ভারতে বর্তমানে কে কোন পদে যুক্ত আছেন
ভারতে বর্তমানে কে কোন পদে যুক্ত আছেন
Hello Dear Students,
আজ আমি আপনার সাথে ভারতে বর্তমানে কে কোন পদে যুক্ত আছেন PDF শেয়ার করছি যা যে কোনো competitive examএর বা Wbcs,SSC,TET,RRB NTPC, Group-D এর পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ।সম্পূর্ণ বাংলাতে পশ্চিমবঙ্গে সরকারি চাকরির পরীক্ষায় যেমন WBCS ,WBP,NTPC, TET পরীক্ষায় আসার মতো । ভারতে বর্তমানে কে কোন পদে যুক্ত আছেন পিডিএফ , পশ্চিমবঙ্গের জিকে প্রশ্ন উত্তর in Bengali pdf টি আপনাদের খুব সাহায্য করবে। তাই সময় নষ্ট না করে নীচের লিঙ্কটিতে ক্লিক করে সম্পূর্ণ ফ্রি পিডিএফ ফাইল সংগ্রহ করুন।
নমুনা প্রশ্ন উত্তর |
বর্তমানে কে কোন পদে যুক্ত আছেন
👍 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি?
উঃ এনভি রামানা
👍 ভারতের অ্যাটর্নি জেনারেলের নাম কি?
উঃ কে কে ভেনুগােপাল।
👍 ভারতের সেনাবাহিনীর প্রধান কে?
উঃ মনােজ মুকুন্দ নারভানে।
👍 ভারতের বিমান বাহিনীর প্রধান কে?
উঃ রাকেশ কুমার সিং ভাদোরিয়া।
👍 ভারতের নৌ বাহিনীর প্রধান কে?
উঃ অ্যাডমিরাল করমবীর সিং।
👍ভারতের রাষ্ট্রপতির নাম কি?
উঃ রামনাথ কোবিন্দ।
👍 ভারতের উপরাষ্ট্রপতির নাম কি?
উঃ এম ভেঙ্কাইয়া নাইডু।
👍রাজ্যসভার চেয়ারম্যানের নাম কি?
উঃ এম ভেঙ্কাইয়া নাইডু।
👍লােকসভার স্পিকার -এর নাম কি?
উঃ ওম বিড়লা।
👍 লোকসভার ডেপুটি স্পিকারের নাম কি?
উঃ এম থাম্বিদুরাই।
👍 ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে?
উঃ সুশীল চন্দ্রা
👍 ভারতের প্রধানমন্ত্রীর নাম কি?
উঃ নরেন্দ্র মােদি।
👍 ভারতের ক্যাবিনেট সচিব কে?
উঃ রাজিব গৌবে।
👍 ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে?
উঃ অজিত কুমার দোভাল।
👍 DRDO -এর ডিরেক্টর জেনারেল কে?
উঃ ডক্টর জি সতীশ রেডি।
👍 ভারতের অর্থ সচিবের নাম কি?
উঃ অজয় ভূষণ পান্ডে।
👍 NIA ডিরেক্টর জেনারেল কে?
উঃ কুলদিপ সিং
👍 IB ডিরেক্টর কে?
উঃ অরবিন্দ কুমার।
👍 সিবিআই =এর ডিরেক্টর কে?
উঃ সুবোধ কুমার জেইসওয়াল
👍 RAW -এর ডিরেক্টর কে?
উঃ সামন্ত কুমার গােয়েল।
👍 BSF -এর ডিরেক্টর জেনারেল কো?
উঃ রাকেশ আস্তানা।
👍 CRPF -এর ডিজি কে?
উঃ কুলদিপ সিং
👍 নীতি আয়ােগ -এর চেয়ারম্যান কে?
উঃ নরেন্দ্র মােদি।
👍 নীতি আয়ােগ -এর ভাইস চেয়ারম্যান কে?
উঃ ডক্টর রাজীব কুমার।
👍 ইসরাের চেয়ারম্যানের নাম কি?
উঃ ডক্টর কে সিবান।
👍 নীতি আয়ােগের সিইও এর নাম কি?
উঃ অমিতাভ কান্ত।
👍 জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন কে?
উঃ রেখা শর্মা।
👍 জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে?
উঃ এইচ এল দাত্তু।
👍 ভাবা এটমিক রিসার্চ সেন্টার এর ডিরেক্টর কে?
উঃ অজিত কুমার মােহান্তি।
👍 SAIL -এর চেয়ারম্যানের নাম কি?
উঃ সােমা মন্ডল।
👍 BSNL -এর চেয়ারম্যানের নাম কি?
উঃ P. K, Purwar
👍 রিজার্ভ ব্যাংকের গভর্নর -এর নাম কি?
উঃ শক্তিকান্ত দাস। (২৫ তম)
👍 NABARD -এর চেয়ারম্যান কে?
উঃ জি আর চিন্তালা।
👍 NASSCOM -এর প্রেসিডেন্ট কে?
উঃ দেবানি ঘােষ।
👍 CBSE -এর চেয়ারপার্সন কে?
উঃ মনােজ আহুজা।
👍 UPSC চেয়ারম্যানের নাম কি?
উঃ প্রদীপ কুমার যােশী।
👍 SSC -এর চেয়ারম্যান কে?
উঃ সুজাতা চতুর্বেদী
👍 ICC -এর বর্তমান চেয়ারম্যান এর নাম কি?
উঃ গ্রেগ বার্ক্লে
👍 FIFA -এর চেয়ারম্যান কে?
উঃ জিয়ান্নি ইনফান্তিনাে।
👍 NASA -র বর্তমান চেয়ারম্যান ক?
উঃ বিল নেলসন
👍 BCCI -এর বর্তমান চেয়ারম্যান ক?
উঃ সৌরভ গাঙ্গুলী।
👍 এস বি আই এর বর্তমান চেয়ারম্যান কে?
উঃ দিনেশ কুমার খাড়া
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- বর্তমানে কে কোন পদে যুক্ত আছেন
File Format:- Pdf
Quality:- High
File Size:- 2Mb
File Location:- Google Drive
Download: click Here to Download
Reated Posts
A. সমস্ত গুরুত্বপূর্ণ নোটপত্র একত্রে ডাউনলোড করুন click here