জীববৈচিত্র্য কী? (What is biodiversity

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

জীববৈচিত্র্য কী? (What is biodiversity?

জীববৈচিত্র্য বা বায়ােডাইভারসিটি (গ্রিক শব্দ bios = life, diversity = form) হল সুস্থ ও কার্যকর বাস্তুতন্ত্রের ভিত্তি৷ বায়ােডাইভারসিটি কথাটির প্রথম প্রচলন করেন W G Rosen (1985), যদিও সমাজজীববিদ (sociobiologist)

Edward Wilson বায়ােডাইভারসিটি’ শব্দটিকে জনপ্রিয় করেছেন। উর্বর মার্টি, নির্মল বাতাস, জল, অপরিমিত বনজ সম্পদ এবং অসংখ্য জীবজন্তু, পােকামাকড় সকলই সুস্থ ও কার্যকর বাস্তুতন্ত্রের জন্য আবশ্যক। জীববৈচিত্র্য বলতে বস্তুত প্রতিটি বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রকার জীকে উপস্থিতিকে বােঝায়। 

সাধারণত, জীববৈচিত্র্যকে তিনটি আন্তঃসম্পর্কিত ধারণার দ্বারা প্রকাশ করা হয়—

i. একটি নির্দিষ্ট প্রজাতির জীবেদের মধ্যে জিনগত বৈচিত্র্য

ii.বিভিন্ন প্রজাতির জীবেদের মধ্যে বৈচিত্র্য এবং

iii. বাস্তুতন্ত্রের বৈচিত্রের দ্বারা।


সংজ্ঞা : জিনগত প্রকরণে, প্রজাতির বিভিন্নতায়, বাস্তুতান্ত্রিক বৈচিত্রে জীবের যে বিভিন্ন প্রকারের সমারােহ দেখা যায়, তাকে জীববৈচিত্র বা

বায়ােডাইভারসিটি বলে।


অথবা, কোনাে নির্দিষ্ট স্থানে উপস্থিত বিভিন্ন প্রকার জীবের (উদ্ভিদ, প্রাণী ও জীবাণুর) সমষ্টিকে ওই সময়ে ওই স্থানের জীববৈচিত্র্য বলে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url