বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর | Class 9 history 2nd chapter question answer pdf

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ নবম শ্রেণির ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর PDF | Class 9 history 2nd chapter question answer pdf

 

আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি  নবম শ্রেণির ইতিহাসের দ্বিতীয় অধ্যায়  বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর PDFClass IX second chapter question Pdf in bengali | WB Class Nine history question in bengali |WBBSE পরীক্ষা প্রস্তুতির জন্য নবম শ্রেণি ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে।


তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে | নবম শ্রেণি ইতিহাস দ্বিতীয় অধ্যায়  বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf download । Class ix History 2st chapter important Question in Bengali Pdf  ডাউনলোড করো । এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাক।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


 বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ নবম শ্রেণির ইতিহাসের প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।

File Details:-

File Name:-  

File Format:- Pdf

Quality:- High

File Location:- Google Drive

Download: click Here to Download

 বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদmcq প্রশ্ন

1.


নবম শ্রেণি ইতিহাস দ্বিতীয় অধ্যায় 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর [একটি বাক্যে উত্তর দাও

নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের ৪ নং প্রশ্ন উত্তর

1 বিপ্লবের সন্তান কে ছিলেন?

উত্তর। নেপােলিয়ন বােনাপার্ট ছিলেন ‘বিপ্লবের সন্তান।

2_ নেপােলিয়ন ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়েছিলেন?

উত্তর। নেপােলিয়ন ১৭৯৯ খ্রিস্টাব্দের ৯ নভেম্বর ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়েছিলেন। 

3.নেপােলিয়ন বােনাপার্ট কত খ্রিস্টাব্দে ফ্রান্সের শাসনক্ষমতা দখল করেন?

উত্তর। নেপােলিয়ন বােনাপার্ট ১৭৯৯ খ্রিস্টাব্দে ফ্রান্সের শাসনক্ষমতা দখল করেন।

®4_ ফ্রান্সে কনস্যুলেট শাসনব্যবস্থা কে প্রবর্তন করেন?

উত্তর। ফ্রান্সে কনস্যুলেট শাসনব্যবস্থা প্রবর্তন করেন নেপােলিয়ন।

5_ কনস্যুলেট শাসনব্যবস্থায় কত জন কনসাল ছিলেন ?

উত্তর। কনস্যুলেট শাসনব্যবস্থায় ৩ জন কনসাল ছিলেন।

6_ কনস্যুলেট শাসনব্যবস্থার তিনজন কনসাল কারা ?

উত্তর কনস্যুলেট শাসনব্যবস্থার তিনজন কনসাল হলেন- ® নেপােলিয়ন, @ আবে সিয়েস এবং @ রজার ডুকোস।

7_ ফ্রান্সে কনস্যুলেটের শাসনব্যবস্থায় প্রথম কনসাল কে ছিলেন ?

উত্তর ফ্রান্সে কনস্যুলেটের শাসনব্যবস্থায় প্রথম কনসাল ছিলেন নেপােলিয়ন বােনাপার্ট

8_ নেপােলিয়ন প্রথমে কত বছরের জন্য কনসাল নিযুক্ত হন?

উত্তর। নেপােলিয়ন প্রথমে ১০ বছরের জন্য কনসাল নিযুক্ত হন।

9_ কত খ্রিস্টাব্দে সংবিধান সংশােধন করে নেপােলিয়ন যাবজ্জীবনের জন্য কনসাল নিযুক্ত হন?

উত্তর। ১৮০২ খ্রিস্টাব্দে সংবিধান সংশােধন করে নেপােলিয়ন যাবজ্জীবনের জন্য কনসাল নিযুক্ত হন।

10_। নেপােলিয়ন কত খ্রিস্টাব্দে নিজেকে ফ্রান্সের সম্রাট’ বলে ঘােষণা করেন?

উত্তর। নেপােলিয়ন ১৮০৪ খ্রিস্টাব্দে নিজেকে ফ্রান্সের সম্রাট’ বলে ঘােষণা করেন।

11 কোন সংবিধানকে অষ্টম বর্ষের সংবিধান' বলা হয় ?

উত্তর। ১৭৯৯ খ্রিস্টাব্দে প্রবর্তিত সংবিধানকে অষ্টম বর্ষের সংবিধান বলা হয়।





12। ফরাসি বিপ্লবের চতুর্থ সংবিধান কোনটি?

উত্তর ১৭৯৯ খ্রিস্টাব্দে প্রবর্তিত হলেট শাসনের সবিনই। ব্রাসি বিপ্লবের চতুর্থ সংবিধান' নামে পরিচিত।

13 ইতিহাসে কােন সনাকে নেপােলিয়নের বলা হয়?

উত্তর ইতিহাসে ১৭৯৯ থেকে ১৮১৪ খ্রিস্টাব্দ পর্য সুমকে।

নেপােলিয়নের যুগ বলা হয়।

14 কাউন্সিল অফ ফাইভ হাতে-এর সভাপতি কে ছিলেন?

উত্তর কাউন্সিল অফ ফাইভ হাড়ে'-এর সভাপতি ছিলেন নেপােলিনের ভাতা লুসিমেন্ট।

[15] শ্যাম্পাে কর্মি সহি হিক্টজে স্বাক্ষরিত হয়?

উত্তর। স্যাম্পাে কর্মিও বুদ্ধি ১৭৯৭ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।

16 পিরামিডের যুব্দ কত খ্রিস্টাব্দে হয়েছিল?

উত্তর পিরামিডের যুদ্ধ ১৭৯৮ খ্রিস্টাব্দে হয়েছিল।

17_ পিরামিডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

উত্তর পিরামিডের যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে

I18_ নীলনদের যুল্ক কত খ্রিস্টাব্দে হয়েছিল?

উত্তর। নীলনদের যুদ্ধ ১৭১৮ খ্রিস্টাব্দে হয়েছিল।

19 নীলনদের যুকদের মধ্যে হয়েছিল?

উত্তর নীলনদের বুত্ব হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে।

T20_j নীলনদের যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি কে ছিলেন?

উত্তর নীলনদের যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি ছিলেন নেলসন।

21_ নীলনদের যুদ্ধে কে জয়লাভ করেন?

উত্তর নীলনদের যুদ্ধে জয়লাভ করেন ব্রিটিশ সেনাপতি নেলসন।

22_ ইটালির জমাণ নেপােলিলকেলে মুক্তিপাতা বলেছিল?

উত্তর অস্ট্রিয়ার শাসন থেকে ইটালিকে মুক্ত রার জন্য ইটালির জনগণ নেপােলিয়নকে মুক্তিদাতা’বলেছিলেন।

I 23 ইউনিভার্সিটি অফ ফ্রাঙ্গ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর ইউনিভার্সিটি অফ ফ্রান্স ১৮০৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

24 কত খ্রিস্টাব্দে নেপােলিয়ন পােপের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি বা গর্ভাট স্বাক্ষর করেন?

উত্তর ১৮০১ খ্রিস্টাব্দে নেপােলিয়ন পােপের সঙ্গে ধর্মীমাংসা চুক্তিবার্তাটি স্বাক্ষর করেন।

25 কে ব্যাংক অকাল প্রতিষ্ঠা করেন?

উত্তর নেপােলিয়ন ব্যাংক অফ্রান্স প্রতিষ্ঠা করেন।

26 ‘কেভ নেপােলিয়ন’ নামকরণ খ্রিস্টাব্দে হয়?

উত্তর কােড নেপােলিয়ন’ নামকরণ করা হয় ১৮০৭ খ্রিস্টাব্দে।

27 কোড নেপােলিয়নের মূল লক্ষ্য কী ছিল?

উত্তর কোত নেপােলিয়নের মূল লক্ষ্য ছিল সমগ্র ফান্দে একটি সাধারণ আইনবিধির প্রচলন ।

[28] কোড নেপােলিয়নে কটি ধারা আছে?

উত্তর কোড নেপােলিয়নে মােট ২২৮৭টি ধারা আছে।

[29_j লে নেপােলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান' বলা হয়,

উত্তর। নেপােলিয়ন আইনবিধি সংকলন করেছিলেন বলে '‘দ্বিতীয় জাস্টিনিয়ান' বলা হয়।

30। লিজিয়ন অফ অনার' কী?

উত্তর। লিজিয়ন অফ অনার' হল নেপােলিয়ান প্রবর্তিত ৰািণ সম্মান বা উপাধি।

131_ কে বলেছিলেন 'আমিই বিপ্লব’?

উত্তর আমিই বিপ্লব’- এই উক্তিটি করেছিলেন নেপােলিয়ন বােনাপার্ট।

[32 কে বলেছিলেন আমি বিপ্লবের ধ্বংসকারী’?

উত্তর। নেপােলিয়ন বলেছিলেন, আমি বিপ্লবের ধ্বংসকারী।

33_j ম্যারেঙ্গের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ?

উত্তর। ১৮০০ খ্রিস্টাব্দে ম্যারেঙ্গের যুদ্ধ হয়।

34.ম্যারেঙ্গোর যুদ্ধ কাদের মধ্যে হয় ?

উত্তর। ম্যারেঙ্গের যুদ্ধ হয় ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে।

[35] হােহেনলিভেনের যুদ্ধ (১৮০০ খ্রি.) কাদের মধ্যে সংঘটিত হয়?

উত্তর হােহেনলিভেনের যুদ্ধ (১৮০০ খ্রি.) ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে। সংঘটিত হয়।

[36] লুনিভিলের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ?

উত্তর লুনিভিলের সন্ধি ১৮০১ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।

37_ লুনিভিলের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

উত্তর। লুনিভিলের সন্ধি ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়।

38 | অ্যামিয়েন্সের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ?

উত্তর। অ্যামিয়েলের সন্ধি ১৮০২ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়

39। ফ্রান্সবিরােধী প্রথম শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে।

উত্তর ফ্রান্সবিরােধী প্রথম শক্তিজোট ১৭৯৩ খ্রিস্টাব্দে গড়ে ওঠে।

[ 40 | ফ্রান্সবিরােধী দ্বিতীয় শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?

উত্তর ফ্রান্সবিরােধী দ্বিতীয় শক্তিজোট ১৭৯৯ খ্রিস্টাব্দে গড়ে ওঠে।

[41_ ফ্রান্সবিরােধী তৃতীয় শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?

উত্তর। ফ্রান্সবিরােধী তৃতীয় শক্তিজোট ১৮০৫ খ্রিস্টাব্দে গড়ে ওঠে।

[42] ফ্রান্সবিরােধী চতুর্থ শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?

উত্তর। ফ্রান্সবিরােধী চতুর্থ শক্তিজোট ১৮১৩ খ্রিস্টাব্দে গড়ে ওঠে।

[43] প্রথম শক্তিজোট কোন কোন দেশের মধ্যে হয়েছিল?

উত্তর প্রথম শক্তিজোট অস্ট্রিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, স্পেন, পাের্তুগাল ও সার্ভিনিয়াকে নিয়ে গঠিত হয়েছিল।

[44]দ্বিতীয় শক্তিজোট কোন কোন দেশের মধ্যে হয়েছিল?

উত্তর। দ্বিতীয় শক্তিজোট অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া, নেপলস পাের্তুগাল ও তুরস্ককে নিয়ে গঠিত হয়েছিল।



নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের ২ নং প্রশ্ন উত্তর


বিপ্লব আদর্শ(2)


1.ডিরেক্টরির শাসন' বলতে কী বােঝে?*

উত্তর ১৭৯৫ খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার ৫ জন ‘ ডিরেক্টর' বা ব্যক্তির এক কমিটির হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ‘ডিরেক্টরির শাসন’ (১৭৯৫-১৭৯৯ খ্রি.) নামে পরিচিত। এই শাসনব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত। ডিরেক্টরদের শাসনকালে ফ্রান্সের শাসনব্যবস্থা ভেঙে পড়েছিল।

File Details:-

File Name:-  

File Format:- Pdf

Quality:- High

File Size:-  4Mb

PAGE- 60

File Location:- Google Drive

Download: click Here to Download

6 | নেপােলিয়নের যুগ' বলতে কী বােঝায়?

উত্তর নেপােলিয়ন বােনাপার্ট ১৭৯৯ খ্রিস্টাব্দের ৯ নভেম্বর ‘ডিরেক্টরি’ শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সের শাসনক্ষমতা দখল করেন। এরপর তিনি ফ্রান্সে কনস্যুলেট (Consulate) নামে এক নতুন শাসনব্যবস্থা প্রবর্তন করেন এবং সর্বশক্তিমান প্রথম কনসাল


12| কাম্পাে ফমিও-ই সগির শর্ত কী ছিল?

উত্তর। ১৭৯৭ খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিসের মধ্যে ক্যাম্পাে ফমিও-বা সন্ধি স্বাক্ষরিত হয়।

সন্ধির শর্ত : ক্যাম্পাে ফমিও-র সন্ধির শর্ত অনুযায়ী অস্ট্রিয়া ফ্রান্সকে লােম্বাডি, জেনাে এবং নেদারল্যান্ডের কিছু অংশ ছেড়ে দিতে বাধ্য হয়। বেলজিয়াম প্রদেশের উপর ফ্রান্সের কর্তৃত্ব অস্ট্রিয়া মেনে নেয়।


15 কত খ্রিস্টাব্দে নেপােলিয়ন নিজেকে সম্রাট বলে ঘােষণা করেন? কোন্ পােপ নেপােলিয়নকে সম্রাট পদে অভিষিক্ত করেন?

উত্তর ১৮০৪ খ্রিস্টাব্দের ২ ডিসেম্বর নেপােলিয়ন নিজেকে সম্রাট বলে ঘােষণা করেন।

পােপ সপ্তম পায়াস প্যারিসের নােটরডাম চার্চে উপস্থিত থেকে নেপােলিয়নকে সম্রাট পদে অভিষিক্ত করেন। নেপােলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি ধারণ করেন


18 কনকর্ডাট বলতে কী বােঝ?*

উত্তর। ১৭৯১ খ্রিস্টালে সিভিল কনচিটটিউশন অফ দ্য ক্লার্জি নামক আইন দ্বারা পাপের মত বিনষ্ট করা হয় এবং ফ্রান্সের চার্চগুলির জাতীয়করণ করা হয়। এর ফলে পোপের সঙ্গে ফরাসি সরকারের বিরােধ বাধে।১৮০১ খ্রিস্টাব্দে নেপােলিয়ন চার্চের জাতীয়করণ নীতির সঙ্গে পােপের দাবির সমতা রক্ষা করে যে মীমাংসা সুত্র বা সমাধান সূত্র রচনা করেন, তা কনকর্ডাট' নামে পরিচিত।


19| কনকর্ডাট'-এ কী বলা হয় ?*

উত্তর ১৮০১ খ্রিস্টাব্দে নেপােলিয়ন ও পােপ সপ্তম পায়াস দ্বারা

যৌথভাবে প্রবর্তিত কনকর্ডাটে বলা হয়—

1] ফ্রান্সে চার্চের যাজকগণ সরকার দ্বারা নিযুক্ত হওয়ার পর পােপসেই নিয়ােগ অনুমােদন করবেন

 2। প্রত্যেক যাজক ফরাসি সরকারের কাছ থেকে নির্দিষ্ট বেতন পাবেন।

[3] ফ্রান্সে ক্যাথলিক ধর্ম চালু থাকবে তবে তার উপর ফরাসি সরকারের নিয়ন্ত্রণ জারি করা হবে।

[4] বিপ্লবী আমলে ফরাসি সরকার রাষ্ট্রের যে সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল পােপ তা স্বীকার করে নেবেন।

22| কোড় নেপােলিয়ন বা নেপােলিয়নের আইন সংহিতা বলতে কী বােঝায়? কোড় নেপােলিয়ন’-এ কোন নীতির উপর গুরুত্ব দেওয়া হয় ?*

উত্তর নেপােলিয়ন ফরাসি বিপ্লবের ‘সাম্য’-এর আদর্শের দ্বারা প্রচলিত পরস্পরবিরােধী (রােমান ও প্রাকৃতিক) আইনগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে সমগ্র ফ্রান্সে এক ধরনের আইন প্রণয়নের উদ্যোগ। তার উদ্যোগে আইন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটির সুপারিশ অনুসারে ১৮০৪ খ্রিস্টাব্দে ফ্রান্সে নতুন আইনবিধি প্রবর্তিত হয়।১৮০৭ খ্রিস্টাব্দে নেপােলিয়ন এর নামকরণ করেন কোড নেপােলিয়ন (Code Napoleon)। এতে বলা হয় আইনের চোখে সকলেই সমান।


26| কোট নেপােলিয়নের গুরুত্ব লেখাে।

উত্তর নেপােলিয়ন বােনাপার্ট প্রবর্তিত কোড নেপােলিয়নের। মাধ্যমে ফ্রান্সের বিভিন্ন প্রদেশে একই ধরনের আইন প্রচলিত হয়।

এর ফলে প্রশাসনিক ও বিচারবিভাগীয় ক্ষেত্রে সংহতি দৃঢ় হয়।

[3] পরবর্তীকালে ইউরােপের বিভিন্ন দেশের আইনব্যবস্থায় এই আইনগুলি স্থান পায়।

#

27 | কে, কত খ্রিস্টাব্দে জাতীয় ব্যাংক বা ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন? এর খসড়া কে রচনা করেছিলেন?

উত্তর অর্থনৈতিক ব্যবস্থায় শৃঙ্খলা আনয়নে তথা আর্থিক পুনর্গঠনের উদ্দেশ্যে নেপােলিয়ন ১৮০০ খ্রিস্টাব্দে জাতীয় ব্যাংক বা ব্যাংক অফ ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন।

০ এর খসড়া রচনা করেন প্যারিসের বিখ্যাত ব্যাংকার পেরেগর (Perregaux)। ১৮০৩ খ্রিস্টাব্দে এই ব্যাংক-কে নােট জারি করার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়।


28 লাইসি’ কী ?*

উত্তর ১৮০২ খ্রিস্টাব্দে নেপােলিয়ন বােনাপার্ট ফরাসি শহরগুলিতে

কয়েকটি আদর্শ সরকারি মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করেন, যেগুলি ‘লাইসি’ বা ‘ লিসে’ নামে পরিচিত হয়। লিসেগুলি ছিল আধাসামরিক বিদ্যালয়। এই সমস্ত এলিট বিদ্যালয়গুলিতে সামরিক ও অসামরিক কর্মচারীদের সন্তানরা পড়াশােনা করত।


23/লিজিয়ন অফ অনার' কী ?*

উত্তর লিজিয়ন অফ অনার হল এক বিশেষ ধরনের সম্মান বা উপাধি। নেপােলিয়ন রাষ্ট্রের প্রতি সেবা ও আনুগত্যের পুরস্কার স্বরূপ সামরিক ও অসামরিক ব্যক্তিদের লিজিয়ন অফ অনার প্রদানের প্রথা চালু করেছিলেন। নেপােলিয়ন মনে করতেন, এর ফলে জনগণের মধ্যে দেশসেবার মানসিকতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। লিজিয়ন অফ অনার ছিল ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান।

33 ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় শক্তিজোট’কবে ও কাদের নিয়ে গঠিত হয়?

উত্তর ফ্রান্সের ভবিষ্যৎ আক্রমণ থেকে ইউরােপকে রক্ষা ও ইউরােপের শান্তি বজায় রাখার উদ্দেশ্যে ইংল্যান্ডের উদ্যোগে ১৮০৫ খ্রিস্টাব্দের জুলাই-এ ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া ও সুইডেনকে নিয়ে ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় শক্তিজোট গঠিত হয়েছিল।


38| ট্রাফালগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে সংঘটিত হয়?

উত্তর ১৮০৫ খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধ হয়।

ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। এই যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি অ্যাডমিরাল নেলসন নেপােলিয়নের বাহিনীকে পরাজিত করেন।

40| টিলসিটের চুক্তি কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ? অথবা, টিলসিটের সন্ধির গুরুত্ব কী?

উত্তর ১৮০৭ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপােলিয়ন ও রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের মধ্যে টিলসিটের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।এই চুক্তির গুরুত্ব নিম্নরূপ।

1 টিলসিটের চুক্তির ফলে ইউরােপে নেপােলিয়নের ক্ষমতা ও প্রতিপত্তি সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল।

[2] ইংল্যান্ড ছাড়া ইউরােপের সমস্ত বৃহৎ শক্তি নেপােলিয়নের অধীনতা স্বীকার করেছিল। তারা নেপােলিয়নের নির্দেশ মানতেও বাধ্য হয়েছিল।


44কনফেডারেশন অফ দ্য রাইন কি’?*

উত্তর নেপােলিয়ন প্রাশিয়াকে পরাজিত করার পর বিজেতা হিসেবে বার্লিনে উপস্থিত হন। এখানে ১৮০৬ খ্রিস্টাব্দে তিনি জার্মানির বিভিন্ন রাজ্যের রাজাদের নিয়ে একটি সুষ বা ফেডারেশন গঠন করেন। একে লকেভারেশন অফ দ্য রাইন’ বা রাইনের রাষ্ট্রজোট বলা হয়। এই রাষ্ট্রসংঘের নিরাপত্তার দায়িত্ব ছিল নেপােলিয়নের উপর।


52 সমুদ্রের রানি’ কাকে, কেন বলা হয়?

উত্তর অষ্টাদশ ও ঊনবিংশ শতকে সমগ্র ইউরােপে ইংল্যান্ড শক্তিশালী নৌবহরের সাহায্যে সমুদ্রের উপর নিয়ন্ত্রণ কায়েম করেছিল। তাই ইংল্যান্ডের একচেটিয়া জলপথ অধিকারের ক্ষমতা তাকে ‘সমুদ্রের রানি উপাধিতে ভূষিত করেছিল।


55| মিলান ডিক্রিকী ?*

উত্তর ইংল্যান্ডের অর্ডারস-ইন-কাউন্সিলের প্রত্যুত্তরে নেপােলিয়ন মিলান ডিক্রি জারি করেন (১৮০৭ খ্রি. অক্টোবর-ডিসেম্বর)। কোনাে নিরপেক্ষ বা মিত্রদেশের জাহাজ অর্ডারস-ইন-কাউন্সিল মেনে ইংল্যান্ডের কাছ থেকে লাইসেন্স বা অনুমতি নিলে তা ইংল্যান্ডের সম্পত্তি বলে বিবেচিত হবে এবং ফ্রান্সের দ্বারা তা করা হবে।


61| জুন্টা’ (Junta) কী ?*

উত্তর জুন্টা’ (Junta) বলতে বােঝায় বিদ্রোহী প্রতিরােধ সমিতিকে নেপােলিয়নের স্পেন অভিযানকালে (১৮০৮ খ্রি.) স্পেনের বিভিন্ন অঞলে জুন্টা’ বা ‘কমিউন’ স্থাপন করে দেশপ্রেমিক নেতারা স্থানীয় শাসন নিজ হাতে তুলে নেয় এবং আগ্রাসী ফরাসি সেনার বিরুদ্ধে যুদ্ধ চালাতে থাকে।


62| উপদ্বীপের যুদ্ধ’ কী ?*

উত্তর নেপােলিয়ন আইবেরীয় উপদ্বীপ বা পাের্তুগাল ও স্পেন দখল করতে সচেষ্ট হন। পাের্তুগাল নেপােলিয়নের মহাদেশীয় অবরােধ ব্যবস্থা মানতে অস্বীকার করলে তিনি পাের্তুগাল আক্রমণ করেন। পাের্তুগাল জয়ের পর তিনি স্পেন দখল করেন। জাতীয়তাবাদে উদ্বুদ্ধ স্পেন ও পাের্তুগালের জনগণ, নেপােলিয়নের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করে (১৮০৮-১৮১৩ খ্রিস্টাব্দ), তা উপদ্বীপের যুদ্ধ’ নামে পরিচিত।

63 ‘টোরেস ভেড্রাস’ (Torres Vedras) কী ?* ৯/

উত্তর উপদ্বীপের যুদ্ধের সময় (১৮০৮-১৮১৩ খ্রিস্টাব্দ) নেপােলিয়নের আক্রমণ প্রতিহত করার জন্য পাের্তুগালে অবস্থানরত ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলি ট্যাগাস নদী থেকে আটল্যান্টিক সমুদ্র পর্যন্ত একটি আত্মরক্ষামূলক দুর্গ প্রাকার তৈরি করে নিজেদের রক্ষা করেন— এটি ‘টোরেস ভেড্রাসের সুরক্ষা রেখা’ নামে বিখ্যাত।


64 স্পেনীয় ক্ষত’কী ?* V

উত্তর স্পেনের অভ্যন্তরীণ বিরােধের সুযােগে নেপােলিয়ন ১৮০৮

খ্রিস্টাব্দে স্পেনের সিংহাসনে নিজের ভাই জোসেফ বােনাপার্টককে বসান। এতে স্পেনবাসী ক্ষুব্ধ হয়ে পাের্তুগাল ও ইংল্যান্ডের সঙ্গে ও একযােগে ফ্রান্সের বিরুদ্ধে বিদ্রোহ ঘােষণা করে। এই যুদ্ধে নেপােলিয়ন পরাজিত হন ও তার মানমর্যাদা ভূলুণ্ঠিত হয়। তার এই ব্যর্থতা ‘স্পেনীয় ক্ষত' নামে পরিচিত।

66 পােড়ামাটি নীতি' কী ?* ৫

উত্তর ‘পােড়ামাটি নীতি হল এক ধরনের রণকৌশল। আক্রমণকারী। সৈন্যরা যাতে আক্রান্ত দেশের জিনিসপত্র ব্যবহার করতে না পারে তার জন্য আক্রান্ত দেশের সৈন্যরা নিজেদের জিনিসপত্র নিজেরাই পুড়িয়ে ধ্বংস করে দিত। ১৮১২ খ্রিস্টাব্দে নেপােলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেছিলেন তখন রাশিয়ার সৈন্যরা যুদ্ধ না করে পিছিয়ে গিয়ে খাদ্য ও শস্যভাণ্ডারগুলি জ্বালিয়ে দেয়, পানীয় জলে বিষ মিশিয়ে দেয় এবং যােগাযােগ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে শত্রুপক্ষের অগ্রগতি ব্যাহত করে— এই রণকৌশলই ‘পােড়ামাটির নীতি’ নামে পরিচিত।


(73) নেপােলিয়াকে ‘নিনের সন্তান। বলা হয়। কে ?*

উত্তর। নেপােলিয়ন বোনাপার্ট এক অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ফরাসি বিপ্লবের উদারতন্ত্রী তাদর্শের ফলে তিনি ফ্রান্সের কনস্যুলেট তথা সন্ত্রটি পদ লাভ করেছিলেন। তিনি ফরাসি

বিলের সাম্য' নীতিকে গ্রহণ করে ‘কেজি নােপােলিয়ান’-এর মাধ্যমে ফ্রান্সে আইনগত সমতা, সামাজিক সাম্য সামন্ততান্ত্রিক বিশেষাধিকার লােপ এবং বৈদেশিক ক্ষেত্রে ইটালি, জার্মানি-সহ ইউরােপের বিভিন্ন

দেশে পুরাতনতন্ত্র ধ্বংস করে ফরাসি বিপ্লবের ভাবধারার প্রসার ঘটান তাই নেপােলিয়নকে ‘ বিপ্লবের সন্তান' বলা হয়।


4[নৈপােলিয়নকে 'বিপ্লবের ধ্বংসকারী’ বলা হয় কেন?

উত্তর ফরাসি বিপ্লব রাজতন্ত্র উচ্ছেদ করে ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এই সূত্র ধরেই নেপােলিয়ন ফ্রান্সের কনসাল পদে নিযুক্ত হয়েছিলেন। কিন্তু তিনি কনসাল থেকে সম্রাট হয়ে এবং বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে সংবাদপত্রের স্বাধীনতা হরণ, বাকস্বাধীনতা হরণের মাধ্যমে ফরাসি বিপ্লবের আদর্শকে ধ্বংস করেন। তা ছাড়া তিনি ফরাসি বিপ্লবের স্বাধীনতার আদর্শকে  বিসর্জন দিয়ে ক্ষমতা নিজের কুক্ষিগত করেছিলেন। তাই নেপােলিয়নকে ‘বিপ্লবের ধ্বংসকারী’ বলা হয়।



বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের ৪ নং প্রশ্ন উত্তর

বিপ্লব আদর্শ (4)



 টীকা লেখাে : কোভ নেপােলিয়ন (Code Napoleon)

অথবা, টীকা লেখাে : নেপােলিয়নের আইন সংহত =

উত্তর কোড নেপােলিয়ন নেপােলিয়ন ফ্রান্সে প্রচলিত বিভিন্ন আইন বাতিল করে সমগ্র ফ্রান্সের জন্য যে আইন সংহিতা কার্যক্ত করেছিলেন তা কোড নেপােলিয়ন (Code Napoleon) * নামে পরিচিত। নেপােলিয়নের সর্বাপেক্ষা উল্লেখযােগ্য কীর্তি হল ব্রাসি বিপ্লবের আদর্শের প্রেক্ষিতে কোভ নেপােলিয়ন প্রণয়ন। তার এই কৃতিত্বের জন্য তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান’ বলা হয়।


.

12) নেপােলিয়নকে বিপ্লবের সন্তান' বলা হয় কেন?

অথবা, নেপােলিয়নকে ‘বিপ্লবের সন্তান’বলা যায় কি?

অথবা, নেপােলিয়ন কীভাবে বিপ্লবের আদর্শকে বাস্তবায়িত করেছিলেন?*

উত্তর প্রথম কনসাল হিসেবে চূড়ান্ত ক্ষমতার অধিকারী হলেও নেপােলিয়ন অনুধাবন করতে পেরেছিলেন যে, বিপ্লবের ফলে ফরাসিদের মনে যে উচ্চাশার সৃষ্টি হয়েছে, তা পূরণ করতে না পারলে খুব বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যাবে না। তাই তিনি নিজেকে বিপ্লবের সন্তানরূপে তুলে ধরেন। তিনি স্বাধীনতা ছাড়া বিপ্লবের অপর দুটি আদর্শ সাম্য’ও ‘মৈত্রী’-কে বাস্তবায়িত করতে সচেষ্ট হয়েছিলেন।


নেপােলিয়নের রাজপদে উত্থান : নেপােলিয়ন নিজে ছিলেন সাম্যের প্রতীক। অতি সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। সিংহাসনের উত্তরাধিকারী না হয়েও ফ্রান্সের সম্রাট পদে আসীন হন জনগণের ভােটের দ্বারা। বিপ্লবের সাম্যবাদী আদর্শই জনগণের দ্বারা তার উত্থানকে সম্ভবপর করেছিল। ও বিপ্লবকালীন ফ্রান্সে সংবিধান সভা কর্তৃক প্রচলিত

নিয়মগুলি বহাল রাখা; সংবিধান সভা ১৭৮৯ খ্রিস্টাব্দের ৪ আগস্ট সামন্তপ্রথা, ভূমিদাসপ্রথা, সামন্তকর, করভি বা বেগার খাটা,টাইথ বা ধর্মকর ইত্যাদির বিলােপসাধন করেছিল। নেপােলিয়ন এইসব বিপ্লবী নিয়মগুলিকে বহাল রেখে বিপ্লবকে সম্মান জানিয়েছিলেন।

আইনি অধিকার প্রতিষ্ঠা ; নেপােলিয়ন ফ্রান্সের বিভিন্ন স্থানে প্রচলিত আইনগুলির মধ্যে সমন্বয়সাধন করে ‘কোড নেপােলিয়ন’ প্রণয়ন করেন। এর ফলে ফ্রান্সে আইনের চোখে সমতার নীতি প্রতিষ্ঠিত হয়।

বিগবেন্ন থায়িত্ব দান : বিপ্লবী ফ্রান্সকে রক্ষা করার জন নেপােলিয়ন একাধিকবার প্রতিক্রিয়াশীল বিভিন্ন শক্তির বিরুদ্ধে প্রতিকে গড়ে তুলে ফ্রান্স ও বিপ্লব উভয়কেই দুঃক্ষা করেছিলেন।


ইউরােপে বিপ্লবের আদর্শ প্রসার : ফ্রান্সের পাশাপাশি ইটালি জার্মানি সহ ইউরােপের অন্যান্য রাষ্ট্রেও নেপােলিয়ন বিপ্লবের আদর্শের প্রসার ঘটান। তার শাসনাধীনে ওইসব দেশে সামন্তপ্রথার অবসান হয়

এবং আইনের মাধ্যমে সাম্য প্রতিষ্ঠিত হয়। নেপােলিয়ন বােনাপার্ট তার শাসনকালে আইনের সাম্য,

সামন্ততান্ত্রিক শােষণের অবসান, আইনবিধি প্রণয়ন ইত্যাদির মাধ্যমে নিজেকে বিপ্লবের ধারক ও বাহকরূপে প্রতিষ্ঠা করেন। বিপ্লবের মধ্য দিয়েই উত্থান ঘটেছিল। কাজেই তিনি ছিলেন বিপ্লবের সন্তান'


13 নেপােলিয়নকে ‘বিপ্লবের ধ্বংসকারী' বলা হয় কেন?

অথবা, নেপােলিয়ন, কীভাবে বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুত হয়েছিলেন বা সরে এসেছিলেন ?*

উত্তর নেপােলিয়ন বােনাপার্ট বিপ্লবের তিনটি আদর্শের মধ্যে সাম্য ও মৈত্রীর আদর্শ প্রতিষ্ঠা করলেও স্বাধীনতার আদর্শসহ বিভিন্ন বৈপ্লবিক ভাবধারাকে ধ্বংস করেন। তাঁর সংস্কারের প্রকৃতি বিশ্লেষণ করলে।

বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। নেপােলিয়ন যখন স্বাধীনতা বা গণতন্ত্রকে পদানত করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন তখন তিনি ছিলেন বিপ্লবের ধ্বংসকারী। এক্ষেত্রে তিনি নিজেই স্বীকার করেছিলেন, আমি বিপ্লবকে ধ্বংস করেছি।

বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা : ফরাসি বিপ্লবের দ্বারা রাজতন্ত্রের অবসান ঘটলেও ১৮০৪ খ্রিস্টাব্দে নেপােলিয়ন নিজেকে সম্রাট হিসেবে ঘােষণা করে ফ্রান্সে পুনরায় বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। রাজতন্ত্রের পুনঃপ্রবর্তন ও জাঁকজমকপূর্ণ উৎসব- অনুষ্ঠান প্রবর্তনের মধ্য দিয়ে তিনি বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুত হয়েছিলেন।

স্বাধীনতার আদর্শ ধ্বংস : নেপােলিয়ন ফ্রান্সে প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানকে তুলে দিয়ে গণতন্ত্রের মুখােশে পুলিশি রাষ্ট্র স্থাপন করেন। রাজনৈতিক দলগুলির স্বাধীন কার্যকলাপ সীমাবদ্ধ করে দেন। এ ছাড়া তিনি প্রাদেশিক আইনসভাগুলির ক্ষমতা, মানুষের বাক্‌স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং ব্যক্তিস্বাধীনতা খর্ব করেন— যা ফরাসি বিপ্লবের স্বাধীনতার আদর্শের পরিপন্থী ছিল।

শিক্ষাক্ষেত্রে হস্তক্ষেপ : নেপােলিয়নের শিক্ষানীতির আসল উদ্দেশ্য ছিল শিক্ষিত সমাজকে সম্রাট ও রাষ্ট্রের অনুগত শ্রেণিতে পরিণত করা। তিনি জেকোবিনদের সর্বজনীন প্রাথমিক শিক্ষানীতি বাতিল করে বিপ্লবের আদর্শকে ধ্বংস করেন। নারীশিক্ষার ক্ষেত্রেও তিনি ছিলেন উদাসীন।

ধর্মীয় ক্ষেত্রে বিচ্যুতি : তিনি ফরাসি বিপ্লবকালের ধর্মীয় নীতির। বেশকিছু ভাবধারা বর্জন করেছিলেন। ১৮০১ খ্রিস্টাব্দের ধর্মমীমাংসা চুক্তির মাধ্যমে ক্যাথলিক চার্চের ক্ষমতাকে পুনঃপ্রতিষ্ঠিত করেন।

বিপ্লবের ধ্বংসকারী : নেপােলিয়ন বহু ক্ষেত্রেই বিপ্লবের আদর্শ লঙ্ঘন করেছিলেন। ট্রটস্কি (Trotsky) বলেছেন- সামরিক শক্তির দ্বারাই নেপােলিয়ন বিপ্লবকে ধ্বংস করেছেন। আসলে তিনি আত্মপ্রতিষ্ঠার জন্যই বিপ্লবকে নিজের প্রয়ােজনমতাে ব্যবহার করেছেন। অনুরূপভাবে লেফেভর, মাতিয়ে, গুডউইন প্রমুখ ঐতিহাসিকদের মতানুসারে, নেপােলিয়ান বিপ্লবের ধ্বংসকারী ছিলেন।


21 ট্রাফালগারের দু (Battle of Trafalgar) সম্পর্কে টীকা লেখে।*

উত্তর ট্রাকালগারের বুত্ব হয়েছিল ১৮০৫ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ঙ্গের মধ্যে। এই যুদ্ধে ফ্রান্স পরাজিত হয়।

যুদ্ধের পটভূমি : ইংল্যান্ড ১৮০৫ খ্রিস্টাব্দে ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় শক্তিজোট গঠন করে। এই জোটের অন্যান্য রাষ্ট্রগুলি হজ-রশিয়া, অস্ট্রিয়া ও সুইডেন। নেপােলিয়ন ইউরােপের প্রধান শর্তি ইংল্যান্ডকে পরাজিত তে সচেষ্ট হয়েছিলেন। তিনি ইংলিশ চ্যানেল ক্রিম করে ইংল্যান্ড আক্রমণের সিদ্ধান্ত নেন। ইংল্যান্ড ছিল নৌশক্তি ও ফ্রান্স ছিল স্বলশক্তিতে বলীয়ান। ইংল্যান্ড ও ফ্রান্সের লড়াই ছিল মূলত নৌশক্তি বনাম স্বলশক্তির লড়াই। তাই নেপােলিয়ন চেয়েছিলেন, ইংলিশ চ্যানেলের উপর সাময়িকভাবে দখলদারিকায়েম গরে ইংল্যান্ডেরথলভূমিতে পৌছে যেতে।

নেপােলিয়নের ইংল্যান্ড জয়ের পরিকল্পনা ব্যর্থ হয়। কারণ ব্রিটিশ নৌসেনাপতি নেলসন ফরাসি নৌসেনাপতি অ্যাডমিরাল ভিলেনেউভট্টোকালগারের যুদ্ধে পরাজিত করেন (২১ অক্টোবর, ১৮০৫ খ্রিস্টাব্দ)। ফ্রান্সের নৌবাহিনী সম্পূর্ণ বিধ্বস্ত হয় ফলে নেপােলিয়নের ইংল্যান্ড জয়ের স্বপ্ন ব্যর্থতায় পর্যবসিত হয়।


25 নেপােলিয়ন কেন স্পেন আক্রমণ করেন। ^2/21) ৪

উত্তর মহাদেশীয় অবরােধ ব্যবথা কার্যকর করার উ,সমগ্র আইবেরীয় উপদ্বীপের উপর কর্তৃত্ব স্থাপনের প্রয়ােজন ছিল।নেপােলিয়ান পাের্তুগাল আক্রমণ করলেও তার মূল লক্ষ্য ছিল পেন। দখল।তবে তার স্পেন আক্রমণের পিছনে বেশ কিছু অন্য কারণও ছিল।

স্পেন আক্রমণের কারণ :

[1] নেপােলিয়নের ইচ্ছা ছিল স্পেনীয় নৌবাহিনী দখল করে তাকে আরও শক্তিশালী করে তােলা।

[2] ইউরােপের অন্যান্য দেশের মতাে স্পেনও তাকে 'মুক্তিদাতা' বলে অভিনন্দন জানাবে~~ এই ছিল নেপােলিয়নের আশা। কিন্তু তিনি স্পেনীয়দের মনােভাব বুঝতে পারেননি।

[[3] স্পেন এবং প্রশিয়া মিলিতভাবে ফ্রান্স আক্রমণের পরিকল্পনা করছে জেনে নেপােলিয়ন বাধ্য হয়ে স্পেন দখলে অগ্রসর হন।

[[4) নেপােলিয়ন মনে করতেন যে, নিজের বংশের শাসনক্ষমতা বজায় রাখতে গেলে স্পেনকে দখলে আনতে হবে। এ ছাড়াও স্পেনের অথির রাজনৈতিক অবস্থাকে নেপােলিয়ান কাজে লাগাতে চেয়েছিলেন


27 টীকা লেখাে : নেপােলিয়নের স্পেনীয় ক্ষত (Spanish Ulcer)*

উত্তর নেপােলিয়নের পতনের অন্যতম প্রধান কারণ ছিল স্পেনীয় ক্ষত।‘স্পেনীয় ক্ষত’বলতে বােঝায় নেপােলিয়নের স্পেন আক্রমণের পর স্পেনীয়দের রুখে দাঁড়ানাে এবং তাকে পিছু হটতে বাধ্য করা যা নেপােলিয়নের জীবনে ক্ষতের মতাে ছিল।


* স্পেন আক্রমণ :মহাদেশীয় অবরােধ ব্যবস্থা কার্যকর করার জন্য নেপােলিয়ন পাের্তুগাল জয় করেন। তারপর স্পেন আক্রমণ ও দখল করেন। তিনি স্পেনের বুরবো বংশীয় রাজা চতুর্থচার্লসকে সরিয়ে নিজের ভাই জোসেফকে সিংহাসনে বসান।

স্পেনীয়দের প্রতিরােধ : স্পেনের জনগণ নেপােলিয়নের আচরণে ক্ষুব্ধ হয়ে প্রবল প্রতিরােধ গড়ে তােলে। স্পেনীয়রা নিজেদের বিবাদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ফরাসিবাহিনীর বিরুদ্ধে মরণপণ সংগ্রাম শুরু করে। ইংল্যান্ড ও পাের্তুগাল এই যুদ্ধে যােগ দেয়। একে উপদ্বীপের যুদ্ধ’ বলা হয়।

নেপােলিয়নের পরাজয় : ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলির হাতে নেপােলিয়নের ফরাসিবাহিনী ১৮১৩ খ্রিস্টাব্দে চূড়ান্তভাবে পরাজিত হয়। নেপােলিয়ন স্পেন ত্যাগ করতে বাধ্য হন। এরপর নেপােলিয়ন আক্ষেপ করে বলেছিলেন ‘স্পেনীয় ক্ষতই আমার পরাজয়ের মূল কারণ।


29 টি টিলসিটের সন্ধি' কবে ও কাদের মধ্যে হয়।? এই সন্ধির শর্ত ও গুরুত্ব কী ? তাথবা, টাকা লেখে। : টিলাসিটের সপি।

১৮০৭ খ্রিস্টাব্দে ফ্রিডল্যান্ডের যুদ্ধে নেপােলিয়নের কাছে পরাজিত হয়ে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার ফ্রান্সের সঙ্গে টিলসিটের সখি' স্বাক্ষর করতে বাধ্য হন।

* শর্ত :

1। নেপােলিয়ন ইউরােপে যেসকল রাজনৈতিক সংগঠন স্থাপন করেন, রাশিয়ার জার তা মেনে নেন।

[2] পরাজিত শক্তির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় নীতির স্বীকৃতি দেন।

[3] ফ্রান্স ও রাশিয়ার মধ্যে আত্মরক্ষামূলক মিত্রতা স্থাপিত হয়।

4। রাশিয়ার সঙ্গে তুরস্কের দ্বন্দ্বে নেপােলিয়ন জারের পক্ষ নিতে রাজি হন। সুইডেনের প্রতি জারের আগ্রাসন নীতিকেও নেপােলিয়ন সমর্থন জানান।

5। ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের দ্বন্দ্বে জার মধ্যস্থতায় রাজি হন।


গুরুত্ব :

1। টিলসিটের সন্ধির ফলে ফ্রান্সবিরােধী তৃতীয় শক্তিজোট ভেঙে যায়।

2। নেপােলিয়ন রাশিয়াকে নিরপেক্ষ রাখতে সক্ষম হন।

3 | পূর্ব সীমান্তে নেপােলিয়নের আর কোনাে ভয় না থাকায় তিনি সমস্ত শক্তি পশ্চিম প্রান্তে নিয়ােগ করতে পেরেছিলেন।

4। নেপােলিয়নের গৌরব ও মর্যাদা বৃদ্ধি পায়।

5। টিলসিটের সন্ধিতে রাশিয়ার বিশেষ ক্ষতি হয়নি। তবে প্রাশিয়াকে তর ধাশ হারাতে হয়। প্রাশিয়ার দুটি অংশে দুটি নতুন আজ হঠত হয় যথা- ওয়েস্টফেলিয়া ও গ্র্যান্ড ডাচি অফ এরশ টিসিটের সন্ধি হল নেপােলিয়নের চূড়ান্ত ক্ষমতার অভিব্যক্তি। এই সুফি হয় ফলে প্রায় সমগ্র ইউরােপ তাঁর নিয়ন্ত্রণাধীন হয়ে

পড়ে তিনি ইউরােপের ভাগ্যবিধাতা হয়ে ওঠেন এবং ফলস্বরূপ পেনিনসুলার ও যুষে জড়িয়ে পভেন। এর পরিণামে তার পতন ঘটে তাই ঐতিহাসিকরাইকর (Rikar) যথার্থই বলেছেন, টিসিটের একক থেকে নেপোলিয়নের সৌভাগ্যের অবসান সূচনা করে।



দ্বিতীয় অধ্যায়  বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ বড় প্রশ্ন উত্তর,

নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের ৮ নং প্রশ্ন উত্তর


1.কোড নেপােলিয়ন (Code Napoleon) বলতে কী বােঝাে? কোড নেপােলিয়নের মাধ্যমে নেপােলিয়ন কীভাবে ফরাসি বিপ্লবের আদর্শ রক্ষা করেন?

উত্তর কোড নেপােলিয়ন (Code Napoleon) (ফরাসি সম্রাট নেপােলিয়ন বােনাপার্টের সংস্কার কর্মসূচিগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযােগ্য গুরুত্বপূর্ণ হল ‘কোড নেপােলিয়ন’(Code Napoleon) বা ‘আইনবিধির প্রবর্তন’। তার শাসনকালের পূর্বে ফ্রান্সের নানা স্থানে নানা ধরনের বৈষম্যমূলক ও পরস্পরবিরােধী আইন প্রচলিত ছিল। নেপােলিয়ন সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন প্রবর্তনের উদ্দেশ্যে জন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে একটি পরিষদ গঠন করেন। এই পরিষদের প্রচেষ্টায় দীর্ঘ চার বছরের অক্লান্ত পরিশ্রমে যে আইনবিধি সংকলিত হয়, তা কোড নেপােলিয়ন’নামে খ্যাত) ২২৮৭টি বিধি সংবলিত

CODE এই আইন সংহিতা তিন ভাগে বিভক্ত ছিল--- দেওয়ানি, @ ফৌজদারি এবং@ বাণিজ্যিক আইন। আইনের দৃষ্টিতে সমতা, ধর্মীয় সহিষ্ণুতা, ব্যক্তিস্বাধীনতা ও সম্পত্তির NAPOLEON অধিকারের স্বীকৃতি ছিল এই আইন সংহিতার উল্লেখযােগ্য বৈশিষ্ট্য।


ইউরোপে জাতীয়তাবাদের প্রসারে নেপােলিয়নের ভূমিকা কোনাে কোনাে ঐতিহাসিক মনে করেন, ইউরােপের এবং বিশেষ করে জার্মানি ও ইটালির পুনর্গঠনের ক্ষেত্রে নেপােলিয়ন ওই সকল দেশে জাতীয় ঐক্য স্থাপনের নীতিকে গ্রহণ করেন। নেপােলিয়ন বিঙ্গির রাজ্যগুলিতে একই ধরনের শাসনব্যবস্থা, কাঠামাে, বাধ্যতামূলক সামরিক শিক্ষা ও আইনবিধি প্রবর্তন করে পুরাতন ব্যবস্থা ভেঙে দেন। রাজ্যগুলি নেপােলিয়নের অধীনেই জাতীয় সার্বভৌমত্বের স্বাদ অনুভব ক্লাতে শেখে। এই জাতীয়তাবােধই একসময় তাদের সাহায্য করেছিল নেপােলিয়নের অধীনতা থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করতে।


2.কী কারণে নেপােলিয়নের মধ্যে অভিযান ব্যর্থ হয়েছিল। মস্কো অভিযানের ব্যর্থতা নেপােলিয়নের পতনকে কতটা ত্বরান্বিত5+3

উঃ নেপােলিয়ন ও তার ব্যর্থ মন্ত্র অভিন। ফরাসি সম্রাট নেপোলিয়ন ১৮১২ খ্রিস্টালের জুন মাসে ৬ লক্ষাধিক সৈন্যের এক বিট বাহিনী নিয়ে রাশিয়া আক্রমণ করেন। কিন্তু তার এই অভিযান নানাবিধ কারণে ব্যর্থ হয়েছিল- থে বাশিয়ার পােড়ামাটির নীতি নেপােলিয়নের ফরাসিবাহিনী মস্কোর অভিমুখে রওনা দিলে শেবাহিনীশ পিছু হটতে থাকে এবং‘পােড়ামাটির নীতি গ্রহণ করে। এই নতি অনুসারে বাহিনী পিছু হটার সময় পরিত্যক্ত আন, বস্ত্র, বাসস্থান, শসের যেত, পানীয় জল এমনভাবে নষ্টতে থাকে

যাতেশরুবাহিনী সেগুলি ব্যবহাররার সুযােগ না পায়। অক্টোবরের শেষের নিতে মান, বস্ত্র ইত্যাদির অভাব ফরাসি সেনাদলের মনােবল ভেঙে দেয়।

[2] রাশিয়ায় প্রাকৃতিক অব রাশিয়ার প্রাকৃতিক অবস্থাও নেপােলিয়নের মুদ্ধে অভিযানকে ব্যর্থতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। রাশিয়ায় জুলাই হেলিশ হন মাসের প্রবল বর্ষণ, আগস্টের প্রচণ্ড দাবদাহ, অক্টোবরের তীব্র শীতেরকামড় এবং সর্বোপরি টাইফাস নামক জ্বরের প্রকােপ নেপােলিয়নকে হলে ফিরে যেতে বাধ্য করে।

3.রশবাহিনীর আক্রমণ অক্টোবরের শেষের দিকে খাদ্য, বস্ত্র ইত্যাদির অভাব এবং প্রতিকূল আবহাওয়ায় ফরাসিবাহিনী প্রচণ্ড দুর্বিপাকে পড়ে। এইরকম গরিমিতিতে গ্র্যান্ড আর্নির অনেক সেনাই বুশ কোসাক গেরিলাদের হাতে প্রাণ হারান।

File Details:-

File Name:-  

File Format:- Pdf

Quality:- High

File Size:-  4Mb

PAGE- 60

File Location:- Google Drive

Download: click Here to Download

গুজবের প্রভাব প্যারিসে ম্যান্টে নামে এক প্রজাতন্ত্রী সেনাপতি নেপােলিয়নের মৃত্যুসংবাদ রটিয়ে সিংহাসন দখলের চেষ্টা কাছে মস্কোতে হবঘকালে এই সংবাদ পেয়ে নেপােলিয়ন সিংহাসন রক্ষার তাগিদে দুত ফ্রান্সে ফেরার সিন্ধান্ত নেন।

উপরােন্ত আলােচনার প্রেক্ষিতে বলা যায়, কোনাে একটি বিশেষকারণ নয়, বরং একাধিক প্রতিকূল অবস্থা নেপােলিয়নের মস্কো অভিযানকে ব্যর্থ হরেছিল



[TAG]:   বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ দ্বিতীয় অধ্যায় pdf, বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদmcq,দ্বিতীয় অধ্যায় বড় প্রশ্ন উত্তর,নবম শ্রেণির বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন,নবম শ্রেণির ইতিহাস  বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ,নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়,নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের ২ নং প্রশ্ন উত্তর,নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় বড় প্রশ্ন উত্তর,নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর,




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url