সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর|Class 10 history 3rd chapter suggestion 2022 pdf
দশম শ্রেণীর ইতিহাস | চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর PDF |Class 10 history 3rd chapter suggestion 2022 pdf
সঠিক উত্তরটি নির্বাচন করাে
1. ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয় স্তরে প্রথম বিদ্রোহ হল-
সিপাহি বিদ্রোহ
নীল বিদ্রোহ
ইলবার্ট বিল-বিরােধী আন্দোলন
স্বদেশি আন্দোলন
2. সিপাহি বিদ্রোহ শুরু হয়-
১৭৫৭ খ্রিস্টাব্দে
১৮০৫ খ্রিস্টাব্দে
১৮৫৭ খ্রিস্টাব্দে
১৯০৫ খ্রিস্টাব্দে
3. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন-
নানা সাহেব
তাতিয়া টোপি
রানি লক্ষ্মীবাঈ
মঙ্গল পান্ডে
4. সিপাহি বিদ্রোহে নানা সাহেব ও তাতিয়া টোপি কোথাকার নেতা ছিলেন?
বিহারের
কানপুরের
মিরাটের
ফৈজাবাদের
5. বিহারে সিপাহি বিদ্রোহে নেতৃত্ব দেন।
কুনওয়ার সিং
নানা সাহেব
তাতিয়া টোপি
মঙ্গল পান্ডে
6. অযােধ্যায় সিপাহি বিদ্রোহে নেতৃত্ব দেন।
নানা সাহেব
হজরত মহল
কুনওয়ার সিং
বাবা রামচন্দ্র
7. লক্ষ্মীবাঈ সিপাহি বিদ্রোহে নেতৃত্ব দেন-
বাংলায়
কানপুরে
ঝাসিতে
বিহারে
৪. ১৮৫৭-র বিদ্রোহকে কে ‘ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে মনে করেন?
হরিশচন্দ্র মুখােপাধ্যায়
অক্ষয়কুমার দত্ত
দাদাভাই নওরােজি
বিনায়ক দামােদর সাভারকার
9. 'The Sepoy Mutiny and the Revolt of 1857' গ্রন্থটি রচনা করেছেন-
আউট্রাম
ম্যালেসন
র্ড, রমেশচন্দ্র মজুমদার
ড. সুরেন্দ্রনাথ সেন।
© হিন্দুমেলা
17. ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ছিল—
জমিদার সভা
হিন্দুমেলা
বঙ্গভাষা প্রকাশিকা সভা
ভারতসভা
18. ভারতের প্রথম উল্লেখযােগ্য রাজনৈতিক সংগঠন ছিল-
জমিদার সভা
হিন্দুমেলা
বঙ্গভাষা প্রকাশিকা সভা
ভারতসভা।
19. জমিদার সভার সভাপতি ছিলেন-
দ্বারকানাথ ঠাকুর
প্রসন্নকুমার ঠাকুর
রাধাকান্ত দেব
জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর
20. ‘হিন্দুমেলার উপহার’ কবিতাটি রচনা করেন-
রাজনারায়ণ বসু
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রসন্নকুমার ঠাকুর
রাজকমল সেন।
21. ‘মলিন মুখচন্দ্র মা ভারত তােমারি’ গানটি রচনা করেন-
নবগােপাল মিত্র
নবগােপাল মিত্র
রাজনারায়ণ বসু
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
25. স্বদেশি আন্দোলনের সময় জাতীয় ভাণ্ডার গড়ে তােলে
জমিদার সভা
ভারতসভা
বঙ্গভাষা প্রকাশিকা সভা
হিন্দুমেলা,
26, ‘আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
দীনবন্ধু মিত্র
27. বর্তমান ভারত” গ্রন্থটি রচনা করেন-
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
স্বামী বিবেকানন্দ
28. ‘গােরা' উপন্যাসটি রচনা করেন-
অবনীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
স্বামী বিবেকানন্দ
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর PDF
1.সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন?
সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন মঙ্গল পান্ডে।
4. মঙ্গল পান্ডে কবে বিদ্রোহ ঘােষণা করেন?
মঙ্গল পান্ডে ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ বিদ্রোহ ঘােষণা করেন।
3. মিরাটে কবে সিপাহি বিদ্রোহ শুরু হয়?
১৮৫৭ খ্রিস্টাব্দের ১০মে মিরাটে সিপাহি বিদ্রোহ শুরু হয়।
6. দিল্লিতে কৰে সিপাহি বিদ্রোহ শুরু হয়?
১৮৫৭ খ্রিস্টাব্দের ১১ মে দিল্লিতে সিপাহি বিদ্রোহ শুরু হয়।
7. ১৮৫৭ খ্রিস্টাব্দে বিদ্রোহীরা কাকে ভারতের সম্রাট’ বলে ঘোষণা করে?
সিংহাসনচ্যুত মােগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ১৮৫৭ খ্রিস্টাব্দে বিদ্রোহীরা ভারতের সম্রাট’ বলে ঘােষণা করে।
৪. নীনা সাহেবের আসল নাম কী ছিল?
নানা সাহেবের আসল নাম গােবিন্দ ধন্দ পথ।
9. তাতিয়া টোপির আসল নাম কী ছিল?
তাতিয়া টোপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুর টোপি।
,
10.ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
11.মহারানির ঘোষণাপত্র কৰে প্ৰকাশিত হয়?
১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর মহারানির ঘােষণাপত্র
16. ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোটি?
ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা।
17 বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি কে ছিলেন?
বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি ছিলেন গৌরীশংকর ভট্টাচার্য।
18. কোন্ সংগঠনের আবেদনে সরকার ১০ বিঘা পর্যন্ত ব্রয়ােত্তর জমির খাজনা মকুব করে?
জমিদার সভার আবেদনে সরকার ১০ বিঘা পর্যন্ত ব্রত্মােত্তর জমির খাজনা মকুব করে।
19 হিন্দুমেলার অপর নাম কী?
হিন্দুমেলার অপর নাম চৈত্রমেলা।
20/ইলবার্ট বিল কে রচনা করেন?
ইলবার্ট বিল রচনা করেন লর্ড রিপনের আইন সচিব ইলবার্ট।
21. ‘ভারতমাতা’ চিত্রটি কে অঙ্কন করেন? *
। ভারতমাতা’ চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর।
22. ‘আনন্দমঠ উপন্যাসের ইংরেজি অনুবাদ কী নামে প্রকাশিত হয়? ১
‘আনন্দমঠ উপন্যাসের ইংরেজি অনুবাদ 'The Abbey of Bliss' নামে প্রকাশিত হয়।
23.কোন্ গ্রন্থটি ‘স্বদেশপ্রেমের গীতা’ নামে পরিচিত?
আনন্দমঠ গ্রন্থটি ‘স্বদেশপ্রেমের গীতা’ নামে পরিচিত।
24.বন্দেমাতরম' সংগীতটি কে রচনা করেন?
‘ বন্দেমাতরম' সংগীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
26. ‘আনন্দমঠ' উপন্যাসে বিদ্রোহের নেতা কে ছিলেন?
‘আনন্দমঠ উপন্যাসে বিদ্রোহের নেতা ছিলেন সত্যানন্দ।
27. স্বাধীন ভারতের সরকার কোন্ গানটিকে ভারতের জাতীয়
স্তোত্রের মর্যাদা দেয়?
স্বাধীন ভারতের সরকার বন্দেমাতরম' গানটিকে ভারতের জাতীয় স্তোত্রের মর্যাদা দেয়।
28. রামকৃয় মঠ ও মিশনের মুখপত্রের নাম কী?
রামকৃয় মঠ ও মিশনের মুখপত্রের নাম উদ্বোধন।
29. ‘ভারতমাতা’ চিত্রটি কে অঙ্কন করেছেন?
‘ভারতমাতা’ চিত্রটি অঙ্কন করেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর।
30. কোন্ সময়কে ‘সভাসমিতির যুগ' বলে অভিহিত করা হয়েছে?
উনবিংশ শতককে ‘সভাসমিতির যুগ’ বলে অভিহিত করা হয়েছে।
31.. উনিশ শতকে ভারতে গড়ে ওঠা সভাসমিতিগুলির উদ্দেশ্য কী ছিল?
উনিশ শতকে ভারতে গড়ে ওঠা সভাসমিতিগুলির উদ্দেশ্য ছিল ভারতীয়দের স্বার্থরক্ষার প্রয়ােজনে ব্রিটিশ সরকারের কাছে বিভিন্ন দাবিদাওয়া পেশ করা।
32.. বঙ্গভাষা প্রকাশিকা সভা’ কবে প্রতিষ্ঠিত হয়?
|বঙ্গভাষা প্রকাশিকা সভা ১৮৩৬ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয়।
33.. ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’ প্রতিষ্ঠায় কাদের উল্লেখযােগ্য ভূমিকা ছিল?
বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠায় টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর, রাজা রামমােহন রায় এবং তাদের বেশ কয়েকজন অনুগামীর উল্লেখযােগ্য ভূমিকা ছিল।
34. বঙ্গভাষা প্রকাশিকা সভা’-য় কী বিষয়ে আলােচনা হত?
বঙ্গভাষা প্রকাশিকা সভায় ভারতীয়দের স্বার্থ জড়িত এমন বিষয়ে ব্রিটিশ সরকারের কার্যাবলি সম্পর্কে আলােচনা হত।
35.. কবে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়?
১৮৩৮ খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়।
36.কবে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়?
১৮৬৭ খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়।
37 হিন্দুমেলার প্রথম সম্পাদক কে ছিলেন?
হিন্দুমেলার প্রথম সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর।
38.. হিন্দুমেলার প্রথম সহ-সম্পাদক কে ছিলেন?
হিন্দুমেলার প্রথম সহ-সম্পাদক ছিলেন নবগােপাল মিত্র।
39.হিন্দুমেলার প্রথম বার্ষিক সভায় কোন্ গানটি গাওয়া হয়?
হিন্দুমেলার প্রথম বার্ষিক সভায় দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘মলিন মুখচন্দ্র মা ভারত তােমারি’ গানটি গাওয়া হয়।
40. হিন্দুমেলার প্রথম বার্ষিক সভার পরবর্তী সভাগুলিতে কী গান গাওয়া হত?
হিন্দুমেলার প্রথম বার্ষিক সভার পরবর্তী সভাগুলিতে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুরের লেখা গাও ভারতের জয়’ গানটি গাওয়া হত।
41. কবে ‘ইন্ডিয়ান লিগ’ প্রতিষ্ঠিত হয়?
শিশিরকুমার ঘােষ ও হেমন্তকুমার ঘােষ ১৮৭৫ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ’ নামে একটি রাজনৈতিক সমিতি প্রতিষ্ঠা করেন।
43. প্রথম কে, কী শিরােনামে ‘বন্দেমাতরম’ সংগীতটির ইংরেজি অনুবাদ করেন?
প্রথম ১৯০৯ খ্রিস্টাব্দে শ্রী অরবিন্দ 'Mother, I bow to theel' শিরােনামে বন্দেমাতরম’ সংগীতটির ইংরেজি অনুবাদ করেন।
44.স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখাে।
স্বামী বিবেকানন্দের লেখা উল্লেখযােগ্য কয়েকটি গ্রন্থ হল ভাববার কথা, বর্তমান ভারত’, ‘পরিব্রাজক’, ‘প্রাচ্য ও পাশ্চাত্য প্রভৃতি।
45. বর্তমান ভারত' গ্রন্থে ভারতের কোন সময়ের ইতিহাস আলােচিত হয়েছে?
বর্তমান ভারত’ গ্রন্থে বৈদিক যুগ থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত ভারতের পূর্ণাঙ্গ ইতিহাস আলােচনা ও ব্যাখ্যা করা হয়েছে।
46} ‘গােরা উপন্যাসটি প্রথমে ১৯০৭ থেকে ১৯০৯ খ্রিস্টাব্দ পর্যন্ত ‘প্রবাসী’ পত্রিকায় এবং ১৯১০ খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
47.কোন্ রাজনৈতিক ঘটনার প্রেক্ষাপটে বা অনুপ্রেরণায় অবনীন্দ্রনাথ ‘ভারতমাতা’ ছবিটি আঁকেন?
» ভারতের নবজাগ্রত জাতীয়তাবাদ ও বঙ্গভঙ্গ-বিরােধী স্বদেশি আন্দোলনের (১৯০৫ খ্রি.) প্রেক্ষাপটে বা অনুপ্রেরণায় অবনীন্দ্রনাথ ‘ভারতমাতা’ ছবিটি আঁকেন।
48.. অবনীন্দ্রনাথের আঁকা ‘ভারতমাতা’র চার হাতে কী কী জিনিস রয়েছে?
অবনীন্দ্রনাথের আঁকা ভারতমাতার চার হাতে রয়েছে বেদ, ধানের শিষ, জপের মালা, ও শ্বেতবস্ত্র।
49. কবে “ইন্ডিয়ান সােসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠিত হয়?
১৯০৭ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান সােসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট’ প্রতিষ্ঠিত হয়।
50. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশপ্রেমমূলক কয়েকটি গ্রন্থের নাম লেখাে।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশপ্রেমমূলক কয়েকটি উল্লেখযােগ্য গ্রন্থ হল ‘গােরা’, ‘ঘরে বাইরে’, ‘চার অধ্যায়’ প্রভৃতি
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর PDF
1.এনফিল্ড রাইফেল-এর টোটার ঘটনাটি কী?
অথবা, ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের (সিপাহি বিদ্রোহের) প্রত্যক্ষ কারণ কী ছিল?
১৮৫৭ খ্রিস্টাব্দে ব্রিটিশবাহিনীতে ‘এনফিল্ড রাইফেল নামে এক রাইফেলের প্রচলন হয়। এতে ব্যবহৃত টোটার খােলসটি দাঁত দিয়ে কেটে রাইফেলে ভরতে হত। সেনাবাহিনীতে গুজব ছড়ায় যে, খােলসটি গােরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি। ফলে হিন্দু ও মুসলিম সিপাহিরা ধর্মচ্যুত হওয়ার ভয়ে এই টোটা ব্যবহারে অসম্মত হয় এবং ১৮৫৭ খ্রিস্টাব্দে বিদ্রোহ ঘােষণা করে।
2.ইলট বিল' কী?
লর্ড রিপনের (১৮৮০-৮৫ খ্রি.) আগে এদেশে কোনাে ভারতীয় বিচারক কোনাে ইংরেজের বিচার করার অধিকারী ছিল। এই বণবৈষম্য দূর করার উদ্দেশ্যে রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট একটি বিল রচনা করেন। এতে ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গ ইংরেজদের বিচার করারও অধিকার পায় এটি 'ইলবাট বিল' নামে পরিচিত।
2. *ব্রিটিশ সেনাবাহিনীর লােকেরা কেন এনফিল্ড রাইফেল-এর টোটা ব্যবহার করতে অস্বীকার করে?
ব্রিটিশ সেনাবাহিনীতে গুজব ছড়ায় যে, এনফিল্ড রাইফেল-এর টোটার খােলসটি গােরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি। ফলে হিন্দু ও মুসলিম সিপাহিরা ধর্মচ্যুত হওয়ার ভয়ে এই টোটা ব্যবহারে অসম্মত হয়।
3. *মঙ্গল পান্ডে কে ছিলেন?
মঙ্গল পান্ডে ছিলেন ব্যারাকপুর সেনানিবাসের ৩৪, মং নেটিভ ইনফ্যান্ট্রির একজন সিপাহি। তিনি ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ বিদ্রোহ ঘােষণা করেন। সরকার মঙ্গল পান্ডেকে গ্রেপ্তার করে। বিচারে তার ফাঁসি হয়।
4. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র কী ছিল?
১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নিয়ে মতভেদ আছে। এই বিদ্রোহকে [1] বিভিন্ন ব্রিটিশ ঐতিহাসিক এবং ভারতের কয়েকজন মনীষী ‘সিপাহি বিদ্রোহ’, [2] ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ ‘মহাবিদ্রোহ, [3] কেউ কেউ ‘গণবিদ্রোহ’, [4] কার্ল মার্কস প্রমুখ জাতীয় বিদ্রোহ’,
[5] সাভারকার ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম’ প্রভৃতি বলে অভিহিত করেছেন।
6.. *১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা, কেন ‘সিপাহি বিদ্রোহ' বা সামরিক বিদ্রোহ বলে অভিহিত করেছেন?
ইংরেজ ঐতিহাসিক স্যার জন লরেন্স, জন সিলি, চার্লস রেকস প্রমুখ ১৮৫৭-এর বিদ্রোহকে ‘সামরিক বিদ্রোহ এবং অক্ষয়কুমার দত্ত, হরিশচন্দ্র মুখােপাধ্যায়, কিশােরীচাঁদ মিত্র, দাদাভাই নওরােজি প্রমুখ ভারতীয় একে “সিপাহি বিদ্রোহ’ বলে অভিহিত করেছেন। ১৮৫৭-এর বিদ্রোহে ভারতের সর্বস্তরের
মানুষ এই বিদ্রোহে শামিল হয়নি। সৈনিক বা সিপাহিরা প্রথম এই বিদ্রোহ শুরু করে। এজন্য তারা একে ‘সিপাহি বিদ্রোহ’ বলে অভিহিত করেছেন।
7. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা, কেন ‘গণবিদ্রোহ বলে অভিহিত করেছেন?
ব্রিটিশ ঐতিহাসিক নর্টন, ম্যালেসন, বল, জন কে প্রমুখ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘গণবিদ্রোহ বলে উল্লেখ করেছেন। তাদের মতে, এই বিদ্রোহ ভারতের এক সীমাবদ্ধ অঞলে বা শুধু। সিপাহিদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দিল্লি, অযােধ্যা, লক্ষ্ণৌ, কানপুর, বেরিলী, ঝাসি, বিহার-সহ ভারতের বিস্তীর্ণ অঞ্চলের
সর্বস্তরের মানুষ এই বিদ্রোহে অংশ নেয়। এজন্য তারা একে ‘গণবিদ্রোহ’ বলে উল্লেখ করেছেন।
8. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা, কেন জাতীয় বিদ্রোহ' বলে অভিহিত করেছেন?
ঐতিহাসিক আউট্রাম, ডাফ, রবার্টসন, টোরি দলের নেতা ডিসরেলী, সমাজতন্ত্রবিদ কার্ল মার্কস প্রমুখ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘জাতীয় বিদ্রোহ’ বলে অভিহিত করেছেন। মুজাফফরনগর, বিহার, উত্তরপ্রদেশে সিপাহিদের সঙ্গে সংযােগ ছাড়াই অসামরিক লােকজন ও জমিদারশ্রেণি এই ব্রিটিশ বিরােধী
আন্দোলনে সক্রিয় হয়ে ওঠে। এজন্য তারা একে ‘জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন।
9.১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা, কেন ‘সামন্ততন্ত্র- বিরােধী কৃষক অভ্যুত্থান' বলে অভিহিত করেছেন?
সুপ্রকাশ রায়, প্রমােদ সেনগুপ্ত প্রমুখ ১৮৫৭ খ্রিস্টাব্দে বিদ্রোহকে ‘সামন্ততন্ত্র-বিরােধী কৃষক অভ্যুত্থান’ বলে অভিহিত করেছেন। ১৮৫৭-এর বিদ্রোহে সারা দেশে কৃষকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ করে তারা একে ‘সামন্ততন্ত্র বিরােধী কৃষক অভ্যুত্থান বলে অভিহিত করেছেন।
10. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা, কেন ‘ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম’ বলে অভিহিত করেছেন?
বিপ্লবী বিনায়ক দামােদর সাভারকার ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম’ বলে অভিহিত করেছেন। অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখােপাধ্যায়, অধ্যাপক সুশােভন সরকার প্রমুখও এই অভিমত সমর্থন করেছেন। তাঁদের মতে, ভারতবাসী জাতীয়তাবােধে উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশ-বিরােধী আন্দোলনে শামিল হয়। এজন্য তারা একে ‘ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম’ বলে মনে করেন।
16. *মহারানি ভিক্টোরিয়া কর্তৃক নিজ হাতে ভারতের শাসনভার গ্রহণ সম্পর্কে কী জান?
ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন’ (১৮৫৮ খ্রি.) এর দ্বারা– [1] মহারানি ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার তুলে নেন। [2] রানির প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেল ভারতের শাসন পরিচালনার দায়িত্ব পান। [3] গভর্নর জেনারেলের উপাধি হয় ভাইসরয়। [4] ভারতের প্রথম ভাইসরয়
নিযুক্ত হন লর্ড ক্যানিং।
17. *কে ভাইসরয় উপাধি লাভ করেন?
১৮৫৮ খ্রিস্টাব্দে মহারানি ভিক্টোরিয়া নিজ হাতে ভারতের শাসনভার গ্রহণ করেন। রানির প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেল ভারতের শাসন পরিচালনার দায়িত্ব পান। তাঁর উপাধি হয় ভাইসরয়।
18. *মহারানির ঘােষণাপত্রের প্রধান ঘােষণাগুলি কী ছিল?
মহারানির ঘােষণাপত্রে বলা হয় যে—[1] ভারতীয় সমাজ - ও ধর্ম বিষয়ে সরকার হস্তক্ষেপ করবে না। [2] স্বত্ববিলােপ নীতি বাতিল করা হবে। [3] দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হবে। [4] ব্রিটিশরা ভারতে আর সাম্রাজ্য বিস্তার রবে [5] সরকারি চাকরিতে যােগ্য ভারতীয়দের নিযুক্ত হবে। [6] দেশীয় রাজ্যগুলির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সন্ধিগুলি কোম্পানি মেনে চলবে।
19. মহারানির ঘােষণাপত্রের দুটি উল্লেখযােগ্য ঘােষণার উল্লেখ করাে।
।মহারানির ঘােষণাপত্রের দুটি উল্লেখযােগ্য ঘােষণা ছিল—
i. ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনাে প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানায়। [2] স্বত্ববিলােপ নীতি বাতিল করা হয়। সভাসমিতি
20.জমিদার সভার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী ছিল?
অথবা, জমিদার সভা-র প্রধান কর্মসূচিগুলি কী ছিল?
জমিদার সভার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য বা কর্মসূচিগুলি ছিল—[1] সরকারের কাছে আবেদন করে জমিদারদের স্বার্থরক্ষা করা, [2] ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানাের জন্য সরকারের কাছে দাবি জানানাে, [3] ব্রিটিশ আমলাতন্ত্রকে জমিদারদের সপক্ষে আনা, [4] পুলিশ, বিচার ও রাজস্ব বিভাগের সংস্কার সাধনে সরকারের কাছে আবেদন করা প্রভৃতি।
25. “হিন্দুমেলা প্রতিষ্ঠার প্রেক্ষাপট উল্লেখ করাে।
অথবা হিন্দুমেলা কেন চৈত্রমেলা নামে পরিচিত হয়?
রাজনারায়ণ বসু ১৮৬৬ খ্রিস্টাব্দে জাতীয় ঐক্য সহায়ক সমিতি প্রতিষ্ঠা করে ভারতীয় ভাষা শিক্ষা, জাতীয় ভাবধারার প্রসার ও সংস্কৃত শিক্ষার আদর্শ প্রচার করেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং সহযােগিতা পেয়ে নবগােপাল মিত্র ১৮৬৭ খ্রিস্টাব্দে চৈত্র সংক্রান্তির দিন হিন্দুমেলার প্রতিষ্ঠা করেন। এজন্য সংগঠনটি চৈত্রমেলা নামেও পরিচিত ছিল।
26.হিন্দুমেলা-র সঙ্গে যুক্ত কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম লেখাে।
হিন্দুমেলার সঙ্গে যুক্ত কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর, নবগােপাল মিত্র, রাজা কমলকৃয় বাহাদুর, গিরিশচন্দ্র ঘােষ, রমানাথ ঠাকুর, পিয়ারী চরণ সরকার। রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, কৃষ্টদাস পাল প্রমুখ।
27.কবে, কাদের উদ্যোগে ভারতসভা প্রতিষ্ঠিত হয়?
১৮৭৬ খ্রিস্টাব্দে ভারতসভা বা ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন প্রতিষ্ঠিত হয়। [2] ভারতসভা প্রতিষ্ঠায় সক্রিয়
উদ্যোগ গ্রহণ করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমােহন বসু,শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলি প্রমুখ।
28. ভারতসভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলি কি ছিল?
} ভারতসভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলি ছিল—
[1] ভারতীয়দের সার্বিক কল্যাণসাধন ও স্বার্থরক্ষা। [2] শিক্ষিত মধ্যবিত্ত ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটানাে। [3] ভারতীয়দের দাবিদাওয়া আদায়ে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা
প্রভৃতি।
30.. অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা কয়েকটি উল্লেখযােগ্য চিত্রের নাম করাে।
অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা কয়েকটি উল্লেখযােগ্য চিত্র হল ‘নির্বাসিত যক্ষ’, ‘বঙ্গমাতা’, ‘ভারতমাতা’, ‘সাজাহানের মৃত্যু প্রভৃতি।