মাধ্যমিক ভূগোল সাজেশন 2021। মাধ্যমিক ভারতের ভূগোল প্রশ্ন উত্তর। Maddhaymike Geography suggestions 2021

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

মাধ্যমিক ভূগোল সাজেশন 2021। মাধ্যমিক  ভারতের ভূগোল প্রশ্ন উত্তর।

মাধ্যমিক ভূগোল সাজেশন 2021। মাধ্যমিক  ভারতের ভূগোল প্রশ্ন উত্তর। Maddhaymike Geography suggestions 2021
দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর সাজেশন

ভারতের ভূগোল দশম শ্রেণি থেকে গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তর।


A দু-এক কথায় উত্তর দাও :

1. ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী?

2. ভারতের কোন্ কেন্দ্রশাসিত অঞ্চল একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী?

3. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

4. ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? 

5. ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কী ? 

6. নাঙ্গা পর্বত কোথায় অবস্থিত? 

7. ভারতের দক্ষিণতম পর্বতটির নাম কী ?

৪. শিবালিক পর্বতশ্রেণি কোথায় অবস্থিত?

9. ভারতের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

10. ‘তাল’ কথার অর্থ কী?

11. পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কী ?

12. পশ্চিমঘাট ও নীলগিরির মাঝে কোন্ ফাঁকটি রয়েছে?

13. ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?

14. পাঞ্জাবে নীচু প্লাবনভূমিকে স্থানীয় ভাষায় কী বলা হয়?

15, রাজস্থানের মরু অণ্ডলের পশ্চিমাংশ কী নামে পরিচিত?

16. কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদ গুলিকে কী বলে?

17. নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযােগ্য জলপ্রপাতটির নাম কী ?

18. ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী ?

19. ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি?

20. ভারতের দীর্ঘতম নদী বাঁধটির নাম কী ?

21. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোন্‌টি? সেটি কোন্ রাজ্যে অবস্থিত?

22. ভারতের বৃহত্তম পশ্চিমবাহিনী নদীর নাম লেখাে।

23. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী? 

24, কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে?

25. ঝাড়খণ্ডও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথবহুমুখী নদী পরিকল্পনার নাম

লেখাে।

26. বাড়ির ছাদে জল ধরে রাখা কর্মসূচি’ বা ‘Rain Water Harvesting Programme' কোন্ রাজ্যে নেওয়া হয়েছে?

27. ভারতের কোন্ জায়গায় বছরে দুবার বৃষ্টিপাত হয়?

28. প্রধানত কোন্ বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?

29. ভারতের কোন্ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?

30. কৃয় মৃত্তিকা কোন্ রাজ্যে দেখা যায় ?

31. পাঞ্জাব সমভূমির পলিমাটির নাম কী?

32. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত?

33. পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিতে প্রধানত কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?

34. ভারতে কোন্ সময় পশ্চিমি ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায়?

35. তৈল রাসায়নিক শিল্পে প্রয়ােজনীয় দুটি কাঁচামালের নাম লেখাে।

36. ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম লেখাে

37. ভারতের বনভূমির শতকরা পরিমাণ কত?

38. সুন্দরলাল বহুগুণ কোন্ পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত ?

 39. সুন্দরবনে কোন্ ধরনের অরণ্য দেখা যায়?

40. ভারতে কোন্ ধরনের অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়?

41. পাইন, ফার কী ধরনের উদ্ভিদ?

42. ভারতে কোন্ অরণ্যে সিংহ পাওয়া যায়?

43. ভারতের মরু অঞলে কোন্ ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?

44. কোন্ ফসলকে ‘সােনালি তন্তু’ বলে ?

45. যে শস্য জুন-জুলাই মাসে বপন এবং নভেম্বর-ডিসেম্বর মাসে তােলা হয় তাকে কী শস্য বলে? 

46. ভারতে উৎপাদিত দুটি পানীয় ফসলের নাম লেখাে।

** 47. ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখাে। | 

44. কোন্ বন্দরের মাধ্যমে সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয়?

49. ভারতের গম গবেষণাগারটি কোথায় অবস্থিত?

50. ভারতের ‘সিলিকন ভ্যালি’ কাকে বলা হয়?


দশম শ্রেণি ভারতের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর।


 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :

1. ভারতের কোন্ কোন্ রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তিরেখা গিয়েছে?

2. হিমালয় পর্বতমালার ও পশ্চিমঘাট পর্বতের একটি করে গিরিপথের নাম লেখাে। 

3. মরুস্থলী নামকরণ কেন হয়েছে? 

4, দক্ষিণ ভারতের দুটি গিরিপথের নাম লেখাে।

5. ভারতের দ্বীপপুঞ্জগুলির নাম লেখাে।

6. মালনা অঞ্চল কোথায় অবস্থিত? 

7. দুন বলতে কী বােঝাে?| 

8. কচ্ছের রণ কী?| 

9. কয়াল কী? 

10. প্রিয়ান কী? ভারতের কোথায় দেখা যায় ? 

11. তাল কী? 

12. কারেওয়া বলতে কী বােঝাে?

13. তরাই বলতে কী বােঝাে?

14. উহুদ কাকে বলে ?

15. ভাবর কী?

16. ডেকান ট্র্যাপ বলতে কী বােঝাে? এর বৈশিষ্ট্য লেখাে।

17, মালনাদ ও ময়দান কী?

18. কর্ণাটক মালভূমির দুটি ভূ-প্রাকৃতিক অংশের নাম লেখাে।

19. গঙ্গার তিনটি উপনদীর নাম লেখাে।

20. পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম ও অবস্থান উল্লেখ করাে।

21. দাক্ষিণাত্যের মালভূমি ডেকানট্র্যাপ নামে পরিচিত কেন?

22. ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখাে।

23. সিন্ধু নদীর উৎস ও মােহানা লেখাে।

24. গােদাবরী ও নর্মদা নদীর উৎপত্তিস্থল ও মােহানা কোথায়?

25. প্লাবন খাল কাকে বলে ?

26, দক্ষিণ ভারতে খালসেচ প্রথা প্রচলিত নয় কেন?

27. বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বােঝাে?

28. বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী ?| 

29. সেচখাল পদ্ধতিতে জলসেচের একটি সুবিধা ও একটি অসুবিধা

লেখাে।

30. ভারতকে মৌসুমি বায়ুর দেশ বলা হয় কেন?

31. মৌসুমি বিস্ফোরণ বলতে কী বােঝাে?|

-32. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতে কেন বৃষ্টিপাত ঘটায়?

33, কালবৈশাখী কী?

34, নরওয়েস্টার কী?

35. কোন্ বায়ুর প্রভাবে তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয়?

36. আশ্বিনের ঝড় কী ?

37. ভারতে শীতকাল শুষ্ক হয় কেন?

38, আঁধি কী ?

39. পশ্চিমি ঝঞা কাকে বলে? 

40. ভারতে পশ্চিমি ঝঞ্ঝার দুটি প্রভাব উল্লেখ করাে।

41. আম্রবৃষ্টি কাকে বলে?

42. কৃয়মৃত্তিকার বৈশিষ্ট্য ও বিস্তার আলােচনা করাে।

43. রেগুর কী? 

44. কৃয় মৃত্তিকাতে উৎপন্ন একটি কৃষিজ ফসলের নাম লেখাে।

45. টীকা লেখাে : ল্যাটেরাইট মৃত্তিকা। 

অথবা, ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য ও বিস্তার আলােচনা করাে।

46. ল্যাটেরাইট মৃত্তিকার জলধারণ ক্ষমতা কম কেন?

47. ঝুম চাষ কীভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে?

48. লােহিত মৃত্তিকায় সৃষ্ট দুটি ফসলের নাম লেখাে। 

49. লবণাক্ত মৃত্তিকা ভারতের কোন্ কোন্ অঞ্চলে দেখা যায়?

50. Ravine কী? ?

51. শারীরবৃত্তীয় শুষ্ক মাটি বলতে কী বােঝাে?

52. টীকা লেখাে : মৃত্তিকা সংরক্ষণ। 

53. মৃত্তিকা সংরক্ষণের প্রয়ােজনীয়তা লেখাে।

54. ফালি চাষের মাধ্যমে কীভাবে মৃত্তিকা ক্ষয় রােধ করা সম্ভব?

55. ভারতের কোথায় কোথায় ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমি দেখা যায়?

56. কোন্ অরণ্যের উদ্ভিদগুলিতে শ্বাসমূল’ দেখা যায় ও কেন?

57. মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখাে। l

58. সামাজিক বনসৃজন বলতে কী বােঝাে? 

59. সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করাে। 

60. কৃষি বনসৃজন কাকে বলে?

61. অরণ্য বা বনভূমি সংরক্ষণ বলতে কী বােঝাে?

62. কৃষিকাজ বলতে কী বােঝাে? পর্ষদ নমুনা প্রশ্ন

63. রবিশস্য কী?

64, খারিফ শস্য কাকে বলে?| 

65, জায়িদ শস্য বলতে কী বােঝাে?

66. তন্তু ফসল কাকে বলে? 

67. একটি খারিফ শস্য ও একটি রবিশস্যের নাম লেখাে।

68. বাগিচা কৃষির সংজ্ঞা দাও। 

69. উদাহরণসহ অর্থকরী ফসলের সংজ্ঞা দাও।

70. জীবিকাসত্তাভিত্তিক কৃষি বলতে কী বােঝাে?

71. ভারতে শীতকালে গম চাষ হয় কেন ?

72. ‘মিলেট’ বলতে কী বােঝাে? 

73. শস্যাবর্তন-এর ধারণা দাও।

74. ধাপ চাষের গুরুত্ব কী? 

75. ঝুম চাষ কাকে বলে?

76, টীকা লেখাে : সংকর ইস্পাত শিল্প। | 

77. টীকা লেখাে : SAIL।

78. ভারতের তিনটি রাজ্যে অবস্থিত একটি করে মােটরগাড়ি নির্মাণ। কেন্দ্রের নাম লেখাে

91. কাম্য জনসংখ্যা কাকে বলে?

91. মানব-জমি অনুপাত কী?

92. শহর বলতে কী বােঝাে? 

93. নগরায়ণ কাকে বলে?

94. জনবিস্ফোরণ কী?

95. মেগাসিটি কী?

96. ‘মহানগর’ কাকে বলে ?

97. জনসংখ্যা বৃদ্ধির দুটি সমস্যা লেখাে।

98. ধারণযােগ্য উন্নয়ন বলতে কী বােঝাে ? 

99. ‘সােনালি চতুর্ভুজ’ কাকে বলে?

100. বন্দরের পশ্চাদভূমি কাকে বলে? 

101. পুনঃরপ্তানি বন্দর কাকে বলে ? 

102. সহযােগী বা পরিপূরক বন্দর কাকে বলে?

103. রজ্জুপথ কী?

104. ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখাে।


মাধ্যমিক ভারত  থেকে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন উত্তর।


সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন :

(প্রতিটি প্রশ্নের মান-3)

1. ভারতকে বৈচিত্র্যের মধ্যে একতা’ আখ্যা দেওয়া হয় কেন? 

 2. ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের তিনটি প্রধান পার্থক্য লেখাে। 

3. মালনাদ ও ময়দানের দুটি পার্থক্য লেখাে। 

4. ভাঙ্গার ও খাদারের পার্থক্য লেখাে।

5. গাঙ্গেয় সমভূমি কীভাবে ভারতের মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে? 

 6. ভারতের পশ্চিমবাহিনী নদীগুলির মােহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? 

7. ভারতের প্রধান নদীর গতিপথ বর্ণনা করাে। 

৪. ভারতের অধিকাংশ পূর্ববাহিনী নদীর মােহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে নে? 

9, ব্রহ্মপুত্র নদের গতিপথের বর্ণনা দাও এবং বিভিন্ন অংশে তার নামগুলি উল্লেখ করাে।

10. ভারতের বেশিরভাগ নদী পূর্বাহিনী কেন?

11. উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর তুলনা করাে। 

12. বহুমুখী নদী পরিকল্পনার গুরুত্ব লেখাে।

13. উত্তর ভারতের সমভূমিতে খালসেচ প্রথা বেশি দেখা যায় কেন? 

* 14, দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন? 

22. করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়’ এই উক্তিটি ব্যাখ্যা করাে। 

23. ভারতে খরা-বন্যার প্রাদুর্ভাব ঘটে কেন?  - on অনুরূপে, ভারতে বন্যা ও খরা সৃষ্টিতে মৌসুমি বায়ুর ভূমিকা

24, রাজস্থানে থর মরুভূমি সৃষ্টির কারণসমূহ লেখাে। ME -'12

25. ভারতের জলবায়ুর ওপর মৌসুমি বায়ুর প্রভাব আলােচনা করাে। 


37. ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমােচী উদ্ভিদের বৈশিষ্ট্যের পার্থক্য উল্লেখ করে।।

34. ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি উপায় সংক্ষেপে আলােচনা করাে

39. ভারতের বিভিন্ন প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের নাম লেখাে।

 40. খারিফ শস্য ও রবিশস্যের পার্থক্য লেখাে।

41. ভারতের প্রধান বাগিচা ফসল কী কী ও কোথায় উৎপন্ন হয় ?

42. গম চাষের অনুকুল প্রাকৃতিক পরিবেশ লেখাে। 

43. উত্তর ভারতে বেশি গম চাষ হয় কেন?

44. ভারতে চা চাষের সমস্যাগুলি কী কী?

45, সবুজ বিপ্লব বলতে কী বােঝাে? ME -'16, '10, 46. সবুজ বিপ্লবের সুফল ও কুফলগুলি লেখাে।

47. পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ সংক্ষেপে আলােচনা করাে। 

অথবা, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করাে।

44. ভারতীয় কৃষিতে অতিরিক্ত জলসেচের অসুবিধা লেখাে।

49. ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখাে।

50. যে-কোনাে দুধরনের ইঞ্জিনিয়ারিং শিল্পের অবস্থানসহ নাম উল্লেখ করাে। 

51. দুর্গাপুরে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার তিনটি কারণ সংক্ষেপে লেখাে।

52, দুর্গাপুরকে কেন 'ভারতের রূঢ়' বলা হয় ?

53. ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করাে। 

54, টীকা লেখাে : TISCO

55. মােটরগাড়ি, যন্ত্রনির্মাণ ও রেল কামরা উৎপাদন কেন্দ্রগুলির অবস্থান উল্লেখ করাে। 

56, ছছাটোনাগপুর অঞ্চলের প্রধান তিনটি শিল্প ও প্রত্যেকটির একটি করে কেন্দ্রের নাম লেখো। 

57, বিশাখাপত্তনমে লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখাে।

টীকা লেখাে : পেট্রোরসায়ন শিল্পগুচ্ছ। 7

59, আমেদাবাদকে ভারতের ম্যাঞ্চেস্টার’ বলে কেন? আমেদাবাদে কার্পাস বয়ন শিল্পের একদেশীভবনের কারণ

60. ভারতে কার্পাস বয়ন শিল্পের তিনটি সমস্যা সংক্ষেপে লেখাে

61. গুজরাট রাজ্য দুগ্ধজাত ও পেট্রোরসায়ন শিল্পে উন্নত কেন? 

62. ভারতে জনবণ্টনের তিনটি বৈশিষ্ট্য লেখাে। 

63, টীকা লেখাে : জনঘনত্ব।

64, অরুণাচল প্রদেশে জনঘনত্ব কম হওয়ার দুটি কারণ উল্লেখ করাে।


ভারত দশম শ্রেণি ভূগোল থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর।


রচনাধমী প্রশ্ন

1. উচ্চতা অনুসারে হিমালয়ের শ্রেণিবিভাগ করাে

3. পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। 

4. দাক্ষিণাত্যের ভূপ্রকৃতি বর্ণনা করাে।

5. ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলের বিস্তারিত বিবরণ দাও।

6. ভারতের পশ্চিম উপকূলের সমভূমির সংক্ষিপ্ত বর্ণনা দাও। 

9. ভারতে জলসংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতিগুলি আলােচনা করাে।

10. ভারতে বৃষ্টির জল কীভাবে সংরক্ষণ করা হয় লেখাে।

11. ভারতে বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা আলােচনা করাে।

12. ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি বর্ণনা করাে। অথবা, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করাে।

13. ভারতের ঋতুবৈচিত্র্য কীভাবে মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যা করাে। পর্ষদ প্রদত্ত প্রশ্ন।

14. ভারতের দুটি প্রধান মৃত্তিকার আঞ্চলিক বণ্টন ও বৈশিষ্ট্য লেখাে। অথবা, ভারতের প্রধান তিনটি মাটির বিবরণ দাও।

15. ভারতে পলিমাটির বণ্টন এবং বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে।

16. ভারতের পলিমৃত্তিকা এবং কৃয় মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলােচনা করাে। 

বন্ধনের প্রধান উপায়গলি লেখাে।

29, ধান উৎপাদনের জন্য কী ধরনের অনুকুল প্রাকৃতিক পরিবেশের দরকার হয়? 

30. ভারতে চা-চাষের অনুকূল ভৌগােলিক পরিবেশ বর্ণনা করাে।

 31. কফি চাষের অনুকূল পরিবেশগুলি আলােচনা করাে।

32. কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। 

33. ভারতে ইক্ষুচাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। 

34. ভারতে কৃষির সমস্যা ও সমাধানগুলি উল্লেখ করাে। 

35. ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়ােজন কেন?

36.) ভারতের যে-কোনাে একটি লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রের অবস্থানগত সুবিধাগুলি বিশ্লেষণ করাে। 

37) পূর্ব ও মধ্য ভারতে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ আলােচনা করাে। 

38. পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলােচনা করাে। 

অথবা, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করাে।

39. পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অগ্রগতির কারণগুলি আলােচনা করাে।


Tag:-

  • ভারতের ভূগোল সাজেশন 2021

  • মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর সাজেশন।

  • দশম শ্রেণির ভূগোল ভারত

  • মাধ্যমিক ভূগোল ভারতের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সাজেশন।

  • Maddhaymike Geography suggestions 2021

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url