সভসমিতির যুগ কাকে বলে?Sabhasamitira youg in history
সভসমিতির যুগ কাকে বলে?
অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উনিশ শতকের প্রথম থেকে একের পর এক আদিবাসী ও কৃষক আন্দোলন এবং মহাবিদ্রোহ সংঘটিত হতে থাকে। এর পাশাপাশি উনিশ শতকে ভারতে বিভিন্ন সভাসমিতি প্রতিষ্ঠিত হতে থাকে।
[1] রাজনৈতিক আন্দোলনের তাগিদ: মহাবিদ্রোহের পর দ্রুত ভারতীয় জাতীয়তাবাদের প্রসার ঘটতে থাকে। এই সময় ভারতীয়রা উপলদ্ধি করতে শুরু করে যে, অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলন গড়ে তােলা দরকার।
[2] সভাসমিতির প্রতিষ্ঠা; উনিশ শতকের চতুর্থ দশক থেকে এদেশে নানা সভাসমিতি গড়ে উঠতে থাকে। প্রথমে বাংলায় এবং বাংলার অনুকরণে ভারতের অন্যান্য অঙ্কুলেও অনুরূপ সভাসমিতি গড়ে উঠতে থাকে। নামকরণ; উনিশ শতকে বিভিন্ন শ্রেণির মানুষের উদ্যোগে একের পর এক সভাসমিতি গড়ে ওঠার জন্য কেম্ব্রিজ গােষ্ঠীর ঐতিহাসিক ড. অনিল শীল এ যুগকে সভাসমিতির যুগ’ বলে অভিহিত করেছেন।
’