1100+ GK question bengali pdf download।জিকে প্রশ্ন উত্তর ২০২১

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

গুরুত্বপূর্ণ WBP,WBCS, জিকে প্রশ্ন উত্তর পিডিএফ 2021/Important wbp GK question in Bengali pdf download 2021

Hello Dear Aspirant,

   আজ আমি আপনাদের সাথে GK question in Bengali pdf 2021 ,যেকোনো competitive examএর বা Wbcs,SSC,TET,RRB NTPC, Group-D এর  পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ বাংলাতে পশ্চিমবঙ্গে WBCS ,WBP,NTPC, পরীক্ষায় আসার মতো জিকে প্রশ্ন উত্তর পিডিএফ 2021, important GK2021 question in Bengali pdf free download টি আপনাদের খুব সাহায্য করবে।  তাই সময় নষ্ট না করে নীচের লিঙ্কটিতে ক্লিক করে সম্পূর্ণ ফ্রি পিডিএফ ফাইল সংগ্রহ করুন

GK in bengli 2021।GK question in Bengali pdf download।
GK in bengali pdf download 2021

--:কিছু নমুনা প্রশ্ন উত্তর:--


১। পূর্বঘাট পাহাড়ের অপর নাম কী – মহেন্দ্রগিরি।

২। পশ্চিম পাহাড়ের অপর নাম কী – সহ্যাদ্রি পর্বত।

৩। নীলগিরি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের কী বলে – টোডা।

৪। গর্তনকোন শ্রেণির বৃক্ষ – পাতাঝরা বা, পর্ণমাচেী বৃক্ষ।

৫। তিব্বতে যাওয়ার জন্য কোন গিরিপথটি সিকিম রাজ্যে আছে— নাথুলা।

৬। রাজস্থানের সমান্তরাল বালিয়াড়ির মধ্যবর্তী লম্বা হ্রদকে কী বলা হ্য – ধান্দ।

৭।তুঙ্গভদ্রা বাঁধ প্রকল্পটি কোন রাজ্যে আছে-কর্ণাটকে।

৮। ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য কোন রাজ্যে নেই – হিমাচল প্রদেশে।

৯। নাযাভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে আছে – তামিলনাড়ু।

১০। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি -কোদাইকানাল।

১১। ভারতের কোথায় সানাে ও হিরের খনি আছে – পান্না ও কোলার।

১২। ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্রটি কোন উপকূলে আছে – পূর্ব উপকূলে।

১৩। পশ্চিমবঙ্গের কোন জেলার একটি অঞ্চল দিয়ারানামে পরিচিত – মালদহ।

১৪। কলকাতা শহর কত দ্রাঘিমায় অবস্থিত।- 88/, পূর্ব।

১৫| সুবৰ্ণসিরি ও ধানসিরি কোন নদীর উপনদী - ব্ৰহ্মপুত্র।

১৬।আত্রেয়ী বা, আত্রাই নদীর তীরে আছে। কোন শহর - বালুরঘাট।

১৭। গর্গা বুৰ্ব কোন পাহাড়ের শৃঙ্গ–অধ্যা।

১৮। হর মন্দির কে প্রতিষ্ঠা করেন গুরু অর্জন।

১৯। জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত – চতুর্থ।

২০৷ বিহারীনাথ পাহাড় আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় বাঁকুড়া৷

২১। ল্যান্ড অফ হায়াইট অর্কিড কাকে বলে – কার্শিয়াং।

২২। পাণ্ডুয়ার আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোন জেলায - মালদহ।

২৪। তাের্সা নদীর উৎপত্তি কোথায় – চুম্বি উপত্যকা৷

২৫। পূর্বঘাট পর্বত কোন ধরণের পর্বত – ক্ষয়জাত।

২৬। হুভু জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্ট – সুবর্ণরেখা।

২৭। সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালার অংশ – কারাকোরাম।

২৮। রাজস্থানের মরুস্থলীতে চলন্ত বালিয়াড়িকে কী বলে – খ্রিযান।

২৯। ভারত ও ভূটানের সীমান্ত শহরের নাম কী - ফুন্টসলিং।

৩০। নর্মদা নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে – মহাকাল ।

৩১। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী- ধূপগড়।

৩২। কোলার হ্রদ কোন দুটি নদীর সংযাগ স্থলে আছে – কৃষা ও গদাবরী।

৩৩। ভেম্বনাদ উপহ্রদ আছে কোন উপকূলে ।- মালাবার।

৩৪। গঙ্গার ডান তীরের উপনদী কোনটি শােন।

৩৫। পাংগাং হ্রদ আছে কোথায় – লাদাখ।

৩৬। জাতীয় বননীতি কত সালে গৃহীত হ্য– ১৯৫২ সালে।

৩৭। পডসল মৃত্তিকা কোন অঞ্চলে দেখা যায় – পশ্চিম হিমাল্য।

৩৮। সিন্ধু নদের প্রধান উপনদী কোনটি - শতদ্রু

৩৯। প্রাচীন পলি দিয়ে গঠিত মৃত্তিকাকে কী বলে – ভাঙ্গর।

৪০। ভারতের কোন ইস্পাত কারখানার উৎপাদন ক্ষমতা সর্বাধিক – বাকারা।

৪১। ভিলাই ইস্পাত কারখানা কোন দেশের সহায়তায় তৈরি হয়- রাশিয়া।।

৪২। ভারতের অভ্র কোথায় সর্বাধিক পাওয়া যায় - বিহার।

৪৩। পামির মালভূমি ভারতের কোন দিকে রয়েছে – উত্তর-পশ্চিম দিকে।

৪৪। শিবালিক পর্বতের উচ্চতা কত -: ৬০০-১,৫০০ মিটার।

৪৫। কোন নদীর ওপর মেওর বাঁধ আছে|— কাবেরী।।

৪৬। সাতপুরার সর্বোচ্চ শিখর কোনটি- ধূপগড়।

৪৭ সাতপুরার পূর্বাংশ কীনামে পরিচিত – মহাকাল পর্বত।

৪৪। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি(NEFA) কোন রাজ্যের পুরনা েনাম – অরুণাচল প্রদেশ।

৪৯। নাঙ্গা পর্বতের উচ্চতা কত – ৮,১২৬মিটার।

৫০। ভারতে সবচেয়ে বেশি কয়লা মজুত আছে কোন নদীর উপত্যকায় – দামাদের।

৫১। তুঙ্গভদ্রা প্রকল্প কোন-কোন রাজ্যের । যৌথ উদ্যোগে গড়া-আন্ধ্র প্রদেশ ও কর্ণাটক।

৫২। ভারতের কোন রাজ্যে প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্লান্টতৈরি হয়- মহারাষ্ট্র।

৫৩। কোন পারমাণবিক শক্তি কেন্দ্র পুরপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি – কালপক্কম৷

৫৪। কোন রাজ্যে সব থেকে বেশি জলবিদ্যুৎ উৎপাদিত হয় – কর্ণাটক।

৫৫। হিনললা জলসেচ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে – বীরভূম।

৫৬। তিস্তা-মহানদীর সংযা:জক খাল পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে - - জলপাইগুড়ি।

৫৭। ন্যাশনাল ইনস্টিটিউট অফ : ওসানাগ্রাফি কোথায় আছে – পানাজি।

৫৮। তালকী – হিমালয়ে অবস্থিত হিমবাহ। জলপুষ্ট হ্রদকে তালবলা হয়।

৫৯। কয়েকটি তলের উদাহরণ দিন – নৈনিতাল, ভীমতাল, ওকুচিয়াতাল, সাততাল, পুনাতাল ইত্যাদি।

৬০ গঙ্গোত্রী হিমবাহের উচ্চতা কত – ৬,৬১৪ মিটার।

৬১। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটিমাউন্ট আবু।

৬২। বানম কার উপনদী চম্বল নদীর।

৬৩। মধ্য প্রদেশের রাজধানী ভূপাল কোন দুটি নদীর মধ্যে অবস্থিত – বেতা::য়া ও ওপাধতী

৬৪। দোদাবেতা ও মাকুর্তি কোন পর্বতে অবস্থিত নীলগিরি।

৬৫। পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গগুলির নাম কী – হরিশ্চন্দ্রগড়, মহাবালেশ্বর, কলসুবাই।

৬৬। পশ্চিমঘাট পর্বতের দুটি গিরিপথের নাম। কী- ধলঘাট, ভারঘাট।

৬৭। দোদাবেতার পাদদেশে কোন বিখ্যাত শৈলশহর অবস্থিত – উদগামণ্ড বাউটি।

৬৪। কোন দুটি পর্বতের মাঝে পালঘাট অবস্থিত – করিমালাই ও পাদগিরিমালাই।।

৬৯। দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি – আনাইমুদি।।

৭০। কার্ডামাম পাহাড়ের সবচেয়ে দক্ষিণের গিরিপথটির নাম কী – শেঙ্কোটা।

৭১। পশ্চিমবঙ্গের কোথায় উলফ্রাম খনিজ পদার্থ পাওয়া যায়- বাঁকুড়া জেলার ঝিলিমিলিতে।

৭২। পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত – ১৭৫. সেন্টিমিটার।

৭৩। ৪৬। ট্রান্স হিমালয়ে সবচেয়ে উঁচু গিরিশৃঙ্গ কোনটি – লিওপার্গেল।

৭৪। ন্যাপজোন কোথায় দেখতে পাওয়া যায়। পশ্চিম হিমালযে।

বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:-  general knowledge question  in Bengali pdf 2021

File Format:- Pdf

Quality:- High

File Size:-  19kb

File Location:- Google Drive



Downloadclick Here to Download

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url