জিন সংযুক্তি কাকে বলে।Gene fusion in Bengali

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

জিন সংযুক্তি (Gene fusion )

◼️যে পদ্ধতিতে দুই বা ততোধিক জিন  সংযুক্ত হয়ে একটি সংকর জীব সৃষ্টি করে তাকে জিন সংযুক্তিব বলে


◼️বৈশিষ্ট্য ; একটি জিনের গঠনগত অংশগুলির মধ্যে অন্যতম হল প্রােমােটার অঞল। প্রত্যেক জিনের জন্য পৃথক প্রােমােটার অল থাকে।

জিন সংযুক্তির মাধ্যমে একাধিক জিন সংযুক্ত হলে প্রােমােটার অঞলে পরিবর্তন ঘটে, যার ফলে জিনের কাজের পরিবর্তন ঘটে। জিন সংযুক্তির পরে লক্ষ করা যায় যে, আগের জিনগুলি যে ধরনের প্রােটিন তৈরি করত, সংযুক্তির পরে সেই প্রােটিনের পরিবর্তন ঘটেছে। সংযুক্তির ফলে পরিবর্তিত প্রােটিনকে ফিউশন প্রােটিন (fusion protein) বলে।


◼️প্রয়ােগ : জৈবপ্রযুক্তিতে জিন সংযুক্তির বিভিন্ন প্রয়ােগ লক্ষ করা যায়।

যেমন—ক্যানসার সৃষ্টিকারী জিন (oncogene) -এর সঙ্গে অন্য জিন সংযুক্ত করে ক্যানসার গবেষণায় এই পদ্ধতিকে কাজে লাগানাে হয়।


Next Post Previous Post
2 Comments
  • Unknown
    Unknown ১১ মার্চ, ২০২২ এ ৮:২৩ PM

    জিন সমাহার আর জিন সংযুক্তি কী একই?

    • Admin
      Admin ১২ মার্চ, ২০২২ এ ৬:৫৬ PM

      true

Add Comment
comment url