200টি কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর পিডিএফ। Computer GK Question PDF
200টি কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর পিডিএফ। Computer GK Question PDF
Hello Dear Students,
আজ আমি আপনার সাথে কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর পিডিএফ। Computer GK Question PDF শেয়ার করছি। আগত যেকোনো competitive examএর বা Wbcs,SSC,TET,RRB NTPC, Group-D এর পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ computer gk Question in Bengali pdf টি আপনাদের খুব সাহায্য করবে। তাই সময় নষ্ট না করে নীচের লিঙ্কটিতে ক্লিক করে সম্পূর্ণ ফ্রি পিডিএফ ফাইল সংগ্রহ করুন।
Computer gk Question pdf free download
◾ফ্লপি ড্রাইভে ফ্লপি 1 মিনিটে কতবার ঘােরে?
👉300 বার।
◾১ কিলােবাইট কত বাইটের সমান
👉210 বা 1024 বাইট
◾ অ্যাসেম্বলার, কম্পাইলার ও ইন্টারপ্রেটার কী?
👉তিনটিই হল সিস্টেম সফটওয়্যার।
◾ FORTRAN কী ? ?
👉বিজ্ঞান ও প্রযুক্তির কাজে ব্যবহৃত ভাষা বা ল্যাঙ্গুয়েজ।
◾COBOL কী ? ?
ব্যবসার কাজে ব্যবহূত প্রােগ্রামিয়ের ভাষা বা ল্যাঙ্গুয়েজ।
◾Excel-এর একটি কক্ষে সর্বোচ্চ কতগুলি Character রাখা যায় ?
👉255টি
◾Arrayকী ? ?
👉একটি উপাত্তকাঠামাের বা, ডেটা স্ট্রাকচারের নাম।
◾কম্পিউটারের সব অংশকে কে নিয়ন্ত্রণ করে?
👉CPU (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট)।
◾হার্ড ডিস্ক ড্রাইভ কোনগুলি?
👉C:, D:, E:, F: এই চারটি ড্রাইভ হ’ল হার্ড ডিস্ক ড্রাইভ।
◾ কম্পিউটারে কী কী ধরণের স্মৃতিভাণ্ডার থাকে?
👉ফ্লপি ড্রাইভ, হার্ড ডিক্স ড্রাইভ, সিডি ড্রাইভ।
◾DOS কাকে বলে?
👉পার্সোনাল কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, তাকে ডিস্ক অপারেটিং সিস্টেম বা DOS বলে।
◾ফাইল ও ডিরেক্টরি কাকে বলে?
👉নথি বা ডকুমেন্ট যেখানে ধরে রাখা হয় তাকে বলে ফাইল এবং ফাইলগুলিকে যে স্তরে স্তরে
সাজানাে হয় তাকে ডিরেক্টরি বলে।
◾ বুটিং কী ?
👉কম্পিউটারকে ব্যবহারকারীর নির্দেশ গ্রহণ করার উপযােগী গড়ে তােলার প্রক্রিয়াকে বুটিং বলে।
◾আইকন ও কারসার কী ?
👉কম্পিউটারের ডেস্কটপের উপর কতকগুলি।
ছােটছােট ছবির মত দেখতে পাওয়া যায়, এদের
আইকন বলে। ডস প্রম্পটের সামনে ছােট একটি
সাদা হাইফেন(-)এর মত আলাে জ্বলতে নিভতে
থাকে একে কারসার বলে।
◾ইউনিক্স ও লিনাক্স বলতে কী বােঝ?
👉বহু ব্যবহার্য অপারেটিং সিস্টেমকে ইউনিক্স এবং বহু ব্যবহার্য দ্রুত ক্রিয়াশীল অপারেটিং সিস্টেমকে লিনাক্স বলে।
◾কতগুলি Ms-DOS -এর নির্দেশকের নাম লেখ।
👉MD (নতুন ডিরেক্টি তৈরী করতে)।
👉FD (কোন্ ডিরেক্টরি কে ডিস্ক থেকে মুছে
ফেলতে)।
👉Cls (কম্পিউটারে মনিটারের পর্দা পরিষ্কার করতে)
👉Del (কোন্ ফাইলকে ডিক্স থেকে মুছে ফেলতে)।
◾RAM, ROM কী ?
👉Random Access Memory (Volatile)
👉Read Only Memory (Non-volatile)
◾কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়?
👉সেন্ট্রাল প্রােসেসিং ইউনিট (CPU) কে বলে।
◾সি.পি.ইউ (CPU) এর পুরাে নাম কী ?
👉সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (Central Process-
ing Unit)
◾CPU এর কটি অংশ ?
👉তিনটি। এরিথমেটিক লজিক্যাল ইউনিট (ALU),
কন্ট্রোল ইউনিট এবং স্টোরেজ বা হার্ডডিক্স।
◾বাজারে প্রচলিত কয়েকটি কম্পিউটার।
প্রস্তুতকারক সংস্থার নাম লেখ।
👉ইনটেল (Intel), এইচ. সি. এল., এ.এম.ডি।।
◾বর্তমানে কম্পিউটারকে কটি শ্রেণিতে ভাগ করা।যায় ও কী কী ?
👉তিনটি শ্রেণিতে। মেইন ফ্রেম কম্পিউটার, মিনি
কম্পিউটার ও মাইক্রো কম্পিউটার।
◾কম্পিউটারের ইনপুট ডিভাইস কী কী?
👉মাউস, কী-বাের্ড, স্ক্যানার, ওয়েব ক্যামেরা।
◾কম্পিউটারের আউটপুট ডিভাইস কী কী?
👉প্রিন্টার, মণিটর, স্পিকার।
◾Microsoft-এর কর্ণধারের নাম কী ?
👉বিল গেটস।
◾কম্পিউটার ভাইরাস (VIRUS) কী?
👉Vital Information Resources Under Seize
◾কয়েকটি ভাইরাসের (VIRUS) উদাহরণ দাও।
👉ফাইল ভাইরাস, পলিমরফিক ভাইরাস, বুট সেক্টর ভাইরাস।
◾কম্পিউটার ভাইরাস আক্রান্ত কিনা বােঝা যায় কি ভাবে?
👉(১) কম্পিউটার বুট করতে গিয়ে বন্ধ হয়ে গেলে,
(২) নির্দিষ্ট কোনাে সফটওয়্যার চলতে চলতে
কম্পিউটার বন্ধ হয়ে গেলে,
(৩) কিছু চেনা EXE, COM প্রভৃতি ফাইলের সাইজ বেড়ে গেলে,
(৪)অ্যান্টি ভাইরাস প্রােগ্রাম চালাতে মেমারি পরীক্ষা আটকে যাচ্ছে ইত্যাদি।
◾২০০৭ সালের জানুয়ারি মাসে মাইক্রোসফ্ট যে নতুন অপারেটিং সিস্টেম বাজারে আনল, তার নাম কী?
👉উইন্ডােজ ভিস্টা।
◾মেইন ফ্রেম কম্পিউটারের উদাহরণ দাও।
👉CRAY, PARAM, CYBER, DECIO,
IBM 5390
◾ ফ্লপি ড্রাইভ কবে চালু হয়?
👉১৯৭০ সালে IBM চালু হয়।
◾তখন ফ্লপি ডিস্কের প্রথের মাপ কত ছিল?
৮ ইঞ্চি।
◾ এখন ফ্লপি ডিস্কের প্রথের মাপ কত?
👉৫.২৫ ইঞি × ৩.৫ ইঞি।
◾ সাধারণ ৩.৫ইফ্লিপির মেমরি ক্যাপাসিটি কত
👉১.৪৪ মেগাবাইট।
◾একটি CD রম ড্রাইভের ক্যাপাসিটি কি?
👉৭০০ মেগাবাইট।
◾প্রিন্টার কি
👉এটি একটি আউটপুট ডিভাইস। প্রিন্টারের সাহায্যে যাবতীয় লেখার জিনিস ও ছবি ছেপে বের করা হয়।
◾ কম্পিউটারের জনক কে?
👉ইংল্যাণ্ডের বিজ্ঞানী চার্লস ব্যাবেজ।
◾ কম্পিউটারের দুটি প্রধান অংশ কী কী ?
👉হার্ডওয়্যার, সফটওয়্যার।
◾ সফটওয়্যার কী ?
👉কম্পিউটারে হার্ডওয়্যারকে সঠিকভাবে চালাতে প্রয়ােজনীয় বিভিন্ন পদ্ধতি, রুটিন, প্রােগ্রামকে সফটওয়্যার বলে।
◾ হার্ডওয়্যার কাকে বলে?
👉কম্পিউটার কয়েকটি যন্ত্রের সমন্বয়ে গঠিত হয়।যে যন্ত্রগুলি দ্বারা আমরা হাতে ধরে কাজ করতে পারি, সেই যন্ত্রগুলিকে হার্ডওয়্যার বলে।
◾সফটওয়্যার কয় প্রকার?
👉দু’প্রকার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সফটওয়্যার।
◾কয়েকটি অপারেটিং সফটওয়্যারের উদাহরণ
👉উইন্ডােজ, ইউনিক্স, ও.এস., লিনাক্স, ডস।
◾কয়েকটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ দাও।
👉এম.এস.পেন্ট, ওয়ার্ড, কোরেল ড্র, পেজমেকার প্রভৃতি।
◾Micro Processor কী?
👉এটি একটি চিপভিত্তিক যন্ত্র, নিজেই পুরােপুরি
প্রসেসরের কাজ করে এবং অ্যারিথমেটিক ও
লজিক্যাল অপারেশন করতে সক্ষম।
◾ অ্যাবাকাস যন্ত্রটি কোথায় আবিস্কৃত হয়েছিল?
👉চীনে।
◾ভারতে প্রথম কম্পিউটার প্রস্তুতকারক সংস্থার নাম কী ?
👉WIPRO. .
◾কম্পিউটারের প্রকৃত প্রসেসিং-এর কাজ কে
করে?
👉ALU (অ্যারিথমেটিক লজিক ইউনিট)।
◾ডেসিট সফটওয়্যার কী ?
👉যেসফটওয়্যারের সাহায্যে Row-Column-এতথ্য সাজানাে যায়, তাকে প্রেডসিট সফটওয়্যার বলে
যেমন- ললাটাস ১-২-৩ মাইক্রোসফট এক্সেল।
◾প্রেজেন্টেশন সফটওয়্যার কী?
👉এই সফটওয়্যার প্যাকেজের দ্বারা খুব সহজে বিভিন্ন সেমিনার বা প্রদর্শনীতে সুন্দর ভাবে স্লাইড, ব্যানার ইত্যাদি প্রস্তুত করা যায়। যেমন—এম.এস
পাওয়ারপয়েন্ট।
◾প্রিন্টার কত ধরণের হয়?
👉ছাপার পদ্ধতি অনুসারে প্রিন্টার তিন প্রকার। ডট ম্যাট্রিক্স, ইংক জেট, লেজার প্রিন্টার।
◾প্রিন্টারের স্পিড কীভাবে মাপা হয় ?
👉Page Per Minute (PPM) 97 Charac- ter Per Second (CPS)-এর মাধ্যমে।
◾ইমপ্যাক্ট প্রিন্টার কী?
👉ডটম্যাট্রিক্স প্রিন্টারকে ইমপ্যাক্ট প্রিন্টার বলে।
◾ নইমপ্যাক্ট প্রিন্টার কী ?
👉ইঙ্কজেট প্রিন্টার এবং লেজার প্রিন্টারকে বলা হয় নন্-ইমপ্যাক্ট প্রিন্টার।
◾মােডেম কী ?
👉কম্পিউটার টেলিফোন লাইনের মাধ্যমে তথ্য
আদান-প্রদানের মাধ্যম হল মােডেম। ইমেল,
ইন্টারনেট থেকে শুরু করে সমস্ত যােগাযােগ রক্ষা
করে এই মােডেম। মােডেম কথাটি ম্যুলেটার,
ডি, ম্যুলেটারের সংক্ষিপ্ত রূপ।
◾মােডেম কয় প্রকার?
👉ডেক্সটপ মােডেম, পাের্টেবল মােডেম এবং
ইন্টারন্যাল মােডেম।
◾কেবল মােডেম কী ?
👉কেবল টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে যে
মােডেম কাজ করে, তাকে কেবল মােডেম বলে।
◾সাউন্ড কার্ড কি?
কম্পিউটারের সাউন্ড সিস্টেমকে উন্নত করার জন্য যে যন্ত্রাংশ ব্যবহার করা হয়, তাকে সাউন্ড কার্ড বলে। সাউন্ড কার্ডের স্যাম্পিং সাইজ ও স্যাম্পিং রেটের ওপর নির্ভর করে কম্পিউটারে কত ভালাে সাউন্ড সিস্টেম পাওয়া যাবে।
◾ ফুল ডুপ্লে সাউন্ড কার্ড কী ?
👉এটি একটি যন্ত্রাংশ, যেটি কম্পিউটারে ব্যবহার
করলে একসঙ্গে শােনা ও বলার কাজ করা যায়।
এটি সবচেয়ে বেশি কাজে লাগে ইন্টারনেটে কথাবার্তা বলার সময়।
◾ ফলস্ অ্যালার্ম কী ?
👉কখনােও কিছু পুরােনাে অ্যান্টিভাইরাস প্রােগ্রাম ভুল করে ভালাে প্রােগ্রামকেও ভাইরাস এফেক্টেড বলে সংকেত দেয়। একে ফলস্ অ্যালার্ম বলে।
◾স্ক্যানারের রেজলিউশন কেমন হয়?
👉600 x 1200 dpi, 300 dpi প্রভৃতি।
◾বাইনারি সিস্টেম কী ?
👉0 এবং 1 এর অন্তহীন সমন্বয়ে গঠিত হয়েছে
বাইনারী সিস্টেম, সপ্তদশ শতাব্দীর গােড়ায় টমাস
হ্যারিয়ট প্রথম বাইনারী সিস্টেম চালু করেন।
◾ DTP সফটওয়ার কী কী?
👉পেজমেকার, ফটোশপ, কোরেল-ডু, কোয়ার্ক
এক্সপ্রেস, ভেক্ষুরা পাবলিশার।
◾ BUG কাকে বলে?
কম্পিউটার প্রােগ্রামের কোন্ ভুলকে ‘BUG বলে।
◾ FORTRAN কী কাজে ব্যবহৃত হয়?
উচ্চ পর্যায়ের প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিজ্ঞান ও
গাণিতিক বিষয়ে কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
◾Track কী ? ?
👉চলমান স্টোরেজ মাধ্যমের বাস্তবপথ যেখানে
Data রেকর্ড করা হয়।
◾Terminal কী ? ?
👉এটি একটি যন্ত্র বা পয়েন্ট যেখান থেকে
কম্পিউটারের সাথে যােগাযােগ স্থাপন করা হয়।
◾Queue কী ? ?
👉কম্পিউটার সিস্টেমে সার্ভিসের অপেক্ষারত একটি লাইন বা দলবদ্ধ আইটেম।
◾ Bit কী ?
👉কম্পিউটারের বেসিক ইউনিট। এর দুটি ভ্যালু এক এবং শূন্য।
◾ Nibble কী ?
👉চারটি Bit-এর সমন্বয়কে Nibble বলে।
◾ Byte কী ? ?
👉আটটি Bit-এর সমন্বয়কে Byte বলে।
◾Word কী ? ?
👉দুই বা দুই-এর বেশি Byte-এর সমন্বয় হ'ল Word
◾ইন্টারনেটের জনক কাকে বলা হয়?
👉রবার্ট টেলর।
◾ই-কমার্সে ভারতের স্থান কততম?
👉১৭তম।
◾পেন্টিয়াম - ৫৮৬ কী ?
👉নতুন জেনারেশনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
◾বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটার কোনটি?
👉ইনিয়াক।
◾ব্রেই পাস্কেলের যন্ত্রের কাজ কী?
👉যােগ ও বিয়ােগ করতে সাহায্য করে।
◾তড়িৎ যান্ত্রিক দশমিক পদ্ধতি কম্পিউটার কে তৈরি করেছিলেন?
👉হাওয়ার্ড একেন।
◾ভিডিও কার্ড কী ?
👉ভিডিও কার্ড হ’ল এক্সপেনশন কার্ড।
◾অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ কী?
👉গাণিতিক বিষয়ের সমস্যা সমাধান করা।
◾কমপাইলারের কাজ কী ?
👉প্রােগ্রামকে কম্পিউটারের ভাষায় পরিবর্তন করা।
◾হার্ডডিস্ক মাপার এককের নাম কী ?
👉Giga Byte
◾কম্পিউটারের ভাষায় WRITE কী?
👉টেক্সট এডিটিং করা।
◾মনিটরের কাজ কী?
👉লেখা ও ছবি দেখানাে।
◾ফ্রি হােস্টিং ওয়েবসাইট কী?
👉www.geocities.com. .
◾প্রথম আধুনিক পরবর্তী কম্পিউটার ভাষা কী ?
👉কোবল।
◾Object Oriented Programming Lan-guage কোনটি?
👉C++
◾কোন্ দুটি অবজেক্টের মধ্যে সংযােগ স্থাপনকে কি বলে?
👉হাইপারলিঙ্ক।
◾PARAM কী ? ?
👉ভারতীয় দেশীয় সুপার কম্পিউটার।
◾ওয়েবসাইট তৈরি করতে ওয়েবসাইটে কোন্ ভাষা ব্যবহার করা হয়?
👉HTML
File Details:-
File Name:- কম্পিউটার প্রশ্ন উত্তর
File Format:- Pdf
Quality:- High
File Size:- 20kb
File Location:- Google Drive
Download: click Here to Download
Related Posts
A. সমস্ত গুরুত্বপূর্ণ নোটপত্র একত্রে ডাউনলোড করুন click here
nic post