1.ভারতের দীর্ঘতম নদী উঃ গঙ্গা 2.ভারতের প্রথম পারমানবিক বিস্ফোরণের সাংকেতিক নাম কী ছিল উঃ শান্তিপূর্ণ নিউক্লিয় বিস্ফোরণ ( বোমার সাংকেতিক নাম ছিল - স্মাইলিং বুদ্ধ) 3. ম্যাঙ্গানিজ উৎপাদনে কোন রাজ্য প্রথম উঃ ওডিশা 4. ভারতের দীর্ঘতম নদী বাঁধের নাম কী? উঃ হিরাকুঁদ, মহানদীর উপর 5.কয়লা উত্তোলনে কোন রাজ্য প্রথম উঃ ওড়িশা 6. পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম উঃ আলিপুরদুয়ার 7 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ উঃ সান্দাকফু (3630 মিটার) 8. তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত উঃ দ্বারকা 9. বোলপুর কোন নদীর তীরে অবস্থিত উঃ কোপাই 10. ভারতের মিছিল নগরী উঃ কলকাতা 11- মামা ভাগ্নে পাগাড় কোথায় আছে উঃ বীরভূম 12- কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত উঃ বারানসী 13- দাক্ষিণাত্যের কাশী বলা হয় উঃ মাদুরাই 14 - গোলাপী শহর কাকে বলা হয় উঃ জয়পুর 15- ভারতের বিজ্ঞান নগরী কাকে বলা হয় উঃ ব্যাঙ্গালোর 16- ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ উঃ k2 17- ভারতের নবীনতম রাজ্যের নাম কী উঃ তেলেঙ্গানা 18- ভারতের মুলধনের রাজধানী কাকে বলে উঃ মুম্বাই 19- কবে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় উঃ 1911 সালে 20- পৃথিবীর প্রাচীনতম ভঙ্গীল পর্বত উঃ আরাবল্লী 21- ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র উঃ মালদ্বীপ 22- ভারতের অরণ্য গবেষনাগার উঃ দেরাদুন 23- ভারতের প্রথম কাগজকল স্থাপিত হয় উঃ শ্রীরামপুর 24- পশ্চিম বঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল উঃ জলপাইগুড়ির বক্সাডুয়ার্স 25- ভারতের শুল্কমুক্ত বন্দর উঃ কান্ডালা 26- পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার নাম উঃ পুরুলিয়া 27- ভুস্বর্গ কাকে বলা হয় উঃ কাশ্মীর 28- ভারতের ম্যাঞ্চেষ্টার কাকে বলে উঃ আমেদাবাদ 29- কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায় উঃ অ্যানথ্রাসাইট 30- বন্যগাধাদের জন্য সংরক্ষিত অরণ্য
উঃ কচ্ছের রাণ, গুজরাট। 1. অপরিণত অবস্থায় জননক্ষমতা অর্জিত হলে তাকে কী বলে? উঃ পিডােজেনেসিস। 2. মাছির লার্ভাকে কী বলে? উঃ ম্যাগট। 3. ঝিঝি পােকার লার্ভাকে কী বলে? উঃ গ্রাব। 4. একটি সম্পূর্ণ হৃদচক্রে কত সময় লাগে? উঃ 0.8 সেকেন্ড। 5. লালারস দিয়ে রেচিত হয় এমন একটি ভারি ধাতু কী? উঃ পারদ। 6. পিত্তরসের রাসায়নিক ধর্ম কী ধরণের? উঃ ক্ষারীয়। 7. পিত্তরসের উৎসস্থল কী? উঃ যকৃত। 8. লালারসের কোন উৎসেচক ব্যাক্টেরিয়া ধ্বংস করে? উঃ লাইসােজাইম। 9. কীসের আধিক্যে পেশি ক্লান্ত হয়? উঃ ল্যাক্টিক অ্যাসিড। 10. কোন পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে? উঃ হৃদপেশি । ১. প্রোটিন বেশি থাকে কোন ডালে? উঃ মুসুর ডালে। ২. হাড় ও দাতকে মজবুত করে কোন পদার্তগ? উঃ ক্যালসিয়াম ও ফসফরাস। ৩. চা পাতায় কোন ভিটামিন থাকে? উঃ ভিটামিন বি কমপ্লেক্স। ৪. ম্যালিক এসিড কোথায় পাওয়া যায়? উঃ টমেটোতে পাওয়া যায়। ৫. ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন? উঃ ভিটামিন কে। ৬. Natural Protein এর কোড নাম কী? উঃ Protien - P 49 ৭. কচুশাক বিশেষভাবে মূল্যবান কোন উপাদানের জন্যে? উঃ লৌহ উপাদানের জন্য। ৮. ভিটামিন সি এর রাসায়নিক নাম কী? উঃ অ্যাসকরবিক এসিড ৯. তাপে নষ্ট হয় কোন ভিটামিন? উঃ ভিটামিন সি। ১০. গলগল্ড রোগ হয় কীসের অভাবে? উঃ অায়োডিনের অভাবে। প্রশ্ন: ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ? উ: ০.১৫ - ১.৫ % প্রশ্ন: একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ? উঃ ৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড প্রশ্ন: রাজ অম্ল কী কাজে বেবহৃত হয় ? উ: সোনা গলাতে প্রশ্ন: ভিনেগার কাকে বলে ? উ: ৪% -১০% এসিটিক অ্যাসিডের জলীয় দ্রবনকে প্রশ্ন: রেকটিফাইড স্পিরিট হলো ? উ: ৯৫% ইথাইল আলকোহল + ৫% পানি প্রশ্ন: উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ? উ:গ্রাফাইট প্রশ্ন: লেখার চক কী দিয়ে তৈরী ? উ:ক্যালসিয়াম সালফেট প্রশ্ন: কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ? উঃ তামা প্রশ্ন: ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায়? উ: অলুমনিয়াম প্রশ্ন: প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি ? উ: ৯২ টি প্রশ্ন: প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি ? উ: ৭০ টি প্রশ্ন: কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ? উ: কালো প্রশ্ন: শীত কালে ভেজা কাপড় তারাতারি শুখে যায় কেন ? উ: বাতাসে জলীয় বাস্প কম থাকে বলে প্রশ্ন: শূন্য ঘরে শব্দ জোরে হয় কেন ? উ: শূন্য ঘরে শব্দের শোষণ ক্ষমতা কম বলে প্রশ্ন: কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা ? উ: বাড়ে প্রশ্ন: তরঙ্গ দর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্নতা ? উঃ কমে প্রশ্ন: দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ? উ: বেগুনী প্রশ্ন: দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ? উঃ লাল প্রশ্ন: সাধারণ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয় ? উ: নাইট্রোজেন প্রশ্ন: বিদ্যুতকে কাজে লাগানোর জন্য কার অবদান বেশী ? উ: বিজ্ঞানী ভোল্ট প্রশ্ন: বৃষ্টির ফোটা গোলাকার হওয়ার কারণ কী ? উ: ফোটার চারদিকে বাতাসের সমান চাপ প্রশ্ন: কে প্রথম রোবট আবিস্কার করেন ? উ: উইলিয়াম গে ওয়ালটার প্রশ্ন: প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত ? উ: ৫০ টি প্রশ্ন: রেলওয়ে ইঞ্জিন কে আবিস্কার করেন ? উ: স্টিফেনসন প্রশ্ন: পারমানবিক বোমা কে আবিস্কার করেন ? উ: ওপেন হেমার প্রশ্ন: এটম বোমা কে আবিস্কার করেন ? উ: অটোহ্যান প্রশ্ন: হোমিওপ্যাথিক ঔষুধের আবিস্কার করেন কে ? উ: হ্যানিম্যান প্রশ্ন: আলোর গতির আবিস্কারক কে ? উ: এ মাইকেলসন প্রশ্ন: রকেটের সূত্রের আবিস্কারক কে ? উ: গডার্ড প্রশ্ন: ইলেকট্রন কে আবিস্কার করেন ? উ: জন থম্পসন প্রশ্ন: বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি ? উ: ENIAC প্রশ্ন: প্রথম কম্পিউটার প্রোগামের রচয়িতা কে ? উ: লেডী এ্যাডো অগাস্টা প্রশ্ন: নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ? উঃ ১৯৫৮ সালে প্রশ্ন: নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ? উ: যুক্তরাষ্টের ফ্লোরিডায় প্রশ্ন: সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি ? উ: প্রক্সিমা সেন্টারাই প্রশ্ন: শনি গ্রহে পাঠানো মহাকাশযানের নাম কী ? উ: ক্যাসিনি প্রশ্ন: মঙ্গল গ্রহে পাঠানো মহাকাশ যানের নাম কী ? উ: পাথ ফাইন্ডার |