গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর পিডিএফ 2024 । Important wbp GK question in Bengali pdf download 2024
জিকে প্রশ্ন উত্তর PDF 2024 / Important wbp GK question in Bengali pdf download 2024
Hello Dear Aspirant,
আজ আমি আপনাদের সাথে GK question in Bengali pdf 2021 ,যেকোনো competitive examএর বা Wbcs,SSC,TET,RRB NTPC, Group-D এর পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ বাংলাতে পশ্চিমবঙ্গে WBCS ,WBP,NTPC, পরীক্ষায় আসার মতো জিকে প্রশ্ন উত্তর পিডিএফ 2024, important GK2024 question in Bengali pdf free download টি আপনাদের খুব সাহায্য করবে। তাই সময় নষ্ট না করে নীচের লিঙ্কটিতে ক্লিক করে সম্পূর্ণ ফ্রি পিডিএফ ফাইল সংগ্রহ করুন।
GK in bengali pdf download 2021 |
--:কিছু নমুনা প্রশ্ন উত্তর:
◾কোন্ দেশকে আফ্রিকান ইউনিয়েনের জন্মভূমি বলা হয়?- ইথিওপিয়া। ◾কোন দেশের ৭০ শতাংশ প্রাণী কেবলমাত্র সেই দেশেই পাওয়া যায়?-মাদাগস্কার। ◾কোন্ দেশের বেশিরভাগ জনগণই দেশের বাইরে বাস করেন?—মালটা ◾পৃথিবীর বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটি? কাজাখস্তান। ◾পৃথিবীর কোন্ দেশের অফিসিয়াল রাজধানী নেই? লউরু। ◾পৃথিবীর কোন্ দেশ থেকে প্রশান্ত মহাসাগরের ওপর সূর্যোদয় ও আটলান্টিক মহাসাগরের ওপর সূর্যাস্ত দেখা যায় ?- পানামা। ◾কোন্ দেশের অধিবাসীরা সেই দেশের স্থায়ী বাসিন্দা নয়?—ভ্যাটিকান সিটি। ◾যদি পৃথিবীর জলস্তরের উচ্চতা বৃদ্ধি পায়, প্রথমে কোন্ দেশের সলিল সমাধি ঘটবে?—মালদ্বীপ ◾পৃথিবীর কোন্ দেশে পৃথিবীর সবচেয়ে বড় ফুল র্র্যাফ্লেসিয়া ফোটে?– ইন্দোনেশিয়া (সুমাত্রা দ্বীপ)। ◾কোন্ দেশের বেশিরভাগ জনগণই দেশের বাইরে বাস করেন?—মালটা ◾পৃথিবীর বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটি ? কাজাখস্তান। ◾পৃথিবীর কোন দেশের অফিসিয়াল রাজধানী নেই? —লউরু। ◾পৃথিবীর কোন দেশ থেকে প্রশান্ত মহাসাগরের ওপর সূর্যোদয় ও আটলান্টিক মহাসাগরের ওপর সূর্যাস্ত দেখা যায়?—পানামা। ◾পৃথিবীর সবচেয়ে আক্রমণাক্রান্ত দেশ (Violent Country) কোনটি ?—হনডুরাস ◾কোন্ দেশের ৯৯ শতাংশ মরুভূমি?—লিবিয়া। ◾কোন্ দেশ পৃথিবীর মধ্যে আফিম উৎপাদনে প্রথম?-আফগানিস্থান। ◾আফ্রিকার কোন দেশকে ক্ষুদ্র আফ্রিকা বলা হয়?ক্যামেরুন। ◾দক্ষিণ আমেরিকা মহাদেশের একমাত্র দেশ যার সীমারেখা প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে স্পর্শ করে?-কলম্বিয়া। ◾কোন্ দেশকে সানডে আইল্যান্ড বলা হয় ? --ডােমিনিকা। ◾পৃথিবীর কোন দেশ কফির জন্মস্থান ? ইথিওপিয়া (কাফা প্রদেশ) ◾‘হাইন্ড পার্ক’ কোথায় অবস্থিত লন্ডনে। ◾ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম কত সালে ভারতরত্ন’ খেতাব পান ?-১৯৯৮ সালে। ◾কোন দেশ কমনওয়েলথ সদস্য পদ ত্যাগ করেছে?—জিম্বাবােয়ে। ◾বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কত ?–২১টি। ◾লন্ডনের আগে ইংল্যান্ডের রাজধানী কোথায় ছিল?—উইঞ্চেস্টার শহরে। ◾ভারতের রাষ্ট্রপতির মাসিক মাইনে কত?—দেড় লক্ষ টাকা। ◾কে, কত সালে ‘অর্ডার অফ অ্যাকাডেমিক পামস’ খেতাব চালু করেন?—সম্রাট নেপােলিয়ন বােনাপার্ট, ১৮০৮ সালে। ◾প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সংসদে মােট আসন সংখ্যা কত?—২৯৯টি। ◾কোন অলিম্পিকে ধ্যান চাদ ভারতীয় হকি দলের নেতৃত্ব দিয়েছিলেন?—১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে। ◾কোন বিখ্যাত কবির বাসভবনের নাম ‘ডাভকটেজ’?—ওয়ার্ডসওয়ার্থ। ◾রাষ্ট্রসঙ্ঘের প্রথম এশীয় মহাসচিব কে?—ইউথান্ট। ◾সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কে ‘দেশনায়ক’ আখ্যা দেন?—রবীন্দ্রনাথ ঠাকুর। ◾একসময় এদেশে রােমানদের বাণিজ্যকেন্দ্র কোথায় ছিল?—আরিকামেদু শহরে। ◾‘নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে চালু হয়?–১৮৭৬ সালের ১৪ মার্চ। ◾পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভার বিচার ও আইন দপ্তরের মন্ত্রী কে ছিলেন?—মােহিনীমােহন বর্মন। ◾ কোন সংস্থা কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক বিরােধ জনিত সমস্যা সমাধান করে?-অর্থ (ফিনান্স) কমিশন। ◾ভারতের একমাত্র কোন রাজ্যের সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ভূমিকা নেই?—জম্মু ও কাশ্মীর। ◾ কবে থেকে এদেশে অর্জুন পুরস্কার প্রদান শুরু হয়?—১৯৬১ সাল থেকে। ◾‘মিনা’ কোন রাজ্যের উপজাতি সম্প্রদায় ?—রাজস্থান। ◾কোল’ কোন্ রাজ্যের উপজাতি সম্প্রদায় মধ্যপ্রদেশ। ◾‘কথাকলি নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত?—কেরল। ◾পর্তুগিজ কলােনি ম্যাকাউ চিনকে প্রত্যর্পণ করা হয়েছিল কত বছর পর?—৪৪২ বছর। ◾ক্ষুদ্ৰচাষি উন্নয়ন সংস্থা (এসএফডিএ) কাজ কী?—প্রতিষ্ঠানিক ঋণের ব্যবস্থা করা, গ্রামীণ হস্তশিল্প ও অন্যান্য গ্রামীণ শিল্পের উন্নতি ঘটানাে এবং কৃষি ও কৃষি সম্পর্কিত কাজকর্মের উন্নয়ন। ◾ইংরিজি ভাষার মাধ্যমে শিক্ষাদান কতসালে এদেশে সরকারিভাবে ঘােষিত হয়?—১৮৩৫ সালে। ◾ওস্তাদ বড়ে গােলাম আলি খান কোন সঙ্গীত ঘরানার প্রতিনিধি ছিলেন?—পাতিয়ালা ঘরানা। ◾'পথের পাচালি’র সঙ্গীত পরিচালক কে ছিলেন? –পণ্ডিত রবিশংকর। ◾‘রাগ ভৈরব’ কোন সময়ে গাওয়া হয় ? —ভােরবেলা। ◾ফটোস্ট্যাট মেশিন কে প্রথম তৈরি করেন? –১৯৩৭ সালে কার্লসন। ◾চিন সরকারের কাছ থেকে চু চে তাং' উপাধি কে পেয়েছিলেন?—রবীন্দ্রনাথ ঠাকুর। ◾পৃথিবীর বৃহত্তম মসজিদ কোনটি ?-দিল্পির জুম্মা (জামা) মসজিদ। ◾‘লাভবাগ' কী? বিশেষ এক ধরনের কম্পিউটার ভাইরাস। ◾এ রাজ্যের কোথায় বায়ুপ্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গড়ে উঠেছে?–পূর্ব মেদিনীপুরের দাদনপাত্র বাড়ে। ◾'সুন্দরবন দিবস’ পালিত হয়?—প্রতিবছরের ২১ আগস্ট। ◾ ‘গােল্ডেন সিগন্যাল’ কী?—সমুদ্রের নিচে ঠিক কোন জায়গায় শত্রুপক্ষের সাবমেরিন চিহ্নিত করার পদ্ধতি। ◾ভারতীয় পার্লমেন্টের দ্বিতীয় স্পিকার হলেন -অনন্তসায়নম আয়েঙ্গার। ◾ ক্যাবিনেট প্রথার প্রধান বৈশিষ্ট্য—প্রধানমন্ত্রীর ◾মানুষের উন্নতির পর্যায়ক্রম চারটি-এই ধারণার জনক কে?-ডঃ আর্নেস্ট জোন্স। ◾গগন নারং কোন খেলার সঙ্গে যুক্ত?—শুটিং ◾ ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ধর্মানুসরণের স্বাধীনতার কথা বলা হয়েছে –২৫-২৮ নং অনুচ্ছেদে। ◾উড়ন্ত শিখ’ নামে কে পরিচিত?-প্রিন্টার মিলখা সিং। ◾কোন মানুষ মহাকাশচারী প্রথম মহাশূন্যে পৌঁছন?—ইউরি গ্যাগারিন। ◾ভারত থেকে প্রেরিত সমতল কক্ষের কৃত্রিম উপগ্রহের নাম কী?-ইনস্যাট ওয়ান। ◾মালদ্বীপের নবনিযুক্ত রাষ্ট্রপতি কে?—মহম্মদ। অ্যানি নাশিদ। ◾চিপক স্টেডিয়াম কোথায় অবস্থিত?-চেন্নাই। ◾ রাষ্ট্রসঘের পর পৃথিবীর বৃহত্তম জোট কী?-ন্যাম (NAM) ◾ক্রিসমাস স্নাে-ম্যানের নাম কী?—ফ্রস্টি। ◾কে বলেছেন, ভারতীয় সঙ্গীত শুধু মানুষকে নয়, প্রাণীদেরও মুগ্ধ করে? –আমির খসরু। ◾ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকেন্দ্রটি কোথায় তৈরি হয়েছিল? -থুম্বা। ◾ইউনিট ট্রাস্ট অব ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়?—মুম্বই। ◾ভারতের পুলিশিব্যবস্থার প্রবর্তন করেন কে? —লর্ড কর্ণওয়ালিশ। ◾কাকে কাশ্মীরের আকবর' বলা হয়? -জয়নাল আবেদিন। ◾কে বলেছিলেন, 'East is East and West is West and twain shall never meet' —কিপলিং। ◾‘ফাদার মার্টিন’ কার ছদ্মনাম ?—নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ◾ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রীর নাম কী? —গুলজারিলাল নন্দ। ◾ বাংলার প্রথম নির্বাচিত রাজা কে? –গােপাল (৭৫০ খ্রিস্টাব্দ)। ◾ বিধবা বিবাহ আইন কোন্ বছর পাশ হয়? –১৮৫৬ খ্রিস্টাব্দে। ◾Life Divine, দিব্যজ্ঞান গ্রন্থটি কার লেখা? —অরবিন্দ ঘােষ। ◾‘গদর’ শব্দের অর্থ কী? বিপ্লব। ◾ভারতীয় বিপ্লবদের জননী কাকে বলা হয়?—ভিকাজি রুস্তমজি কামা। ◾নৌবিদ্রোহ কবে, কোথায় প্রথম হয়েছিল ?১৯৪৬ সালের ১৮ ফেব্রুয়ারি বম্বে তলােয়ার জাহাজে। ◾ স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? —সর্বপল্লি রাধাকৃয়ণ। ◾বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন ?ধর্মপাল। ◾কে প্রথম রেশনব্যবস্থা চালু করেন? আলাউদ্দিন খলজি। ◾ ‘হুমায়ুন কথাটির অর্থ কী? –সৌভাগ্যবান। ◾ কোন্ শিল্পী ময়ূর সিংহাসন নির্মাণ করেন?—শিল্পী বেবাদল খা। ◾ কোন মুঘল সম্রাটের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ (Golden Age of the Mughals) বলা হয়?—শাহজাহান। ◾ কাদের মধ্যে ১৮০৯ খ্রিস্টাব্দে অমৃতসর সন্ধি স্বাক্ষরিত হয় ? -রঞ্জিত সিংহ এবং ইংরেজদের মধ্যে। ◾ ভারতের গভীরতম বন্দরটির নাম কী?–বিশাখাপত্তনম। ◾ ভারতের উচ্চতম শহর কোনটি ?—লে বা ◾ ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি ? -কান্ডালা (গুজরাট)। ◾লিংসি লা ও ইউল লা গিরিপথ কোন্ দুটি স্থানের মধ্যে সংযােগ রক্ষা করছে? -ভুটান ও তিব্বত। ◾ এশিয়ার বৃহত্তম লৌহ-ইস্পাত কারখানা কোটি? জাপানের ইয়াওটা উটা। ◾ পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি কোন অলে? –নিরক্ষীয় অঞ্চলে। ◾ ভারতের সর্বোচ্চ সড়কপথ কোনটি? -খারদুং লা সড়কপথ। ◾ ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম কী ? –মালদ্বীপ (ভূটান দ্বিতীয়)। ◾ পরিক্রমণের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব হয় কবে? –৪ জুলাই (অপসুর ১৫ কোটি ২০ লক্ষ কিলােমিটার)। ◾ পরিক্রমণের সময় কবে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হয়? –৩ জানুয়ারি (অনুসুর ১৪ কোটি ৭০ লক্ষ কিলােমিটার)। ◾ পৃথিবীর সূর্য পরিক্রমণের গতিবেগ সেকেন্ডে কত কিলােমিটার?30 কিলোমিটার ◾চাদের সর্বোচ্চ পর্বতের নাম কী ? -লিবনিজ। ◾প্লেগরােগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কী? প্যাসটিউরেল্লা পেসটিস। ◾ গমনে অক্ষম প্রাণী -স্পঞ্জ, সাগরকুসুম,প্রবাল ◾ দেহের সবচেয়ে বড় পেশি কী ? —সারটোরিয়াম (উরুতে থাকে)। ◾ মানুষের মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? –শর্করা। ◾কোন্ বর্ণের আলাের বিচ্যুতি সবচেয়ে বেশি? –বেগুনি। ◾কোন্ বর্ণের আলাের বিচ্যুতি সবচেয়ে কম ?—লাল। ◾এক পশলা বৃষ্টির পর রামধনু দেখা যায় কেনদিকে? –সূর্যের বিপরীত দিকে। ◾স্বাভাবিক উয়তায় পারদ ছাড়া আরেকটি তরল ধাতু –গ্যালিয়াম। ◾সবচেয়ে হালকা গ্যাস কী? -হাইড্রোজেন। ◾ সবচেয়ে ভারী গ্যাস কী ? -রেডন। ◾সবচেয়ে হালকা ধাতু কী? —লিথিয়াম। ◾জল যখন ফোটে তখন তাপমাত্রার কী পরিবর্তন ঘটে ? -স্থির থাকে। ◾ একই উয়তায় এবং সম-আয়তন সব গ্যাসের মধ্যে সমান সংখ্যক পরমাণু বর্তমান–সূত্রটি কার? -বার্জিলিয়াস। ◾ সূর্যকে একটি ফোকাসে রেখে গ্রহগুলি উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে এই সূত্রটি কার? –কেপলার। ◾মানুষের পাকস্থলীতে কোন্ অ্যাসিড উৎপন্ন HCL ◾ অতীশ’ কথার অর্থ কী? –প্রভু। ◾কবে থেকে ‘হষব্দ’ নামে নতুন বছরের প্রচলন হয়? -৬০৬ খ্রিস্টাব্দে। ◾উদ্ভিদের বৃদ্ধির হার কোন্ কোন্ যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয় ? -আর্ক ইন্ডিকেটর, অক্রানােমিটার। ◾ রক্তে বিলিরুবিনের পরিমাণ বেশি হলে কোন্ রােগ হয় ? - জন্ডিস। ◾ উদ্ভিদের কোশপ্রাচীর স্থুল হয় কী সঞ্চিত হওয়ার ফলে ? সেলুলােজ, পেকটিন, লিগনিন। ◾কিসের সাহায্যে উদ্ভিদের বয়স নির্ণয় করা হয়?–বৃদ্ধিবলয়/বর্ষবলয়। ◾ পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলন পদ্ধতিকে কী বলে ? -নিষেক। ◾ নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে কী বলে ? -জাইগােট। ◾ সমআয়তন ও সমআকৃতির জননকোশের মিলনকে কী বলে? -আইসােগ্যামি। ◾ বিশেষ আয়তন ও আকৃতিবিশিষ্ট জননকোশের মিলনকে কী বলে? —অ্যানাইসােগ্যামি। ◾ বিষম আয়তন ও আকৃতিবিশিষ্ট জননকোশের মিলনকে কী বলে? উগ্যামি। ◾ অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্যসৃষ্টির পদ্ধতিকে কী বলে? –পারথেনােজেনেসিস। ◾ শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে কী বলে? —ম্পার্মাটোজেনেসিস। ◾ ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন পদ্ধতিকে কী বলে? –উজেনেসিস। ◾ দেহকোশ বিভাজিত হয়ে অপত্যকোশ সৃষ্টি হওয়ার পদ্ধতিকে কী বলে? —ব্লাস্টোজেনিক বা সােমাটোজেনিক। ◾ অনিষিক্ত ডিম্বাশয় থেকে বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে কী বলে? –পারথেনােকাৰ্পি। ফল পাকাতে সাহায্য করে কোন হরমােন ? ইথিলিন। ◾ অগ্ন্যাশয়ের কোন্ কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়? –বিটা। ◾ অগ্ন্যাশয়ের কোন কোশ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়? —আলফা। ◾ প্রতি 100 ml. রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ কত? –80-120 mg.। ◾ রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিকে কী বলে? —হাইপারগ্লাইসিমিয়া। ◾ রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়াকে কী বলে? -হাইপােগ্লাইসিমিয়া ◾ রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিজনিত রােগকে কী বলে? —ডায়াবেটিস মেলিটাস। |
File Details:-
File Name:- Wbcs Economic Important Question Pdf download
File Format:- Pdf
Quality:- High
File Size:- 20kb
File Location:- Google Drive
Download: click Here to Download
Related Posts
A. সমস্ত গুরুত্বপূর্ণ নোটপত্র একত্রে ডাউনলোড করুন click here