গুরুত্বপূর্ণ WBP জিকে প্রশ্ন উত্তর পিডিএফ 2021/Important wbp GK question in Bengali pdf download 2021
গুরুত্বপূর্ণ WBP জিকে প্রশ্ন উত্তর পিডিএফ 2021/Important wbp GK question in Bengali pdf download 2021
Hello Dear Aspirant,
আজ আমি আপনাদের সাথে পুলিশ কনস্টেবল পরীক্ষার জি কে প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড। Wbp চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর. Important GK question in Bengali pdf for wbp exam ,যেকোনো competitive examএর বা Wbcs,SSC,TET,RRB NTPC, Group-D এর পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ বাংলাতে পশ্চিমবঙ্গে WBCS ,WBP,NTPC, পরীক্ষায় আসার মতো প্রশ্ন উত্তর পিডিএফ 2021, important GK2021 question in Bengali pdf free download টি আপনাদের খুব সাহায্য করবে। তাই সময় নষ্ট না করে নীচের লিঙ্কটিতে ক্লিক করে সম্পূর্ণ ফ্রি পিডিএফ ফাইল সংগ্রহ করুন।
WBCS GK question in Bengali pdf download |
--:কিছু নমুনা প্রশ্ন উত্তর:--
প্রশ্ন :- অলিম্পিকের পতাকায় সবুজ বৃত্তটি কোন মহাদেশের প্রতীক ?
উওর :- অস্ট্রেলিয়া
প্রশ্ন :- 2014 সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের ম্যাসকটের নাম কি ?
উওর :- ফুলেকো
প্রশ্ন :- পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডেপুটি স্পিকার কে ?
উওর :- সোনালী গুহ
প্রশ্ন :- ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নরের নাম কি ?
উওর :- সিভি দেশমুখ
প্রশ্ন :- বাহমনী রাজ্যের রাজধানী কোথায় ছিল ?
উওর :- গুলবর্গা
প্রশ্ন :- প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে কি বলা হত ?
উওর :- হ্যারল্ড ডোমাক মডেল
প্রশ্ন :- ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে গঠিত হয় ?
উওর :- 1935 সালের 1 এপ্রিল
প্রশ্ন :- শিবাজীর শিক্ষক ছিলেন কে ?
উওর :- দাদাজি কোন্ডদেব
প্রশ্ন :- রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর এর নাম কি ?
উওর :- অসবার্ণ অকালস্মিথ
প্রশ্ন :- পবনদূত কাব্যের রচয়িতা কে ছিলেন ?
উওর :- ধোয়ী
প্রশ্ন :- ভারতের কৃষি ক্ষেত্রের প্রসারে যে ব্যাংক ঋণ দানের অগ্রণী ভূমিকা গ্রহণ করে তার নাম কি ?
উওর :- NABARD
প্রশ্ন :- ন্যূনতম মজুরি আইন পাস হয় কোন বৎসর ?
উওর :- 1948 সালে
প্রশ্ন :- শশাঙ্ক কার উপাসক ছিলেন ?
উওর :- শিবের
প্রশ্ন :- ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ কত সালে স্থাপিত হয় ?
উওর :- 1992 সালে
প্রশ্ন :- NABARD কবে গঠিত হয় ?
উওর :- 1982 সালে
প্রশ্ন :- খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ?
উওর :- 1527 সালে
প্রশ্ন :- বাবর কত খ্রিস্টাব্দে পাদশাহ উপাধি নেন ?
উওর :- 1507 খ্রিস্টাব্দে
প্রশ্ন :- আর্সেনিকের প্রভাবে কি রোগ হয় ?
উওর :- ব্ল্যাকফুট রোগ
প্রশ্ন :- প্রোটিন বেশি থাকে কোন ডালে?
উওর :- মুসুর ডালে।
প্রশ্ন :- হাড় ও দাতকে মজবুত করে কোন পদার্তগ?
উওর :- ক্যালসিয়াম ও ফসফরাস।
প্রশ্ন :- চা পাতায় কোন ভিটামিন থাকে?
উওর :- ভিটামিন বি কমপ্লেক্স।
প্রশ্ন :- ম্যালিক এসিড কোথায় পাওয়া যায়?
উওর :- টমেটোতে পাওয়া যায়।
প্রশ্ন :- ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে
সাহায্য করে কোন ভিটামিন?
উওর :- ভিটামিন কে।
প্রশ্ন :- Natural Protein এর কোড নাম কী?
উওর :- Protien - P 49
প্রশ্ন :- কচুশাক বিশেষভাবে মূল্যবান কোন উপাদানের জন্যে?
উওর :- লৌহ উপাদানের জন্য।
প্রশ্ন :- ভিটামিন সি এর রাসায়নিক নাম কী?
উওর :- অ্যাসকরবিক এসিড
প্রশ্ন :- তাপে নষ্ট হয় কোন ভিটামিন?
উওর :- ভিটামিন সি।
প্রশ্ন :- গলগল্ড রোগ হয় কীসের অভাবে?
উওর :- অায়োডিনের অভাবে।
প্রশ্ন :- আইফেল টাওয়ার কে প্রস্তুত করেন ?
উওর :- আলেকজান্ডার গুস্তাভো
প্রশ্ন :- সাইমন কমিশন কত সালে ভারতে আসেন ?
উওর :- 1928 সালে
প্রশ্ন :- আলিপুর বোমা মামলায় প্রধান আসামী কে ছিলেন ?
উওর :- অরবিন্দ ঘোষ
প্রশ্ন :- অলিম্পিক রিঙ এর পাঁচটি রং এর মধ্যে লাল রং কি হল কোন দেশের ?
উওর :- আমেরিকা
প্রশ্ন :- এলাহাবাদ এর পুরাতন নাম কি ?
উওর :- প্রয়াগ
প্রশ্ন :- প্রাচ্যের ডান্ডি বলা হয় কাকে ?
উওর :- বাংলাদেশের নারায়ণগঞ্জ
প্রশ্ন :- সারা ভারত মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় ?
উওর :- 1906 সালে
প্রশ্ন :- মুখ্যমন্ত্রী কলাকার সহায়তা যোজনা কোন রাজ্যে সরকারের যোজনা ?
প্রশ্ন :- উড়িষ্যা
প্রশ্ন :- কলকাতা কবে স্থাপিত হয় ?
উওর :- 1690 সালে
প্রশ্ন :- 2026 সালের ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ?
উওর :- আমেরিকা, কানাডা, মেস্কিকো
প্রশ্ন :- কার আমলে মগধের বিক্রমশিলা মহাবীর প্রতিষ্ঠিত হয়েছিল ?
উওর :- ধর্মপাল
প্রশ্ন :- কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত ?
উওর :- তোর্সা
প্রশ্ন :- সবুজ বিপ্লবের অপর নাম কি ?
উওর :- গম বিপ্লব
প্রশ্ন :- মোহাম্মদ গজনী সোমনাথ মন্দির লুট করেন কবে ?
উওর :- 1025 সালে
প্রশ্ন :- বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ?
উওর :- শ্রীমতি শ্রীমাভ বন্দর নায়েক
প্রশ্ন :- UNO প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?
উওর :- 1945 সালে
প্রশ্ন :- বেসবল খেলায় কতজন খেলোয়ায় থাকে ?
উওর :- 9 জন
প্রশ্ন :- দিল্লিতে লাল দুর্গ তৈরি করেন কে ?
উওর :- শাহজাহান
প্রশ্ন :- সকল উৎসেচক কি জাতীয় পদার্থ ?
উওর :- প্রোটিন জাতীয়
প্রশ্ন :- ISI এর সম্পূর্ণ নাম কি ?
উওর :- inter-services intelligence
প্রশ্ন :- tawang monastery কোন রাজ্যে অবস্থিত ?
উওর :- অরুণাচল প্রদেশ
প্রশ্ন :- 2011 সালে আইসিসি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট এ ম্যান অফ দ্যা সিরিজ কে হয়েছিলেন ?
উওর :- যুবরাজ সিং
প্রশ্ন :- সাংপো নদীটি ভারতে কি নামে পরিচিত ?
উওর :- বম্ভ্রপুত্র
প্রশ্ন :- PDF সম্পূর্ণ নাম কি ?
উওর :- portable document format
প্রশ্ন :- সারে জাহা সে আচ্ছা গানটি কে লিখেন ?
উওর :- মোহাম্মদ ইকবাল
প্রশ্ন :- জাতীয় খেলা দিবস কবে পালিত হয় ?
উওর :- 29 আগস্ট
প্রশ্ন :- হিরোশিমা দিবস কবে পালিত হয় ?
উওর :- 6 ই আগস্ট
প্রশ্ন :- সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায় ?
উওর :- কৈলাস পর্বত
প্রশ্ন :- কমনওয়েলথ গেম ভারতে কোন বছরে হয়েছে ?
উওর :- 2010 সালেয্ষ্ট
প্রশ্ন :- হিরাকুদ কোন নদীর উপর অবস্থিত ?
উওর :- মহানদী
প্রশ্ন :- শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন কে ?
উওর :- হর্ষবর্ধন
প্রশ্ন :- টোডাস উপজাতি কোন রাজ্যে বসবাস করে ?
উওর :- তামিলনাড়ু
প্রশ্ন :- কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্যের সৃষ্টি হয়েছে ?
উওর :- তামিলনাড়ু
প্রশ্ন :- উত্তর গোলার্ধে কোন দিনটি সবচেয়ে ছোট ?
উওর :- 22 ডিসেম্বর
প্রশ্ন :- Central rice research institute কোথায়অবস্থিত ?
উওর :-কটক
প্রশ্ন :- অমৃতসর প্রতিষ্ঠা করেন কে ?
উওর :-গুরু রামদাস
প্রশ্ন :- রবি শস্য কোন সময় বপন করা হয় ?
উওর :-অক্টোবর নভেম্বর
প্রশ্ন :- সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত ?
উওর :-হায়দ্রাবাদ
প্রশ্ন :- snooker খেলায় কতগুলো বল থাকে ?
উওর :- 22
প্রশ্ন :- বিশ্বের সর্বাধিক টিন উৎপাদক হয় কোন দেশে ?
উওর :-মালয়েশিয়া
প্রশ্ন :- বিশ্বের প্রথম ক্যাশলেস দেশ কোনটি ?
উওর :-সুইডেন
প্রশ্ন :- কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধে সমর্থ হন ?
উওর :-স্কন্দ
প্রশ্ন :- কল্পনা চাওলার মহাকাশ যানের নাম কি ?
উওর :-কলম্বিয়া
প্রশ্ন :- হস্তী গুম্ফা লিপি থেকে কোন ভারতীয় রাজার কথা জানা যায় ?
উওর :-কলিঙ্গরাজ খারবেল
প্রশ্ন :- তড়িৎ বিভব কি রাশি ?
উওর :-স্কেলার রাশি
প্রশ্ন :- ড্রপ কোন খেলার সঙ্গে জড়িত ?
উওর :-ব্যাডমিন্টন
প্রশ্ন :- প্রতীক মুদ্রা কে প্রবর্তন করেন ?
উওর :-মুহাম্মদ বিন তুঘলক
প্রশ্ন :- আগাখান কাপ কোন খেলার সঙ্গে জড়িত ?
উওর :-হকি
প্রশ্ন :- কলকাতায় কত সালে হিন্দু কলেজের প্রতিষ্ঠিত হয় ?
উওর :-1817 সালে
প্রশ্ন :- বাংলাদেশের সংবিধান কবে চালু হয় ?
উওর :-নভেম্বর 4 ,1972 সালে
প্রশ্ন :- হ্যামলেট কাপ কোন খেলার সঙ্গে জড়িত ?
উওর :- লন টেনিস
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- important wbp question answer in Bengali
File Format:- Pdf
Quality:- High
File Size:- 19kb
File Location:- Google Drive
Download: click Here to Download
Related Posts
A. সমস্ত গুরুত্বপূর্ণ নোটপত্র একত্রে ডাউনলোড করুন click here