২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বা মার্কশিট তৈরি করার পদ্ধতি ।

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে

২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বা মার্কশিট তৈরি করার পদ্ধতি ।
২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি
২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি ঠিক কিভাবে হবে তা জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এর সাথেই বলা হয়েছে এই মূল্যায়ন পদ্ধতিতে যদি কারও কোন অসন্তোষ থেকে থাকে তাহলে সরকারের অনুমােদনে সংসদ কর্তৃক ভবিষ্যতে লিখিত পরীক্ষার সুযােগ দেওয়া হবে এবং সেই পরীক্ষারফ ফলাফল চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে ও পূর্ববর্তী পরীক্ষার ফলাফল বাতিল হিসেবে গণ্য হবে।

সহজে জেনে নেওয়া যাক কি ভাবে হবে 2021সালের উচ্চমাধ্যমিকের রেজাল্ট বা মার্কশিট তৈরি।


উচ্চমাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি 2021


২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার 4 টি বিষয়ের সর্বোচ্য নম্বরের উপর ভিত্তি করে 40% নম্বরের weightage এবং ২০২০ সালের XI-এর বার্ষিক পরীক্ষার Theory তে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে 60% নম্বরের weightage এবং এর সঙ্গে XII-এর Project/Practical নম্বরের যুক্ত করে।

মূল সূত্র হিসাবে ধরা হয়েছে।


উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি সূত্র

◼️Lab Based Subject:


🔷A=(28x মাধ্যমিকের সর্বোচ্চ 4টি বিষয়ের নম্বরের সমষ্টি)÷400

🔷B=(42x একাদশের ওই বিষয়ের Theory এর প্রাপ্ত নম্বর) ÷70

🔷C=2021 সালের দ্বাদশ শ্রেণীর Project ও Practical এর নম্বর


⏹️প্রাপ্ত নম্বর = A+B+C


◼️Non-Lab Based Subject

🔷A=(32x মাধ্যমিকের সর্বোচ্চ 4টি বিষয়ের নম্বরের সমষ্টি)÷400

🔷B=(48x একাদশের ওই বিষয়ের Theory এর প্রাপ্ত নম্বর) ÷80

🔷C=2021 সালের দ্বাদশ শ্রেণীর Project এর নম্বর


⏹️মোট প্রাপ্ত নম্বর = A+B+C






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url