত্তর:-  ক্রোমেটামরফোসিস।

◾যে গ্রন্থিকে বার্ধক্যের জৈবঘড়ি বলা তার নাম

উত্তর:- - থাইমাস।

◾জলাশয়ের আগাছা দূরীকরণের জন্য যে কাপটি ব্যবহার করা হয় তা হল-

উত্তর:-  গ্রাস কার্প।

◾রেশম মথের পরিণত লার্ভার মাথায় যে বুনন যন্ত্র থাকে তাকে বলে-

উত্তর:-  ফিনারেট।

◾পাকস্থলির অর্ধপাচিত ও অর্ধতরল খাদ্যবস্তুকে কি বলে?-

উত্তর:-  কাইম।

◾ক্ষুদ্রান্ত্রের সম্পূর্ণ পাচিত তরল ও সরল বস্তুকে কি  বলে?

উত্তর:-  কাইল।

◾দূষিত পদার্থ যা অধিবিষ রূপে দেহে প্রবেশ করে তাকে কি বলে?

উত্তর:- -অ্যান্টিজেন।

◾পেশিতে কি থাকায় পেশিগুলি সঙ্কুচিত হতে পারে?

উত্তর:- -মাইওফ্রাইবিল।

◾তিনটি সরল যন্ত্রের নাম লেখো?

উত্তর:-  আনততল, চক্র ও অক্ষদণ্ড এবং লিভার।

◾কোন বিজ্ঞানী তড়িৎ নিরপেক্ষ নিউট্রিনাে কণা আবিষ্কার করেন?

উত্তর:- -ফার্মি।

◾সাধারণ তুলাদণ্ড কোন্ শ্রেণির লিভার, এর যান্ত্রিক সুবিধা কত?

উত্তর:- প্রথম শ্রেণির লিভার, যান্ত্রিক সুবিধা 1.

◾স্টেথােস্কোপ, স্পিকিং টিউব, গ্রামাফোনের চোঙ প্রভৃতি যন্ত্রে শব্দের কোন্ ধর্মকে কাজে লাগানাে হয়?

উত্তর:- প্রতিফলন ধর্ম।

◾শব্দ তরঙ্গ কোন্ ধরনের তরঙ্গ?

উত্তর:- - অণুদৈর্ঘ্য তরঙ্গ।

◾আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ তারের রঙিন সংকেত লিপি হল- 

উত্তর:- হলুদ রং।

◾কোন  ধাতুকল্পের উপস্থিতিতে' পানীয় জল বিষাক্ত হয়?

উত্তর:- - আর্সেনিক।

◾তড়িৎ ধনাত্মক অধাতুর নাম হল

উত্তর:- - হাইড্রোজেন।

◾ভিটামিন ‘B,'-এর রাসায়নিক নাম কি?

উত্তর:- - সায়ানােকোবালামিন।

◾সবচেয়ে ভারী অধাতু এবং সবচেয়ে হালকা ধাতুর নাম কি?-

উত্তর:- যথাক্রমে আয়ােডিন ও লিথিয়াম।

◾সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম কি?

উত্তর:- - হিলিয়াম।

◾এমন একটি গ্যাসের নাম করাে যা গন্ধ দ্বারা শনাক্ত করা যায়- 

উত্তর:- অ্যামােনিয়া।

◾অক্সিজেন কথাটির অর্থ হল

উত্তর:- - অ্যাসিড উৎপাদক।

◾ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়-

উত্তর:- অক্সি-অ্যাসিটিলিন শিখা

(3000°C) বা অক্সি-হাইড্রোজেন শিখা (2500°C)।

◾কলয়েডে দ্রাব্য কণার ব্যাস হল

উত্তর:- - 10 সেমি থেকে 10- সেমি।

◾হাইড্রোজেন কথার অর্থ হল?

উত্তর:- - জল উৎপাদক।

◾ভিটামিন ‘K’-এর রাসায়নিক নাম কি?

উত্তর:-  ফাইলােকুইনন।

◾অ্যামােনিয়ার গাঢ় সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলে- লাইকার অ্যামােনিয়া বলে।

◾জার্মান বিজ্ঞানী অওয়াল্ড-এর নামানুযায়ী HNO-এর প্রস্তুতির অপর নাম হল-

উত্তর:-  অওয়াল্ড পদ্ধতি।

 ◾প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন-

উত্তর:- চার্লস ডারউইন।

◾জগদীশচন্দ্র বসু আবিষ্কৃত উদ্ভিদের বৃদ্ধি মাপক যন্ত্রের নাম

উত্তর:- - আর্ক ইন্ডিকেটর।

◾স্মল পক্স' বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন

উত্তর:- - ডঃ জেনার।

◾উদ্ভিদ ও প্রাণীদের দ্বিপদ নামকরণ ও বিন্যাস বিধির জনক হলেন-

উত্তর:- ক্যারােলাস লিনিয়াস।

◾ক্লোরােফিল নষ্ট হয়ে গাছের সবুজ অংশ হলুদ হয়ে যাওয়াকে বলে-

উত্তর:-  ক্লোরােসিস।

◾শ্বসনের দ্বিতীয় পর্যায় ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত জৈব বস্তু হল-

উত্তর:-  সাইট্রিক অ্যাসিড।

◾মানুষের ফুসফুসে শ্বাসবায়ুর আদান-প্রদান ঘটানাের জন্য যত অ্যালভিওলাই থাকে—

 উত্তর:- 30 কোটি।

◾নিমপাতায় কত শতাংশ শর্করা থাকায় তেতাে হয়-

উত্তর:-  100 শতাংশ।

◾আলাের যে তীব্রতায় (সন্ধ্যাবেলায়) উদ্ভিদের কার্বন ডাই-অক্সাইড গ্রহণ ও বর্জন সমান হয় তাকে বলে

উত্তর:- - কম্পেনসেশন পয়েন্ট।

◾বৃহত্তম ভাইরাস এর নাম?

 উত্তর:- - পক্স ভাইরাস (এর ব্যাস হল 30g)।


বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:- NTPC General knowledge Question answer pdf in Bengali

File Format:- Pdf

Quality:- High

File Size:-  19kb

File Location:- Google Drive



Downloadclick gHere to Download


Related Posts


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url