২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বা মার্কশিট তৈরি করার পদ্ধতি ।
২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে
২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি |
সহজে জেনে নেওয়া যাক কি ভাবে হবে 2021সালের উচ্চমাধ্যমিকের রেজাল্ট বা মার্কশিট তৈরি।
উচ্চমাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি 2021
২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার 4 টি বিষয়ের সর্বোচ্য নম্বরের উপর ভিত্তি করে 40% নম্বরের weightage এবং ২০২০ সালের XI-এর বার্ষিক পরীক্ষার Theory তে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে 60% নম্বরের weightage এবং এর সঙ্গে XII-এর Project/Practical নম্বরের যুক্ত করে।
মূল সূত্র হিসাবে ধরা হয়েছে।
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি সূত্র
◼️Lab Based Subject:
🔷A=(28x মাধ্যমিকের সর্বোচ্চ 4টি বিষয়ের নম্বরের সমষ্টি)÷400
🔷B=(42x একাদশের ওই বিষয়ের Theory এর প্রাপ্ত নম্বর) ÷70
🔷C=2021 সালের দ্বাদশ শ্রেণীর Project ও Practical এর নম্বর
⏹️প্রাপ্ত নম্বর = A+B+C
◼️Non-Lab Based Subject
🔷A=(32x মাধ্যমিকের সর্বোচ্চ 4টি বিষয়ের নম্বরের সমষ্টি)÷400
🔷B=(48x একাদশের ওই বিষয়ের Theory এর প্রাপ্ত নম্বর) ÷80
🔷C=2021 সালের দ্বাদশ শ্রেণীর Project এর নম্বর
⏹️মোট প্রাপ্ত নম্বর = A+B+C