ইনসিটু সংরক্ষণ ও এক্স সিটু সংরক্ষনের মধ্যে পার্থক্য | জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

1. ইনসিটু সংরক্ষণ এক্স সিটু সংরক্ষনের মধ্যে পার্থক্য| in situ conservation & Ex situ conservation different in bengali


বিষয় 

ইনসিটু সংরক্ষণ

এক্স সিটু সংরক্ষণ

সংজ্ঞা

জীবগােষ্ঠীকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করার পদ্ধতির নাম ইন-সিটু সংরক্ষণ বা ইন-সিটু কনজারভেশন।

জীবগােষ্ঠীকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিম পরিবেশে নমুনা হিসেবে সংরক্ষণ করার পদ্ধতির নাম এক্স-সিটু কনজারভেশন বা এক্স-সিটু সংরক্ষণ

সংরক্ষিত অঞ্চল

নিজস্ব প্রাকৃতিক পরিবেশে এই পোকা সংরক্ষণ করা

নিজস্ব প্রাকৃতিক পরিবেশ ছাড়া অন্যত্র কৃত্রিম পরিবেশ সংরক্ষণ করা হয়

বিবর্তন

জীবের মধ্যে কার্যকরী অবস্থায় থাকে

জীবের বিবর্তন প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়

নতুন প্রজাতি

আবিষ্কার হওয়া সম্ভব

নতুন প্রজাতি পরিবর্তে সংকর জীব সৃষ্টি সম্ভব

প্রজাতি সংরক্ষণের ভূমিকা

কোন প্রজাতির সংরক্ষণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যান্য অনেক প্রজাতির সংরক্ষণের সাহায্য করে

নির্দিষ্টভাবে সংরক্ষিত প্রজাতি অন্য প্রজাতির সংরক্ষণে বিশেষ কোনো সাহায্য করে না

উদাহরণ

অভায়ারণ্য ,জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ ,প্রভৃতি

চিড়িয়াখানা, বোটানিক্যালগার্ডেন, জিন ব্যাংক প্রভৃতি


2. জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য | National park & wildlife sanctuary different in bengali


জাতীয় উদ্যান

অভয়ারণ্য

সংজ্ঞা : জাতীয় উদ্যান হল সরকার অধিগৃহীত ও নিয়ন্ত্রণাধীন একটি অঞ্চলে যেখানে বন্যপ্রাণী এবং বনজ সম্পদের চিরস্থায়ী সংরক্ষণের

ব্যবস্থা করা হয়। এই অঞ্চলে কোনাে প্রকার শিকার করা, চাষ করা বা গৃহপালিত পশুচারণ নিষিদ্ধ।

সংজ্ঞা : অভয়ারণ্য হল সরকার নিয়ন্ত্রণাধীন এমন একটি বনাঞ্চল। যেখানে বন্যপ্রাণী এবং বনজ সম্পদের চিরস্থায়ী সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এই অঞ্চলে কোনাে প্রকার শিকার করা নিষিদ্ধ তবে অনুমতি সাপেক্ষে চাষ করা বা গৃহপালিত পশুচারণ করা সম্ভব।

2.অভয়ারণ্যের তুলনায় বৃহত্তর কর্মকাণ্ড।

2. জাতীয় উদ্যান এর তুলনায় ক্ষুদ্রতর কর্মকাণ্ড

3.মানুষের বসবাস নিষিদ্ধ

3. ব্যক্তিগত মালিকানা গ্রহণযোগ্য

4. কাটকাটা চাষাবাদ বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ।

4.গৃহপালিত পশু চারণ, কাটকাটা চাষাবাদ ,বনজ সম্পদ আহরণ অনুমতি সাপেক্ষে তবে নিষিদ্ধ নয়।

5. উদাহরণ-জিম করবেট ন্যাশনাল পার্ক (উত্তরাখণ্ড)

5. উদাহরণ- গির অভয়ারণ্য (গুজরাট)


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url