মহারানির ঘােষণাপত্র|টীকা লেখাে মহারানির ঘােষণাপত্র (১৮৫৮ খ্রি.)। অথবা, মহারানির ঘােষণাপত্রে (১৮৫৮ খ্রি.) কী বলা হয়|maharanir ghosonapatra pdf download
টীকা লেখাে : মহারানির ঘােষণাপত্র (১৮৫৮ খ্রি.)।
অথবা, মহারানির ঘােষণাপত্রে (১৮৫৮ খ্রি.) কী বলা হয়?
উত্তর
মহারানির ঘােষণাপত্র
ভূমিকা: মহাবিদ্রোহ (১৮৫৭ খ্রি.) শেষপর্যন্ত ব্যর্থ হলেও এই বিদ্রোহ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ভিত কঁপিয়ে দেয়। ভারত শাসন আইন: মহাবিদ্রোহের পর ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন’ (১৮৫৮ খ্রি.)-এর দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটায় এবং মহারানি ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার তুলে নেন।
ঘােষণাপত্র প্রকাশ : মহারানি ভিক্টোরিয়া ১৮৫৮ খ্রিস্টাব্দে (১ নভেম্বর) এক ঘােষণাপত্রের মাধ্যমে ভারতীয় শাসনব্যবস্থায় নতুন নীতি ও আদর্শের কথা প্রকাশ করেন।
ঘােষণাপত্রের বক্তব্য: মহারানির ঘােষণাপত্রের দ্বারা জানানাে হয় যে,
i. ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনাে প্রকার হস্তক্ষেপ করবে
ii. স্বত্ববিলােপ নীতি বাতিল করা হয়।
iii. দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হয়।
iv. ব্রিটিশরা ভারতে আর সাম্রাজ্য বিস্তারে আগ্রহী নয় বলে জানানাে হয়।
v. জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি যােগ্য ভারতীয়কে সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার অধিকার দানের কথা বলা হয়
v. জানানাে হয় যে, সরকার দেশীয় রাজ্যগুলির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সন্ধিগুলি কোম্পানি মেনে চলবে।