মাধ্যমিক ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। Maddhaymike Physical science question in Bengali

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

Hello Dear Students,
আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। Maddhaymike Physical science question in Bengali,  যেকোনো competitive examএর বা Wbcs,SSC,TET,RRB NTPC, Group-D এর  পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ বাংলাতে পশ্চিমবঙ্গে WBCS ,WBP,NTPC, পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রশ্ন উত্তর, Science Important GK 2021 question pdf টি আপনাদের খুব সাহায্য করবে।  তাই সময় নষ্ট না করে নীচের লিঙ্কটিতে ক্লিক করে সম্পূর্ণ ফ্রি পিডিএফ ফাইল সংগ্রহ করুন
ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ, class 10 Physical science question answer pdf

মাধ্যমিক ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

১. পদার্থের ক্ষুদ্রতমা কণা – অণু

২. পদার্থের স্থায়ী মূল কণিকা - ইলেকট্রোন,

প্রোটন ও নিউটন

৩. তেজস্ক্রিয় রশ্মিতে থাকে – আলফা, বিটা ও গামা কনিকা।

৪. পদার্থের পরমাণুর গ্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা পরস্পর সমান।

৫. পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে বলে অভিকর্ষ বল

৬. বরফ গলনের সুপ্ত তাপ ৮০ ক্যালরি

৭. ০ সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি – ৩৩২ মিটার/সেকেন্ড

৯. সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি – সৌর রশ্মি

১০. পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে

পড়ি না – মধ্যাকর্ষণের জন্য

১১. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারন – উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়

🔷1000+ ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর


🔷জেনারেল নলেজ প্রশ্ন উত্তর পিডিএফ


🔷বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ


১২.চা তাড়াতাড়ি ঠান্ডা হয় – কালাে রংয়ের

কাপে (কাল রংযের তাপ শােষণ ক্ষমতা বেশি)

১৩. চা দেরীতে ঠান্ডা হ্য – সাদা রংযের

কাপে (সাদা রংযের তাপ শােষণ ক্ষমতা কম)

১৪. শব্দের গতি সবচেয়ে বেশি – কঠিন মাধ্যমে

১৫. শব্দের গতি সবচেয়ে কম - বায়বীয় মাধ্যমে

১৬. তিনটি মুখ্য বর্ণ – লাল, সবুজ ও নীল

১৭. ৪০ সে: তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বোচ্চ

১৮. ইউরেনিয়াম, নেপচুনিয়াম প্লটোনিয়াম হল – তেজস্ক্রিয় পদার্থ

১৯. রাবারের স্থিতিস্থাপকতা কম এবং লােহা বা ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি।

২০. উন্নত ধরণের বিস্ফোরােক আবিষ্কার করে ধনী হয়েছিলেন – আলফ্রেড নােবেল-

২১. ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ঠ -ডিজিটাল সিগনাল ডেটাবেজ

২২. পীট কয়লা – ভিজা ও নরম

২৩. তাপ আটকা পড়ে তাপমাত্রা বৃদ্ধিকে বলে-গ্রীনহাউসইফেক্ট

২৪. পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃস্টি করাকে বলে – ফিউশন বিক্রিয়া

২৫. বায়ু এক প্রকার – মিশ্র পদার্থ

২৬. লােহার উপর দস্তার প্রলেপ দ্যোকে বলে গ্যালভানাইজিং

২৭. আলাের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে –মরিচিকায়

২৮. জল বরফে পরিণত হলে – আয়তনে বাড়ে

২৯. জল কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় থাকতে পারে।

৩০. বৈদুতিক bulb এর ফিলামেন্ট তৈরী -টাংস্টেন দিযে

৩১. CFC বা ক্লোরােফ্লোরাে কার্বন ধ্বংস করে- ওজন স্তর।

৩২. ডুবােজাহাজ হতে জলের উপরে দেখার জন্য ব্যবহৃত হয় -পেরিস্কোপ

৩৩. ব্যাটারি হতে পাওয়া যায় – ডিসি কারেন্ট

৩৪. সর্বোত্তম তড়িৎ পরিবাহক – তামা

৩৫. ডিনামাইট আবিস্কার করেন-আলফ্রেড নােবেল।

৩৬. পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়-গ্রাফাইট

৩৭. শব্দের চেযে দ্রুত গতিতে চলে সুপারসনিক বিমান

🔷1100+GK question PDF 


🔷জেনারেল নলেজ প্রশ্ন উত্তর পিডিএফ


🔷বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ


৩৯. কাঁচা লােহা, ইস্পাত ও কোবাল্ট পদার্থ চুম্বক

৪০. আলাের নিয়মিত প্রতিফলণ ঘটে – দর্পনে

৪১. স্টিফেন হকিন্স একজন – পদার্থবিদ।

৪২. পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি – জীবাশ্ম জ্বালানি

৪৩. জীব-জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি -অতি বেগুণী রশ্মি

৪৪. এক্সরে এর একক – রনজেন

৪৫. তেজস্ক্রীয়তার একক কুরি ও এর

্আবিষ্কারক – হেনরী বেকুইরেল

৪৬. রেডিয়াম আবিস্কার করেন – মাদাম কুরি

৪৭. পারমাণবিক বােমা উৎপন্ন হয় – ফিশন পদ্ধতিতে

৪৮. হাইড্রোজেন বােমা উৎপন্ন হয় – ফিউশন পদ্ধতিতে

৪৯. পারমানবিক ওজন – প্রোটন ও নিউট্রনের ওজন

৫০. প্লবতা সূত্র আবিস্কার করেন - আর্কিমিডিস

৫১. দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন – গ্যালিলিও

৫২. গতির সূত্র আবিস্কার করেন – নিউটন

৫৩. আপেক্ষিকতার সূত্র আবিস্কার করেন – আলবার্ট আইনস্টাইন

৫৪. মৌলিক রাশিগুলাে হলাে – দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা,তড়িৎপ্রবাহ, দীপন ক্ষমতা ও পদার্থের

পরিমাণ

৫৫. লব্ধ রাশি - বল, তৃরণ, কাজ, তাপ, বেগ প্রভৃতি

৫৬. ভেষ্টর রাশি - সরণ, ওজন, বেগ,

ধরণ, বল, তড়িৎ প্রাবল্য,মন্দন, ভেদাঙ্ক ইত্যাদি।

৫৭. স্কেলার রাশি – দৈর্ঘ্য, ভর, দ্রুতি,

কাজ, তড়িৎ বিভব, সময়, তাপমাত্রা ইত্যাদি

৫৮. পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি হল – এস, আই (s.i)

৫৯. ভর হচ্ছে পদার্থের – জড়তার পরিমাণ

৬০. এই মহাবিশ্বে পরম স্থিতিশীল এবং পরম

গতিশীল বলে কিছু নেই

৬১. নিউটনের গতি সূত্র - তিনটি

৬২. নিউটনের বিখ্যাত বই – “ন্যচারাল

ফিলােসােফিযা প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা”

৬৩. বিদ্যুৎ শক্তির হিসাব করা হয় - কিলােওয়াট / ঘন্টা k w/h

৬৪. ১ অশ্ব শক্তি (H.P) = ৭৪৬ ওযাট বা ৫৫০ ফুট-পাউন্ডাল শক্তি

৬৫. মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্যকার

পারস্পরিক আকর্ষণ বল হল – মহাকর্ষ বল

৬৬. পৃথিবী ও বিশ্বের যে কোন বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বল হল – অভিকর্ষ বল

৬৭. অভিকর্ষজ ত্বরণ G এর মান পৃথিবীর

কেন্দ্রে শূন্য, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম, মেরু অঞ্চলে সবচেয়ে বেশী

৬৮. বাদুড় চলাফেরা করে – সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে

৬৯. চন্দ্র পৃষ্ঠে অভিকর্ষজ তূরণ ৪ এর মান । পৃথিবীর মানের ১/৬ ভাগ

৭০. পৃথিবীর মুক্তিবেগ – ১১.২ কি.মি./সে.

৭১. মঙ্গল গ্রহের মুক্তি বেগ - ৫.১ কি.মি./সে.

৭২. গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি তিনটি

৭৩. ইস্পাত ও রাবারের মধ্যে বেশী স্থিতিস্থাপক - ইস্পাত

৭৪. বস্তুর কম্পনের মাধ্যমে উৎপন্ন হয়।-শবদ

৭৫. জলের তরঙ্গ, আলােক তরঙ্গ, তাপ তরঙ্গ,

বেতার তরঙ্গ ইত্যাদি হলাে - অনুপ্রন্থ বা আড় তরঙ্গ

৭৬. শব্দ তর তরঙ্গ হলাে - অনুদৈর্ঘ্য বা লাম্বিক তরঙ্গ

৭৭. জলেতেটিল ছুড়লে চলমান যে তরঙ্গের সৃষ্ঠি হয় - অনুপ্রস্থ তরঙ্গ

৭৮. টানা তারের সূত্র ক্যটি - তিনটি

৭৯. শব্দ সঞ্চালনের জন্য প্রযােজন – জড মাধ্যমের।

৮০, শুন্য মাধ্যমে শব্দের বেগ শুন্য

৮১. স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের দ্রুতি- ৩৩২ মি./সে.

৮২. স্বাভাবিক অবস্থায় পানিতে শব্দের দ্রুতি- ১৪৫০ মি./সে.

৮৩. স্বাভাবিক অবস্থায় লােহায় শব্দের দ্রুতি-৫২২১ মি./সে.

৮৪. শব্দের বেগের উপর প্রভাব আছে – তাপ,আদ্রতা ও বায়ু প্রবাহ

৮৫. শ্রাব্যতার সীমা – ২০-২০০০০ HZ

৮৬. ইনফ্রাসােনিক বা শব্দোত্তর বা অশ্রুতি-শব্দ ২০ HZ

৮৭. আন্ট্রাসােনিক বা শব্দোত্তর শব্দ- ২০০০০ HZ এর বেশী।

৮৮. প্রতিধ্বনি শােনার জন্য সময়ের প্রযােজন- ০.১ সে.

৮৯. প্রতিধ্বনি শােনার জন্য প্রতিফলক ও

উৎসের মধ্যে নুন্যতম দূরত্ব - ১৬.৬ মিটার

৯০. কোন শব্দ মানুষের কর্ণকুহরে প্রবেশ

করলে বধির হ্য – ১০৫ ডেসিবেলের উপর সৃষ্ঠ শব্দ

৯১. বাদুর চলাচলের সময় কি প্রয়ােগ করে –প্রতিধ্বনি

৯২. তাপ এক প্রকার – শক্তি

৯৩. জলের স্বাভাবিক স্ফুটনাংক স্বাভাবিক চাপে - ১০০০ সেলসিয়াস

৯৪. প্রেসার কুকারের মূলনীতি – চাপে জল বেশি তাপমাত্রায় ফুটে

৯৫. ভূ-পৃষ্ঠ হতে যত উপরে উঠা যায় তত কমে – স্ফুটনাংক

৯৬. বস্তুর তাপ শােষণ ক্ষমতা নির্ভর করে রঙের উপর

৯৭. শীতকালে রঙিন কাপড় আরামদায়ক

৯৮. গরমকালে সাদা কাপড় – আরামদায়ক

৯৯. পেট্রোল ইঞ্জিন আবিস্কৃত হয় - ১৮৮৬ সালে

১০০. দেশলাই বাক্স তৈরিতে ব্যবহার করা হয়—লাল ফসফরাস

 

বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:- ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন PDF

File Format:- Pdf

Quality:- High

File Size:-  1Mb

PAGE- 3+

File Location:- Google Drive


আপনার ডাউনলোড শুরু হবে 20 seconds.

Download: click Here to Downloa

Related Posts

🔷100+ ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর


🔷1100+GK question PDF 


🔷জেনারেল নলেজ প্রশ্ন উত্তর পিডিএফ


🔷বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url