জেনারেল নলেজ প্রশ্ন উত্তর|GK question answer in bengali
আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 900+ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর পিডিএফ, বাংলা জিকে কোশ্চেন অ্যানসার, Gk question in Bengali pdf download, Bengali Gk pdf , WBCS, WBP, RAIL, NTPC, CHSL CGL, SSC, ICDS,RRB, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। General knowledge question in Bengali pdf, Important gk Question in bengali শেয়ার করছি।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
জেনারেল নলেজ প্রশ্ন উত্তর|GK question answer in bengali
১. আকবর এর প্রিয় পাত্র বিরবল এর আসল নাম কি ছিল?
উত্তরঃ মহেশ দাস
২. ভারতের কোন অর্থমন্ত্রী সব থেকে বেশি বার বাজেট পেশ করেছেন সংসদে?
উত্তরঃ মোরারজি দেশাই
৩. ভারতের কোন প্রতিবেশী দেশকে Druk Yul কে বলা হয়?
উত্তরঃ ভুটান
৪. ১৮৯৩ সালের শিকাগো ধর্মসভায় স্বামীজি বাদে অংশগ্রহণকারী আরেকজন বাঙালির নাম কি?
উত্তরঃ প্রতাপ চন্দ্র মজুমদার
৫. বিছুটি গাছের পাতায় কোন অ্যাসিড থাকে?
উত্তরঃ ফর্মিক অ্যাসিড
৬. জ্বলন্ত পাথর কোন মৌল কে বলা হয়?
উত্তরঃ সালফার
৭. কোন প্রাণীর কামড়ে সব থেকে বেশি মানুষ মারা যায় প্রত্যেক বছর?
উত্তরঃ মশা
৮. “Terror of Bengal” কাকে বলা হয়?
উত্তরঃ কচুরিপানা
৯. বাঘের রাজ্য ভারতের কোন রাজ্যকে বলা হয়?
উত্তরঃ মধ্যপ্রদেশ
১০. কোন Governor General নিজেকে Bengal Tiger বলতেন?
উত্তরঃ ওয়েলেসলি
১১. তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ?
উত্তরঃ কে. চন্দ্রশেখর রাও
১২. ম্যাপেল গাছের পাতা কোন দেশের জাতীয় প্রতীক ?
উত্তরঃ ক্যানাডা
১৩. “জয় জওয়ান, জয় কিষান ” – এই উক্তিটি কার ?
উত্তরঃ লালবাহাদুর শাস্ত্রী
১৪. বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ প্রফুল্লচন্দ্র রায়
১৫. সিপাহী বিদ্রোহ ( ১৮৫৭) কে “স্বাধীনতার প্রথম যুদ্ধ” বলেছিলেন?
উত্তরঃ বীর সাভারকার
১৬. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে দেখা যায়?
উত্তরঃ কাবেরী
১৭. কোন ভারতীয় প্রথম মহাকাশে গিয়েছিলেন?
উত্তরঃ রাকেশ শর্মা
১৮. কোন ধরণের কয়লার তাপনমূল্য সব থেকে বেশি?
উত্তরঃ এনথ্রাসাইট
১৯. পাকা পেঁপের হলুদ রং হয় কিসের উপস্থিতির কারণে?
উত্তরঃ ক্যারোটিন
২০. কঠিন আয়োডিন এর রং কি ?
উত্তরঃ কালচে বেগুনি ( Blackish-Purple)
২১. কে ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা করেছিলেন?
উত্তরঃ পিঙ্গালি ভেঙ্কাইয়া
২২. উইংস অফ ফায়ার ( Wings of Fire) গ্রন্থটির লেখক কে ?
উত্তরঃ এ পি জে আব্দুল কালাম
২৩. ভারতবর্ষের বিসমার্ক কাকে বলা হয়?
উত্তরঃ বল্লভভাই প্যাটেল
২৪. শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উত্তরঃ বাহাদুর শাহ জাফর
২৫. এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলার নাম কি ?
উত্তরঃ কমোলজিৎ সিন্ধু
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- Important GK Question PDF।
File Format:- Pdf
Quality:- High
File Size:- 1.6Mb
File Location:- Google Drive
Download:click Here to Download