ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ2021। Important History question in Bengali pdf free download

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ2021। Important History question in Bengali pdf free download

Hello Dear Students,

   আজ আমি আপনার সাথে গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্ন উত্তর পিডিএফ। important History question in Bengali pdf2021। Itihasera gurutbapurṇa prasna uttara pdf শেয়ার করছি যা যে কোনো competitive examএর বা Wbcs,SSC,TET,RRB NTPC, Group-D এর  পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ।সম্পূর্ণ বাংলাতে পশ্চিমবঙ্গে সরকারি চাকরির পরীক্ষায় যেমন WBCS ,WBP,NTPC, TET পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কয়েকটি ইতিহাস বিষয়ে থেকে গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন উত্তর পিডিএফ ,Important history GK 2021 question in Bengali pdf টি আপনাদের খুব সাহায্য করবে।  তাই সময় নষ্ট না করে নীচের লিঙ্কটিতে ক্লিক করে সম্পূর্ণ ফ্রি পিডিএফ ফাইল সংগ্রহ করুন

ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ2021। Important History question in Bengali pdf free download
Competitive exam history question PDF

নমুনা প্রশ্ন উত্তর


◼️সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে।

◼️সবাইয়ের সন্ধি হয় 1782 সালে

◼️জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন ডাফরিন।

◼️ গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন অশ্বথ বৃক্ষের নীচে

◼️কবীরের ভক্তিমূলক গানকে বলে দোঁহা।

◼️পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় মলেমিন্টো আইনেরসাহায্যে।

◼️মুঘলদের সময় সরকারি ভাষা ছিল ফার্সি।

◼️অতীশ দীপঙ্কর ছিলেন বৌদ্ধ পণ্ডিত।

◼️জামা মসজিদ নির্মাণ করেন শাহজাহান।

◼️সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কৃয়কুমার মিত্র।

◼️মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ঔরঙ্গজেব।

◼️অষ্টপ্রধান ছিল শিবাজির রাজসভায়।

স্যার টমাস রাে ভারতে আসেন জাহাঙ্গিরের আমলে।

◼️মালিক কাফুর হলেন আলাউদ্দিন খলজির সেনাপতি।

◼️বিজয়নগরের প্রতিষ্ঠাতা হরিহর।

◼️সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ।

◼️ভারত সভা স্থাপিত হয় 1876 সালে।

◼️আলিপুর বােমার মামলায় প্রধান আসামি অরবিন্দ ঘােষ।

◼️সন্ধ্যা পত্রিকার সম্পাদক ব্ৰত্মবান্ধব উপাধ্যায়।

◼️বক্সারের যুদ্ধ হয় 1764 সালে।

◼️গদর পার্টির প্রতিষ্ঠাতা লালা হরদয়াল।

◼️সাইমন কমিশন ভারতে আসে 1928 সালে।

◼️গান্ধি বুড়ি হলেন মাতঙ্গিনী হাজরা।

◼️ভারত ছাড়াে আন্দোলন সূচনা করেন গান্ধীজি।

◼️ভারতের শেষ ভাইসরয় হলেন মাউন্ট ব্যাটেন।

◼️নৌবিদ্রোহ হয় 1946 সালে।

◼️কুনিক উপাধি নেন অজাতশত্রু।

◼️হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার।

◼️ফরওয়ার্ড রক গঠন করেন সুভাষচন্দ্র বসু।

◼️গান্ধি-আরউইন চুক্তি হয় 1931 সালে।

◼️বিক্রমশীল উপাধি পান ধর্মপাল।

◼️প্রিয়দর্শিকা লেখেন হর্ষবর্ধন।

◼️শিলাদিত্য উপাধি নেন হর্ষবর্ধন।

◼️কালিদাস সভাকবি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের।

◼️মেঘদূত লেখেন কালিদাস।

◼️পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম নরসিংহবর্মন।

◼️গুপ্তাব্দের প্রচলন হয় 320 সালে।

◼️অশ্বঘােষ ছিলেন কনিষ্কের সভাকবি।

◼️সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক।

◼️বিক্রমাদিত্য উপাধি নেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

◼️শকাব্দ প্রচলন করেন কনিষ্ক।

◼️গান্ধর শিল্প কুষাণ যুগের।

◼️পুণা চুক্তি হয় 1932 সালে।

◼️মাস্টার দা হলেন সূর্য সেন।

◼️স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেন যতীন দাস।

◼️গান্ধি-আরউইন চুক্তির অপর নাম দিল্লি চুক্তি।

কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত রামপ্রসাদ বিসমিল।

◼️রাইটার্স বিল্ডিং অভিযান হয় 1930 সালে।

◼️রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় 1917 সালে।

◼️রাওলাট আইন পাশ হয় 1919 সালে।

খেদা সত্যাগ্রহ হয় 1918 সালে।

◼️প্রথম সত্যাগ্রহ করেন গান্ধীজি দক্ষিণ আফ্রিকার নাটালে।

◼️ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ করেন চম্পারণে।

◼️হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখােপাধ্যায়।

◼️দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় 1875 সালে।

◼️ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন ফারুকশিয়ার।

◼️পাটলিপুত্র গণ্ডক-গঙ্গা-শােন নদীর সঙ্গমে অবস্থিত।

◼️ম্যাঙ্গালােরের সন্ধি হয় 1784 সালে।

◼️বৃহত্তথা লেখেন গুণাঢ্য।

◼️এশিয়াটিক সােসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স।

◼️সগৌলির সন্ধি হয় 1816 সালে।

◼️কল্পনা দত্ত যুক্ত ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে।

◼️‘বন্দী জীবন’ লেখেন শচীন সান্যাল।

◼️হিন্দু মেলা স্থাপিত হয় 1867 সালে।

◼️ভারতে সশস্ত্র বিপ্লবের জনক ফাঁড়কে।

◼️বন্দেমাতরম ছিল ইংরেজি দৈনিক।

◼️অ্যান্টি-সার্কুলার সােসাইটির সম্পাদক শচীন্দ্রকুমার বসু।

◼️ইলবার্ট বিল আন্দোলন হয় 1883 সালে।

◼️ইস্ট ইন্ডিয়া সােসাইটি তৈরি হয় 1866 সালে।

◼️অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশিরকুমার ঘােষ।

◼️পরিব্রাজক রচনা করেন স্বামী বিবেকানন্দ।

◼️কোল বিদ্রোহ হয় 1831 সালে।

◼️খিলাফৎ আন্দোলন হয় 1920 সালে।

◼️দুদুমিঞা ছিলেন ফরাজি আন্দোলনের নেতা।

◼️বিজ্ঞান পরিষদ তৈরি হয় 1864 সালে।

◼️শুদ্ধি আন্দোলনের নেতা দয়ানন্দ সরস্বতী।

◼️ব্রয়ানন্দ উপাধি পান কেশবচন্দ্র।

◼️ভিক্টোরিয়া ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র।

◼️বিশ্বম্ভর নাম ছিল নিমাই-এর

◼️শ্রীচৈতন্য প্রবর্তিত ধর্ম বৈষুব।

◼️চতুরাশ্রমের প্রথম আশ্রম ব্রহ্মচর্য।

◼️অন্ত্র কবিতার পিতামহ পােন।

◼️নিকলাে কন্টি ভারতে আসেন প্রথম দেব রায়ের আমলে।

◼️বাহমনী বংশের শ্রেষ্ঠ সুলতান ফিরােজ শাহ।

◼️ফোর্ট উইলিয়াম স্থাপিত হয় 1800 সালে।

◼️কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় 1835 সালে।

◼️উডের ডেসপ্যাচ ঘােষিত হয় 1854 সালে।

◼️কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় 'বেন্টিঙ্কের অামালে।

◼️কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় 1781 সালে।

◼️পাঁচসালা বন্দোবস্ত প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস।

◼️পুলিশী ব্যবস্থা সংস্কার করেন কর্ণওয়ালিশ।

◼️ভার্সাই সন্ধি হয় 1783 সালে।

◼️ভার্সাই সন্ধি হয় ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে।

◼️ম্যাঙ্গালােরের সন্ধি হয় ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে।

◼️তৃতীয় মহীশুরের যুদ্ধ হয় টিপু ও কর্ণওয়ালিশের মধ্যে।

◼️চিরশায়ী বন্দোবস্ত হয় 1793 সালে।

◼️তৃতীয় ই-মারাঠা যুদ্ধ হয় লর্ড হেস্টিংসের আমলে।

◼️পুরন্দরের চুক্তি হয় 1776 সালে।

◼️পুরন্দরের চুক্তি হয়েছিল ইংরেজ ও মারাঠাদের মধ্যে।

◼️ছিয়াত্তরের মন্বন্তর হয় 1770 সালে।

◼️দাক্ষিণাত্যের ক্ষত হয় ঔরঙ্গজেবের আমলে।

◼️রঙ্গিলা খান হলেন দ্বিতীয় আকবর।

◼️পুয্যভূতি রাজাদের রাজধানী ছিল থানেশ্বর।

◼️পরমেশ্বর পরমভট্টরক মহারাজাধিরাজ উপাধি নেন

◼️ধর্মপাল ও দেবপাল দুজনেই।

◼️পল্লব বংশের শেষ রাজা অপরাজিত বর্মন।

◼️আরবরা সিন্ধু বিজয় করেন 712 সালে।

◼️ভারতের প্রথম মুসলিম আক্রমনকারীরা হল তুর্কি।

◼️তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 সালে।

◼️মিতাক্ষরা আইন রচনা করেন বিজ্ঞানেশ্বর।

◼️অদ্ভুতসাগর রচনা করেন বল্লাল সেন।

◼️ধীমান হলেন পাল যুগের ভাষ্কর্য শিল্পী।

◼️গঙ্গেইকোন্ড উপাধি নেন প্রথম রাজেন্দ্র চোল।

◼️তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় ।192 সালে।

◼️মলেমিন্টো সংস্কার হয় 1901 সালে।

◼️নাগান রচনা করেন হর্ষবর্ধন।

◼️মালবিকাগ্নিমিত্রম লেখেন ললিদাস।

মেগাস্থিনিস ভারতে আসেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে।

◼️রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা তৃতীয় গােবিন্দ ।

◼️ক্যাপ্টেন হকিন্স ভারতে আসেন জাহাঙ্গিরের সময়।

◼️মিলিন্দপশ্বহাে লেখেন নাগসেন।

◼️ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন কুষাণরা।

◼️বসূচী রচনা করেন অশ্বঘােষ।

◼️মহেন্দ্রাদিত্য উপাধি নেন প্রথম কুমার গুপ্ত।

◼️ফফা হিয়েন ভারতে ছিলেন ১৫ বছর।

◼️অভিজ্ঞান শকুন্তলম লেখেন কালিদাস।

◼️ মারসম্ভব লেখেন কালিদাস।

◼️গণিত শাস্ত্রে শুন্য তরে আবিষ্কার গুপ্ত যুগে হয়।

◼️ইলােরার কৈলাসনাথ মন্দির রাষ্ট্রকুট বংশের সৃষ্টি।

◼️তাহোরে রাজেশ্বর মন্দির তৈরি করেন রাজরাজ

◼️পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন অনন্ত বর্মন।

◼️কোনারবের সূর্যমন্দির নির্মাণ করেন প্রথম নরসিংহবর্মন

◼️ইলােরার গুহাচিত্র রাষ্ট্রকুট আমলে সৃষ্ট।

◼️অদ্বৈতবাদের প্রবক্তা শঙ্করাচার্য।


বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:- important WBCS History question in  Bengali pdf 2021

File Format:- Pdf

Quality:- High

File Size:-  19kb

File Location:- Google Drive



Downloadclick Here to Download

Reated Posts

A. সমস্ত গুরুত্বপূর্ণ নোটপত্র একত্রে ডাউনলোড করুন click here


RELATED POSTS   

Link 👇👇⤵️ 

WBP পরীক্ষার বিগত 5 বছরের প্রশ্নপত্র Pdf

Download Now

WBP Mock Test সমস্ত

Start Exam 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url