ভারতীয় জাতীয় পতাকা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। Important information about Indian National Flag in Bengali
ভারতীয় জাতীয় পতাকা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। Important information about Indian National Flag in Bengali
নমস্কার,
আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতীয় জাতীয় পতাকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য pdf । Important information about Indian National Flag in Bengali যা আগত competitive পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে জাতীয় পতাকা জি.কে pdf ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
ভারতের জাতীয় পতাকার বিভিন্ন বৈশিষ্ট্য |
ভারতীয় জাতীয় পতাকা (Indian National Flag)
১। জাতীয় পতাকা কী?
উঃ- যে কোনাে দেশের ঐতিহ্য, গৌরব এবং মর্যাদার প্রতীক হল জাতীয় পতাকা।
২। ভারতের জাতীয় পতাকার শিল্পী কে?
উঃ- পিঙ্গলি ভেঙ্কাইয়া (অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনম গ্রামের মানুষ)।
৩। ভারতের জাতীয় পতাকার আকার কিরূপ?
উঃ- আয়তাকার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ২ অথাৎ লম্বা ২ ফুট হলে আড়ে ৩ ফুট। গেরুয়া, সাদা,সবুজ রং সমান প্রস্থ বিশিষ্ট হতে হয়।
৪। ভারতের জাতীয় পতাকার রং কী?
উঃ- ভারতের জাতীয় পতাকাতে অনুভূমিক ভাবে তিনটি রং আছে। সবার ওপরে গেরুয়া রং, মাঝে সাদা রং এবং নীচে সবুজ রং এবং সাদার মাঝখানে নীল রং এর অশােকচক্র থাকে।
৫। কবে থেকে ত্রিবর্ণরঞ্জিত অশােকচক্র যুক্ত পতাকা জাতীয় পতাকা রূপে পরিগণিত হয় ?
উঃ- ১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকে।
৬। জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক?
উঃ- ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক।
৭। জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক?
উঃ- শান্তি ও পবিত্রতার প্রতীক।
৮। জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক?
উঃ- জীবনধর্ম, নিভকিতা এবং কর্মশক্তির প্রতীক।
৯। নীল রং এর অশােকচক্র কিসের প্রতীক?
উঃ- উন্নতি ও গতিশীলতার প্রতীক।
১০।জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম কী কী ?
উঃ-
ক) জাতীয় পতাকার স্থান থাকবে সবার ওপরে ।বাড়ীর ছাদে অথবা বিভিন্ন অনুষ্ঠান
যেমন ২৬ জানুয়ারি, ১৫ আগস্ট -এ এই পতাকা উত্তোলিত করা যায়।
খ) এই জাতীয় পতাকার ডানদিকে বা উপরে অন্যকোনাে পতাকা উত্তোলন করা যাবে না।
গ) কোনাে মিছিলে জাতীয় পতাকা ব্যবহার করলে, তা সকলের সামনে থাকবে কিন্তু কখনই তা অনুভূমিক থাকবে না।
ঘ) জাতীয় পতাকা ছেড়া বা পােড়ানাে যাবে না।
ঙ) সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে, এবং রাষ্ট্রীয় শােকের দিন জাতীয় পতাকা অর্ধনমিত করতে হয়।
১১। ভারতের জাতীয় পতাকার ছবি কবে প্রথম ডাকটিকিটে স্থান পেয়েছিল ?
উঃ- ১৯৪৭ সালের ২১ নভেম্বর।
১২। এই পাতার নকশা কোন পতাকা থেকে গ্রহণ করা হয়?
উঃ- ভারতের জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকা থেকে।
১৩। আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা কোন্ কাপড়ে তৈরি হয়?
উঃ- খাদি।
১৪। ভারতের জাতীয় পতাকা নিয়মানুযায়ী কারা তৈরি করেন?
উঃ- খাদি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন নিগম (Khadi Development & Village Industries
Commission)।
১৫। ভারতের জাতীয় পতাকার নকশাটি কত সালে কেন্দ্রীয় সাংবিধানিক সভায় অনুমােদিত হয় ?
উঃ- ১৯৪৭ সালের ২২ জুলাই।
প্রশ্নঃ১৬। প্রথম কোথায় তেরঙ্গা উত্তোলন করা হয়?
উত্তর: পশ্চিমবঙ্গের কলকাতার পার্সিবাগান স্কোয়ারে প্রথম তেরঙ্গা উত্তোলন করা হয়।
প্রশ্নঃ১৭। কোন তারিখে প্রথম তেরঙ্গা উত্তোলন করা হয়?
উত্তর: ১৯০৬ সালের ৭ আগস্ট প্রথমবারের জন্য দেশের জাতীয় পতাকা তেরঙ্গা উত্তোলন করা হয়।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- Indian national flag GK question in Bengali pdf
File Format:- Pdf
Quality:- High
File Size:- 1Mb
PAGE- 1+
File Location:- Google Drive
আপনার ডাউনলোড শুরু হবে 20 seconds.
Download: click Here to Downloa
Related Posts
🔷100+ ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর