প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ ‌। একাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর।class 11 geography 2nd chapter question answer in bengali

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ ‌। একাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর।



(ক) বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বা MCQ   প্রতিটি প্রশ্নের মান


1, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কান্টের মতবাদ কী নামে পরিচিত?

A)নীহারিকা মতবাদ 

B) গ্যাসীয় মতবাদ

C)জোয়ারি মতবাদ 

D)মহাবিস্ফোরণ মতবাদ


2. পৃথিবী তথা মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে সর্বাধুনিক মতবাদটির নাম কী?*

A)গ্যাসীয় মতবাদ 

B)মহাবিস্ফোরণ মতবাদ

C)জোয়ারি মতবাদ 

D)ধূলিকণা মতবাদ


৪. সর্বাধিক ঘনত্বের অধিকারী। [সংসদ নমুনাপ্রশ্ন]

A)সিয়াল।

B)গুরুমণ্ডল

C)সিমা

D)কোদ্রমণ্ডল


.4 পৃথিবীর উৎপত্তির বিষয়ে চেম্বারলিন ও মূলটনের মতবাদটি কী নামে পরিচিত?

A)নীহারিকা মতবাদ

B)সংঘর্ষ মতবাদ

C)গ্রহকণিকা মতবাদ 

D)জোয়ারি মতবাদ


5, “মহাবিশ্ব আলাের চেয়ে আরও বেশি বেগে সম্প্রসারিত হচ্ছে।”—এ বিষয়টি কে আবিষ্কার করেন?

A)উইলসন

B)গ্যামাে

C)হাবল।

D)পেনজিয়াস


৬. মহাবিশ্ব যে এক অতিক্ষুদ্র বিন্দু থেকে শুরু হয়েছিল, তাকে আইনস্টাইন কী নামে অভিহিত করেছেন?

A)বিগ ব্যাং

B)আদি বিন্দু

C)পােটন

D)সিঙ্গুলারিটি


7.ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে পদার্থসমূহের ঘনত্বের কী পরিবর্তন হয় ?

A)বৃদ্ধি পায়।

B)হ্রাস পায়।

C)একই থাকে

D)হ্রাস ও বৃদ্ধি উভয়ই হয়


৪. সিয়াল ও সিমা কোন্ বিযুক্তিরেখা দ্বারা বিচ্ছিন্ন হয়েছে?

A)কনরাড

B)মােহাে

C)গুটেনবার্গ

D)বুলেন।


9. মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত?

A)গ্রানাইট

B)ব্যাসল্ট

Cকাদাপাথর

D)বেলেপাথর


10.ভূ অভ্যন্তরের কোন্ স্তরকে ‘নিফে’ বলে?

A)অশ্মমণ্ডল

B)গুরুমণ্ডল

Cকেন্দ্রমণ্ডল

D)ভূত্বক


11. ভূগর্ভে পরিচলন স্রোতের অস্তিত্ব সম্পর্কে কে প্রথম ধারণা দেন?

A)বেনাে গুটেনবার্গ

B)অ্যানড্রিজা মেহােরােভিসিক

C)ভিক্টর কনরাড

D)আর্থার হােমস্


12. পৃথিবীর কেন্দ্রের উয়তা প্রায়

A)2000 °সে.

B)3000 °সে.

C)6000 °সে.

D)12000 °সে.


13.ভূত্বরে গড় গভীরতা প্রায়

A)10 কিমি

B)30 কিমি

C)50 কিমি

D)100 কিমি


14. মহাদেশগুলি প্রধানত কোন্ শিলা দ্বারা গঠিত

A)ডলেরাইট

B)ডলােমাইট

C)ব্যাসাল্ট

D)গ্রানাইট


15. ভূঅভ্যন্তরের কোন স্তরে লােহা ও নিকেলের আধিক্য আছে?

A)শিলামণ্ডল।

B)কেন্দ্রমণ্ডল

C)গুরুমণ্ডল

D)ভূত্বক


6. ভুঅভ্যন্তরে 100 কিমি গভীরতা পর্যন্ত উন্নত প্রতি কিলােমিটারে কী হারে বৃদ্ধি পায়?

A)25 °সে.

B)৪ °সে.

C)30 °সে.

D)32 °সে.


17. আইসেস্ট্যাসি (Isostasyথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন?

A)ডাটন

B)বুগে।

C)অ্যারি

D)প্র্যাট


18.নিমজ্জিতপাতের ঢালু অশােকে বলা হয়—

A)ট্রান্সফর্ম চ্যুতি

B)বেনিয়ফ জোন

C)মধ্য-মহাসাগরীয় শৈলশিরা

D)ত্রিপাত অল


19.নেঙ্গ গঠনকারী অন্যতম প্রধান উপসটি হল-

A)ম্যাগনেশিয়াম

B)সিলিকা

C)নিকেল

D)অ্যালুমিনিয়াম


20. প্রতিদিন তন্ত্রেরণটিকে প্রবর্তনকন?

A)আইজ্যাকস্

B)অ্যারি

C)হেফোর্ড

D)প্র্যাট


21.কে প্রথম আন্দিজ পর্বতমালার অভিকর্যের মান নির্ণয় করেন?

A)পিয়ের বুগের

B)W বাওয়ি

C)জর্জ এভারেস্ট

D)জর্জ হ্যারি


22. পদার্থের ভাসমানতার ধর্মের ওপর ভিত্তি করে কে সমস্থিতি তত্ত্ব প্রবর্তন করেন

A)ডব্ল হাইস্কানেন

B)হেনরি প্র্যাট

C)জর্জ অ্যারি

D)জে, এফ. হেফোর্ড


23.সমুদ্রতলদেশের সমতল আগ্নে শীর্ষবিশিষ্ট  পর্বতগুলিকে কী বলে?

A)সামুদ্রিক শৈলশিরা

B)আগ্নেয়গিরি

C)মােনাডনক

D)গায়ট


25. সামুদ্রিক শৈলশিরার দু-পাশ থেকে যত দূরে যায় সামুদ্রিক অবক্ষেপে গভীরতরী পরিবর্তন হয়?

A)একই থাকে

B)প্রথমে বাড়ে, পরে কমে

C)বাড়ে

D)কমে


26, ভূত্বকের সিরাল’ ও ‘সি’ স্তরের মাঝে যে বিক্তিতল স্থিত তার নাম হল- [X14]

A)কনরাড বিবৃতিল 

B)মােহাে বিযুক্তিতল

C)রেপিঠি বিবৃতিল 

D)গুটেনবার্গ বিযুক্তিতল


21. মধ্যসাগরীয় শৈলশিরা সৃষ্টি হরেছে সিসেদ নমুনা প্রশ্ন)

A)পাতের অভিসারী চলনের ফলে

B)গিরিজনি আলােড়নের ফলে

C)পাতের প্রতিসারী চলনের ফলে

D)মহাভাবক আলােড়নের ফলে


28 ‘পাত’ শব্দটি প্রথম ব্যবহার কনে— X15]

A)উইলসন

B)অলিভার

C)পিচে

D)ম্যাকেঞ্জিও


29.ভূহকপঠনকারীবড়ো পাতের সংখ্যা

A)7টি 

B)10টি

C)20টি

D)30টি


30. বেনিয়ফ মণ্ডলের কৌণিকমান প্রায়

A)20°

B)45°

C)100°

D)240°


1. ভূঅভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির হার হল -

A)প্রতি 23 মিটার গভীরতায় 1° সেলসিয়াস

B)প্রতি 32 মিটার গভীরতায় 1° সেলসিয়াস

C)প্রতি 42 মিটার গভীরতায় 1° সেলসিয়াস

D)প্রতি 62 মিটার গভীরতায় 1° সেলসিয়াস। 



2. মহাদেশীয় ভূত্বকের ঘনত্ব হল।

A)2.65-2.85 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার/

B)2.45-2.65 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার/ 

C)2.85-2.95 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার

D)2.95-3.00 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। 


3. ভূত্বক বা সামুদ্রিক ভূত্বকের ঘনত্ব 

A)2.75-2.85 প্রতি ঘন সেন্টিমিটার

B)2.85-2.95 প্রতি ঘন সেন্টিমিটার

C)2.87-3.0 প্রতি ঘন সেন্টিমিটার

D)2.97-3-00 প্রতি ঘন সেন্টিমিটার।


4. মহাদেশীয় ভূত্বক কোন ধরনের

শিলা দিয়ে তৈরি? - 

A)বেলেপাথর

B)কাদাপাথর

C)গ্রানাইট

D)ব্যাসল্ট। 


5. মহাসাগরীয় বা সামুদ্রিক ভূত্বক গঠনকারী প্রধান শিলা হল –

A)গ্রানাইট

B)ব্যাসল্ট

C)কংগ্লোমারেট

D)শেল।


6. গুরুমণ্ডলের উধ্বসীমায় অবস্থিত বিযুক্তিতলটির নাম হল- 

A)মােহো বিযুক্তি

B)গুটেনবার্গ বিযুক্তি

C)কনরাড বিযুক্তি

D)বেনিয়ফবিযুক্তি। 


7. গুরুমণ্ডলের নিম্নসীমায় অবস্থিত বিযুক্তিতলটির নাম হল – 

A)মােহো বিযুক্তি

B)গুটেনবার্গ বিযুক্তি

C)কনরাড বিযুক্তি

D)বেনিয়ফ বিযুক্তি। 


৪. মেসােস্ফিয়ার বলতে বােঝায় –

A)উর্ধ্ব গুরুমণ্ডল 

B)অন্তঃস্থ কেন্দ্রমণ্ডল

C)নিম্ন গুরুমণ্ডল।

D)বহিস্থ কেন্দ্রমণ্ডল

9. ভূগর্ভে ভূকম্পের কম গতিবেগ অঞ্চল (Low Velocity Zone) যে গভীরতায় অবস্থিত –

A)50-100 কিমি

B)1000-2000 কিমি

C)100-250 কিমি

D)150-500 কিমি। ;


10. নিম্ন গুরুমণ্ডলের ব্যাপ্তি ভূগর্ভে-

A) 1000-2900 কিমি

B)2000-2900 কিমি

C)1500-3500 কিমি

D)1000-3900 কিমি।


11. পৃথিবীর কেন্দ্রমণ্ডলের বিস্তার হল –

A)2900-5371 কিমি/l

B)2900-6371 কিমি

C)2900-6377 কিমি।

D)2900-4371 কিমি



বিভাগ (খ) অতি-সংক্ষিপ্ত প্রশ্ন  প্রতিটি প্রশ্ন মান


সম্পূর্ণ বাক্যে উত্তর দাওঃ


1. নীহারিকা মতবাদের প্রথম প্রবক্তা কে ? 

ANS:- ইমানুয়েল কান্ট


 2. ইমানুয়েল কান্টের দেওয়া পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদটির নাম কী ?

ANS:-  নীহারিকা মতবাদ


 3. কোন সালে কাষ্ট নীহারিকা মতবাদ পেশ করেন?

ANS:- 1755] 


4. ফরাসি গণিতবিদ লাগ্লাসের পুরাে নাম কী 

ANS:- পিয়ের সিমন লাগ্লাস]


5, কান্ট নীহারিকা মতবাদের মাধ্যমে কী বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ? 

ANS:- পৃথিবীর উৎপত্তি] 


6. লাপ্লাসের পৃথিবীর জন্মসংক্রান্ত মতবাদ কী নামে পরিচিত ? 

ANS:- নীহারিকা মতবাদ] 


7. চেম্বারলিন-এর দেওয়া পৃথিবীর

জন্মসংক্রান্ত মতবাদ কী নামে পরিচিত?

 ANS:- আপাতসংঘর্ষ মতবাদ] 


8. কোন সালে লাপ্লাস নীহারিকা মতবাদ পেশ করেন? 

ANS:- 1796] 


9. চেম্বারলিন ও মুলটন কত সালে পৃথিবীর জন্মসংক্রান্ত মতবাদ দিয়েছেন?

ANS:- 1904] 


10. জিন্স ও জেফির দেওয়া পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদটির নাম কী?

ANS:- [জোয়ার তত্ত্ব] 


11. কোন সালে জিন্স ও জেফ্রি জোয়ার মতবাদ পেশ করেন?

ANS:- 1918]


 12, পৃথিবীর উৎপত্তিতে গ্রাহকণিকা তত্ব কে

দিয়েছেন?

ANS:- [এফ, আর, মূলটন] 


13. পৃথিবীর উৎপত্তিতে আপাত-সংঘর্ষ মতবাদ কে প্রস্তাব করেছেন? 

ANS:- টি, সি, চেম্বারলিন] 


1. ভূপৃষ্ঠ থেকে 100 কিলােমিটার গভীরে তাপমাত্রা প্রায় কত ডিগ্রি সেলসিয়াস?

ANS:- [1000] 


2. ভূঅভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির হার কত?

ANS:- 32 মিটারে 1সে.] 


3. ভূকেন্দ্রে তাপমাত্রার পরিমাণ প্রায় কত ডিগ্রি সেলসিয়াস?

ANS:- 4000° সে.] 


4. মহাদেশীয় ভূত্বকের ঘনত্ব কত?

 ANS:- 2.65 - 2.85 গ্রাম/ঘন সেমি.]


5. মহাসাগরীয় ভূত্বক বা সামুদ্রিক ভূত্বকের ঘনত্ব কত? 

ANS:- 2,87 - 3.00 গ্রাম/ঘন সে.] 


6. মহাদেশীয় ভূত্বক কী জাতীয় শিলা দিয়ে তৈরি?

ANS:- গ্রানাইট]


7. মহাসাগরীয় বা সামুদ্রিক ভূত্বক কী জাতীয় শিলা দিয়ে তৈরি?

ANS:- [ব্যাসল্ট]


৪. কনরাড বিযুক্তি ও মােহাে বিযুক্তিতলের মধ্যবর্তী এলাকাটি কী?

[ANS:- মহাসাগরীয় ভূত্বক] 


9. মােহাে বিযুক্তি ও গুটেনবার্গ বিযুক্তির মধ্যবর্তী স্তর কে কী বলে?

ANS:- [গুরুমণ্ডল] 


10. সিলিকন ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ শিগঠিত

অংশের নাম কী?

ANS:- সিয়াল] 


11. সিলিকন ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ শিগঠিত অংশকে কী বলে? 

ANS:- [সিমা] 


12. ভূমিকম্পের ‘পি’তরঙ্গ, ‘এস’তরঙ্গ এবং

‘পৃষ্ঠ তরঙ্গ’ যে শিলাগঠিত অংশের ভিতর দিয়ে চলাচল করতে পারে তাকে কী বলে? 

ANS:- ভূত্বক] 


13. ভূঅভ্যন্তরের যে স্তর ম্যাগনেশিয়াম ও লােহা

সমৃদ্ধ তাকে কী বলা হয়? 

ANS:-গুরুমণ্ডল] 


14, সিয়াল বলতে কী বােঝ ? 

ANS:-

15. সিমা কাকে বলে? 

ANS:-

16. মােহে বিযুক্তি কথাটির অর্থ কী?

ANS:- 

17. গুটেনবার্গ বিযুক্তি বলতে কী বােঝ? 

ANS:-

18. অ্যাসথেনােস্ফিয়ার বা অ্যাসথিনােমণ্ডল-এর সংজ্ঞা দাও। 

ANS:-

19. মেসােস্ফিয়ার কাকে বলে? 

ANS:-

20. কনরাড বিযুক্তি বলতে কী বােঝ ? 

ANS:-

18. ভূমিকম্পের কম গতিবেগ অঞ্চল বলতে কী বােঝায়?

ANS:-

 21. নিম্ন গুরুমণ্ডল কী? 

ANS:-

22. কেন্দ্রমণ্ডল-এর সংজ্ঞা দাও। 

ANS:-

23. নাইফ বা নিকে বলতে কী বােঝায়? 

ANS:-

24. কোন দুটি স্তরের মধ্যে মােহােবিযুক্তি অবস্থিত? 

ANS:-ভূত্বক ও গুরুমণ্ডল] 


25, পৃথিবীর কোন স্তরের মধ্যে কনরাড বিযুক্তি

অবস্থিত?

ANS:-ভূত্বক] 


26. কেন্দ্রমণ্ডলের উধর্বসীমায় অবস্থিত বিযুক্তিটির নাম কী

ANS:-গুটেনবার্গ বিযুক্তি] 


27. ভূত্বকের মধ্যে পি-তরঙ্গের গতিবেগ কত?

ANS:-6.5 কিমি/ সেকেণ্ড] 


28. ভূত্বকের মধ্যে এ-তরঙ্গের গতিবেগ কত? 

ANS:-[3.36 - 3.74 কিমি/সেকেণ্ড] 


29, ভূত্বকের গড় বেধ কত? 

ANS:-[35 কিমি]


30. গুরুমণ্ডলের গড় বেধ কত?

ANS:-[2865 কিমি] 


31. কোন ভূকম্পীয় তরঙ্গ গুরুমণ্ডলের মধ্যে চলাচল করে না?

ANS:-পৃষ্ঠ তরঙ্গ] 


32. কোন ভূকম্পীয় তরঙ্গ কেন্দ্রমণ্ডলের মধ্যে চলাচল করে? 

ANS:-[পি তরঙ্গ] 


33. বহিস্থ কেন্দ্রমণ্ডলের মূল উপাদান কী?

ANS:- গিলিত নিকেল ও লােহা] 


34. ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর  কেন্দ্রবিন্দুর গভীরতা কত? 

ANS:-6371 কিমি] 


35. ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর বহিস্থ কেন্দ্রমণ্ডল্পে নিম্নসীমার গভীরতা কত? 

ANS:-5100 কিমি] 


36. ভূপৃষ্ঠ থেকে নিম্ন গুরুমণ্ডলের নিম্নসীমার গভীরতা কত? 

ANS:-2900 কিমি] 


37. ভূপৃষ্ঠ থেকে উধর্ব গুরুমণ্ডলের উধ্বসীমার গভীরতা কত?

ANS:-[35 কিমি]। 


34. এম বিযুক্তি কী? 

ANS:-মমাহাে বিযুক্তি বা মােহােরােভিসিক বিযুক্তি] 


39. কার নাম অনুসারে ভূ-অভ্যন্তরে একটি বিযুক্তির নাম গুটেনবার্গ বিযুক্তি?

 [ANS:-বেনাে গুটেনবার্গ]


40. গুটেনবার্গ বিযুক্তি কোথায় অবস্থিত?

ANS:-গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে]


 41. নিফেসিমা (Ni-Fe-Si-Ma)-র উপাদানগুলি কী কী? 

ANS:-নিকেল, লােহা, সিলিকা ও ম্যাগনেশিয়াম] 


42. ভূঅভ্যন্তরের কোন বলয় নিফেসিমা গঠিত?

ANS:-অন্তঃগুরুমণ্ডল বা নিম্ন গুরুমণ্ডল] 


43. ক্রোফেসিমা (Cro-Fe-Si-Ma)-র উপাদানগুলি কী কী?

ANS:- [ক্রোমিয়াম, লােহা, সিলিকা, ম্যাগনেশিয়াম] 


44. ক্রোফেসিমা গঠিত ভূঅভ্যন্তরীণ বলয় কোনটি? 

ANS:-বহিঃগুরুমণ্ডল বা উর্ধ্ব গুরুমণ্ডল ] 


45. উথুরুমণ্ডল ও নিম্ন গুরুমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তির নাম কী?

ANS:- [660 কিমি বিযুক্তি] 


46. বহিঃস্থ কেন্দ্রমণ্ডল ও অন্তঃস্থ কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তির নাম কী? 

ANS:-[বুলেন বিযুক্তি বা লেহম্যান বিযুক্তি] 


47. মহাদেশীয় ভূত্বক কী জাতীয় শিলা দিয়ে তৈরি?

 ANS:-[গ্রানাইট]


48. ভূত্বক গঠনকারী ভৌত উপাদানগুলির মধ্যে কোনটির পরিমাণ সর্বাধিক?

 ANS:-[অক্সিজেন 46.6%]


49. পৃথিবীর ভৌত উপাদানগুলির মধ্যে কোন্‌টির পরিমাণ সর্বাধিক?

ANS:-লােহা 35%]


 50. পৃথিবীর কেন্দ্রে চাপের পরিমাণ কত? 

ANS:-[প্রায় 3,500 কিলােবার] 


51. অ্যাসথেনােস্ফিায়ার কোথায় অবস্থিত?

ANS:-উধ্ব গুরুমণ্ডলের সর্বোচ্চ অংশে এই নমনীয় পাতলা স্তরটি অবস্থিত


-----------------------------------------------------------------------------------


1, নীহারিকা মতবাদের প্রথম প্রবক্তা কে ? 

ANS:-ইমানুয়েল কান্ট]


 2. ইমানুয়েল কান্টের দেওয়া পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদটির নাম কী ?

ANS:- নীহারিকা মতবাদ]


 4, কোন সালে কাষ্ট নীহারিকা মতবাদ পেশ করেন?

 ANS:- 1755] 


5. ফরাসি গণিতবিদ লাগ্লাসের পুরাে নাম কী ? 

ANS:- পিয়ের সিমন লাগ্লাস]


 6, কান্ট নীহারিকা মতবাদের মাধ্যমে কী বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ? 

ANS:- [পৃথিবীর উৎপত্তি] 


10. লাপ্লাসের পৃথিবীর জন্মসংক্রান্ত মতবাদ কী নামে পরিচিত ? 

ANS:- নীহারিকা মতবাদ] 


11. চেম্বারলিন-এর দেওয়া পৃথিবীর জন্মসংক্রান্ত মতবাদ কী নামে পরিচিত? 

ANS:- [আপাতসংঘর্ষ মতবাদ] 


12. কোন সালে লাপ্লাস নীহারিকা মতবাদ পেশ করেন? 

ANS:- [1796] 


13. চেম্বারলিন ও মুলটন কত সালে পৃথিবীর জন্মসংক্রান্ত মতবাদ দিয়েছেন?

ANS:-  [1904] 


14. জিন্স ও জেফির দেওয়া পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদটির নাম কী?

ANS:-  [জোয়ার তত্ত্ব] 


15. কোন সালে জিন্স ও জেফ্রি জোয়ার মতবাদ পেশ করেন?

ANS:- [1918]


 23, পৃথিবীর উৎপত্তিতে গ্রাহকণিকা তত্ব কে

দিয়েছেন?

ANS:-  [এফ, আর, মূলটন] 


24. পৃথিবীর উৎপত্তিতে আপাত-সংঘর্ষ মতবাদ কে প্রস্তাব করেছেন? 

ANS:- [টি, সি, চেম্বারলিন] 



1. কার দেওয়া প্লবতার নিয়ম মেনে ভূত্বকের মহাদেশীয় অংশ মহাসাগরীয় অংশের ওপর ভাসমান অবস্থায় রয়েছে ?

ANS:- [আর্কিমিডিস] 


2 গ্রিক শব্দ  আইসােস’ (isos) কথাটির অর্থ কী?

ANS:-  সমান


3. গ্রিক শব্দ স্ট্যাসিস’ (stasis) কথাটির অর্থ কী?

ANS:- স্থিতি] 


4 কোন্ ভূবিজ্ঞানীর দেওয়া সমস্থিতি তত্ত্বে পর্বতের গভীর শিলাগঠিত শিকড়ের ধারণা করা যায়? 

ANS:- [এইরি] 


5. কোন্ ভূবিজ্ঞানীর দেওয়া সমস্থিতি তত্ত্বে ভূগর্ভে প্রতিবিধান তলের অস্তিত্ব সম্পর্কে ধারণা করা যায়? 

ANS:- প্রাট]


 6. হেফোর্ড-এর মত অনুসারে ভূগর্ভে কত কিলােমিটার গভীরতায় প্রতিবিধান তল অবস্থিত? 

ANS:- [100 কিমি]


7. ভূত্বকের ওপর অভিকর্ষজ টান ও প্লবতার পারস্পরিক ভারসাম্যকে কী ভারসাম্য বলে?

ANS:- সিমস্থিতির ভারসাম্য


8. ভূগর্ভে যে তল বরাবর ভূত্বকীয় খণ্ডগুলি একটি সমান তলে অবস্থান করে তাকে কী বলে?

ANS:- [প্রতিবিধান তল] 


9. কে সর্বপ্রথম সমস্থিতি বােঝাতে আইসােস্টেসি শব্দটি ব্যবহার করেন? 

ANS:- [ডাটন] 


10. মহাসাগরীয় ভূত্বকের ওপর মহাদেশীয় ভূত্বকের ভাসমানতা কোন নিয়ম অনুসারে ব্যাখ্যা করা যায় ? 

ANS:- প্লবতা] 


11. সমস্থিতির সংজ্ঞা দাও। 

ANS:- 

12. বস্তুর ভরের সঙ্গে সমস্থিতির সম্পর্ক কী? 

ANS:- 

13. ঘনত্ব ও প্লবতার সঙ্গে সমস্থিতির সম্পর্ক কী? 

ANS:- 

14. উচ্চতা ও ঘনত্বের সঙ্গে সমস্থিতির সম্পর্ক কী? 

ANS:- 

1 সমুদ্র তলদেশে সম্প্রসারণ তত্ত্ব কে দিয়েছে?

ANS:-  হরি হেস]


2 ভূগর্ভে 100-2900 কিলােমিটার গভীরতায় পরিচলন স্রোত আছে কী? 

আছে

ANS:- 

3 গুরুতলে তাপ সৃষ্টির কারণ কী?

ANS:-  তেজস্ক্রিয় পদার্থ]


4. মধ্য মহাসাগরীয় শৈলশিরার নীচে কী ধরনের পরিচলন স্রোত বৰ্তমান? 

ANS:- উদ্ধমুখী


২. কোন ধরনের ভূঅভ্যন্তরস্বপরিচলন স্রোতের প্রভাবে ভূপৃষ্ঠে সামুদ্রিক খাত সৃষ্টি হয়? 

ANS:- নিম্নমুখী

6. সমুদ্র তলদেশের সম্প্রসারণের গড় বাৎসরিক হার কত?

ANS:- সেমি7. 


সমুদ্র শৈলশিরা সংলগ্ন অঞ্চলে কোন ধরনের শিলা পাওয়া যায়? 

ANS:- আগ্নেয়]


৪. সমুদ্র তলদেশের চ্যাপটা মাথার পাহাড় বা

আগে আগ্নেয়গিরির নাম ?

ANS:- গায়ট


 9. মহাসাগরীয় শৈলশিরার দু'পাশে নতুন মহাসাগরীয় তলদেশ গঠনের প্রক্রিয়াকে কী বলে? 

ANS:- সমুদ্র তলদেশের সম্প্রসারণ


 1. কোন ভূতাত্ত্বিক উপযুগে প্যানজিয়া গঠিত হয়েছিল? 

ANS:- কর্বনিফেরাস] 


2. কোন ভূতাত্ত্বিক যুগে প্যানজিয়া ভাঙতে শুরু করে?

 ANS:- [মেসসাজোয়িক]


3. গুয়েগনারের মতে চলমান ভূখণ্ডের কোথায় প্লবতার কেন্দ্র অবস্থিত? 

ANS:- ভূখণ্ডের অভিকর্ষীয় কেন্দ্রের নীচে] 


4, লরেশিয়া ও গন্ডােয়ানাল্যান্ডের  মধ্যে সৃষ্ট সাগরীয় এলাকার নাম কী?

ANS:-  [টেথিস] 


5. চলমান ভূখণ্ডের সাপেক্ষে ওয়েগনার প্রস্তাবিত নিরক্ষীয় শক্তি কোন্ অক্ষরেখায় সবচেয়ে তীব্র ?

ANS:- [45°] 


6. জিগস-ফিট কাকে বলে? 

ANS:- 

7. মেসসাসরাস কী জাতীয় প্রাণী?

ANS:-  কুমির জাতীয়] 


৪. ডু টয়েট মহাদেশীয় সঞরণের সপক্ষে কী প্রমাণ দিয়েছেন?

ANS:- 

9. মহাদেশীয় সঞরণের কারণ কী? 

ANS:- 

10. প্যানজিয়া কাকে বলে? 

ANS:- 

11. প্যানথালাসা কাকে বলে? 

ANS:- 

12. গণ্ডোয়ানাল্যান্ড কাকে বলে? 

ANS:- 

13. লরেশিয়া বলতে কী বােঝ? 

ANS:- 

14. প্যানজিয়া ভেঙে যাওয়ার পরে মহাদেশগুলি প্রধানত কোন দিকে সরে যায়? 

ANS:- [নিরক্ষরেখার দিকে ও পশ্চিম দিকে


15. মহীসঞ্চরণ অনুসারে উত্তর আমেরিকা এবং ইউরােপের কোন্ কোন্ পর্বতমালার ভূগঠন একইরকম?

ANS:-  ক্যিালিডােনিয়ান ও হারর্সিনিয়ান] 


16, কোন প্রাচীন উদ্ভিদের জীবাশ্ব মহাদেশীয় সঞ্চরণের স্বপক্ষে প্রমাণ হিসাবে ধরা হয়?

ANS:-  গ্লসপটেরিস


1. যে সীমান্ত বরাবর দুটি প্লেট মুখােমুখি চলে আসে তাকে কোন সীমান্ত বলা হয় ? 

ANS:- [অভিসারী] 


2. যে সীমান্ত থেকে দুটি প্লেট পরস্পরের বিপরীতে অনুভূমিক ভাবে স্থানান্তরিত হয়, তাকে কোন সীমান্ত বলে ? 

ANS:- প্রতিসারি


3, কোন্ প্লেট সীমান্তে প্লেট ধবংস হয় না অথবা নতুন প্লেটের অংশবিশেষ সৃষ্টি হয় না?

ANS:-  [নিরপেক্ষ] 


4. কোন প্লেট সীমান্তে একটি প্লেট অন্য একটি প্লেটের নীচে ঢুকে যায় এবং অনুপ্রবিষ্ট প্লেটটির ধ্বংস হয়?

 ANS:- [অভিসারী]


5. কোন প্লেট সীমান্তে মহাসাগরীয় প্লেটের জন্ম হয় ?[

ANS:- প্রতিসারী] 


6, মহাসাগরীয় শৈলশিরায় কোন প্লেট সীমান্ত অবস্থিত?

ANS:-  [প্রতিসারী] 


7. কোন্ পাত সীমান্তে দুটি পাত পরস্পরের পাশাপাশি চলে যায়?

ANS:- নিরপেক্ষ]


৪. প্লেটের কোন ধরনের চলনের ফলে দুটি পাত পরস্পরের পাশাপাশি সরে যায় ?

ANS:- পাশাপাশি বা নিরপেক্ষ]


 9, সাধারণত কোন পাত সীমান্ত বরাবর মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাত পরস্পরের মুখােমুখি হয়? 

ANS:- [অভিসারী]


10. কোন পাত সীমান্তে সমুদ্রখাত তৈরি হয় ?

ANS:-  [অভিসারী] 


11. কোন্ পাত সীমান্তের নিকটে ভঙ্গিল পর্বত তৈরি হয়?

ANS:-  [অভিসারী]


 12. ট্রান্সফর্ম চ্যুতি কোন পাত সীমান্তের বৈশিষ্ট্য? 

ANS:- নিরপেক্ষ] 


13, মহাসাগরের তলদেশের কোথায় পাতের প্রতিসরণ ঘটে? 

ANS:- [মধ্য মহাসাগরীয় শৈলশিরা] 


14. পাতের কোন ধরনের চলনের ফলে দ্বীপীয় বৃত্তচাপের সৃষ্টি হয় ?

ANS:-  [অভিসারী] 


15, ধ্বংসাত্মক পাত সীমান্তের কোন্ দিকে দ্বীপীয় বৃত্তচাপ অবস্থান করে ?

ANS:- বিপরীত দিকে]


16. প্রশান্ত মহাসাগরীয় প্লেট কোন ধরনের প্লেট? 

ANS:- বৃহদায়তন ও মহাসাগরীয়


17, ভূত্বক মােট কয়টি বৃহদায়তন প্লেট দিয়ে গঠিত হয়েছে ? 

ANS:- সাতটি


18, দক্ষিণ আমেরিকা প্লেটের কোন দিকে নাজকা প্লেট অবস্থিত?

ANS:-  [পশ্চিম] 


19, ইউরেশিয় প্লেট কোন ধরনের প্লেট?

ANS:-  বৃহদায়তন ও মহাদেশীয়] 


20, পৃথিবীতে মােট কয়টি ছােটো বা ক্ষুদ্রায়তন প্লেট আছে? 

ANS:- [20 টি] 


21. কোন্ শিলা দিয়ে প্রধানত মহাদেশীয় প্লেট তৈরি হয়েছে?

ANS:- গ্রানাইট] 


22, কোন শিলা দিয়ে প্রধানত মহাসাগরীয় প্লেট তৈরি হয়েছে ? 

ANS:- [ব্যাসল্ট] 


23. কোন ধরনের চলনের ফলে মহাদেশের ওপর ভঙ্গিল পর্বত তৈরি হয়? 

ANS:- [অভিসারী] 


24, কোন ধরনের চলনের ফলে মহাসাগরের তলদেশে সমুদ্রখাত গঠিত হয়? 

ANS:- [অভিসারী]


 25. কোন ধরনের চলনের ফলে

ভারী পাত গুরুমণ্ডলে প্রবেশ করে ও ধবংস হয়?

ANS:-  [অভিসারী] 


26, কোন ধরনের চলনের ফলে মধ্য মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয় ? 

ANS:- [প্রতিসারী]


27, কোন ধরনের চলনের ফলে মহাসাগরের তলদেশ বিস্তারলাভ করে? 

ANS:- প্রতিসারী] 


28, কোন্ ধরনের চলনের ফলে দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে যায় ? 

ANS:- প্রতিসারী] 


29, কোন্ পাত সীমান্তে ট্রান্সফর্ম চ্যুতি দেখা যায় ?

ANS:-  নিরপেক্ষ


 30. কোন পাত সীমান্তে দ্বীপীয় বৃত্তচাপ বা বৃত্তচাপীয় বীপমালার সৃষ্টি হয়?

ANS:-  [অভিসারী]


বিভাগ (খ) অতি-সংক্ষিপ্ত প্রশ্ন  প্রতিটি প্রশ্ন মান


1. পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মারকুইস ডি ল্যাপলাসের মতবাদটি কী নামে পরিচিত?

ANS:-

2. পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত গ্যাসীয় মতবাদটির প্রবর্তকের নাম কী?

ANS:-

৪. বিশ্বব্ৰত্মাণ্ডের উৎপত্তি বিষয়ে Big Bang কথাটি কে প্রথম ব্যবহার করেন?

ANS:-

4. বিশ্বব্ৰত্মাণ্ডের উৎপত্তি বিষয়ে অ্যালান গুথের তত্ত্বটি কী নামে পরিচিত?

ANS:-

5. পৃথিবীর বর্তমান বয়স কত?

ANS:-

6, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জেফ্রিসের তত্ত্বটি কত সালে প্রকাশিত হয়?

ANS:-

7. ভূ-অভ্যন্তরে কেন্দ্রমণ্ডলের বিস্তার কত?

ANS:-

৪. গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশ কী নামে পরিচিত?

ANS:-

৪. মােহহা বিযুক্তি কবে আবিষ্কৃত হয়?

ANS:-

10. ভূ-অভ্যন্তরের কত কিমি গভীরে গুটেনবার্গ বিযুক্তিরেখা অবস্থিত? X15

ANS:-

11. লিম্যান বিযুক্তিরেখা কোথায় অবস্থিত?

ANS:-

12. কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব কত?

ANS:-

13. ভূ-অভ্যন্তরের কোন্ স্তরে লােহা ও নিকেল বেশি আছে?

ANS:-

14. কনরাড বিযুক্তিরেখা কবে আবিষ্কৃত হয়?

ANS:-

15. ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যের বিযুক্তির নাম কী? (সংসদ নমুনা প্রশ্ন)

ANS:-

16.‘আইসােস্ট্যাসি’ কথাটির অর্থ কী?

ANS:-

17. সমুদ্রপৃষ্ঠ থেকে ক্রমশ উচ্চতাবৃদ্ধির সাথে সাথে অভিকর্ষের মানের কী পরিবর্তন হয়?

ANS:-

18. ‘আইসােস্ট্যাসি’ কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন?

ANS:-

19. ভূমির উচ্চতাবৃদ্ধির জন্য যে অভিকর্ষ অসঙ্গতি হয়, তাকে কী বলে?

ANS:-

20.পাটের তত্ত্বটি কী ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে?

ANS:-

21.সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বটি কত সালে প্রথম প্রকাশিত হয় ?

ANS:-

23.মধ্যমহাসাগরীয় শৈলশিরার দুদিকের ভূমি বছরে কী পরিমাণে সরে যাচ্ছে ?

ANS:-

24.মধ্যমহাসাগরীয় শৈলশিরা বরাবর নতুন ভূত্বকের সৃষ্টি হলে পুরােনাে ভূত্বকের কী পরিণতি হচ্ছে?

ANS:-

25. মহীসঞ্চরণ তত্ত্বের মূল প্রবক্তার নাম কী?

ANS:-

26. প্যানথালাসা নামক সুবিশাল সমুদ্রটি যে মহাদেশকে বেষ্টন করেছিল, সেটির নাম কী?[XI'15]

ANS:-

26, প্যানজিয়ার দক্ষিণের অংশটিকে কী নামে অভিহিত করা হয় ?

ANS:-

27, প্যানজিয়ার চারপাশের জলভাগকে কী নামে অভিহিত করা হয় ?

ANS:-

28. প্যানজিয়ার ভাঙন কোন্ সময় শুরু হয়?

ANS:-

29. লরেসিয়া ও গণ্ডোয়ানাল্যান্ডের মাঝে কোন্ সমুদ্র বিস্তৃত ছিল?

ANS:-

30.জোয়ারি বলের প্রভাবে মহাদেশগুলির কোন্ দিকে সরণ ঘটে ?

ANS:-

31.কাকে পাত ভূগঠন তত্ত্বের জনক বলা হয় ?

ANS:-

32. যেখানে দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়, তাকে কী বলে?

ANS:-

33. কোন্ ধরনের পাত সীমান্তে মহাসামুদ্রিক খাতগুলি গড়ে ওঠে?[XI'14]

ANS:-

34. দুটি সামুদ্রিক পাত যখন পরস্পরের থেকে দূরে সরে যায়, তখন মহাসাগরীয় তলদেশে কী ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? [XI'14]

ANS:-

35. মহাদেশীয় পাতের ওপর মহাসাগরীয় পাত উঠে যাওয়ার ঘটনাকে কী বলে?

ANS:-

36. ক্যালিফোর্নিয়ার সান অ্যান্দ্রিয়াস চ্যুতিরেখা কী ধরনের পাত সীমানা ?

ANS:-

37.প্রতিসারী পাত সীমানায় সৃষ্ট একটি প্রধান ভূমিরূপের নাম করাে।

ANS:-

38. মহাসাগরীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানায় সৃষ্ট একটি প্রধান ভূমিরূপের উল্লেখ করাে।

ANS:-

39. উত্তর আমেরিকা পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাতের মিলনস্থলে কোন্ পর্বত সৃষ্টি হয়েছে?

ANS:-

40. পাত সঞ্চালনের প্রধান কারণ কী?

ANS:-

41. পাত সীমানা প্রধানত কত প্রকার হয়?

ANS:-

42. মধ্য আটলান্টিক শৈলশিরা কোন্ পাত সীমানায় গঠিত হয়েছে?

ANS:-

43. যখন মহাদেশীয় পাতের নীচে মহাসাগরীয় পাত প্রবেশ করে, তখন তাকে কী বলে?

ANS:-


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url