পাঠ্যবিষয় হিসেবে ভূগোল। একাদশ শ্রেণী । একাদশ শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর।| class xi geography 1st chapter question answer in bengali

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

 পাঠ্যবিষয় হিসেবে ভূগোল। একাদশ শ্রেণী । একাদশ শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর।


1. প্রাচীন ভারতে গণিত ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ভূগােলের উন্নতিতে যিনি অবদান রেখেছেন—

A)আর্যভট্ট

B)কালিদাস

C)ভবভূতি

D(জীবক 


2 যে গ্রিক পণ্ডিত পৃথিবীর আকৃতি ও আয়তন সম্পর্কে প্রায় নিখুত ধারণা দিয়েছেন, তাঁর নাম হল – 

A) হােমার

B) আলেকজাণ্ডার

C) এরাটোসথেনিস

D) দারায়ুস 


3. ভূমিরূ পবিদ্যার সঙ্গে বিজ্ঞানের যে শাখার সবচেয়ে নিবিড় সম্পর্ক আছে, সেটি হল ভূ-পদার্থ ?

A)বিদ্যা

B)ভূতত্ত্ব

C)নদীবিজ্ঞান

D)মহাসাগরবিজ্ঞান [ভূতত্ত্ব] 


4 জলবায়ুবিদ্যার সঙ্গে বিজ্ঞানের যে শাখার সবচেয়ে নিবিড় সম্পর্ক আছে, সেটি হল এ

A)পদার্থবিদ্যা

B)ভূতত্ত্ব

C)উদকবিজ্ঞান

D)আবহবিজ্ঞান 


5.উল্লিখিত বিষয়গুলির মধ্যে কোনটি জীবভূগােলের অন্তর্গত নয় – 

A)উদ্ভিদ ভূগােল

B)প্রাণীভূগােল

C)সামাজিক ভূগােল

D)বাস্তুবিদ্যা 


6. রিমােট সেনসিং পদ্ধতি যে কাজে লাগে —

A)মানচিত্র নির্মাণ

B)সাহিত্য চর্চা

C)শিল্প চর্চা

D)সংস্কৃতি চর্চা 

1.সাধারণ অর্থে ভূগােল হল—

A)ভূপৃষ্ঠের বর্ণনা 

B)জলভাগের বর্ণনা

C)ভূঅভ্যন্তরের বর্ণনা

D)পৃথিবীর বর্ণনা



2.Geography'শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত, যার নাম হল-

A)কার্ল রিটার

B)কোপারনিকাস

C)এরাটোথেনিস

D)হেরােডােটাস।


3. আধুনিক ভূগােলের অন্যতম প্রতিষ্ঠাতা হলেন—

A)হামবােল্ট

B)কান্ট

C)রিটার

D)হার্টশাের্ন।


4.ভূগােলে সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান’—এ কথাটি বলেন।

A)কার্ল রিটার

B)এমরিস জোন্স।

C)টলেমি

D)হামবােল্ট


5.প্রাকৃতিক ভূগােলের একটি শাখা হল

A)সাংস্কৃতিক ভূগােল

B)জলবায়ুবিদ্যা

C)ভূগােল দর্শন

D)জনবসতি ভূগােল



6. রাষ্ট্রবিজ্ঞানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে—

A)সামাজিক ভূগােল

B)নৃতাত্ত্বিক ভূগােল

C)জনসংখ্যা ভূগােল

D)রাজনৈতিক ভূগােল


7.ভূগােল শাস্ত্রের মুখ্য বিষয় হল—

A)দেশ

B)মানুষ-প্রকৃতির সম্পর্ক

C)স্থান।

D)মানুষ


8.গাণিতিক ভূগােলের সর্বাধিক সম্ভাবনাময় ক্ষেত্রটি হল—

A)অক্ষাংশ নির্ণয় 

B)মানচিত্র তৈরি

C)GPS

D)দ্রাঘিমা ও অক্ষাংশের সম্পর্ক


৪. মডেল-এর ওপর ভিত্তি করে আলােচনা ভূগােলের কোন্ শাখার অন্তর্গত?

A)গাণিতিক ভূগােল

B)রাশিমাত্রিক ভূগােল।

C)ভূগােল দর্শন

D)ঐতিহাসিক ভূগােল


10 শুষ্ক মৃত্তিকায় কৃষিকাজ করা ভূগােলের কোন্ শাখার ভবিষ্যৎ আলােচনার ক্ষেত্র ?

A)ভূমিরূপবিদ্যা 

B)জলবায়ুবিদ্যা

C)সাংস্কৃতিক ভূগােল

D)মৃত্তিকা ভূগােল।


11.ভূগােলের কোন্ শাখায় ভবিষ্যতে বিশ্বায়ন নিয়ে আলােচনা হবে?

A)রাজনৈতিক ভূগােল

B)ঐতিহাসিক ভূগােল

C)সামাজিক ভূগােল।

D)জনসংখ্যা ভূগােল।


17. ভূগােল হল-

A)মানুষের বাসভূমিরূপে শুধুমাত্র ভূপৃষ্ঠের বিবরণ

B)প্রাকৃতিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও জীববিজ্ঞানের সমষ্টি

C)শুধুমাত্র পৃথিবীর প্রাকৃতিক অংশের বিবরণ

D)শুধুমাত্র পৃথিবীর অর্থনৈতিক অংশের বিবরণ


13. ইংরেজিতে ‘জিওগ্রাফি’ শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে হয়েছে?

A)গ্রিক

B)লাতিন

C)পারসি

D)জার্মান


14. জীবভূগােলের একটি শাখা হল-

A)ভূমিরূপবিদ্যা

B)গাণিতিক ভূগােল

C)মানবীয় বাস্তুবিদ্যা

D)রাজনৈতিক ভূগােল


15. পরিবেশের গুণগতমান এবং মানবজীবনে তার প্রভাব নিয়ে আলােচনা করে

A)জলবায়ুবিদ্যা

B)পরিবেশ ভূগােল

C)উদ্ভিদ ভূগােল

D)মানবীয় বাস্তুবিদ্যা


16. মানবজীবনে শিল্পের কুফল ভূগােলের কোন শাখার ভবিষ্যৎ আলােচনার ক্ষেত্র ?

A)সামাজিক ভূগােল

B)রাজনৈতিক ভূগােল

C)মানবীয় ভূগােল

D)অর্থনৈতিক ভূগােল


17.শক্তির উৎস হিসেবে সমুদ্রের ব্যবহার ভূগােলের কোন্ শাখার ভবিষ্যৎ আলােচনার ক্ষেত্র ?

A)সমুদ্রবিদ্যা

B)জলবায়ুবিদ্যা

C)জলবিদ্যা

D)অর্থনৈতিক ভূগােল


18.ভূগােল শাস্ত্রের পরিধি

A)গতিশীল

B)সংকোচনশীল

C)অপরিবর্তনশীল

D)কোনােটিই নয়


19. লক্ষ্যবস্তুর কাছে না গিয়ে অথবা তার সঙ্গে কোনােরকম ভৌত সংযােগ ছাড়াই বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করার পদ্ধতিকে বলে—

A)GPS

B)Remote Sensing

C)GIS

D)গাণিতিক ভূগােল


20. ভূপৃষ্ঠের বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণীজগতের স্থানগত বৈচিত্র্য ও পরিবেশ সম্পর্কে আলােচনা করা হয়-

A)জীবভূগােলে

B)উদ্ভিদ ভূগােলে

C)মানবীয় ভূগােলে

D)প্রাণী ভূগােলে


21. নীচের কোটি প্রাকৃতিক ভূগােলের শাখা নয়? 

A)মৃত্তিকা ভূগােল

B)ভূমিরূপবিদ্যা

C)জলবায়ুবিদ্যা

D)মানবীয় বাস্তুবিদ্যা


22.মানবীয় ভূগােলের প্রতিষ্ঠাতা হলেন-

A)পিটার হ্যাগেট 

B)হার্টশাের্ন

C)ভিদাল-দ্য-লা-ব্লাশ

D)কার্ল রিটার


23. নদীর ক্ষয়কার্য ভূগােলের কোন্ শাখার আলােচ্য বিষয়?

A)জলবায়ুবিদ্যা 

B)মৃত্তিকা ভূগােল

C)ভূমিরূপবিদ্যা

D)মানবীয় ভূগােল


24. প্রাকৃতিক বিজ্ঞানের শাখা আবহবিজ্ঞান থেকে ভূগােলে কোন্ শাখাটির উদ্ভব হয়?

A)সমুদ্রবিদ্যা

B)জলবায়ুবিদ্যা

C)মৃত্তিকা ভূগােল

D)ভূমিরূপবিদ্যা


25. ভূগােলে মানচিত্র অঙ্কন পদ্ধতি কী নামে পরিচিত ?

A)কার্নোগ্রাফি

B)জ্যোতির্বিদ্যা

C)GIS

D)GPS


26. নীচের কোনটি মানবীয় ভূগােলের শাখা নয় ?

A)রাশিমাত্রিক ভূগােল

B)জনসংখ্যা ভূগােল

C)অর্থনৈতিক ভূগােল

D)মৃত্তিকা ভূগােল


27.ভূগােলে ‘কেন’ কথার অর্থ কী?

A)সম্পর্কের অনুসন্ধান ও ব্যাখ্যা 

B)বণ্টন কোথায়।

C)চিহ্নিতকরণ ও শনাক্তকরণ

D)মানুষ-পরিবেশের সম্পর্ক


28. ভূগােলে কী’ কথার অর্থ কী?

A)চিহ্নিতকরণ বা শনাক্তকরণ

B)বিভিন্ন উপাদানের বণ্টন

C)সম্পর্কের অনুসন্ধান ও ব্যাখ্যা

D)মানুষ-পরিবেশ সম্পর্ক


29. কৃত্রিম উপগ্রহের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ জেনে অবস্থান নির্ণয়ের পদ্ধতি কী নামে পরিচিত?

A)GPS বা Global positioning system

B)Remote Sensing

C)GIS বা Geographic Information system

D)কোনােটিই নয়


30.ভূগােলের কোন্ শাখায় পরিব্রাজন সম্পর্কে তত্ত্বগতভাবে আলােচনা করা হয় ?

A)অর্থনৈতিক ভূগােল

B)জনসংখ্যা ভূগােল

C)রাজনৈতিক ভূগােল

D)ঐতিহাসিক ভূগােল


31.পরিমাণ সম্বন্ধীয় তথ্য ও মডেল সম্পর্কে ভূগােলের কোন্ শাখায় আলােচনা করা হয়?

A)অর্থনৈতিক ভূগােল

B)রাজনৈতিক ভূগােল

C)জনসংখ্যা ভূগােল

D)রাশিমাত্রিক ভূগােল


বিভাগ খ অতি-সংক্ষিপ্ত প্রশ্ন


1. জিওগ্রাফি' কথাটি প্রথম কে ব্যবহার করেন ?

ANS:-

2. ভূগােলের নিজস্ব আলােচনার ক্ষেত্র কী?

ANS:-

3. ভূগােল শাস্ত্রের কোন্ শাখায় জনসংখ্যা এবং তৎ সংক্রান্ত বিষয় আলােচনা করা হয় ?[XI'14]

ANS:-

4. পৃথিবীর মানচিত্র প্রথমে কে অঙ্কন করেন?

[X] '15)

ANS:-

5. আধুনিক ভূগােলের একজন স্রষ্টার নাম উল্লেখ করাে।

ANS:-

6. রিচার্ড হার্টশাের্ন কোন্ দেশের ভূগােলবিদ ছিলেন ?

ANS:-

7. ভূগােল' কথাটির অর্থ কী?

ANS:-

৪. জীব ভুগােল কীসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে?

ANS:-

9. ভূগােলবিদদের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার কী?

ANS:-

10. প্রাকৃতিক ভূগােলের দুটি গুরুত্বপূর্ণ শাখার নাম করাে।

ANS:-

11. দ্রাঘিমা ও সময়ের সম্পর্ক ভূগােলের কোন্ শাখায় আলােচিত হয় ?

ANS:-

12. GIS পুরাে কথাটি কী?

ANS:-

13. GPS সম্পূর্ণ কথাটি কী?

ANS:-


14. জীববিজ্ঞান ও ভূগােলের মিলনে ভূগােলে যে শাখার উৎপত্তি হয়েছে তার নাম কী? [XI '14]

ANS:-

15. ভূগােলচিন্তা’ শাখাটি কীসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে?

ANS:-

16. সমাজতত্ত্বের ওপর ভিত্তি করে ভূগােলের কোন্ শাখা গড়ে উঠেছে?

ANS:-

17. ‘ভূগােল হল ব্যাপ্তিস্থান বা দেশরূপে ভূপৃষ্ঠের অধ্যয়ন করা—এ কথা কে বলেন?

ANS:-

18. ভূগােলের কোন্ শাখায় পৃথিবীর আবর্তন গতি, পরিক্ৰমণ গতি, অক্ষাংশ, দ্রাঘিমা প্রভৃতি আলােচিত হয় ?

ANS:-

19. জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্য ভূগােলের কোন্ শাখায় আলােচিত হয়?

ANS:-

20, এরাটোথেনিস কে ছিলেন?

ANS:-

21. বাস্তুবিদ্যা বা ইকোলজি থেকে ভূগােলে কোন্ শাখার উদ্ভব ঘটেছে?

ANS:-

22 খাদ্যশৃঙ্খল ভূগােলের কোন্ শাখার আলােচ্য বিষয়?[সংসদ নমুনা প্রশ্ন]

ANS:-

23. মানবীয় ভূগােলের যে কোনাে একটি শাখার নাম লেখাে। [XI'15]

ANS:-


সম্পূর্ণ বাক্যে উত্তর দাওঃ

1. জীবভূগােল কাকে বলে?

ANS:-

2. ভূগােল কথাটির অর্থ কী?

ANS:-

3. ভূগােলের সংজ্ঞা দাও।

ANS:-

4. ভূমণ্ডল বলতে কী বােঝ? 

ANS:-

5. প্রাকৃতিক ভূগােলকে নিয়ম অনুসারী বিজ্ঞান বলে কেন? 

ANS:-

5,ভাবলেখী প্রণালী কী? 

ANS:-

6. দেশ বা স্পেস কাকে বলে? 

ANS:-

7. নিয়ন্ত্ৰণবাদী আলােচনা বলতে কী বােঝায়?

ANS:-

৪. সম্ভাবনাবাদী আলােচনা বলতে কী বােঝায়?

ANS:-

 9, প্রাকৃতিক ভূগােলের সংজ্ঞা দাও। .

ANS:-

10. প্রাকৃতিক ভূগােলের সহকারী শাখাগুলি কী কী?

ANS:-

11. জীব ভূগােলের সংজ্ঞা দাও।

ANS:-

12. জীব ভূগােলের সহকারী শাখাগুলি কী কী?

ANS:-

13. মানবিক ভূগােলের সংজ্ঞা দাও।

ANS:-

14. মানবিক ভূগােলের সহকারী

শাখাগুলি কী কী?

ANS:-

15, ভূমিরূপবিদ্যার সংজ্ঞা দাও।

ANS:-

16. জলবায়ুবিদ্যা বলতে কী বােঝ ?

ANS:-

17, মহাসাগরবিজ্ঞান বলতে কী বােঝ 

ANS:-

18, উদকবিজ্ঞান কাকে বলে? 

ANS:-

19. মৃত্তিকাবিজ্ঞান কাকে বলে? 

ANS:-

20. মৃত্তিকাভূগােল কাকে বলে?

ANS:-

21. উদ্ভিদ ভূগােলের সংজ্ঞা দাও।

ANS:-

22. প্রাণী ভূগােলের সংজ্ঞা দাও।

ANS:-

23. পরিবেশ ভূগােলের সংজ্ঞা দাও। 

ANS:-

24, অর্থনৈতিক ভূগােল কথাটির অর্থ কী?

ANS:-

25. জনসংখ্যা ভূগােল কথাটির অর্থ কী? 

ANS:-

26. জনবসতি ভূগােল কথাটির অর্থ কী? 

ANS:-

27, রাজনৈতিক ভূগােল বলতে কী বােঝ?

ANS:-

28, ঐতিহাসিক ভূগােল বলতে কী বােঝ ?

ANS:-

29, সামাজিক ভূগােল বলতে কী বােঝ?

ANS:-

30, সাংস্কৃতিক ভূগােল বলতে কী বােঝ ?

ANS:-

31. মাত্রিক ভূগােল বলতে কী বােঝ?

ANS:-

32. ভূগােল চিন্তন কথাটির অর্থ কী? 

ANS:-

33. ভূগােলে গণিত ও সংখ্যাতত্ত্বের ব্যাপক ব্যবহার বলতে কী বােঝায়?

ANS:-

34. কে প্রথম ভূগােলে মাত্রিক বিপ্লবের ধারণা দিয়েছেন?

ANS:-

35. ভূমিরূপবিদ্যার সঙ্গে ভূতত্ত্বের সম্পর্ক

কী

ANS:-

36. জলবায়ুবিদ্যার সঙ্গে আবহবিজ্ঞানের সম্পর্ক কী?

ANS:-

37. মহাসাগরবিজ্ঞানের সঙ্গে উদকবিজ্ঞানের সম্পর্ক কী? 

ANS:-

3৪, মৃত্তিকা ভূগােলের সঙ্গে মৃত্তিকাবিজ্ঞানের সম্পর্ক কী?

ANS:-

39. জীবভূগােলের সঙ্গে জীববিজ্ঞানের সম্পর্ক কী? 

ANS:-

40, পরিবেশভূগােলের সঙ্গে পরিবেশবিজ্ঞানের সম্পর্ক কী?

ANS:-

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও 


1. ভূগােলের সংজ্ঞা দাও। ভূগােলের উদ্দেশ্য ব্যাখ্যা করাে। [2 + 5 = 7]; 

ANS:-

2. ভূগােলের বিষয়বস্তু আলােচনা করাে। [7] ; 

ANS:-

3. ভূমিরূপবিদ্যা কাকে বলে ? ভূমিরূপবিদ্যার উদ্দেশ্য কী?[2 + 5 = 7];

ANS:-

 4. জলবায়ুবিদ্যা কাকে বলে? জলবায়ুবিদ্যার উদ্দেশ্য কী? [2 + 5 = 7] ; 

ANS:-

5, মৃত্তিকা ভূগােল কাকে‌ বলে? মৃত্তিকা ভূগােলের উদ্দেশ্য কী? [2 + 5 = 7] ;

ANS:-

 6, মহাসাগরবিজ্ঞান কাকে বলে? মহাসাগরবিজ্ঞানের উদ্দেশ্য কী? [2 + 5 = 7];

ANS:-

7, মানবিক ভূগােলে দেশ বলতে কী বােঝায়? ভূগােলে নিয়ন্ত্ৰণবাদী আলােচনা কেন করা হয়? [4 + 3 = 7] ;

ANS:-

8, প্রাকৃতিক ভূগােলের বিভিন্ন শাখার ভবিষ্যৎ লক্ষ্য ও সম্ভাবনা বর্ণনা করাে। [7] ; 

ANS:-

9.জীবভূগােলের বিভিন্ন শাখার ভবিষ্যৎ লক্ষ্য ও সম্ভাবনা আলােচনা করাে। [7] ;ANS:-


10.প্রাকৃতিক ভূগােল বলতে কী বােঝায়? প্রাকৃতিক ভূগােলের বিভিন্ন শাখার ধারণা দাও। [2 + 5 = 7]

ANS:-

11.জীবভূগােল বলতে কী বােঝায়?

জীবভূগােলের শাখাগুলি সম্পর্কে আলােচনা করাে। । 

ANS:-

12. মানবিক ভূগােলের সংজ্ঞা দাও। মানবিক ভূগােলের বিভিন্ন শাখার বর্ণনা দাও।

[2 + 5 = 7]

ANS:-


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url