সভসমিতির যুগ কাকে বলে?Sabhasamitira youg in history

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

 সভসমিতির যুগ কাকে বলে?

অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উনিশ শতকের প্রথম থেকে একের পর এক আদিবাসী ও কৃষক আন্দোলন এবং মহাবিদ্রোহ সংঘটিত হতে থাকে। এর পাশাপাশি উনিশ শতকে ভারতে বিভিন্ন সভাসমিতি প্রতিষ্ঠিত হতে থাকে।


[1] রাজনৈতিক আন্দোলনের তাগিদ: মহাবিদ্রোহের পর দ্রুত ভারতীয় জাতীয়তাবাদের প্রসার ঘটতে থাকে। এই সময় ভারতীয়রা উপলদ্ধি করতে শুরু করে যে, অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলন গড়ে তােলা দরকার।


[2] সভাসমিতির প্রতিষ্ঠা; উনিশ শতকের চতুর্থ দশক থেকে এদেশে নানা সভাসমিতি গড়ে উঠতে থাকে। প্রথমে বাংলায় এবং বাংলার অনুকরণে ভারতের অন্যান্য অঙ্কুলেও অনুরূপ সভাসমিতি গড়ে উঠতে থাকে। নামকরণ; উনিশ শতকে বিভিন্ন শ্রেণির মানুষের উদ্যোগে একের পর এক সভাসমিতি গড়ে ওঠার জন্য কেম্ব্রিজ গােষ্ঠীর ঐতিহাসিক ড. অনিল শীল এ যুগকে সভাসমিতির যুগ’ বলে অভিহিত করেছেন।

[3] বিভিন্ন সভাসমিতি; উনিশ শতকে ভারতে বিভিন্ন সভাসমিতি গড়ে ওঠে। এগুলির মধ্যে উল্লেখযােগ্য হল—i. বঙ্গভাষা প্রকাশিকা সভা, ii. জমিদার সভা,
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url