আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী সত্তর বৎসরের গুরুত্ব কী

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

আজ আমি তোমাদের সঙ্গে মাধ্যমিক পরীক্ষার জন্য মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা Maddhaymike history question answer in Bengali 2022 থেকে গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী ‘সত্তর বৎসর’- এর গুরুত্ব কী? বা বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ‘সত্তর বৎসর থেকে কী ধরনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায়? শেয়ার করছি যা আগত মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইতিহাস সাজেশন(History suggestions)

ইতিহাসের উপাদান হিসেবে ‘সত্তর বৎসর


ভূমিকা: আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম উপাদান হল বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী ও স্মৃতিকথা। রাজনীতিবিদ, সাংবাদিক ও সমাজসংস্কারক বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী ‘সত্তর বৎসর’ আধুনিক ভারতের ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়।


[1] ইতিহাসের উপাদান: বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ‘সত্তর বৎসর’ আধুনিক বাংলার নানা ঐতিহাসিক তথ্যে সমৃদ্ধ। গ্রন্থটি সম্পর্কে বিপিনচন্দ্র নিজেই লিখেছেন,

...আমার সত্তর বৎসরের জীবনকথা বাস্তবিক এই

বাংলাদেশের আধুনিক ইতিহাসের কথা ?”


[2] প্রথম জীবনের তথ্য: ‘সত্তর বৎসর’ গ্রন্থের শুরুতে‌ বিপিনচন্দ্রের প্রথম জীবনের বিভিন্ন তথ্য, যেমন—শ্রীহট্ট জেলার পৈল গ্রামে তাঁর জন্ম, তাঁর বংশ ও গ্রামের পরিচয়, শৈশবে শ্রীহট্ট জেলার নানা ঘটনা, স্কুলের পড়াশােনার পর কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশােনা করতে আসা প্রভৃতি বিভিন্ন তথ্য পাওয়া যায়।


[3] রাজনৈতিক জীবনের সূচনা: ‘সত্তর বৎসর’ গ্রন্থে বিপিনচন্দ্র পালের রাজনৈতিক জীবনের প্রথম পর্বের বিভিন্ন তথ্যেরও উল্লেখ আছে। কলকাতায় এসে জাতীয় নেতা আনন্দমােহন বসু ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা, ব্রাহ্বসমাজে যােগদান, শিবনাথ শাস্ত্রীর সঙ্গে যােগাযােগ, স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়া

প্রভৃতি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বিপিনচন্দ্র তার এই গ্রন্থে উল্লেখ করেছেন।


[4] পরিণত জীবনের তথ্য : বিপিনচন্দ্র পাল পরিণত বয়সে যখন কংগ্রেসের নেতৃত্বে উঠে আসেন সেসময়ের বিভিন্ন তথ্যাদি তাঁর আত্মজীবনীতে উঠে এসেছে। পুরােনাে কলকাতার কথা, ব্রাহ্রসমাজের ইতিহাস, ধর্মভীরু বাঙালির জাতীয়তাবাদী মানসিকতা, স্বদেশি, বয়কট ও পূর্ণ স্বরাজের দাবিতে আন্দোলন প্রভৃতির নানা দিকের আলােচনা তাঁর গ্রন্থে স্থান পেয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url