ভারতের ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ।important indian geography question in Bengali pdf free download
Hello Dear Aspirant,
আজ আমি আপনাদের সাথে 300+ ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ শেয়ার করছি।যা ,যেকোনো competitive examএর বা Wbcs,SSC,TET,RRB NTPC, Group-D এর পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ বাংলাতে পশ্চিমবঙ্গে WBCS ,WBP,NTPC, পরীক্ষায় আসার মতো ভূগোলের জিকে প্রশ্ন উত্তর পিডিএফ 2021, important indian geography question in Bengali pdf free download টি আপনাদের খুব সাহায্য করবে। তাই সময় নষ্ট না করে নীচের লিঙ্কটিতে ক্লিক করে সম্পূর্ণ ফ্রি পিডিএফ ফাইল সংগ্রহ করুন।
ভারতের ভূগোলের 300 প্রশ্ন ও উত্তর
1. ভারতের স্বাধীনতা লাভ - 1947 সালের 15ই আগস্ট।
2. ভারতের রাজধানীর নাম কি?
উ- নতুন দিল্লি
3. ভারতের আয়তন কত?
উ. - 32,87,263 বর্গ কি.মি (বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশত তেষট্টি বর্গকিলোমিটার) ।
4. ভারতের অক্ষাংশ ও দ্রাঘিমাগত অবস্থান লেখ।
উ. - অক্ষাংশগত অবস্থান - 6°45' উত্তর (ইন্দিরা পয়েন্ট - আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ বিন্দু ) থেকে 37°6' উত্তর (ইন্দিরা কল - বর্তমান লাদাখের উত্তরপ্রান্ত )
দ্রাঘিমাগত বিস্তার :- 68°7' পূর্ব (গুজরাতের পশ্চিম সীমান্ত) থেকে 97°25' পূর্ব (অরুণাচল প্রদেশের পূর্ব সীমান্ত) ।
5. বর্তমানে ভারতের কয়টি রাজ্য রয়েছে?
উ. 28 টি (জম্মু ও কাশ্মীর রাজ্য ভেঙে 1.জম্মু ও কাশ্মীর এবং 2. লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিনত হয়েছে)।
6. বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত?
উ. 8 টি (আগে ছিল সাতটি কিন্তু জম্মু ও কাশ্মীর রাজ্য ভেঙে 1.জম্মু ও কাশ্মীর এবং 2. লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিনত হয়েছে। অপরদিকে ১. দমন ও দিউ এবং ২. দাদরা ও নগর হাভেলি - একসাথে যুক্ত হয়েছে)।
7. ভারতের বৃহত্তম (আয়তনের দিক থেকে ) রাজ্যের নাম কি?
উ. রাজস্থান
8. ভারতের ক্ষুদ্রতম (আয়তনের দিক থেকে ) রাজ্যের নাম কি?
উ. গোয়া
9. ভারতের উত্তর দক্ষিণে সর্বাধিক বিস্তার কত?
উ. 3214 কিমি
10. ভারতের পূর্ব পশ্চিমে সর্বাধিক বিস্তার কত?
উ. 2933 কিমি
11. ভারত - চিন সীমারেখা কি নামে পরিচিত?
উ. ম্যাকমোহন রেখা।
12. ভারত - আফগানিস্তান সীমারেখা কি নামে পরিচিত?
উ. ডুরান্ড লাইন
13. ভারত - পাকিস্তান সীমারেখা কি নামে পরিচিত?
উ. র্যাডক্লিফ লাইন
14. ভারতের সাথে কোন প্রতিবেশী দেশের সীমারেখা সর্বাধিক?
উ. - বাংলাদেশ
15. ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উ. মাউন্ট গডউইন অস্টিন বা কেটু K2 । উচ্চতা 8611 মিটার।
16. ভারতে অবস্হিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উ. কাঞ্চনজঙ্ঘা (8598মিটার)।
17. ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা কোনটি?
উ. 82°30' পূর্ব
18. ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা কোন শহরের ওপর দিয়ে গিয়েছে?
উ. উত্তর প্রদেশের প্রয়াগরাজ (বা এলাহাবাদ) শহরের ওপর দিয়ে।
19. ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম কি?
উ. উত্তর প্রদেশ।
20. ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম কি?
উ. সিকিম।
21. ভারতে ভাষার ভিত্তিতে গড়ে ওঠা প্রথম রাজ্যের নাম কি ?
উ. - অন্ধ্রপ্রদেশ
22. 2011সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা কত?
উ. - 121,01,93,422 (একশো একুশ কোটি এক লক্ষ তিরানব্বই হাজার চারশো বাইশ )।
23. ভারতের সাক্ষরতার হার কত ?
উ. - 2011সালের জনগণনা অনুযায়ী ভারতে সাক্ষরতার হার 74.04%।
24. ভারতে মহিলা সাক্ষরতার হার কত?
উ. - 65.46%
25. ভারতে পুরুষ সাক্ষরতার হার কত? © ®রাঘব ঘোষ
উ. - 82.14%।
26. ভারতে কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক?
উ. - কেরালা (93.91%) ।
27.ভারতে কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন?
উ. - বিহার (63.82%) ।
28. ভারতে লিঙ্গ অনুপাত কত ?
উ. - 1000:940 ( 1000 জন পুরুষ পিছু 940জন মহিলা)
29. ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বাধিক?
উ. - কেরালা
30. ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সব থেকে কম?
উ. - হরিয়ানা
31. ভারতের জনসংখ্যার ঘনত্ব কত ?
উ. - 382 জন প্রতি বর্গ কিলোমিটার।
32. ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক?
উ. - বিহার।
33. ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বনিম্ন?
উ. - অরুণাচল প্রদেশ।
34. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের আয়তন সব থেকে বেশি?
উ. - আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
35. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের আয়তন সব থেকে কম? © ®রাঘব ঘোষ
উ. - লাক্ষাদ্বীপ।
36. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সব থেকে বেশি ?
উ. - দিল্লি।
37. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সব থেকে কম?
উ. - লাক্ষাদ্বীপ।
38. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সব থেকে বেশি ?
উ. - দিল্লি।
39. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সব থেকে কম?
উ. - আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
40. ভারতের মূল ভূখন্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি ?
উ. - কুমারীকা অন্তরীপ
41. ভারতে প্রথম জনগণনা কবে হয়?
> 1872 সালে © ®রাঘব ঘোষ
42. 2011 সালের জনগণনা স্লোগান কি ছিল?
> " আমাদের জনগণনা - - আমাদের ভবিষ্যত "
43. ভারতে কত শতাংশ লোক শহরে বাস করে?
> 31.2%
44. কোন জনগণনাতে ভারতের জনসংখ্যা কমে যায়?
> 1921 সালের জনগণনাতে
45. ভারতের মধ্য ভাগ দিয়ে (পূর্ব - পশ্চিমে) কোন অক্ষরেখা গিয়েছে?
> 23°30' উত্তর অক্ষরেখা।
46. ভারতের সবথেকে বড় জেলার নাম কি?
> গুজরাতের কচ্ছ।
47. ভারতের পূর্বতম স্থানের নাম কি?
> অরুণাচল প্রদেশ এর কিবিথু।
48. ভারতের কোন রাজ্যের উপকূলরেখার দৈর্ঘ্য সর্বাধিক?
> গুজরাত
49. 10° চ্যানেল কোথায় অবস্হিত?
> লিটল আন্দামান ও কার নিকোবর দ্বীপের মধ্যে।50. ভারতের কোন রাজ্যের সাথে সবচেয়ে বেশি প্রতিবেশী রাজ্যের সীমানা রয়েছে?
> উত্তর প্রদেশ।
51. ভারতের উত্তর সীমান্ত জুড়ে কোন পর্বতমালা দেখা যায়?
> হিমালয় পর্বতমালা
52. হিমালয় পর্বতমালাকে উত্তর দক্ষিণ বরাবর কয় ভাগে ভাগ করা হয়?
> চার ভাগে। যথা ,শিবালিক ,হিমাচল,হিমাদ্রী,টেথিস
53. ভূস্বর্গ কাকে বলা হয়?
> কাশ্মীর কে।
54. কোন দুই পর্বতের মাঝে কাশ্মীর উপত্যকা অবস্হিত?
> জাস্কর ও পীরপাঞ্জাল পর্বতের মাঝে।
55. বর্তমানে যেখানে হিমালয় পর্বতমালা অবস্হিত পূর্বে সেখানে কি ছিল?
> টেথিস নামে এক অগভীর সমুদ্র।
56. দুন কি?
> শিবালিক হিমালয়ে যে উপত্যকা দেখা যায় তাকে দুন বলে। যেমন - দেরাদুন ।
57. তাল কি?
> শিবালিক হিমালয়ে অবস্হিত হ্রদগুলিকে তাল বলে। যেমন সাততাল, ভীম তাল
58. সাগরমাথা কাকে বলে?
> নেপালে মাউন্ট এভারেস্ট সাগরমাথা নামে পরিচিত।
59. ভারতের বৃহত্তম হ্রদের নাম কি?
> উলার
60. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি?
> কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ ।
61. খাদার কি?
> নবীন পলি গঠিত উচ্চ গঙ্গা সমভূমি। খাদার পাঞ্জাবে বেট নামে পরিচিত। © ®রাঘব ঘোষ
62. বাগর কি?
> প্রাচীন পলি গঠিত উচ্চ গঙ্গা সমভূমি।
63. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
> গুরুশিখর 1722 মি ।
64. বীহড় কি
> মধ্য ভারতের চম্বল নদী উপত্যকার এবড়ো খেবড়ো ভূমি বীহড় নামে পরিচিত।
65. ধুঁয়াধর জলপ্রপাত কোন নদীর ওপর গড়ে উঠেছে?
> নর্মদা নদীর ওপর ভোরঘাটে।
66. ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখ।
> পরেশনাথ পাহাড়, 1326 মি।
67. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
> অমরকন্টক ( 1065মি) ।
68. মালনাদ কথার অর্থ কি?
> কানাড়া ভাষায় মাল কথার অর্থ পাহাড় ও নাদ কথার অর্থ দেশ। কর্নাটক মালভূমির পশ্চিম ভাগে উঁচু নীচু ঢেউ খেলানো পাহাড়ময় অঞ্চলকে মালনাদ বলে। © ®রাঘব ঘোষ
69. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
> দোদাবেতা, 2631মি ।
70. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
> আনাইমুদি, 2695 মি।
71. ডানকান প্যাসেজ কোথায় অবস্হিত?
> দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান দ্বীপ এর মাঝে।
72. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
> স্যাডল পিক (737 মি)।
73. ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি?
> আরাবল্লী পর্বত।
74. ভারতের উচ্চতম মালভূমির নাম কি?
>লাদাখ মালভূমি ।
75. বেট কি?
> পঞ্জাবে নবীন পলি গঠিত সমভূমি বেট নামে পরিচিত
76. চোস বা খোস কি?
> পাঞ্জাবে শিবালিক পর্বতমালা থেকে আগত ছোট ছোট নদী দ্বারা যে ক্ষয়প্রাপ্ত ভূমিভাগ সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাবে চোস বা খোস বলে।
77. ভুর কি?
> পাঞ্জাব সমভূমিতে যে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায় তাকে ভুর বলে।
78. মরুস্হলি কি?
> ভারতীয় থর মরুভূমির একেবারে পশ্চিম অংশে অবস্হিত উদ্ভিদহীন বিস্তীর্ণ বালুকাময় অঞলকে মরুস্হলি বা মৃতের দেশ বলে।
79. ভারতের একটি আগ্নেয়গিরির নাম লেখ।
> আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন ।
80. পশ্চিম ঘাট পর্বতমালার দুটি গ্যাপ বা গিরিপথের নাম লেখ। © ®রাঘব ঘোষ
> ১. নাসিকের কাছে থলঘাট ও ২. পুনের কাছে ভোরঘাট
81. কচ্ছের রন কি?
> গুজরাতের উত্তরে অগভীর জলাভূমি দেখা যায়। একে কচ্ছের রন বলে। কচ্ছ শব্দের অর্থ জলাময় দেশ।
82. কয়াল কি?
> মালাবার (কেরালা) উপকূলে অবস্হিত অগভীর হ্রদ বা লেগুনকে স্থানীয় ভাবে কয়াল বলে। উদাহরণ - ভেম্বানাদ, অষ্টমুদি ।
83. পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত দক্ষিণে কোন পর্বতের সাথে মিশেছে?
> নীলগিরি ।
84. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
> জিন্দাগাধা (1690 মি)।
85. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
> নকরেক ।
86. অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
> নামচাবারোয়া (7756মি) ।
87. ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি?
> ওড়িশা উপকূলের চিল্কা।
88. ভারতের নবীনতম রাজ্যের নাম কি?
> তেলেঙ্গানা ।
89. কোন দুই পর্বতের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা?
> পীরপাঞ্জাল ও জাস্কর।
90. লোকটাকে হ্রদ কোথায় অবস্হিত?
> মনিপুরে ।
91. কোন গিরিপথ কাশ্মীর ও জম্মু কে যুক্ত করেছে?
> বানিহাল গিরিপথ ।
92. কোন গিরিপথ লাদাখ ও তিব্বত কে যুক্ত করেছে?
> চংলা
93. কোন গিরিপথ সিকিম ও তিব্বত কে যুক্ত করেছে?
> নাথুলা
94. কোন গিরিপথ অরুণাচল প্রদেশ ও তিব্বত কে যুক্ত করেছে?
> বমডিলা
95. কোন গিরিপথ সিমলা ও তিব্বত কে যুক্ত করেছে?
> সিপকিলা
96. প্যাট অঞ্চল কোথায় অবস্হিত?
> ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ অংশে।
97. কোন গিরিপথ কাশ্মীর উপত্যকার সঙ্গে লাদাখ কে যুক্ত করেছে?
> জোজিলা
98. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
> ধূপগড়
99. ভারতের সর্বনিম্ন স্থানের নাম কি? © ®রাঘব ঘোষ
> কেরালার কুট্টানাডু (2.1 মিটার নিচে)।
100. কারেওয়া কোথায় দেখা যায়?
> কাশ্মীর উপত্যকায় ।
101. মাউন্ট এভারেস্ট এর পূর্ব নাম কি ছিল?
> পিক XV
102. পক প্রণালী কোথায় অবস্হিত?
> ভারত ও শ্রীলঙ্কার মধ্যে।
103. রাজস্থানে চলমান বালিয়াড়ি কি নামে পরিচিত?
> ধ্রিয়ান।
104. গঙ্গোত্রী হিমবাহ থেকে কোন বিখ্যাত নদীর উৎপত্তি?
> গঙ্গা।
105. সিন্ধু নদ কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে?
> সিনকাবাব হিমবাহ ।
106. ব্রহ্মপুত্র নদ কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে?
> তিব্বতের চেমায়ুং দং হিমবাহ।
107. মহাকাল পর্বতের অমরকন্টক শৃঙ্গ থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে?
> নর্মদা
108. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি?
> গোদাবরী ।
109. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখ ।
> লুনি ।
110. ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত?
> সাংপো ।
101. মাউন্ট এভারেস্ট এর পূর্ব নাম কি ছিল?
> পিক XV
102. পক প্রণালী কোথায় অবস্হিত?
> ভারত ও শ্রীলঙ্কার মধ্যে।
103. রাজস্থানে চলমান বালিয়াড়ি কি নামে পরিচিত?
> ধ্রিয়ান।
104. গঙ্গোত্রী হিমবাহ থেকে কোন বিখ্যাত নদীর উৎপত্তি?
> গঙ্গা।
105. সিন্ধু নদ কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে?
> সিনকাবাব হিমবাহ ।
106. ব্রহ্মপুত্র নদ কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে?
> তিব্বতের চেমায়ুং দং হিমবাহ।
107. মহাকাল পর্বতের অমরকন্টক শৃঙ্গ থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে?
> নর্মদা
108. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি?
> গোদাবরী ।
109. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখ ।
> লুনি ।
110. ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত?
> সাংপো ।
111. কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম গঙ্গা?
> ভাগীরথী ও অলকানন্দা নদী।
112. কোন নদীর ব-দ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলে?
> কাবেরী (থাঞ্জাভুর জেলা) নদী।
113. গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যে কোন হ্রদ অবস্হিত?
> কোলেরু ।
114. কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত?
> নর্মদা ও তাপ্তি।
115. ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি?
> ভাকরা-নাঙ্গাল ।
116. অলকানন্দা ও মন্দাকিনী নদী কোথায় মিশেছে?
> রুদ্র প্রয়াগ
117. দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে?
> দৈর্ঘ্যের বিচারে গোদাবরী কে
এবং পবিত্রতার দিক থেকে কাবেরী।
118. গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে গ্রহন করা হয়?
> 1985 সালে।
119. রাজস্থানে লবণাক্ত হ্রদ গুলি কি নামে পরিচিত? © ®রাঘব ঘোষ ।
> প্লায়া ।
120. ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত?
> ডিহং ।
121. ভারতের প্রধান নদীর নাম কি?
> গঙ্গা ।
122. গঙ্গা নদীর উৎস কোথায়?
> উত্তরাখন্ডে কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে।
123. গঙ্গা কোথায় দুটি ভাগে বিভক্ত হয়েছে?
> পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার গিরিয়া-র কাছে।
124. গঙ্গার শাখা দুটির নাম কি কি?
> প্রধান শাখা পদ্মা যেটা বাংলাদেশের মধ্য দিয়ে এবং আরেকটি শাখা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে।
125. গঙ্গা নদীর কোন অংশ ভাগীরথী নামে পরিচিত?
> গিরিয়া থেকে নবদ্বীপ পর্যন্ত।
126. গঙ্গা নদীর কোন অংশ হুগলি নদী নামে পরিচিত?
> নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত।
127. ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে পরিচিত?
> যমুনা।
128. ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখ।
> নর্মদা ও তাপ্তী।
129. কাবেরী নদীর ওপর অবস্হিত ভারতের বিখ্যাত জলপ্রপাতের নাম কি?
> শিবসমুদ্রম ।
130. ভারতের দীর্ঘতম নদী বাঁধটির নাম কি?
> হীরাকুদ ।
131. ভারতের উচ্চতম বাঁধটির নাম কি?
> শতদ্রু নদীর ওপর নির্মিত ভাকরা বাঁধ।
132. ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি?
> উত্তর প্রদেশের সারদা খাল।
133. গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম কি?
> যমুনা।
134. যমুনা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে?
> উত্তরাখন্ডের কুমায়ুন হিমালয়ের যমুনোত্রী হিমবাহ থেকে।
135. ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি?
> অসমে ব্রহ্মপুত্র নদীর মধ্যে গঠিত মাজুলি দ্বীপ।
136. ভারতের কোন নদীর ব দ্বীপ দেখতে পাখির পায়ের মত?
> কৃষ্ণা নদীর ।
137. ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদের নাম কি?
> প্যাংগং ।
138. যোগ বা জেরসোপ্পা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্হিত?
> সরাবতী নদীর ওপর ।
139. সর্দার সরোবর প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে? © ®রাঘব ঘোষ
> নর্মদা নদীর ওপর ।
140. পুলিকট হ্রদ কোথায় অবস্হিত?
> তামিলনাড়ুর চেন্নাই এর কাছে।
141. উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা কাকে বলে?
> বিন্ধ্যপর্বতকে।
142. ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে?
> সুবর্ণরেখা ও মাহী।
143. উত্তর ভারতে কোন পদ্ধতিতে জলসেচ বেশি হয়?
> কূপ ও নলকূপ।
144. দক্ষিণ ভারতে কোন পদ্ধতিতে জলসেচ বেশি প্রচলিত?
> জলাশয়।
145. কোন নদীকে স্কাই রিভার বলে?
> ব্রহ্মপুত্র।
146. ভারতের কোন রাজ্য ভৌম জলসংরক্ষন ব্যবস্থায় অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে?
> তামিলনাড়ু।
147. ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি?
> দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)
148. ইডেন খাল কোন রাজ্যে অবস্হিত?
> পশ্চিমবঙ্গে ।
149. মালচিং কি?
> মৃত্তিকার ওপর আবর্জনা জমা করে বাস্পীভবন রোধ করার পদ্ধতি।
150. নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে?
> কৃষ্ণা ।
151. DVC কোন বহুমুখী পরিকল্পনাকে অনুকরণ করে গড়ে তোলা হয়?
> আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটি।
152. তিলাইয়া ও ও মাইথন বাঁধ কোন নদীর ওপর গড়ে তোলা হয়েছে?
> দামোদরের উপনদী বরাকরের উপর।
153. জলসেচে অতিরিক্ত ভৌম জলের ব্যবহার মৃত্তিকায় কি সমস্যা সৃষ্টি করে?
> মৃত্তিকা লবণাক্ত ও অনূর্বর হয়।
154. ভারতের একটি প্রবাল দ্বীপ এর নাম লেখ।
> লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ ।
155. মৌসুমী জলবায়ুর দেশ কাকে বলা হয়?
> ভারতকে।।
156. গ্রীষ্মকালে ( এপ্রিল-মে-বা-চৈত্র-বৈশাখ) বিকেলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে যে বজ্রবিদ্যুত্সহ ঝড় ও শিলাবৃষ্টি হয় তাকে কি বলে?
> কালবৈশাখী
157. কালবৈশাখী অসমে কি নামে পরিচিত?
> বরদৈছলা
158. গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে?
> লু
159. গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে বিশেষ করে রাজস্থানে যে ধূলি ঝড় হয় তার নাম কি?
> আঁধি
160. চেরি ব্লসমস্ কি?
> প্রাক গ্রীষ্মকালীন বৃষ্টি কর্ণাটকে কফি চাষে সুবিধা করে বলে একে কফি বৃষ্টি বা চেরি ব্লসমস্ বলে।
রাঘব ঘোষ শিক্ষক আহিরন হেমাঙ্গিনী বিদ্যায়তন
161. প্রাক গ্রীষ্মকালীন বৃষ্টি কেরালায় কি নামে পরিচিত?
> আম্র বৃষ্টি।
162. ভারতের সর্বাধিক বৃষ্টি কোথায় হয়?
> মেঘালয় এর মৌসিনরামে।
163. ভারতের শুষ্কতম অঞ্চল কোথায় অবস্হিত?
> লাদাখ ।
163. ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয়?
> তামিলনাড়ুর করমন্ডল উপকূলে।
164. ভারতের আবহাওয়া দফতর (মৌসম ভবন) কোথায় অবস্হিত?
> নতুন দিল্লি।
165. ভারতের বৃষ্টিচ্ছায়া অঞ্চল কোথায় দেখা যায়?
> মেঘালয় মালভূমির শিলং ও পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল।
165. জেট বায়ু প্রবাহের সাথে কোন বায়ুর সম্পর্ক আছে?
> মৌসুমী বায়ুর।
166. লা নিনার সাথে মৌসুমী বায়ুর কি সম্পর্ক?
> লা নিনা যে বছর দেখা যায় সে বছর মৌসুমী বায়ু অতি সক্রিয় থাকে ফলে ভারতে বৃষ্টি বেশি হয়।
167. এল নিনোর সাথে মৌসুমী বায়ুর কি সম্পর্ক?
> যে বছর এল নিনো দেখা যায় সে বছর মৌসুমী বায়ু দুর্বল হয় ও ভারতে খরা (বৃষ্টিপাত) হয়।
168. এল নিনো কথার অর্থ কি?
> খ্রীষ্টের দুরন্ত সন্তান বা শিশু যীশু।
169. লা নিনা কথার অর্থ কি?
> শান্ত বালিকা।
170. NLM এর পুরো কথাটি কি?
> Northern Limit of Monsoon.
181. ভারতে কোন মাটি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে ?
> পলিমাটি ।
182. কোন মাটির আরেক নাম ব্ল্যাক কটন সয়েল?
> কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটি ।
183. ভারতে পডজল মাটি কোথায় দেখা যায় ?
> হিমালয় পার্বত্য অঞ্চলে ।
184. ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে?
> রাজস্থানের যোধপুর ।
185. পশ্চিমবঙ্গের কোথায় খোয়াই অঞ্চল দেখা যায় ?
> বীরভূমের শান্তিনিকেতন ও পশ্চিম মেদিনীপুরের গনগনি অঞ্চলে ।
186. খোয়াই বলতে কী বোঝো ?
> বৃষ্টির জলের মাধ্যমে মাটির ক্ষয় কাজ বেশি হলে বিভিন্ন নালা সৃষ্টি হয়, সেই নালা গুলি ক্রমাগত ক্ষয়ের মাধ্যমে বিশাল আকার ধারণ করলে সে অঞ্চলে এবরো খেবরো বিচ্ছিন্ন ভূমিরূপ এর সৃষ্টি হয়, একে খোয়াই বা badland বলে।
187. সিরোজেম মৃত্তিকা কোথায় দেখা যায় ?
> ভারতের থর ভূমি অঞ্চলে ।
188. ল্যাটেরাইট মাটির বি স্তরে যে শক্ত আবরণ দেখা যায়, তাকে কি বলে ?
> ডুরিক্রাস্ট
189. হার্ডপ্যান কোন মাটিতে দেখা যায়?
> পডসল । ©®রাঘব ঘোষ
190. ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত?
> উত্তরাখণ্ডের দেরাদুনে।
141. উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা কাকে বলে?
> বিন্ধ্যপর্বতকে।
142. ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে?
> সুবর্ণরেখা ও মাহী।
143. উত্তর ভারতে কোন পদ্ধতিতে জলসেচ বেশি হয়?
> কূপ ও নলকূপ।
144. দক্ষিণ ভারতে কোন পদ্ধতিতে জলসেচ বেশি প্রচলিত?
> জলাশয়।
145. কোন নদীকে স্কাই রিভার বলে?
> ব্রহ্মপুত্র।
146. ভারতের কোন রাজ্য ভৌম জলসংরক্ষন ব্যবস্থায় অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে?
> তামিলনাড়ু।
147. ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি?
> দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)
148. ইডেন খাল কোন রাজ্যে অবস্হিত?
> পশ্চিমবঙ্গে ।
149. মালচিং কি?
> মৃত্তিকার ওপর আবর্জনা জমা করে বাস্পীভবন রোধ করার পদ্ধতি।
150. নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে?
> কৃষ্ণা ।
161. প্রাক গ্রীষ্মকালীন বৃষ্টি কেরালায় কি নামে পরিচিত?
> আম্র বৃষ্টি।
162. ভারতের সর্বাধিক বৃষ্টি কোথায় হয়?
> মেঘালয় এর মৌসিনরামে।
163. ভারতের শুষ্কতম অঞ্চল কোথায় অবস্হিত?
> লাদাখ ।
163. ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয়?
> তামিলনাড়ুর করমন্ডল উপকূলে।
164. ভারতের আবহাওয়া দফতর (মৌসম ভবন) কোথায় অবস্হিত?
> নতুন দিল্লি।
165. ভারতের বৃষ্টিচ্ছায়া অঞ্চল কোথায় দেখা যায়?
> মেঘালয় মালভূমির শিলং ও পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল।
165. জেট বায়ু প্রবাহের সাথে কোন বায়ুর সম্পর্ক আছে?
> মৌসুমী বায়ুর।
166. লা নিনার সাথে মৌসুমী বায়ুর কি সম্পর্ক?
> লা নিনা যে বছর দেখা যায় সে বছর মৌসুমী বায়ু অতি সক্রিয় থাকে ফলে ভারতে বৃষ্টি বেশি হয়।
167. এল নিনোর সাথে মৌসুমী বায়ুর কি সম্পর্ক?
> যে বছর এল নিনো দেখা যায় সে বছর মৌসুমী বায়ু দুর্বল হয় ও ভারতে খরা (বৃষ্টিপাত) হয়।
168. এল নিনো কথার অর্থ কি?
> খ্রীষ্টের দুরন্ত সন্তান বা শিশু যীশু।
169. লা নিনা কথার অর্থ কি?
> শান্ত বালিকা।
170. NLM এর পুরো কথাটি কি?
> Northern Limit of Monsoon.
191. Monex কি ?
> মৌসুমী বায়ু সংক্রান্ত গবেষণা কর্মসূচি ।
192. মৌসুমী বায়ু সাধারণত ভারতের মূল ভূখণ্ডের কবে প্রবেশ করে ?
> ভারতের কেরালায় প্রবেশ করে সাধারণত 29 শে মে।
193. ধঙ্কার কি ?
> উচ্চ গঙ্গা সমভূমির জলাভূমির মৃত্তিকা ।
194. ভারতে কোন শ্রেণীর অরন্যের পরিমাণ সর্বাধিক?
> ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী ।
195. চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত একজনের নাম লেখ ।
> সুন্দরলাল বহুগুণা ও চন্ডী প্রসাদ ভাট ।
196. চিপকো আন্দোলন বলতে কী বোঝো?
> 1973 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে উত্তরপ্রদেশের গাড়োয়াল জেলার মন্ডল গ্রামের ঠিকাদাররা গাছ কাটতে এলে গ্রামের সকলে বিশেষ করে মহিলারা গাছকে জড়িয়ে ধরে স্বতঃস্ফূর্ত আন্দোলন করে এটি চিপকো আন্দোলন নামে পরিচিত। চিপকো শব্দের অর্থ জড়িয়ে ধরা বা আলিঙ্গন করে রাখা।
197. আপিকো আন্দোলন কোথায় ও কেন হয় ?
> 1983 খ্রিস্টাব্দে কর্নাটকের সির্সি অঞ্চলের সালকানি বনাঞ্চলে স্থানীয় জনগণ বনভূমি ও প্লাবিত হওয়ার আশঙ্কায় জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিলেন তা অ্যাপিকো আন্দোলন নামে পরিচিত ।
198. ভারতের ইতিহাসে প্রথম পরিবেশ আন্দোলন কোথায় সংঘটিত হয় ?
> ভারতের পশ্চিম রাজস্থানের মারওয়ার অঞ্চলে বিষ্ণোই জনজাতির বাস। এরা বৃক্ষ ও পশুপ্রেমী।1730 খ্রিস্টাব্দে গাছ কাটাকে কেন্দ্র করে অমৃতা দেবী নেতৃত্বে বিষ্ণোই আন্দোলন সংঘটিত হয় ।©® রাঘব ঘোষ
199. বর্তমান ভারতের কত শতাংশ বনভূমি?
> 2011 সালের হিসাবে 23.81% ।
200. প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলা হয় ?
> অরণ্য বা বনভূমি কে।
221. ভারতের ধান গবেষণা কেন্দ্র ?
>উড়িষ্যার কটক।
222. ভারতের গম গবেষণা কেন্দ্র ?
>দিল্লির পুসা ইনস্টিটিউট ।
223. ভারতের চা গবেষণা কেন্দ্র ?
>অসমের জোরহাট ।
224. ভারতের আঁখ গবেষণা কেন্দ্র ?
>উত্তর প্রদেশের লখনৌ ।
225 . ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র ?
>মহারাষ্ট্রের নাগপুর ।
226. ভারতের কফি গবেষণা কেন্দ্র ?
>কর্নাটকের চিকমাগালুর।
227. ভারতের মিলেট জাতীয় শস্য গবেষণা কেন্দ্র ?
>রাজস্থানের যোধপুর।
228. ভারতের পাট গবেষণা কেন্দ্র ?
> পশ্চিমবঙ্গের ব্যারাকপুর।
229. ভারতের দুগ্ধ গবেষণা কেন্দ্র ?
> হরিয়ানার কর্নাল ।
230. ভারতের জাতীয় মৎস্য গবেষণা কেন্দ্র ?
> মহারাষ্ট্রের মুম্বাই ।
231. ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?
দ্বিতীয়।
232. গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?
দ্বিতীয়।
233. ভারতের ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম ?
> পশ্চিমবঙ্গ।
234. ভারতে গম উৎপাদনে কোন রাজ্য প্রথম ?
> উত্তর প্রদেশ ।
235. ভারতের জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথম ?
> মহারাষ্ট্র ।
236. ভারতে বাজরা উৎপাদনে কোন রাজ্য প্রথম ?
> রাজস্থান ।
237. ভারতে রাগী উৎপাদনে কোন রাজ্য প্রথম ?
> কর্ণাটক ।
238. চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
> প্রথম ।
239. চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ?
> আসাম ।
240. কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ?
> কর্ণাটক।
271. যেসকল কাঁচামাল থেকে উৎপন্ন দ্রব্যের ওজন একই থাকে তাকে কি বলে ?
> বিশুদ্ধ কাঁচামাল, যেমন কার্পাস।
272. যে সকল কাঁচামাল থেকে উৎপন্ন দ্রব্যের ওজন কমে যায় তাকে কি বলে ?
> ও বিশুদ্ধ কাঁচামাল , যেমন লোহা
273. উদীয়মান বা সূর্যোদয়ের শিল্প কাকে বলা হয় ?
> পেট্রোরসায়ন শিল্পকে।
274. অস্তাচলের শিল্প কাকে বলে ?
> পাট শিল্পকে।
275. ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয় ?
> তামিলনাড়ুর পোর্টোনোভো তে 1830 সালে।
276. বস্তু সূচক বা পণ্য সূচক বলতে কী বোঝো
> কোন শিল্পের কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজনের অনুপাত কে বস্তু সূচক বা পণ্যসূচক বলে ।
পণ্য সূচক এর মান 1 হলে বুঝতে হবে ওই শিল্পে বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ব্যবহার করা হয়েছে এবং যদি পণ্য সূচক এর মান 1 এর বেশি হয় তবে ও বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ব্যবহার করা হয়েছে
277. ভারতের সিলিকন ভ্যালি কাকে ও কেন বলে ?
> ভারতের অধিকাংশ তথ্যপ্রযুক্তি শিল্প গড়ে উঠেছে ব্যাঙ্গালোর শহরে । অনেকটা আমেরিকার সিলিকন ভ্যালির মত। তাই বেঙ্গালুরু কে ভারতের সিলিকন ভ্যালি বলে ।
278. শিকড় আলগা শিল্প বলতে কী বোঝো ?
> যে শিল্প কাঁচামালের উৎস বা বাজারের কাছে বা যেকোন স্থানে গড়ে ওঠে তাকে শিকড় আলগা শিল্প বলে। যেমন কার্পাস বয়ন শিল্প।
279. ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র কোথায় গড়ে উঠেছে ?
> মহারাষ্ট্রের ট্রমবে তে ।
280. ভারতের প্রথম স্পঞ্জ আয়রন কারখানা কোথায় গড়ে উঠেছে ?
> কোটটাগুডাম
301. ভারতের প্রথম কার্পাস শিল্প কেন্দ্র কোথায় গড়ে ওঠে ?
>> হাওড়ার ঘুসুড়ি বা ফোর্ট গ্লস্টার (1818) ।
302. বস্ত্র উৎপাদনে ভারত বিশ্বে কততম স্থান অধিকার করেছে ?
>> প্রথম ।
303. ভারতের বয়ন শিল্পের রাজধানী কাকে বলে ?
>> মুম্বই কে ।
304. ভারতের কোথায় রেল ইঞ্জিন নির্মাণ কারখানা গড়ে উঠেছে ?
>> পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন ( বৈদ্যুতিক )
উত্তর প্রদেশের বারানসী (ডিজেল)
পাঞ্জাবের কাপুরথালা ( যাত্রীবাহী কামরা)
305. ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কার্পাস শিল্প কারখানা রয়েছে?
>> তামিলনাড়ু।
306. ভারতের কোথায় রেলওয়ে কোচ নির্মাণ কারখানা রয়েছে?
>> তামিলনাড়ুর পেরাম্বুর এ।
307. ভারতের কোথায় বিমান পোত শিল্প গড়ে উঠেছে? R Geography & Environment
>> কর্নাটকের বেঙ্গালুরু ও মহারাষ্ট্রের নাসিক এবং ওড়িশার কোরাপুটে।
308. HAL এর পুরো কথাটি কি?
>> হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ।
309. ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কোথায় গড়ে উঠেছে?
>> গুজরাতের জামনগরে।
310. পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচা মাল কি?
>> ন্যাপথা ।
311. সোনালী চতুর্ভূজ প্রকল্প কোন ধরণের পরিবহনের সাথে যুক্ত?
>> সড়ক পথ।
312. হীরক চতুর্ভূজ প্রকল্প কোন ধরণের পরিবহনের সাথে যুক্ত?
>> রেল পরিবহণ
313. সোনালী চতুর্ভূজ প্রকল্প কোন চারটি শহরকে যুক্ত করেছে?
>> কোলকাতা - দিল্লি - মুম্বই - চেন্নাই
314. সোনালী চতুর্ভূজের কোন শাখার দৈর্ঘ্য সব থেকে বেশি?
>> কলকাতা - চেন্নাই।
315. ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলে?
>> তামিলনাড়ুর চেন্নাই কে।
316. ভারতের কয়েকটি মোটরগাড়ি কোম্পানির নাম লেখ।
>> টাটা, মাহিন্দ্রা, অশোক লিল্যান্ড, মারুতি প্রভৃতি।
317. আধুনিক শিল্প দানব কাকে বলে?
>> পেট্রো রসায়ন শিল্প কে।
318. ভারতের প্রথম পাট শিল্প কেন্দ্র কোথায় গড়ে ওঠে ?
>> হুগলির রিষড়ায় 1854 সালে।
319. ভারতের প্রথম কাগজ শিল্প কেন্দ্র কোথায় গড়ে ওঠে ?©®রাঘব ঘোষ
>> হুগলির শ্রীরামপুর 1840 সালে।
320. ভারতের গ্লাসগো কোন শহরকে বলে?
>> হাওড়া কে।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
File Format:- Pdf
Quality:- High
File Size:- 2.6Mb
Pages:- 12
File Location:- Google Drive
Download: click Here to Downloa
Related Post
Valo all nots