Class 6 Mathematics model activity task part 5 solutions।ষষ্ঠ শ্রেণীর গনিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 সমাধান

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

 আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর গনিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান। ষষ্ঠ শ্রেণীর অঙ্ক মডেল অ্যাক্টিভিটি টাস্ক আগস্ট ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।


তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । Class VI Mathematics August 2021 part 5 model activity। ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন


নিচের প্রশ্নগুলির উত্তর লেখ :


1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs)


(i) (0.3 × 0.5) – এর গুনফলে দশমিক বিন্দু বসবে ডানদিক থেকে

(a) 1ঘর আগে  

(b) 2 ঘর আগে   

(c)  3 ঘর আগে   

(d) 4ঘর আগে  


উত্তরঃ (b) 2 ঘর আগে 


(ii) 1.8 মিটার =

(a) 1800 সেন্টিমিটার  

(b) 180 সেন্টিমিটার  

(c)  18 সেন্টিমিটার  

(d) 18000 সেন্টিমিটার  


উত্তরঃ (b) 180 সেন্টিমিটার 


(ii) 10%  মানে

(a) শতকরা 100  

(b) শতকরা 1000  

(c)  প্রতি 100 – এর জন্য 10  

(d) শতকরা 10%


উত্তরঃ (d) শতকরা 10% ।


(iv) নিচের কোনটি আয়তঘন নয় ?

(a) ইট  

(b) ছক্কা  

(c) বই   

(d) বোতল


উত্তরঃ (d) বোতল ।


2. সত্য / মিথ্যা লেখ (T/F) :


(a) -2.1 একটি ঋণাত্মক পূর্ণসংখ্যা

উত্তরঃ মিথ্যা (F)


পরিবারের সদস্য সংখ্যা    পরিবারের সংখ্যা

পরিবারের সংখ্যা


3

||

4

|||||


4 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা 5  ।

উত্তরঃ সত্য (T)


(c)AB , CD এবং EF সরলরেখাংশ তিনটি সমবিন্দু।

উত্তরঃ মিথ্যা (F)


D)আয়তকার চিত্রটির পরিসীমা 12 সেমি ।

উত্তরঃ মিথ্যা (F)



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url