General knowledge question answer in Bengali। সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

General knowledge question answer in Bengali। সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর 


1. চিপকো আন্দোলন শুরু হয় কোন রাজ্যে ?

a, কর্নাটকে

b. কেরালাতে

c. উত্তরপ্রদেশে

d, রাজস্থানে


2.সাইলেন্টভ্যালি কোথায় অবস্থিত?

(a) উত্তরপ্রদেশ

(b) বারাণসীতে

(c) কেরলে

(d) কর্ণাটকে


3. এজেন্ডা ২১ কিসের সাথে যুক্ত?

(a) বসুন্ধরা সম্মেলন

(b) কিয়েটা চুক্তি

(c) গ্রীণবেঞ্চ বা সবুজবে

(d) রামশর সম্মেলন


4.প্রকৃতির আঁচল বলা হয়-

(a) জলাভূমিকে 

(b) বায়ুমণ্ডলকে

(c) অরণ্যকে 

(d) জীববৈচিত্র্যকে


5.বেশী জীববৈচিত্র পাওয়া যায়-

(a) ক্রান্তীয় অরণ্যে 

(b) ম্যানগ্রোভ অরণ্যে

(c) তুন্দ্রা অঞ্চলে 

(d) চিরহরিৎ অরণ্যে

General knowledge question answer in Bengali। সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর


6. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রটির নাম কি ?

a. সিসমােগ্রাফ

b. ব্যারােমিটার

c. ন্যানােমিটার

d. আর্থ কোয়েক মিটার


7 পৃথিবী ছাড়া অন্য যে গ্রহে অক্সিজেন বর্তমান তার নাম -

a. বুধ

b. বৃহস্পতি

C. শুক্র

d. শনি


8. 'এলনিনাে' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

a. স্প্যানিশ

b. আরবি

c. রাশিয়া

d, ইংরেজি


9. এশিয়ার মধ্যে কোন শহরে প্রথম বিদ্যুতের ব্যবহার হয় ?

a. কলকাতায়

b. দিল্লিতে

c. মুম্বাই

d, বেঙ্গালুরুতে


10. তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয় -

a. উদারময়ের চিকিৎসায়

b. ক্যান্সারের চিকিৎসায়

c. গলগণ্ডের চিকিৎসায়

d. কেরাটোমালেশিয়া চিকিৎসায়


11. পরাগরেণু থেকে কি রােগ হয় ?

a. ম্যালেরিয়া

b. টাইফযেড

c. পিতজ্বর

d. এলার্জি


12. DDT মানব দেহের কোথায় সঞ্চিত হয় ?

a. যকৃতে

b. মেদ কলায়

C. রক্তে

d. অস্থিমজ্জায়


13. কোন ঝড়কে nor'wester বলা হয় ?

a. কালবৈশাখী

b. টর্নেডাে

c. টাইফুন

d. সুপার সাইক্লোন


14. ডিগ্রেডেবল দৃষক হল -

a. বাড়ির বর্জ্য বস্তু

b. অ্যালুমিনিয়াম ফয়েল

c. পারদ

d. প্লাস্টিক


15. অগভীর জলে প্লাবিত নিম্নভূমি কে বলে -

a. ওয়েটলান্ড

b. কোর

C. সুয়েজ

d. ড্যাম্প


16. ফটোকেমিক্যাল স্মােক গঠিত হয় কিসের দ্বারা ?

a. নাইট্রোজেন অক্সাইড

b. হাইড্রে কার্বন

c. নাইট্রোজেন ডাই অক্সাইড

d. নাইট্রোজেন অক্সাইড এবং হাইড্রোকার্বনের উপর সূর্যরশ্মি পড়ে


17. নিম্নোক্ত গুলির মধ্যে কোনটি জীবমন্ডল হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ?

a. বান্ধবগড়

b, করবেট

c. কাজিরাঙা

d. সুন্দরবন

H

18 শব্দ দূষণের হাত থেকে বাচার জন্য ব্যবহার করা হয় -

a. ইয়ারড্রাম

b. ইয়ার প্যানেল

c. হিয়ারিং এইড

d. ইয়ার মাফলার ও ইয়ার প্লাগ


19. সমুদ্র উপকূলের একমাত্র স্বাভাবিক বন্দর কোনটি ?

a. হলদিয়া

b. বিশাখাপত্তনম

c. মার্মাগাঁও

d. তুতিনকোরিন


20. উড়ন্ত ছাই এর প্রধান উৎস হল -

a. ইটভাটা

b. তাপবিদ্যুৎ কেন্দ্র

C. জলবিদ্যুৎ কেন্দ্র

d, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র


21. পৃথিবীর কেন্দ্রমন্ডল কোন ধাতুতে গঠিত?

a. লােহা ও তামা

b. লােহা ও সীসা

c. নিকেল ও লােহা

d, নিকেল ও তামা


22. সামুদ্রিক প্রবাল ক্ষতিগ্রস্ত হয় কি দ্বারা ?

a. শব্দ দূষণ

b. বায়ু দূষণ

c. জল দূষণ

d. মাটি দূষণ


23. গ্যামাক্সিন একটি -

a. সার।

b. কীটনাশক

c. ছত্রাক নাশক

d. শৈবাল নাশক


24. নিচের কোন ভিটামিন জলে দ্রাব্য ?

a. A

b. D

C. B

d. E

25. আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কোথায় ?

a. চেন্নাই

b. কলকাতা

c. জামশেদপুর

d. মনিপুর


26. কিসের লার্ভাকে MAGGOT লার্ভা বলা হয় ?

a. মশার

b, প্রজাপতির

c. রেশম মথের

d, মাছির


27. DOM কি?

a. দ্রবীভূত জৈব পদার্থ

b. পচনশীল জৈব পদার্থ

c. বিয়ােজিত তরল

d. কোনােটিই নয়


28. গুজরাটের শ্রেষ্ঠ উৎসব কি ?

a. দশেরা

b. রাস

 c. ওনাম

d, নবরাত্রি


29. বিশ্বের সর্বাধিক পারমাণবিক শক্তি কোথায় উৎপন্ন হয় ?

a. ভারতে

b. আমেরিকায়

c. জার্মানিতে

d, রাশিয়ায়


30. 'পেকটিন' দেখা যায় কার চোখে ?

a. বাদুর

b. তিমি

c. পায়রা

d. মাছরাঙা


27. দাঁত মাজার পেস্ট এ আবশ্যক মৌলটির লবণ হল -

a. ম্যাগনেসিয়াম

b. কার্বন

C. সালফার

d, ক্যালসিয়াম


29. 'ক্লাব অফ রােম' কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?

a. 1956

b. 1955

C. 1968 -

d. 1988


28. আপেলের কোন অংশ আমরা খাদ্য গ্রহণ করি ?

a. শস্য

b. বৃতি

C. মধ্যত্বক

d. পুষ্পক্ষ


30. চার্লস ডারউইন কে ছিলেন?

a. ভাষাবিদ

b. গণিতবিদ

c. বিবর্তনবাদের প্রবক্তা -

d, পক্ষী বিশারদ



21.সর্বাধিক ভূমিকম্প প্রবণ দেশ কোনটি?

(a) ফিলিপাইনস

(b) রাশিয়া

(c) জাপান

(d) ভারত


2.পরিবেশ গঠিত হয় কী দ্বারা?

(a) সজীব ও অজীব উপাদান দ্বারা

(b) বেলমাত্র সজীব উপদান দ্বারা

(c) কেবলমাত্র অজীব উপাদান দ্বারা

(d) উপরিক্ত কোনও উপাদান দ্বারাই নয়


123.একটি বিষহীণ বর্জ হল-

(a) প্রােটিন

(b) ওষুধের খালি ফয়েল

(c) নাইট্রোজেন অক্সাইড

(d) সিসাঘটিত যৌগ


পাহাড়ের ঢালে চাষবাসে ব্যস্তৃত প্রথার নাম-

(a) ধাপ চাষ

(c) বাগিচা চাষ

(b) চাল চাষ

(d) পাহাড়ি চাষ


125.পাহাড়ের জলকে পরিশুদ্ধ করার পরিকল্পনার নাম হল-

(a) গঙ্গা অ্যাকশন প্ল্যান (GAP)

(b) গা পিওর প্ল্যান (GPP)

(c) গঙ্গা পলিউশন রিমুভাল (GPR)

(d) গঙ্গা নজারভেশন প্ল্যান (GCP)


126.জাবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হল-

(a) বনভূমি হ্রাস

 (b) অ্যাসিড বৃষ্টি

(c) হিমবাহের গলন

(d) খরা


127 পারদের প্রধান আকরিক হল—

(a) ক্যাডমিয়াম

(b) সিসা

(c)আয়ােডিন

(d) মিনবাের


125.কালাজ্বর সক্রমণ ঘটে-

(a) ফ্রি পতঙ্গ দ্বারা 

(b) ইদুর দ্বারা

(c) সাত্তাই দ্বারা 

(d) এন্টামিবার দ্বারা


129.বর্তমান মহাদেশগুলি কোন সুপারকন্টিনেন্ট

ভেঙ্গে হয়েছিল

(a) প্যাম্পস 

(b) প্যালিঅর্কিটিক

(c) প্যানজিয়

(d) কোনােটিই নয়


130.ইউরােপ, আমেরিকা ও জাপানের উন্নয়নের

প্রধান কারণ-

(a)কৃষি বিপ্লব

(b) শিল্প বিপ্লব

(c) সামাজিক বিপ্লব 

(d) অর্থনৈতিক বিপ্লব


131.পৃথিবীর সর্বপেক্ষা গ্যাসীয় চক্র কোনটি?

(a) কাস্ট 

(b) কোর

(c)ম্যানটেল

(d) কোনােটিই নয়


132.জলদূষণ নিবারণ এবং দূষণ নিয়ন্ত্রণ উপকরণ আইন চালু হয়-

(a) 1980 খ্রি:

(b) 1977 খ্রি:

(c) 1978 খ্রি:

(d) 1981 খ্রি:



133বনের বাস্তুতন্ত্রে প্রাথমিক খাদক হল-

(a) বাঘ

(b) উলি

(c) শিয়াল

(d) হরিণ


Al34.শ্বেতকয়লা বলতে বােঝায়-

(a)হীরক

(b) জীবাশ্ম জ্বালানি

(c) জলবিদ্যুৎ শক্তি

(d) তাপবিদ্যুৎ শক্তি


A135.আগুনজনিত দুর্ঘটনা হলে প্রথমেই

(a) আগুন নেভাতে হবে

(b) জিনিসপত্র সরাতে হবে

(c) বাতাসের জোগান বন্ধ রতে হবে

(d) কোনােটিই নয়

Al36.বসন্ত পঞ্চমী উৎসব কোন্ রাজ্যে পালিত হয়

(a) মহারাষ্ট্রে

(b) উরাখতে

(c) বিহারে

(d) পাবে


Al37.নেবুলা গঠিত হয়-

(a) জল দ্বারা

(b) গ্যাস ও ধুলােবালি দ্বারা

(c) ধাতব কণা দ্বারা

(d) তেজস্ক্রিয় ধাতু দ্বারা


138.বায়ুদূষণের ফলে কী রােগ উদ্ভূত হয়?

(a) হেপাটাইটিস 

(b) ব্রঙ্কাইটিস

(c) টিউবারকুলােসিস 

(d) জন্ডিস


139.আয়নিত বিকিরণের একককে কী বলে?

(a) ROM

(b) RAD

(c) CAD

(d) GIF


140.ট্রেনের হুইসেলের শব্দের মাত্রা

(a) 30 ডেসিবেল

(b) 50 ডেসিবেল

(c) 70 ডেসিবেল

(d) 99 ডেসিবেল


141.সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল-

(a) শুক্র

(b) বুধ

(c) মঙ্গল

(d) ইউরেনাস


121.ফটোকেমিক্যাল স্মােক গঠিত হয় কীসের দ্বারা ?

(a) নাইটেজেন অক্সাইড

(b) হাইড়াকার্বন

(c) a এবং b উভয়ই

(d) নাইট্রোজেন অক্সাইড এবং হাইড্রোকার্বনের ওপর সূর্যরশ্মি পড়ে


122.গ্রিনবেঞ্চের কাজ হল—


(a) উদ্ভিদ সংরক্ষণে সাহায্য করা

(b) পরিবেশ সংক্রান্ত মামলার বিচার করা

(c) উদ্ভিদের নামকরণে সাহায্য করা

(d) কোনােটিই নয়


123.ত্বক ক্যানসারের অন্যতম কারণ-

(a) CFC

(b) PAN

(c) So2

(d) ওজোনস্তরের হ্রাস


124.শ্রাবণ ঝুলা অনুষ্ঠিত হয়-

(a) নাগাল্যান্ডে

(b) হিমাচল প্রদেশে

(c) উত্তরপ্রদেশে

(d) মধ্যপ্রদেশে


25.নিচের কোনটি তৃণভূমির উদাহরণ নয়?

(a) প্রেইরি

(b) পম্পাস

(d) তৈগা

(c) স্টেপস


26.কত বয়স পর্যন্ত শিশুশ্রমিক নিয়ােগ করা আইন বিরুদ্ধ?


(a) 8 বছর

(b) 10 বছর

(c) 12 বছর

(d) 14 বছর


127.গেীণ দৃষক হল-

(a) SO2

(b) CO

(c) H2S04

(d) নাইড্রোকার্বন


128.সালােকসংশ্লেষের ফটোলাইসিসে বাধা দেয়-

(a) PAN

(b) SO2

(c) DDT

(d) ক্যাডমিয়াম


129.কোন হরাইজনে জলের স্তর দেখা যায়?

(a) 0 হরাইজনে

(b) A হরাইজনে

(c) B হরাইজনে 

(d) R হরাইজনে


130.ভিটামিন A, D, E, K দ্রবীভূত থাকে

(a) শায়

(b) ফ্যাটে

(c) খনিজ দ্রব্যে

(d) প্রােটিনে


131.জল দূষমমুক্ত করা যায় এমন রাসায়নিক হল-

(a) হাইড্রোজেন

(b) ক্লোরিন

(c) ব্লিচিং পাউডার

(d) কার্বন


132.সবুজ বিপ্লব কথাটি কী উৎপাদন বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট?

(a) অরণ্য

(b) ফল

(c) ফুল

(d) খাদ্যশস্য-


133.‘সিলভিকালচার’ হল-

(a) মৌমাছি পালন

b) রেশমমথ পালন

(c) মাছ চাষ

(d) অরণ্য সৃজন


134.অগভীর জলপ্লাবিত নিম্নভূমিকে বলে-

(a) ওয়েটল্যাণ্ড

(b) কোর

(c) Oikas

(d) ড্যাম্প


135.নিচের কোনটি স্বভােজী উদ্ভিদ নয়-

(a) মস

(b) শৈবাল

(c) অ্যাসপারজিলাস 

(d) নিটাম


136.ওজোনস্তর থাকে-

(a) ট্রোপােস্ফিয়ারে 

(b) মেসােস্ফিয়ারে

(c) স্ট্র্যাটোস্ফিয়ারে

(d) আয়নােস্ফিয়ারে


137.নিম্নোক্তগুলির মধ্যে কোনটি জীবমণ্ডল হিসেবে আন্তজার্তিক স্বীকৃতি পেয়েছে?

(a) বান্ধবগড় 

(b) করবেট

(c) কাজিরাঙা

(d) সুন্দরবন


138.পশ্চিমবঙ্গে কোন কোন অরণ্যে গণ্ডার সংরক্ষণা করা হয়?

(a) জলদাপাড়া ও কাঞ্চনজঙ্ঘা

(b) মহানন্দা ও গােরুমারা

(c) জলদাপাড়া ও গােরুমারা

(d) গােরুমারা ও সিল


139.ডিগ্রেডেবল দৃষক হল-

(a) বাড়ির বর্জবস্তু 

(b) অ্যালুমিনিয়াম ফয়েল

(c) পারদ

d) প্লাস্টিক


140.বায়ুদূষণকারী নিম্নোক্ত কোন গ্যাসটি

হিমােগ্লোবিনের অক্সিজেন বহন ক্ষমতা হ্রাস

করে?

(a) SO2

(b) NO2

(c) CO

(d) CO2


141.DDT মানবদেহের কোথায় সঞ্চিত হয়?

(a) যকৃতে

(b) মেকায়

(c) রক্তে

(d) অস্থিমজ্জায়


 142.মটরগাছের আকর্ষ কীসের রূপান্তর?

(a) উপপত্র

(b) পত্রক

(c) মঞ্জুরীদণ্ড

(d) কাণ্ড


• 143.আগুন নেভানাের জন্য বিশেষ যন্ত্র হল-

(a) ফায়ার এক্সটিংগুইশার

(b) ফায়ার কারবুরেটর

(c) পায়ার অ্যালার্ম

(d) রেডিয়েটর


144.আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরীর উদ্যেগ নেন।

(a) মধ্যপ্রদেশ 

(b) কোলকাতা

(c) দিল্লি

(d) জয়পুর


145.কোন ঝড়কে নরওয়েস্টার' বলা হয় ?

(a) কালবৈশাখীকে

(b) টর্নেডােকে

(c) টাইফুনকে 

(d) সুপার সাইক্লোনকে



150.নিউক্লিয়ার পরিবারের শিশুদের সাধারণত

(a) সঠিক যত্ন হয় না

(b) যা খুশি তাই করার স্বাধীনতা থাকে না

(c) ব্যক্তিত্ব বিকাশ হয় না

(d) মানিয়ে নেবার ক্ষমতা কম


Gh kll
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url