কলকাতা শহরের গুরুত্বপূর্ণ অজানা তথ্য ।Kolkata GK in Bengali pdf।West Bengal gk
Hello Dear Students,
আজকে আমি আপনার সাথে কলকাতা শহরের গুরুত্বপূর্ণ অজানা তথ্য শেয়ার করছি। আগত West Bengal Primary TET Exam,Wbcs preliminary,wbp,SSC,NTPC,ICDS,GD,ইত্যাদি পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ বাংলাতে কলকাতা শহরের গুরুত্বপূর্ণ অজানা প্রশ্ন উত্তর, কলকাতা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ, Kolkata GK in Bengali pdf, West Bengal gk pdf টি যে কোন চাকরির পরীক্ষায় খুব সাহায্য করবে। তাই সময় নষ্ট না করে নীচের লিঙ্কটিতে ক্লিক করে সম্পূর্ণ ফ্রি পিডিএফ ফাইল সংগ্রহ করুন।
Kolkata GK question in Bengali2021 |
এই পৃষ্ঠার নীচে একটি পিডিএফ ডাউনলোড লিঙ্ক আছে।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
1.কলকাতা জেলার আয়তন কত বর্গ কিমি? –১৮৫ বর্গ কিমি. (প্রায়)।
2.কলকাতা জেলার মােট জনসংখ্যা কত? –44
3.কলকাতা জেলার সীমানা উল্লেখ কর-
উত্তরে উত্তর চব্বিশ পরগণা, পূর্বে ও দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগণা ও পশ্চিমে হুগলি নদী।
4.ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত
হয়?–১৮০০ খ্রিস্টাকে।
5.কলকাতায় কটি মহকুমা আছে?—কলকাতায় কোনো মহকুমা নেই।
6.কলকাতার উপর দিয়ে প্রবাহিত নদীটির নাম কী ?—হুগলি নদী।
7.কলকাতা জেলা কত সালে স্থাপিত হয়?-১৯১৭ সালে।
8.কলকাতার যাবতীয় কাজ কিভাবে পরিচালিত হয়?—১৪৪টি ওয়ার্ডভুক্ত কলকাতা পুর নিগমের মাধ্যমে।
9.কলকাতা জেলায় সাক্ষরতার হার কত শতাংশ?-৮৭.১১ শতাংশ।
10. কলকাতায় মােট ক’টি বিশ্ববিদ্যালয় আছে?
–১১টি।
11.কলকাতার কয়েকটি বিখ্যাত দর্শনীয় স্থানের
নাম লেখ--ভিক্টোরিয়া মেমােরিয়াল, ইণ্ডিয়ান
মিউজিয়াম, আলিপুর চিড়িয়াখানা, ইডেন গার্ডেন,
কালীঘাট মন্দির, পরেশনাথ জৈন মন্দির,
মহাকরণ, রাজভবন, রবীন্দ্রসদন, নন্দন, রবীন্দ্র
সেতু, বিদ্যাসাগর সেতু, জাতীয় গ্রন্থাগার, বিড়লা
তারামণ্ডল, টাকশাল, নেতাজি ইন্ডাের স্টেডিয়াম,
যুবভারতী ক্রীড়াঙ্গন, নেতাজি সুভাষ আন্তর্জাতিক
বিমান বন্দর।
12. কলকাতা জেলার সদর শহর কোনটি ?
কলকাতা।
13.স্টুয়ার্ট হগ মার্কেট-এর বর্তমান নাম কি? —নিউ মার্কেট।
14. কোলকাতা পুরনিগম কে, কত সালে প্রতিষ্ঠা
করেন?—স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ১৯১৪ সালে প্রতিষ্ঠা করেন।
15. কলকাতার জন্ম কত সালে হয় ?-১৬৯০ সালের ২৪ আগস্ট।
16.কলকাতা কপোরেশন কবে প্রতিষ্ঠিত হয় ?
১৮৩৯ সালে একজন মেয়র ও নয়জন অল্ডার
ম্যান নিয়ে কলকাতা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।
17. কলকাতার সবচেয়ে পুরানাে সৌধ কোনটি ?
টাউন হল (১৮০৪ সাল)
18. কলকাতার সবচেয়ে পুরানাে গীর্জা কোনটি ?
–সেন্টচার্চ (১৭১৬ সাল)
19.কলকাতার পুলিশের হেড কোয়াটার্স কোনটি?
—লালবাজার।
20.কলকাতার আবহাওয়া অফিস কোথায়
অবস্থিত?—আলিপুর।
21. কলকাতার বিখ্যাত ফুটবল ক্লাবগুলির নাম
কি?—মােহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান
স্পাের্টিং ক্লাব, টালিগঞ্জ অগ্রগামী, কালীঘাট
প্রভৃতি।
22.কলকাতার সবচেয়ে বড় শ্মশানঘাট কোনটি ?
–কেওড়াতলা শ্মশানঘাট।
23.কলকাতার প্রধান প্রধান খেলার মাঠ
কোনগুলি?–ইডেন গার্ডেন, যুবভারতী | ৪
ক্রীড়াঙ্গন, রবীন্দ্র সরােবর, নেতাজি ইনডাের
স্টেডিয়াম।
24.কলকাতার হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত
হয়?—১৮১৭ খ্রিষ্টাব্দের ২০ জানুয়ারি।
25.কলকাতার হিন্দু কলেজের বর্তমান নাম কি? | —প্রেসিডেন্সী কলেজ।
26.কলকাতার শহিদ মিনার কার স্মৃতিতে স্থাপিত
হয়?—স্যার ডেভিড অক্টার লােনী।
27.শহিদ মিনারে কার মৃতদেহ সংরক্ষিত রয়েছে?
—কারাের নয়।
28.শহিদ মিনার কত সালে স্থাপিত হয় ?
–১৮১৫ সালে।
29.ফোর্ট উইলিয়াম কবে স্থাপিত হয় ?
-১৭৭৩ সালে।
30.কলকাতাকে কে ‘প্রাসাদ নগরী’ আখ্যা
দিয়েছিলেন? –রবার্ট ক্লাইভ।
31.কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয় ?
–১৮৬১ সালে।
32.কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয় ?
–১৮৫৭ সালে ২৮ জানুয়ারি।
33.কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে
ছিলেন? -জেমস্ উইলিয়াম কলভিল।
34.কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন?--দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (১৯২৪)।
36.কলকাতায় কবে প্রথম ঘােড়ায় টানা ট্রাম চালু হয়?—১৮৭৩ সালে।
37.৮্কলকাতায় কবে ইলেকট্রিক ট্রাম চালু হয়?
-১৯০২ সালে।
38. কলকাতায় কবে প্রথম চক্ররেল চালু
হয়?—১৯৮৪ সালের ১৫ অক্টোবর।
39. বিনয়-বাদল-দিনেশ বাগ’ কে আমরা আর কি
নামে চিনি?—ডালহৌসি স্কয়ার।
40.কলকাতার অকল্যান্ড সার্কাসের বর্তমান নাম
কি?—ইডেন গার্ডেন।
41.ভবানীভবনের পূর্ব নাম কী?—এন্ডারসন হাউস।
42.কলকাতা, গােবিন্দপুর, সুতানুটি তিনগ্রামের
তৎকালীন মালিক কে ছিলেন?—বড়িশার
জমিদার সার্বন রায় চৌধুরী।
43. সুতানুটি গ্রামের বর্তমান অবস্থান কোথায় ?
-শােভাবাজার।
44. কলকাতার প্রথম আদালত কোনটি?
–মেয়র কোর্ট।
45.আকাশবানী ভবন’ নামকরণ কে করেছিলেন? -রবীন্দ্রনাথ।
46. কলকাতার বেতারকেন্দ্র কবে চালু হয়?—১৯২৭ সালে।
47.কলকাতার দূরদর্শন কেন্দ্র কবে চালু
হয়?—১৯৭৫ সালের ৯ আগস্ট।
48. কলকাতার ইম্পিরিয়্যাল লাইব্রেরির বর্তমান নাম কি?-ন্যাশনাল লাইব্রেরী।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- কলকাতা শহরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ
File Format:- Pdf
Quality:- High
File Size:- 10Mb
File Location:- Google Drive
আপনার ডাউনলোড শুরু হবে 30 seconds.
Download: click Here to Downloa
Related Posts
🔷বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা
🔷গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা তালিকা
🔷ভারতের গুরুত্বপূর্ণ গবেষণাগারের নামের তালিকা
🔷ভারতের বিভিন্ন শহরের বর্তমান নাম ও পুরাতন নাম
👉