গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর।General Knowledge Question answer in Bengali
General Knowledge Question answer in Bengali। গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর
1. 'GST'-র পুরাে নাম কী ?
(a) Genuine Service Tax
(b) Game and Service Tax
(c) Goods and Service Tax
(d) Gross Service Tax
2.নীচের কোনটি জলাভূমি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি?
(a) স্টকহােম প্রােটোকল।
(b) কিয়ােটো প্রােটোকল
(c) কোপেনহেগেন চুক্তি
(d) রামসার চুক্তি
3. গােয়েন্দা চরিত্র ‘গােগােল’-এর সৃষ্টিকর্তা হলেন—
(a) সমরেশ বসু
(b) সমরেশ মজুমদার
(c) নারায়ণ গঙ্গোপাধ্যায়।
(d) নারায়ণ দেবনাথ
4. মুসলিম লিগের প্রথম সভাপতি কে ছিলেন?
(a) নবাব ওয়াকার উল মুলক
(b) মিয়া আবদুল আজিজ
(c) হিদায়েত হুসেন খান
(d) মহম্মদ আলি জিন্নাহ
5.‘ইন্ডিয়ান সােসাইটি ফর ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন?
(a) নীহাররঞ্জন রায়
(b) অবনীন্দ্রনাথ ঠাকুর
(c) পার্সি ব্রাউন
(d) সিস্টার নিবেদিতা
6. কে 'Politics in India' বইটি লিখেছিলেন?
(a) রজনী কোঠারি
(b) এম এন শ্রীনিবাস
(c) আশিস নন্দী
(d) ডি এল শেঠ
7. নীচের কোনটি তৈরিতে কুলিজ নল ব্যবহৃত হয়?
(a) এক্স-রশ্মি
(b) গামা-রশ্মি
(c) রেডিও ওয়েভ
(d) মাইক্রোওয়েভ
8. অ্যান্টিসেপটিক দ্রবণ তৈরিতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়?
(a) পটাশিয়াম নাইট্রেট
(b) আয়ােডিন।
(c) আয়ােডিন ক্লোরাইড
(d) পটাশিয়াম ক্লোরাইড
9. আফিমের প্রধান উপাদান হল—
(a) অ্যাট্রোপিন
(b) কুইনিন
(c) মরফিন
(d) হিরােইন
10. স্বাভাবিক প্রাপ্তবয়স্ক কোনাে মানুষের 24 ঘণ্টায় কত পরিমাণ মূত্র নির্গত হয় ?
(a) 6 লিটার
(b) 3 লিটার
(c) 1.5 লিটার
(d) 9 লিটার
11. কোন গ্যাসকে Stranger Gas বলা হয় ?
(a) আর্গন
(b) নিয়ন।
(c) জেনন
(d) নাইট্রাস অক্সাইড
12. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক ও স্বত্বাধিকারী ছিলেন—
(a) হরিশচন্দ্র মুখােপাধ্যায়
(b) অক্ষয়কুমার দত্ত
(c) মধুসূদন রায়
(d) দীনবন্ধু মিত্র
13. 1780 সালে কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন ?
(a) লর্ড ক্লাইভ
(b) লর্ড কর্নওয়ালিস
(c) লর্ড ওয়ারেন হেস্টিংস
(d) লর্ড ওয়েলেসলি
14. সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম জোরালাে আন্দোলন গড়ে তােলেন-
(a) রাধাকান্ত দেব
(b) দেবেন্দ্রনাথ ঠাকুর
(c) রামমােহন রায়
(d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
15. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা ছিলেন—
(a) রামমােহন রায়
(b) কেশবচন্দ্র সেন
(c) দেবেন্দ্রনাথ ঠাকুর
(d) শিবনাথ শাস্ত্রী
16. ইউপিএসসির চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন?
(a) প্রধানমন্ত্রী
(b) রাষ্ট্রপতি
(c) লােকসভার স্পিকার
(d) প্রধান বিচারপতি
17. ‘তত্ত্ববােধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন—
(a) প্রেমেন্দ্রনাথ মিত্র।
(b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(c) অক্ষয়কুমার দত্ত
(d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
18. বড় আন্দামান ও ছােট আন্দামানের মাঝে কোন প্রণালী অবস্থান করছে?
(a) ডানকান প্রণালী
(b) মান্নার উপসাগর
(c) দশ ডিগ্রি প্রণালী
(d) পক প্রণালী
19. আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
(a) মহাদেব
(b) মহাকাল।
(c) গুরুশিখর।
(d) শৈলশিখর
20. ‘পদ্মজা নাইডু হিমালয়া জুওলজিক্যাল পার্ক’ ভারতের কোন রাজ্যে আছে ?
(a) পশ্চিমবঙ্গের দার্জিলিঙে
(b) উত্তরপ্রদেশে
(c) হরিয়ানা
(d) সিকিম।
21. SAARC কথাটির পুরাে নাম কী ?
(a) South Asia Association for Regional Corporation
(b) South African Association for Regional Co-operation
(c) South Asian Administration for Regional Co-operation
(d) South Asian Association for Regional Co-operation
🔷 বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ
🔷ভূগোলের এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ
🔷ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ
🔷জীব বিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ
🔷1000+গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর
I
1.পরমাণুর ব্যাস মাপা হয় কোন্ এককে?
(a) ফার্মি
(b) এক্স
(c) মিমি
(d) অ্যাংস্ট্রম
2.সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবর্তক কে?
(a) কেপলার
(b) গ্যালিলিও
(c) নিউটন
(d) কোপারনিকাস
3. লেবুতে থাকে নীচের কোন্ অ্যাসিড ?
(a) ফর্মিক অ্যাসিড
(b) সাইট্রিক অ্যাসিড
(c) ল্যাকটিক অ্যাসিড
(d) ম্যালিক অ্যাসিডক
4. 2টি বইয়ের মূল্য = 5টি খাতার মূল্য এবং 3টি খাতার মূল্য=11টি পেনের মূল্য। 110টি পেনের পরিবর্তে ক-টি বই পাওয়া যাবে?
(a) 12টি
(b) 11টি
(c) 13টি
(d) 14টি
5. তিন আয়তন ঘন HCl-এর সাথে কয় আয়তন ঘন HNO3 দিয়ে অ্যাকোয়া রিজিয়া তৈরি হয়?
(a) এক আয়তন
(b) দুই আয়তন
(c) তিন আয়তন
(d) চার আয়তন
6. একটি রম্বসের কর্ণ দু'টির দৈর্ঘ্য 30 সেমি ও 40 সেমি হলে, তার বাহু কত সেমি ?
(a) 25 সেমি
(b) 120 সেমি
(c) 100 সেমি
(d) 200 সেমি।
7. নীচের কোনটি জলের খরতার কারণ?
(a) লৌহঘটিত লবণ।
(b) সালফেট লবণ।
(c) ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়ামের বাইকার্বনেট
(d) সবকটি
8. পুকুর বা জলাশয়ে বেশি ডিটারজেন্ট ব্যবহার করলে জলজ প্রাণীর বৃদ্ধি ব্যাহত হয় কেন?
(a) 02কমে যায় বলে
(b) 02 বেড়ে যায় বলে
(c) জলে নুন বেশি হয়ে যায় বলে
(d) জলে তেল বেড়ে যায় বলে
9. সিলিকন (Si) ও অ্যালুমিনিয়াম (Al) সমৃদ্ধ স্তরকে বলে—
(a) সিমা
(b) সিল স্তর
(c) কেন্দ্রমণ্ডল
(d) কোনােটিই নয়
10. রাষ্ট্রসংঘ আয়ােজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন হয়-
(a) 1970 খ্রিস্টাব্দে
(b) 1990 খ্রিস্টাব্দে
(c) 1972 খ্রিস্টাব্দে
(d) 1975 খ্রিস্টাব্দে
12. 29-30 এপ্রিল, ভারত-দক্ষিণ আফ্রিকা বিজনেস সামিট- ২০১৮ কোন্ শহরে অনুষ্ঠিত হয়েছিল?
(a) নতুন দিল্লি
(b) জোহানেসবার্গ
(c) প্রিটোরিয়া
(d) কেপটাউন
12. ভার্মি কম্পােস্ট তৈরি করতে কোন জীবটির সাহায্য লাগে?
(a) কচুরিপানা
(b) ইঁদুর
(c) কেঁচো
(d) ব্যাকটেরিয়া
13. যদি লাভ : ক্ষতি হয়, তাহলে নিম্নের কোন জোড়াটি সঠিক?
(a) সম্পূর্ণ : অংশ
(b) সফলতা : ব্যর্থতা
(c) প্রাপ্তবয়স্ক : শিশু
(d) টাকা : পয়সা
14. বাল্যবিবাহ নিয়ন্ত্রণে ‘চাইল্ড ম্যারেজ রেসট্রেনট অ্যাক্ট' কবে চালু হয় ?
(a) 1987 খ্রিস্টাব্দে
(b) 1929 খ্রিস্টাব্দে
(c) 1950 খ্রিস্টাব্দে
(d) 1945 খ্রিস্টাব্দে
15. ক্যাডমিয়াম থেকে মানবদেহে সৃষ্ট রােগ কোনটি?
(a) মিনামাটা
(b) ইটাই-ইটাই
(c) ডিসলেক্সিয়া
(d) ক্যানসার
16. মাটির অম্লতা হ্রাস করে
(a) ইউরিয়া
(b) পটাশ
(c) সালফার
(d) ফসফরাস
17.. একটি চাকা 88 কিমি অতিক্রম করতে 1000 পাক ঘােরে। চাকাটির ব্যাস কত মিটার?
(a) 24 মিটার
(b) 40 মিটার
(d) 14 মিটার
(c) 28 মিটার
18.. আফগানিস্তানের পার্লামেন্টকে কী বলা হয় ?
(a) সােংডু
(b) শােরা
(c) মজলিস
(d) ন্যাশনাল পিপলস কংগ্রেস
19.. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এর পরিসীমা 64 সেমি হলে, প্রস্থ কত সেমি হবে?
(a) 64 সেমি।
(b) 32 সেমি
(c) 16 সেমি
(d) 8 সেমি
20. স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
(a) কে ভি কে সুন্দরম
(b) সুকুমার সেন
(c) এস পি সেন ভার্মা
(d) আর কে ত্রিবেদী
21.ভারত সরকারের সরকারি দলিল কী নামে পরিচিত?
(a) সাদা বই
(b) হলুদ বহ
(c) শ্বেতপত্র
(d) লাল বই
1. ধাতুর ভেজাল নির্ণয়ের সূত্র আবিস্কার করেন কে?
(ক) ডেমােক্রিটাস
(খ) কেপলার
(গ) আর্কিমিডিস
(ঘ) স্নেল
2. লিভারের নীতি আবিস্কার করেন কে?
(ক) নিউটন
(খ) গ্যালিলিও
(গ) আর্কিমিডিস /
(ঘ) অ্যারিস্টটল
3। পদার্থের অবিভাজ্য এককের নাম এটম দেন কে?
(ক) ডেমােক্রিটাস
(খ) নিউটন
(গ) ডাল্টন
(ঘ) থেলিস
4। পদার্থের স্থিতিস্থাপক ধর্ম অনুসন্ধান করেন কে?
(ক) রজার বেকর
(খ) রবার্ট রয়েল
(গ) রবার্ট হুক
(ঘ) নিউটন
5। কে বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলাের বেগ পরিমাপ করেন?
(ক) কেপলার
(খ) রােমার
(গ) গ্যালিলিও
(ঘ) ডা. গিলবার্ট
6। “বস্তু থেকে আমাদের চোখে আলাে আসে বলেই আমরা বস্তুকে দেখতে পাই" । একথা কে বলেন?
(ক) টলেমি
(খ) আল হাইথাম
(গ) আল হাজেন
(ঘ) রজার বেকন
7। আলাের প্রতিসরণের সূত্র আবিস্কার করেন কে?
(ক)হুক
(খ) স্নেল
(গ) বয়েল
(ঘ) ওয়েসিক
8। ক্যালকুলাস কার আবিস্কার?
(ক)আর্কিমিডিস
(খ) নিউটন
(গ) আল-হাজেন।
(ঘ) রজার বেকন
9। পাখির উড়া দেখে উড়ােজাহাজের মডেল তৈরি করেন কে?
(ক) রজার বেকন
(খ) লিউনার্দো দা ভিঞ্চি
(গ) জেমস ওয়াট
(ঘ) রাইট ভাতৃদ্বয়
10। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে?
(ক) আর্কিমিডিস
(খ) গ্যালিলিও
(গ) রজার বেকন
(ঘ) নিউটন
11। “পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমেই বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিৎ” এটি কার মত?
(ক) ইউক্লিড
(খ) গ্যালিলিও
(গ) নিউটন
(ঘ) রজার বেকন
12। উইন্ডমিল বা বায়ুকলের উল্লেখ পাওয়া যায় কোন মুসলিম বিজ্ঞানীর গ্রন্থে?
(ক) গ্যালিলিও
(খ) আল মাসুদী
(গ) আল হাজেন
13। ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশ ঘটান কে?
(ক) মেল।
(খ) হাইগেন
(গ) নিউটন
(ঘ) গ্যালিলিও
14। আলাের তরঙ্গ তত্ত্বের উদ্ভাবন করেন কে?
(ক) ডেমােক্রিটাস
(খ) হাইগেন
(গ) রজার বেকন
(ঘ) আল-মাসুদী
15। বায়ু পাম্প আবিস্কার করেন কে?
(ক) ভন গুয়েরিক
(খ) রােমার
(গ) গিলবার্ট
(ঘ) থেলিস
16। ত্বরণ ও গতির সংজ্ঞা দেন কোন বিজ্ঞানী?
(ক) গ্যালিলিও
(খ) রজার বেকন
(গ) আর্কিমিডিস
(ঘ) আল হাজেন।
17। তাড়িত দুর্বল বল আবিস্কার করেন কে?
(ক) হাইগেন
(খ) আব্দুস সালাম
(গ) মেল
(গ) গিলবার্ট
18। পরমাণু যে ফিশনযােগ্য এটি সর্বপ্রথম কারা আবিস্কার করেন?
(ক) ওটোহান ও স্ট্রেসম্যান
(খ) প্ল্যাঙ্ক ও বাের
(গ) ওটোহান ও রাইট
(ঘ) স্ট্রেসম্যান ও প্ল্যাঙ্ক
19। এক্স-রে আবিস্কার করেন কে?
(ক) ম্যাক্সওয়েল
(খ) গ্যালিলিও
(গ) অ্যারিস্টটল
(ঘ) রন্টজেন
20। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্টন স্তরের ধারণা দেন কে?
(ক) রাদারফোর্ড
(খ) নীলস বাের ।
(গ) ওটো হান
(ঘ) রনজেন।
1. স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’-কে লিখেছিলেন?
(A) দ্বিজেন্দ্রলাল রায়
(B)হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(C) নবীনচন্দ্র সেন
(D) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
2. ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন’ কে স্থাপন করেন?
(A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
(B) বিপিনচন্দ্র পাল
(C) বারীন্দ্র ঘােষ
(D) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
3. আলিপুর বােমার মামলায় অরবিন্দ ঘােষকে কে আইনি সমর্থন করেছিলেন?
(A) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(B) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(C) বিপিনচন্দ্র পাল
(D) চিত্তরঞ্জন দাশ
4. অমর্ত্য সেনের মতে ভারতে জন্মহার কমানাের মূল উপায় হল-
(A) নারী শিক্ষার উন্নয়ন
(B) মৃত্যুহার কমানাে
(C) মাথাপিছু আয় বাড়ানাে
(D) উৎপাদনের হার বাড়ানাে
5. কলকাতা বিশ্ববিদ্যালয় কোন্ সালে স্থাপিত হয়?
(A) 1855
(B) 1856
(C) 1857
(D) 1858
6, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন—
(A) কার্জন
(B) ক্যানিং
(C) লরেন্স
(D) ডাফরিন
7. কার কাছ থেকে ইস্ট ইণ্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল?
(A) সুজা-উদ-দৌলা
(B) ঔরঙ্গজেব
(C) প্রথম বাহাদুর শাহ
(D) দ্বিতীয় শাহ আলম
8. সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে
ছিলেন?
(A) লর্ড হেস্টিংস
(B) ওয়েলেসলি
(C) ডালহৌসি
(D) ক্যানিং
8. বিশ্বের প্রথম উপগ্রহ ক্ষেপণ করে কোন দেশ?
(A) জাপান
(B) সােভিয়েত রাশিয়া
(C) ফ্রান্স
(D) মার্কিন যুক্তরাষ্ট্র
10. কোন্ সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন?
(A) গিয়াসুদ্দিন বলবন
(B) আলাউদ্দিন খলজি
(C) মহম্মদ বিন তুঘলক
(D) ফিরােজ তুঘলক
11. হােমরুল আন্দোলনের একজন নেতার নাম-
(A) অ্যানি বেসান্ত
(B) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
(C) অরবিন্দ ব্যানার্জী
(D) বিপিনচন্দ্র পাল
12. জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যটি হল—
(A) মধ্যপ্রদেশ
(B) মহারাষ্ট্র
(C) উত্তরপ্রদেশ
(D) পশ্চিমবঙ্গ
13. হিমালয় পর্বতশ্রেণি হল-
(A) নবীন ভঙ্গিল পর্বত
(B) অবশিষ্ট পর্বত
(C) আগ্নেয়গিরি
(D) স্কুপ পর্বত
14. “গরিবি হঠাও' স্লোগানটি কোন্ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত হয়েছিল?
(A) তৃতীয় পরিকল্পনা
(B) চতুর্থ পরিকল্পনা
(C) পঞ্চম পরিকল্পনা
(D) ষষ্ঠ পরিকল্পনা
15. কবে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়?
(A) 31 মে ।
(B) 7 এপ্রিল
(C) 11 জুলাই
(D) 4 অক্টোবর
16. কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল?
(A) 13ই এপ্রিল, 1919
(B) 15ই এপ্রিল, 1921
(C) 21শে এপ্রিল, 1922
(D) 25শে সেপ্টেম্বর, 1925
17. মিনান্দার বা মিলিন্দ কোন্ বংশের রাজা?
(B) রােমান।
(A) গ্রিক
(C) ব্যাকট্রিও গ্রিক
(D) পহুব
18, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?
(A) বিম্বিসার
(B) মহাপদ্মনন্দ
(C) অজাত শত্রু
(D) ধননন্দ
19. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কী?
(A) সমাচার দর্পণ
(B) সংবাদ কৌমুদী
(C) সংবাদ প্রভাকর
(D) তত্ত্ববােধিনী পত্রিকা
20. প্রাচীন ভারতে কে অমিত্রঘাত’ উপাধি ধারণ করেছিলেন?
(A) অজাতশত্রু
(B) চন্দ্রগুপ্ত মৌর্য
(C) বিন্দুসার
(D) অশােক
1. প্রার্থনা সমাজ স্থাপিত হয় কোথায়?
(a) বম্বেতে
(b) মাদ্রাজে
(c) কলকাতায়
(d) দিল্লিতে
2. রাষ্ট্রপতি-প্রধান সরকারে যা থাকে-
(a) দায়িত্বে থাকার নির্দিষ্ট সময়
(b) প্রশাসন ও পরিষদীয় ব্যবস্থা কেউই কারওর উপর হস্তক্ষেপ করে না
(c) জনপ্রিয় ভােটের মাধ্যমে রাষ্ট্রপতির নির্বাচন
(d) সবকটিই
3. নিম্নলিখিত কোন্ খােদিত লিপিটিতে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশির সঙ্গে সম্বন্ধিত?
(a) মাস্কি
(b) হাতিগুম্ফা
(c) আইহােল
(d) নাসিক
4. নিম্নলিখিত কোন্ শাসক মনসবদারি ব্যবস্থার প্রবর্তন করেছিলেন
(a) শাজাহান
(b) শেরশাহ
(c) আকবর
(d) জাহাঙ্গির
5. রাষ্ট্রপতি সংসদের দুই কক্ষে সর্বমােট কতজন সদস্য মনােনীত করতে পারেন-
(a) 16 জন
(b) 10 জন
(c) 12 জন
(d) 14 জন
6. হাইড্রলিক প্রেস (Hydraulic Press) যে পদ্ধতি
অনুসারে কার্য করে—
(a) পাসক্যাল সুত্র
(b) বারনৌলির নীতি
(c) আর্কিমিডিসের নীতি
(d) বয়েলের সূত্র
7. ইলেক্ট্রিক্যাল কন্ডাক্টান্স (Electrical conductance) এর একক-
(a) ওহম
(b) ওহমcu
(c) এম এইচ ও
(d) এম এইচ ও cu-1
8. প্রদীপের সলতের আলাের তীব্রতা বৃদ্ধি পায় কারণ—
(a) চাপের তফাতের জন্য
(b) capillarity-এর দশা
(c) তেলের কম viscosity-এর জন্য
(d) cohesion শক্তির জন্য
9. সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করতে প্রয়ােজনীয় সংবিধানের ধারাটি—
(a) ধারা 14
(b) 19 ধারা
(c) ধারা 29
(d) ধারা 32
10, ভারতের ক্যাবিনেট মিশনকে পাঠানাে হয়েছিল—
(a) জাতীয় সরকার তৈরির জন্য
(b) ক্ষমতা হস্তান্তরের জন্য সাংবিধানিক ব্যবস্থা করার কারণে।
(c) জিন্নার পাকিস্তানের দাবি মেনে নেওয়ার জন্য
(d) ভারতকে স্বাধীনতা না দেওয়ার জন্য
11. সবচেয়ে বেশি বয়সে কে ব্রিটেনের সিংহাসনে
বসেছিলেন ?
(a) রানি ভিক্টোরিয়া
(b) দ্বিতীয় রানি এলিজাবেথ
(c) রানি মেরি টুডর
(d) রানি অ্যানে
12. খিলাফৎ আন্দোলন শুরু হয়েছিল যার অবমাননার প্রতিবাদে
(a) তুর্কির খলিফা
(b) আগা খান
(c) মহম্মদ আলি জিন্না
(d) আবুল কালাম আজাদ
13. নিম্নলিখিত কোন ব্যক্তি অল ইন্ডিয়া মুসলিম লিগ স্থাপন করেছিলেন
(a) সৈয়দ আহমেদ খান
(b) মুহাম্মদ আলি
(c) আগা খান।
(d) হামিদ আলি খান
14. ভারতের নির্বাচন কমিশনারকে কে নিয়ােগ করেন—
(a) প্রধান বিচারপতি
(b) রাষ্ট্রপতি
(c) সংসদ
(d) প্রধানমন্ত্রী
15. ক্যাপিটাল মার্কেটের রেগুলেটর হচ্ছে—
(a) NSE
(b) RBI
(c); SEBI
(d) IRDA
23. প্রথম মহিলা বিচারপতি নিয়ােগের গৌরব যে হাইকোর্টের, তা হল-
(a) গৌহাটি হাইকোর্ট
(b) এলাহাবাদ হাইকোর্ট
(c) দিল্লি হাইকোর্ট
(d) হিমাচল প্রদেশ হাইকোর্ট
24. যখন একটি চলন্ত গাড়ি হঠাৎ থেমে যায় তখন আরােহী সামনে ঝুঁকে পড়েন কারণ—
(a) সেন্টিফুগ্যাল ফোর্স
(b) ইনারশিয়া অফ রেস্ট
(c) ইনারশিয়া অফ কোশান
(d) গ্রাভিটেশনল ফোর্স
25. দক্ষিণ আফ্রিকায় যে বর্ণবৈষম্যের নীতি চালু ছিল তাকে বলা হয়-
(a) নির্জোট
(b) সিভিল রাইটস আন্দোলন
(c) আর্পাথাইড
(d) সুয়ারেজ
26. আলেকজান্ডার কাকে পরাজিত করে পারস্য জয় করেন?
(B) ২য় দরায়ুস।
(A) ১ম দরায়ুস
(C) ৩য় দরায়ুস।
(D) ফিলিপ
27. আলাের কোন ধর্মের জন্য জলের মধ্যে ঘসা কাচকে(ground glass) স্বচ্ছ দেখায় ?
(A) প্রতিফলন
(B) প্রতিসরণ
(C) ব্যাতিচার
(D) তরঙ্গধর্ম
28. আলেকজান্ডারের শিক্ষক ছিলেন—
(A) CATE
(B) সেলুকাস
(C) ফিলিপ
(D) অ্যারিস্টটল
29. আলেকজান্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ কোথায় হয়েছিল?
(A) খাড়ি অঞ্চলে
(B) হিন্দুকুশ পর্বতে
(C) কাড়ি নামক স্থানে
(D) সিন্ধু প্রদেশে .
30. হিদাসপিস বা ঝিলমের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
(A) রঞ্জিত সিংহ ও ইংরেজদের মধ্যে
(B) আলেকজান্ডার ও পুরুর মধ্যে
(C) চন্দ্রগুপ্ত ও ধননন্দের মধ্যে
(D) এদের কারও মধ্যে নয়।
31. মটরগাছের আকৰ্ষ প্রধানত কোন্ অশের রূপান্তর?
(A) পাতা
(B) ফুল
(C) ফল
(D) মূল
32. কোন্ কোশ অঙ্গাণুটি আত্মঘাতী থলি' নামে পরিচিত?
(A) রাইবােজোম
(B) মাইটোকন্ড্রিয়া
(C) গলগিবডি
(D), লাইসােজোম
33. ডিমিট্রিয়াস বা ডিমিট্রি কোন্ বংশের রাজা?
(A) পারস্য
(B) ব্যাকট্রিও গ্রিক
(C) পার্থিয়
(D) শক
34. নীচের কোন্ ধাতু এবং অধাতু উভয়ের মতাে আচরণ করে?
(A) নিয়ন
(B) আর্গন
(C) ক্রিপটন
(D) বােরন
35. কোন্ শ্বেতকণিকা অ্যালার্জি প্রতিরােধ করে ?
(A) বেসসাফিল
(B) মনােসাইট
(C) ইওসিনােফিল
(D) নিউট্রোফিল
36. আসিফ আলি জারদারির রাজনৈতিক দলের নাম
(A) পাকিস্তান মুসলিম লিগ
(B) পিপলস ন্যাশনাল পার্টি
(C) ন্যাশনাল ফোরাম অফ পাকিস্তান
(D) পাকিস্তান পিপলস পার্টি
37. পশ্চিমবঙ্গের মােট জেলা ক-ট?
(A) 18
(B) 19
(C) 17
(D) 16
38. সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘােষণা করেন?
(A) ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন
(B) ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডােনাল্ড
(C) লর্ড লিটন
(D) এ. বি. আলেকজান্ডার
1. শালগাছ হল একটি-
(A) পর্ণমােচী গাছ (deciduous)
(B) চিরসবুজ গাছ (evergreen)
(C) জেরােফাইট (xerophyte) ,
(D) কনিফেরাস (coniferous)
2. বালিয়াড়ি নিম্নলিখিত অঞ্চলের প্রধান ভূমিরূপ-
(A) পূর্ব রাজস্থান
(B) পশ্চিম রাজস্থান
(C) পাঞ্জাব
(D) গুজরাট
3. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
(A) জওহরলাল নেহেরু
(B) রাজেন্দ্র প্রসাদ
(C) রাজা গােপালাচারী
(D) লর্ড মাউন্টব্যাটেন
4. নীচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় ?
(A) বেতার তরঙ্গ
(B) X-রশ্মি
(C) দৃশ্য আলোেক
(D) শব্দ তরঙ্গ
5. একটি রকেট পৃথিবী থেকে চাদে নেমে পৃথিবীতে ফিরে এলে রকেটটির সব থেকে বেশি শক্তি লাগবে কখন?
(A) চাদে নামতে
(B) চাঁদ থেকে উঠতে
(C) পৃথিবী থেকে উঠতে
(D) পৃথিবীতে নামতে
6. রক্তচাপ মাপার যন্ত্রের নাম-
(A) ব্যারােমিটার
(B) স্ফিগমােম্যানােমিটার
(C) টোনােমিটার
(D) কোনােটিই নয়
7. দলশূন্য ফুলগুলির পরাগ সংযােগ হয়—
(A) মৌমাছি দ্বারা
(B) পাখি দ্বারা
(C) প্রজাপতি দ্বারা
(D) বায়ু দ্বারা
8. যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হল—
(A) ভিটামিন-এ
(B) ফোলিক অ্যাসিড
(C) ভিটামিন-ডি
(D) ভিটামিন-কে
9. রেট্রোভাইরাসের আর. এন. এ. থেকে ডি. এন. এ. উৎপন্ন হয়—
(A) ডি. এন. এ. পলিমারেজ দ্বারা
(B) আর. এন. এ. পলিমারেজ দ্বারা
(C) এন্ডােনিউক্লিয়েজ দ্বারা
(D) রিভার্স ট্রান্সক্রিপটেজ দ্বারা
10. সায়ক কোশে কী সঞ্চিত হয় ?
(A) তড়িৎ আধান
(B) তড়িৎ বিভব
(C) সিসা বা অন্য কোনাে ধাতু
(D) রাসায়নিক শক্তি
11. সামাজিক অবস্থিতির পরিপ্রেক্ষিতে কোনাে ব্যক্তির কাছে প্রত্যাশিত ব্যবহারিক ছককে বলা হয়-
(A) সামাজিক অবস্থান
(B) ভূমিকা
(C) শ্রেণি
(D) স্ব-উপাদান
12. কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল—
(A) ভূ-পৃষ্ঠ থেকে তার দূরত্বের উপর নির্ভরশীল
(B) পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের সমানুপাতী
(C) তার ভরের ব্যস্তানুপাতী
(D) 24 ঘন্টা
13. দৈবপুত্র শাহানুশাহী’ কাদের উপাধি ছিল?
(A) মৌর্য রাজাদের
(B) কুষাণ রাজাদের
(C) গুপ্ত রাজাদের
(D) চোল রাজাদের
14. একরাট', কবিরাজ’, ‘পরাক্রমাঙ্ক’ উপাধিগুলি কার ?
(A) প্রথম চন্দ্রগুপ্ত
(B) স্কন্ধগুপ্ত
(C) সমুদ্রগুপ্ত
(D) এদের কেউ নয়
15. ডেইমাকস (গ্রিক রাজা এন্টিয়ােকাম প্রেরিত) কার রাজসভায় এসেছিলেন?
(A) বিম্বিসার
(B) অজাতশত্রু
(C) বিন্দুসার
(D) চন্দ্রগুপ্ত মৌর্য
16, “বিক্রমাদিত্য' ছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্য একটি উপাধি
(D) সম্রাট
(A) ভারতের নেপােলিয়ন
(B) সাহসাঙ্ক
(C) সর্বোরাজোচ্ছেতা
17. ইব্রাহিম লােদী কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরােহণ করেন?
(A) 1528 খ্রিঃ
(B) 1526 খ্রিঃ
(C) 1515 খ্রিঃ
(D) 1517 খ্রিঃ
18. বাবর তার পিতার মৃত্যুর পর কোন রাজ্য চালনার দায়িত্ব পান?
(A) ফরগনা
(B) সমরখন্দ
(C) কাবুল
(D) খােরাসান
19.পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
(A) বাবর ও ইব্রাহিম লােদীর মধ্যে
(B) বাবর ও রানা সংগ্রামের মধ্যে
(C) বাবর ও তৈমুরলঙ-এর মধ্যে
(D) এরা কেউ নয়
20. ভারতের কোন্ সুলতানের আমন্ত্রণে বাবর সর্বপ্রথম ভারতবর্ষের দিকে দৃষ্টিপাত করেন?
(A) ইব্রাহিম লােদী
(B) আলম খাঁ লােদী
(C) দৌলত খাঁ লােদী
(D) সাহেবানী খা