দ্বাদশ শ্রেণির জীব বিদ্যা। বাস্তু তন্ত্র প্রশ্ন উত্তর।Class 12 Biology । Ecosystem Question Answer in Bengali

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

দ্বাদশ শ্রেণির জীব বিদ্যা। বাস্তুতন্ত্র প্রশ্ন উত্তর।Class 12 Biology । Ecosystem Question Answer in Bengali

দ্বাদশ শ্রেণির জীব বিদ্যা। বাস্তু তন্ত্র প্রশ্ন উত্তর।Class 12 Biology । Ecosystem Question Answer in Bengali
 দ্বাদশ শ্রেণির জীব বিদ্যা। বাস্তু তন্ত্র প্রশ্ন উত্তর।Class 12 Biology । Ecosystem Question Answer in Bengali

1. বাস্তুতন্ত্র কাকে বলে?

উত্তর:-একটি নির্দিষ্ট স্থানের জীবসম্প্রদায়ের নিজেদের মধ্যে এবং ভৌত পরিবেশের জড় উপাদানগুলির সাথে মিথস্ক্রিয়ায় যে বসবাসরীতি গড়ে ওঠে, তাকে বাস্তুতন্ত্র বলে।

2. ক্লাইম্যাক্স কমিউনিটি (climax community) কাদের বলে?

উত্তর:- বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ক্রমিক অন্তর্বর্তী কমিউনিটির মধ্যে দিয়ে যে কমিউনিটি চরম বা স্থায়ীভাবে (কোনাে প্রতিস্থাপন ছাড়াই) উক্ত পরিবেশে বেঁচে থাকে, তাদের চূড়ান্ত কমিউনিটি বা ক্লাইম্যাক্স কমিউনিটি বলে।


2. প্রকৃতি অনুসারে বাস্তুতন্ত্র কত প্রকার ও কী কী?

উত্তর:- প্রকৃতি অনুসারে বাস্তুতন্ত্র দুই প্রকার।

 যথা— প্রাকৃতিক বাস্তুতন্ত্র

(যেমনবনভূমি, মরুভূমি, তৃণভূমির বাস্তুতন্ত্র) ও 

 কৃত্রিম বাস্তুতন্ত্র

(যেমন—শস্যক্ষেত্র, বাগান, পুকুর)।


3. বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলি কী কী?

উত্তর:-বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলি হল—স্বভােজী বা উৎপাদক এবং পরভােজী বা খাদক। পরভােজী বা খাদক আবার দুপ্রকার,

যথা—ম্যাক্রোকনজিউমার (প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক ও সর্বোচ্চ খাদক) ও মাইক্রোকনজিউমার।


4. বাস্তুতন্ত্রের নিজীব উপাদানগুলি কী কী?

উত্তর:-বাস্তুতন্ত্রের নির্জীব উপাদানগুলি হল—অজৈব পদার্থ, জৈব পদার্থ ও ভৌত উপাদান। ভৌত উপাদানগুলি হল—আদ্রর্তা, মাটি, সূর্যালােক,

জল, বায়ু, উন্নতা, খনিজ, টোপােগ্রাফি।


5. বায়ােস্কিয়ার কাকে বলে?

উত্তর:- পৃথিবীর মােট যে অংশে (সমুদ্রপৃষ্ঠের নীচে 7 km এবং ওপরে 6 km) বাস্তুতন্ত্রের ক্রিয়াশীলতা দেখা যায়, তাকে বায়ােস্ফিয়ার বা জীবমণ্ডল বলে।


9, ফাইটোপ্ল্যাঙ্কটন কাকে বলে?

উত্তর:- জলে সঞ্চারণশীল ক্ষুদ্র সাধারণত আণুবীক্ষণিক স্বভােজী উদ্ভিদ প্রজাতিদের ফাইটোপ্লাঙ্কটন

বলে।

যেমন—এককোশী।Clamydomonas, Volvox Zuliai


10. রিসাের্স পার্টিশনিং কাকে বলে?

উত্তর:- যখন দুই বা ততােধিক প্রজাতি কোনাে বাস্তুতন্ত্রে একই খাদ্য, আশ্রয়, বাসস্থান নিজেদের মধ্যে বিভক্ত করে সহাবস্থান করে, তখন তাকে

রিসাের্স পার্টিশনিং বলে


11. ইকোটোন ও এজ এফেক্ট কাকে বলে?

উত্তর:- বাস্তুতন্ত্রের সংযােগস্থলে যে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অন্তর্বর্তী অঞ্চল পাওয়া যায়, তাকে ইকোটোন (ecotone) বলে। এই অঞ্চলে

সাধারণত জীববৈচিত্র্য বেশি দেখা যায়।


• ইকোটোন অঞলের বাস্তুতন্ত্রের বিশেষ বৈশিষ্ট্যের ঘটনাকে এজ এফেক্ট (edge effect) বলে।


12. পৃথিবীর পরিবেশ গঠিত হয়েছে কী কী অঞ্চল নিয়ে?

উত্তর:- অশ্মমণ্ডল, বারিমণ্ডল ও বায়ুমণ্ডল নিয়ে পৃথিবীর পরিবেশ গঠিত হয়েছে।


13. বেনথস কাকে বলে?

উত্তর:- যেসব প্রাথমিক খাদক জলাশয়ের গভীরে বা তলদেশে বসবাস করে, তাদের বেনথস বলে। যেমন—শামুক, ঝিনুক প্রভৃতি।

i

14. নিউস্টন কাকে বলে?

উত্তর:- যেসব জলজ প্রাণী জলে সাঁতার কাটার সময়ে শরীরের কিছু অংশ জলের ওপরে ও কিছু অংশ জলের নীচে রাখে, তাদের নিউস্টন বলে।

যেমন—জলজ পতঙ্গ, মাকড়সা প্রভৃতি।


15. উৎপাদকশূন্য পৃথিবীতে কারা বেঁচে থাকতে পারবে?

উত্তর:- উৎপাদকশূন্য পৃথিবীতে শুধু কেমােসিন্থেটিক ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারবে, অন্যান্য জীবেদের বেঁচে থাকা সম্ভব নয়।


16. দ্বৈত খাদক কাকে বলে?

>উত্তর:- যেসব খাদক প্রাণীদের মধ্যে শাকাশী ও মাংসাশী উভয়প্রকার খাদ্যাভাস দেখা যায়, তাদের দ্বৈত খাদক বলে। যেমন—মানুষ।


6. ফ্লোরা ও ফনা কাকে বলে?

উত্তর:- ফ্লোরা : কোনাে বাস্তুতন্ত্রের নির্দিষ্ট স্থানের সমগ্র উদ্ভিদকুলকে ফ্লোরা বলে।


উত্তর:- ফনা : বাস্তুতন্ত্রের একটি স্থানের সমগ্র প্রাণীকুলকে ফনা বলে।


7. প্ল্যাঙ্কটন কাকে বলে?

উত্তর:-সমুদ্র, পুকুর বা অন্য জলাশয়ে সারণশীল আণুবীক্ষণিক জীবদের প্ল্যাঙ্কটন বলে।


8. জুপ্ল্যাঙ্কটন কাকে বলে?

উত্তর:- জলে ভাসমান ক্ষুদ্র সাধারণত আণুবীক্ষণিক প্রাণীদের জুপ্ল্যাঙ্কটন বলে। যেমন—Copepod।


17. বিয়োজক কাদের বলে?

'উত্তর:- বাস্তুতন্ত্রের মাইক্রোকনজিউমার গােষ্ঠী, যারা মৃত পচনশীল জৈববস্তু থেকে খাদ্য সংগ্রহ করে এবং জটিল জৈব যৌগকে ভেঙে সরল উপাদানে পরিণত করে, তাদের বিয়োজক বলে। 

যেমন—ছত্রাক,ব্যাকটেরিয়া।


18. শক্তিপ্রবাহ কাকে বলে?

• যে পদ্ধতিতে উৎপাদকের মধ্যে আবদ্ধ ও রূপান্তরিত সৌরশক্তি বিভিন্ন পুষ্টিস্তরের মাধ্যমে স্থানান্তরিত হয়, তাকে শক্তিপ্রবাহ বল্লে।


19. এক চ্যানেল শক্তিপ্রবাহ মডেল কী?

• এটি বিজ্ঞানী Lindemann কর্তৃক প্রবর্তিত শক্তিপ্রবাহের একটি মডেল। এই মডেল অনুসারে, উৎপাদক দ্বারা আবদ্ধ সৌরশক্তির, উৎপাদক থেকে পর্যায়ক্রমিকভাবে প্রাথমিক, গৌণ এবং প্রাণে খাদকের একমুখী থানান্তরণ ঘটে। প্রতিক্ষেত্রেই স্থানান্তরণকালে শ্বসন, রেচন ইত্যাদি জৈবিক কার্যে কিছু পরিমাপ শক্তির অপচয় ঘটে।


20. খাদ্যশৃঙ্খল কাকে বলে?

» উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির খাদরে মধ্যে খাদ্য আনন্দে সম্পর্কের ভিত্তিতে পুষ্টিদ্রব্য ও শক্তিপ্রবাহের ধারাবাহিক পদ্ধতিকে খাদ্যশৃঙ্খল বলে।

উৎপাদক (ঘাস) প্রাথমিক খাদক (ঘাসফড়িং)

খাদক (ব্যাং) প্রগৌণ খাদক (সাপ)সর্বোচ্চ শ্রেণির

খাদক (বাজপাখি)।


21. ডেট্রিটাস বা কর্কর খাদ্যশৃঙ্খলি কাকে বলে?

> উৎপাদক ও বিভিন্ন ধরনের খাদকের বর্জ্যৰস্তু ও মৃত জীবদেহকে ডেট্রিটাস বলা হয়। ডেট্রিটাস ভক্ষণকারী ক্ষুদ্র জীবনের অর্থাৎ ডেট্রিভােরদের খাদ্যশৃঙ্খলকে ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল বলে।


22, খাদ্যশৃঙ্খলে পুষ্টিস্তরের সংখ্যা 3 থেকে5-এর মধ্যে থাকে কেন?

» খাদ্যশৃঙ্খলে একটি স্তর থেকে পরবর্তী স্তরে শক্তির প্রানান্তরণের সময়ে বেশকিছু শক্তির অপচয় হয়। পূর্ববর্তী স্তর থেকে মাত্র 10%

শক্তি পরবর্তী স্তরে যায়। শক্তির পরিমাণ উচ্চ পুষ্টিস্তরে কানে আসে বলে খাদ্যশৃঙ্খলে পুষ্টিস্তরের সংখ্যা কম হয়।


23.খাদ্যশৃঙ্খল এবং খাদ্যজালের মধ্যে সম্পর্ক উল্লেখ করাে।

> a. কোনাে বাস্তুতন্ত্রের খাদ্য-খাদক দ্বারা সম্পর্কযুক্ত জীবের যে শৃঙ্খলের মাধ্যমে পরম্পরযুক্ত থাকে এবং যার মাধ্যমে উৎপাদক

থেকে বিভিন্ন শ্রেণির প্রাণীতে খাদ্য ও শক্তির প্রবাহ ঘটে, তাকে খাদ্যশৃঙ্খল বলে।

 

আবার কোনাে বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রজাতির দ্বারা আন্তঃসম্পর্কযুক্ত অনেকগুলি খাদ্যশৃঙ্খলকে একত্রে খাদ্যজাল বলে। 

b. বাস্তুতন্ত্রে শিকারজীবী, পরজীবী, মৃতজীবীয় ইত্যাদি খাদ্যশৃঙ্খলের আন্তঃসম্পর্কের ফলে খাদ্যজাল গঠিত হয়। অর্থাৎ খাদ্যজালের একক হল খাদ্যশৃঙ্খল।

 c.খাদ্যজাল সম্পূর্ণভাবে খাদ্যশৃঙ্খলের ওপর নির্ভরশীল।


24. মিনেরালাইজার বলতে কী বােঝ?

• বিয়ােজকেরা তাদের দেহ থেকে পাচক উৎসেচক নিঃসৃত করে এবং এদের প্রভাবে জৈব পদার্থগুলির বহিঃকোশীয় পরিপাক ঘটে। এরমধ্যে অল্প কিছু পদার্থ বিয়ােজকরা শােষণ করে এবং অবশিষ্ট অধিকাংশ অজৈব পদার্থ পরিবেশে মুক্ত করে। বিয়ােজকদের দ্বারা খনিজ পদার্থ বা মিনেরালস পরিবেশে মুক্ত হয় বলে তাদের মিনেরালাইজার বলে।


25. জৈব-ভূরাসায়নিক চক্র বা পরিপােষক চক্র কী?

• যে চক্রাকার পদ্ধতিতে পরিবেশের উপাদানগুলি (C, 0, N, S, প্রভৃতি)জীবদেহে আসে এবং পুনরায় জীবদেহ থেকে পরিবেশে ফিরে গিয়ে উপাদানগুলির সমতা বজায় রাখে, তাকে জৈব-ভূরাসায়নিক চক্র বা পরিপােষক চক্র বলে।


26. জৈব-ভূরাসায়নিক চক্রের অন্তর্গত প্রধান চক্রগুলির নাম কী?

জৈব-ভূরাসায়নিক চক্রের অন্তর্গত প্রধান চক্রগুলি হল— জলচক্র,গ্যাসীয় চক্র এবং ও অধঃক্ষেপণ চক্র।


27. রিজার্ভার পুল বা সঞ্ছিত ভাণ্ডার কাকে বলে?

• যেসব জৈব-ভূরাসায়নিক পদার্থ জীবের পুষ্টির জন্য প্রয়ােজন হয় না,প্রকৃতিতে সঞ্চিত থাকে ও খুব ধীর গতিতে পরিপােষক চক্রে প্রবেশ

করে, তাদের সঞ্জিত ভাণ্ডার বলে।


28. সাইক্লিক্যাল পুল বা আবর্তনশীল ভাণ্ডার কী?

যেসব জৈব-ভূরাসায়নিক পদার্থ জীবের পুষ্টির জন্য প্রয়ােজন হয় এবং পরিপােষক চক্রে অংশগ্রহণ করে জীবদেহ ও পরিবেশের মধ্যে

চক্রাকারে আবর্তিত হয়, তাদের আবর্তনশীল ভাণ্ডার বলে।


29. বাস্তুতন্ত্রে উৎপাদনশীলতা (productivity) কাকে বলে?

প্রতি একক সময়ে এবং একক ক্ষেত্রে বাস্তুতন্ত্রের উপাদানগুলির জৈববস্তুর মধ্যে যে শক্তি আবদ্ধ থাকে, তাকে উৎপাদনশীলতা বলে।


30. জীবভর বা বায়ােমাস কাকে বলে?

কোনাে বাস্তুতন্ত্রের সকল জৈববস্তুর সম্মিলিত ভরকে জীবভর বা বায়ােমাস বলে।


31. বিয়ােজন (decomposition) কাকে বলে?

> যে পদ্ধতিতে অণুজীব দ্বারা জটিল জৈব যৌগ ভেঙে সরল উপাদান প্রকৃতিতে মুক্ত হয়, তাকে বিয়ােজন বলে।


স্থায়ী জীবসম্প্রদায় গঠন করে এবং যারা ওই নির্দিষ্ট পরিবেশে অভিযােজিত হয়ে স্থায়ীভাবে বসবাসে সক্ষম হয়, তাকে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বলে।

32. বাস্তুতান্ত্রিক পিরামিড কাকে বলে?

• খাদ্যশৃঙ্খলে উৎপাদক থেকে বিভিন্ন পুষ্টিস্তর বা ট্রফিক স্তরকে সম্পর্কের ভিত্তিতে পর্যায়ক্রমে সাজালে যে পিরামিড আকৃতির জ্যামিতিক গঠন তৈরি হয়, তাকে বাস্তুতান্ত্রিক পিরামিড বলে।

যেমন—খাদ্য পিরামিড, বায়ােমাস পিরামিড, শক্তির পিরামিড ইত্যাদি।


33. বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম ইকোলজিক্যাল সাকসেশন কাকে বলে?

• যে প্রাকৃতিক পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট অঞ্চলের জীবসম্প্রদায় পর্যায়ক্রমিক পরিবর্তনের মাধ্যমে পরিণত



34. রেট্রোগ্রেসিভ পর্যায়ক্রম কাকে বলে?

• কোনাে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমে চরম জীবসম্প্রদায় থেকে ক্রমান্বয়ে অনুন্নত জীবসম্প্রদায়ের আবির্ভাব ঘটলে, সেই বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমকে রেট্রোগ্রেসিভ পর্যায়ক্রম বলে। উদাহরণ—প্রাকৃতিক বনভূমিতে অত্যধিক গােচারণের ফলে পর্যায়ক্রমে গুল্ম, সাভানা (ঘাস)

এবং ক্ষেত্রবিশেষে মরুভূমি অঞ্চল সৃষ্টি হলে, এই ধরনের পর্যায়ক্রম গড়ে ওঠে।


35. গৌণ পর্যায়ক্ৰম কী?

• এক বা একাধিক কারণে কোনাে অঞ্চলের পূর্ববর্তী জীবগােষ্ঠী ধ্বংস হওয়ার পরে পুনরায় ওই অঞ্চলে নতুন করে জীবের আগমন ও বেড়ে

ওঠার পর্যায়ক্রমকে গৌণ পর্যায়ক্রম বলে। যেমন—দাবানলে ধ্বংস হওয়া বনভূমিতে নতুন করে উদ্ভিদের সৃষ্টি হওয়া।


36. সেরি (sere) কী?

• জৈবিক পর্যায়ক্রমে সংঘটিত পর্যায়ক্রমিক ঘটনাবলিকে সেরি বলে।


37. বায়ােটিক কমিউনিটি কাকে বলে?

> কোনাে একটি নির্দিষ্ট অঞ্ছলে উদ্ভিদ ও প্রাণীর সহাবস্থানকে বায়ােটিক কমিউনিটি বলে।


38. প্রারম্ভিক কমিউনিটি (pioneer community) কাদের বলে

> বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের প্রথম জীব যারা জীববিহীন অঞ্চলে পৌছােয় ও বসতি স্থাপন করে, তাদের প্রারম্ভিক কমিউনিটি বলে।


39. চূড়ান্ত কমিউনিটি (climax community) কাদের বলে?

> বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ক্রমিক অন্তর্বর্তী কমিউনিটির মধ্যে দিয়ে যে কমিউনিটি চরম বা স্থায়ীভাবে (কোনাে প্রতিস্থাপন ছাড়াই) উক্ত পরিবেশে বেঁচে থাকে, তাদের চূড়ান্ত কমিউনিটি বা ক্লাইম্যাক্স কমিউনিটি বলে।


40. মুক্ত কমিউনিটি (open community) কাকে বলে?

 একটি বাস্তুতান্ত্রিক স্থানে কোনাে কমিউনিটি যদি সমগ্র অঞ্চলটিকে তার দখলে আনতে না পারে, তাহলে ওই স্থানে নতুন কোনাে উদ্ভিদগােষ্ঠীর অনুপ্রবেশ ঘটার সুযােগ থাকে। ওই প্রকার

উদ্ভিদগােষ্ঠীকেই মুক্ত কমিউনিটি বলা হয়।


41. বদ্ধ কমিউনিটি (closed community) কাকে বলে?

অনেকক্ষেত্রে কোনাে বাস্তুতান্ত্রিক অঞলে কোনাে একটি জীবসম্প্রদায় সামগ্রিকভাবে অলটি অধিকার করে নিলে, সেই স্থানে নতুন কোনাে জীবসম্প্রদায়ের অনুপ্রবেশের সুযােগ থাকে না। এইরূপ সামগ্রিকভাবে অঞ্চলটি দখল করে নেওয়া জীবসম্প্রদায়কে বদ্ধ কমিউনিটি বলে।



42. কৃত্রিম কমিউনিটি (artificial community) কাকে বলে?

• মানুষের ইচ্ছা অনুসারে যদি কোনাে অঞ্চলে কোনাে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ সম্প্রদায় গঠিত হয়, তখন তাকে কৃত্রিম কমিউনিটি বলে।


43. বাস্তুতান্ত্রিক সক্ষমতা (ecological efficiency) কাকে বলে?


উত্তর:- কোনাে বাস্তুতন্ত্রের অন্তর্গত খাদ্যশৃঙ্খলের একটি পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে শক্তি স্থানান্তরণ মাত্রাকে বাস্তুতান্ত্রিক সক্ষমতা বলে। একে খাদ্যশৃঙ্খল সক্ষমতাও বলে।


44. মানুষের তৈরি একটি জলজ ও একটি স্থলজ বাস্তুতন্ত্রের নাম লেখাে।

উত্তর:- মানুষের তৈরি একটি জলজ বাস্তুতন্ত্র হল অ্যাকোয়ারিয়াম। মানুষের তৈরি একটি স্থলজ বাস্তুতন্ত্র হল শস্যক্ষেত্র।


45. GPP এবং NPP কাকে বলে?

>উত্তর:- একক সময়ে একক অঞ্চলে যে পরিমাণ সৌরশক্তি সালােকসংশ্লেষ ও রাসায়নিক সংশ্লেষের মাধ্যমে খাদ্যের মধ্যে থৈতিক বা

রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয়, তাকে GPP বলে। GPP-কে g/m2/yr (শুষ্ক ওজনরূপে) একক দ্বারা প্রকাশ করা হয়।


শ্বসন, রেচন ও অন্যান্য জৈবিক কার্যে ব্যবহৃত হওয়ার পরে যে পরিমাণ শক্তি উৎপাদকের দেহে অবশিষ্ট থাকে, তাকে NPP বলে। NPP = GPP - R (R = উৎপাদকের শ্বসনে ব্যবহৃত শক্তি)


46. বাস্তুতান্ত্রিক পিরামিডের প্রধান দুটি উল্লেখ করাে। 

উত্তর:- বাস্তুতান্ত্রিক পিরামিডের প্রধান ত্রুটি হল এই পিরামিডে বিয়ােজকদের অন্তর্ভুক্ত করা হয় না। কিন্তু এদের মাধ্যমে বিপুল শক্তি বাস্তুতন্ত্রে

পরিবাহিত হয়। প্রকৃতপক্ষে কর্কর খাদ্যশৃঙ্খল বিয়ােজকেরাই নিয়ন্ত্রণ করে।


47. সার্বিক কার্বন ডাইঅক্সাইড স্থিতিকরণ বলতে কী বােঝ?

উত্তর:- বিশ্বে প্রতিবছর সর্বমােট যে ওজনের কার্বন ডাইঅক্সাইড সালােকসংশ্লেষের দ্বারা আবদ্ধ হয়, তার মানকে সার্বিক কার্বন ডাইঅক্সাইড স্থিতিকরণ বলে। পৃথিবীতে সার্বিক CO, স্থিতিকরণের মাত্রা হল প্রায় 258 বিলিয়ন টন/বছর।


48. কার্বন স্থিতিকরণের গুরুত্ব লেখাে।

উত্তর:- কার্বন স্থিতিকরণের প্রধান গুরুত্ব হল—

I. উদ্ভিদদেহে অবস্থিত কার্বনঘটিত যৌগ সমগ্র জীবকূলে শক্তির জোগান দেয়।

ii.পৃথিবীতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভারসাম্য।

iii.রক্ষা করে। ও বিশ্ব উন্নয়ন ও দূষণ রােধে বিশেষ ভূমিকা পালন করে।


⬇️আরোও দেখুন⬇️






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url