ভারতীয় অর্থনীতির সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর|indian economy question in bengali
ভারতীয় অর্থনীতির সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর|indian economy question in bengali
আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভারতীয় অর্থনীতির সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর|indian economy question in bengali , WBCS, WBP, RAIL, NTPC, CHSL CGL, SSC, ICDS,RRB, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। General knowledge question in Bengali pdf, Important gk Question in bengali শেয়ার করছি।
ভারতীয় অর্থনীতির সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর |
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
ভারতীয় অর্থনীতির সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর|indian economy question in bengali
1. 2020 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা কমিশনের তৈরি ভিশন পেপার কী? - ইন্ডিয়া ভিশন-2020
2. ভারতীয় অর্থনীতির উদারীকরণের অগ্রদূত কাকে বলা হয়? - ডাঃ. মনমোহন সিং
3. ভারতে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে শুরু হয়? - 1 এপ্রিল, 1951
4. 'বুল' এবং 'বিয়ার' শব্দ দুটি কিসের সাথে সম্পর্কিত? -স্টক মার্কেট থেকে
5. 'অন্ত্যোদয়' কর্মসূচির উদ্দেশ্য কী ছিল? - দরিদ্রতম দরিদ্রদের সাহায্য করা
6. গ্রামীণ এলাকায় দারিদ্র্য নির্ণয়ের ভিত্তি হিসেবে কোন সূচককে বিবেচনা করা হয়েছে? - কৃষি শ্রমিকদের ভোক্তা মূল্য সূচক
7. ভারত নির্মাণ যোজনা কার সাথে সম্পর্কিত? - বসতি উন্নয়ন
8. কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক তফসিলি উপজাতি বাস করে? - মধ্য প্রদেশ
9. ভারত সরকারের মোট বাজেট ঘাটতিতে কোন ঘাটতি সবচেয়ে বেশি অবদান রাখে? - প্রাথমিক ঘাটতি
10. প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কোন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছিল? - কৃষি
11. বর্তমানে ভারতের বৃহত্তম জাতীয়করণ উদ্যোগ কোনটি? - ভারতীয় রেলওয়ে
12. বাজেট ঘাটতি বলতে কী বোঝায়? মোট প্রাপ্তি এবং মোট ব্যয়ের মধ্যে পার্থক্য
13. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়? - 1 এপ্রিল, 1935
14. পেমেন্টের বিপরীত ভারসাম্যের ক্ষেত্রে, কোন পদক্ষেপটি পরিস্থিতি সংশোধন করতে সহায়ক হবে? - অবমূল্যায়ন
15. ভারতের গ্রামীণ এলাকায় বেকারত্বের প্রধান রূপ কী? - ছদ্মবেশে
16. ভারতে সর্বাধিক কৃষি জমি কোন ফসলের অধীনে? - ভাত
17. ভারতের জাতীয় আয়ে কোন খাত সবচেয়ে বেশি অবদান রাখে? - উৎপাদন খাত
18. পঞ্চবার্ষিক পরিকল্পনার ইতিহাসে কোন পরিকল্পনাটিকে ভারতের সবচেয়ে ব্যর্থ পরিকল্পনা বলে মনে করা হয়? - তৃতীয়
19. জাতীয় উন্নয়ন পরিষদের পদাধিকারবলে চেয়ারম্যান কে? - প্রধানমন্ত্রী
20. ভারতে কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারণের ভিত্তি কী? - ভোক্তা মূল্য সূচক
21. দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় কোন খাতের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল? - শিল্প
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- Economy GK
File Format:- Pdf
Quality:- High
File Size:- 1Mb
File Location:- Google Drive
Download:click Here to Download