নবম শ্রেণি ভূগোল সাজেশন 2024 | Class 9 Geography Suggestion 2024 | নবম শ্রেণী ভূগোল সাজেশন
নবম শ্রেণী ভূগোল সাজেশন| Class 9 Geography Suggestion 2024 |Class IX Geography Suggestion 2024 | নবম শ্রেণী জিওগ্রাফি সাজেশন 2024
নবম শ্রেণী ভূগোল সাজেশন |
আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীের ভূগোল Suggestion 2024 PDF। Class IX Geography Suggestion Book Pdf in Geography |West Bengal Class 9th Geography Suggestion 2024|পরীক্ষা প্রস্তুতির জন্য নবম শ্রেণীর জিওগ্রাফি সাজেশন 2024 pdf গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । নবম শ্রেণীের সাজেশন 2024 pdf download । Class Nine Geography important Suggestion 2024 in Bengali Pdf ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
পশ্চিমবঙ্গ নবম শ্রেণী ভূগোল সাজেশন 2024 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।
গ্রহরূপে পৃথিবী নবম শ্রেণী ভূগোল সাজেশন প্রথম অধ্যায় –
Class 9 Geography suggestion pdf,গ্রহরূপে পৃথিবী সাজেশন
পৃথিবীর গতি সমূহ নবম শ্রেণী ভূগোল সাজেশন দ্বিতীয় অধ্যায়,Class 9 Geography suggestion pdf,পৃথিবীর গতি সমূহ,
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখে
১। নিরক্ষরেখায় দীর্ঘতম দিন হল :
(ক) ১৩ ঘণ্টা
(খ) ২৪ ঘণ্টা
(গ) ১২ ঘণ্টা
(ঘ) ১৮ ঘণ্টা
২। পৃথিবীর কক্ষপথের পরিধি হল—
(ক) ৯৫ কোটি কিমি
(খ) ৯৬ কোটি কিমি
(গ) ৯৭ কোটি কিমি
(ঘ) ৯৮ কোটি কিমি
৩। পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরতে সময় লাগে
(ক) ৩৬৫ দিন
(খ) ৩৯০ দিন
(গ) ৩৫০ দিন
(ঘ) ৩৫৫ দিন।
৪। ২১ মার্চ দিনটিকে বলা হয়—
(ক) জলবিষুব
(খ) মহাবিষুব
(গ) মকরসংক্রান্তি (
ঘ) কর্কট সংক্রান্তি
৫। অ্যান্টার্কটিকা মহাদেশে গ্রীষ্মকালের সূচনা হয়
(ক) নভেম্বর,
(খ) ডিসেম্বর,
(গ) জানুয়ারি,
(ঘ) মার্চ মাসে
।
৭। অরােরা বােরিয়ালিস দেখা যায়—
(ক) উত্তরমেরুতে
(খ) দক্ষিণ মেরুতে
(গ) কুমেরুবৃত্তে
(ঘ) সুমেরুবৃত্তে
৮। অপসূর অবস্থানে সূর্য ও পৃথিবীর দূরত্ব থাকে যত কিমি—
(ক) ১৫ কোটি,
খ) ১৪.৭ কোটি
(ঘ) ১৫.২ কোটি
(ঘ) ১৬ কোটি
৯। সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়—
(ক) ২২ জুলাই
(খ) ২৩ সেপ্টেম্বর
(গ) ২১ জুন
(ঘ) ২২ মে
১০। সূর্যকিরণ মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে—
(ক) ২১ ডিসেম্বর
(খ) ২২ ডিসেম্বর
(গ) ২৩ সেপ্টেম্বর
(ঘ) ২১ মার্চ
১১। পৃথিবী আবর্তন করে-
(ক) পূর্ব থেকে পশ্চিমে
(খ) পশ্চিম থেকে পূর্বে
(গ) উত্তর থেকে দক্ষিণে
(ঘ) দক্ষিণ থেকে উত্তরে
১২। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ প্রতি ঘণ্টায়—
(ক) ১,৬৩০ কিমি
(খ) ১,৬০০ কিমি
(গ) ১,৬৫০ কিমি
(ঘ) ১,৭৫০ কিমি
১৩। পৃথিবীর অনুসূর অবস্থান হয়—
(ক) ৩ জানুয়ারি
(খ) ১২ জুন
(গ) ৪ জুলাই
(ঘ) ৫ এপ্রিল
১৪। পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি
(ক) নিরক্ষরেখায়
(খ) সুমেরুবৃত্তে
(গ) সুমেরু বিন্দুতে
(ঘ) দ্রাঘিমারেখায়
১৫। ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে –
(ক) কর্কটক্রান্তি রেখায়
(খ) নিরক্ষরেখায়
(গ) মকরক্রান্তি রেখায়
(ঘ) কোথাও না
১৬। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব যতকিমি—
(ক) ১৩ কোটি
(খ) ১৪ কোটি
(গ) ১৫ কোটি
(ঘ) ১৬ কোটি কিলােমিটার
১৭। ৩ জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব—
ক) ১৪ কোটি ৭০ লক্ষ কিমি
(খ) ১৫ কোটি কিমি
(গ) ১৫ কোটি ২০ লক্ষ কিমি
(ঘ) ১৬ কোটি কিমি
১৮। পৃথিবীর অনুসূর অবস্থানের দিনটি হল—
(ক) ১ জুন,
(খ) ৪ জুলাই
(গ) ৩ জানুয়ারি
(ঘ) ২২ ডিসেম্বর
১৯। সৌরদিন নাক্ষত্রদিন অপেক্ষা—
(ক) ৩ মি. ৫৬ সে.কম
(খ) ৩মি.৫৬ সে. বেশি
(গ) ৩মি. ৫২ সে. বেশি
(ঘ) ৩মি. ৫২ সে. কম
২০। ঋতুচক্রে প্রধানত ক-টি প্রধান ঋতু দেখা যায়-
(ক) আটটি
(খ) সাতটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
দু-এক কথায় উত্তর দাও
১। অধিবর্ষ কাকে বলে?
২। নিশীথ সূর্যের দেশ কাকে বলে ?
৩। সৌরদিন কাকে বলে?
৪। সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে?
৫। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন কাকে বলে?
৬। কোন্ দিন দুটিতে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গােলার্ধের সর্বত্র দিন ও রাত্রি সমান হয়
৭। কোন্ দিনকে মহাবিষুব ও কোন্ দিনকে জলবিষুব বলা হয় এবং কেন?
৮। পৃথিবীর কোকাল্পনিক রেখার প্রত্যেকস্থানে সারাবছরই দিন ও রাত্রি সমান হয়?
৯। সৌরবৎসর কাকে বলে ?
১০। জলবিষুব ওমহাবিষুব কোন্ কোন্তারিখকে বলা হয়?
নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখাে
১। ছায়াবৃত্ত সৃষ্টি হয় কেন?
২। উত্তর গােলার্ধে যখন শীতকাল, দক্ষিণ গােলার্ধে তখন গ্রীষ্মকাল হয় কেন?
৩। উত্তর গােলার্ধে গ্রীষ্মকালের স্থায়িত্ব দক্ষিণ গােলার্ধের গ্রীষ্মকালের স্থায়িত্বের তুলনায় বেশি হয় কেন? ৪। উত্তর গােলার্ধে কীভাবে গ্রীষ্মঋতু সংঘটিত হয় ?
৫। সূর্যের আপাত দৈনিক গতি ও ‘রবিমার্গ’কাকে বলে?
৬। পৃথিবীর আবর্তন গতির ফলে আমরা পৃথিবীপৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না কেন?
৭। আহ্নিক গতির ফলাফল কী কী?
৮। পৃথিবীর আবর্তন গতি বলতে কী বােঝায়?
৯। পৃথিবীর বার্ষিক গতি বলতে কী বােঝায়?
১০। পৃথিবীর বার্ষিক গতির ফলাফল কী কী?
১১। পৃথিবীর আবর্তন গতি বা আহ্নিক গতি বলতে কী বােঝ?
১২। পৃথিবীর বার্ষিক বা পরিক্রমণ গতি বলতে কী বােঝ?
১৩। ছায়াবৃত্ত কী?
১৪। উষা ও গােধূলি বলতে কী বােঝ?
১৫। কর্কটসংক্রান্তি কী?
১৬। মকরসংক্রান্তি কী?
১৭। লিপইয়ার বা অধিবর্য কীভাবে নির্ণয় করা হয়?
১৮ | ফেরেল সূত্রটি বিবৃত করাে।
১৯। নিশীথ সূর্যের দেশ বলতে কী বােঝ?
২০। ঋতু পরিবর্তন বলতে কী বােঝ?
১। পৃথিবীর গতি-প্রকার ও কী কী?
২। মেরু অঞ্চলে ছ-মাস দিন ও ছ-মাস রাত্রি হয় কেন?
৩। ১৯৯০ সাল কেন অধিবর্ষ ছিল না তার কারণ ব্যাখ্যা করাে।
৪। পৃথিবীর আবর্তনের বেগ সর্বত্র সমান হয় না কেন?
৫। নিরক্ষীয় অঞ্চলে সর্বদা গ্রীষ্মকাল থাকে কেন লেখাে।
৬। গ্রীষ্মকালের তুলনায় শীতকালে দিন ছােটো হয় কেন?
৭ | দক্ষিণ গােলার্ধে শীতকালের স্থায়িত্ব বেশি এবং উত্তর গােলার্ধে গ্রীষ্মকালের স্থায়িত্ব কম হয় কেন?
৮। শীতকালের তুলনায় গ্রীষ্মকালে দিন বড়াে হয় কেন?
৯। অপসূর ও অনুসূর কাকে বলে ?
১০। কুমেরুপ্রভা ও সুমেরুপ্রভা কী?
১১। নিশীথ সূর্যের দেশ পৃথিবীর কোন অঞ্চলকে বলে ও কেন বলে ?
১২। মেরু অঞ্চলে সর্বদা শীতকাল কেন, কারণ দেখাও।
১৩। পৃথিবীতে ঋতুপরিবর্তনের কারণ কী?
১৪। কোন কোন্ দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয় এবং কেন হয়?
১৫। সূর্যের আপাত দৈনিক গতি বলতে কী বােঝ?
১৬। ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা অভিযানে যান কেন?
১৭ | অ্যান্টার্কটিকা বা অস্ট্রেলিয়ার অধিবাসীরা গ্রীষ্মকালে বড়ােদিন পালন করে কেন?
১৮। সৌরদিন ওনাক্ষত্রদিন সম্পর্কে লেখাে।
১৯। মহাবিষুব ও জলবিষুব বলতে কী বােঝ?
২০। ঋতুপরিবর্তনের বৈশিষ্ট্যগুলি কী কী?
রচনাধর্মী প্রশ্ন
১।পৃথিবীর আবর্তন গতির সপক্ষে তিনটি যুক্তি দাও।
২। আবর্তন গতির ফলাফল চিত্রসহ আলােচনা করাে।
৩। পৃথিবীর বার্ষিক বা পরিক্রমণ গতির সপক্ষে ৫টি প্রমাণ দাও।
৪। পৃথিবীতে ঋতুপরিবর্তনের সংক্ষিপ্ত ভৌগােলিক বিবরণ দাও।
৫। বছরের বিভিন্ন সময়ে বার্ষিক রবি সরণ বা রবিমার্গের বিভিন্ন অবস্থানের সচিত্র বর্ণনা দাও।
পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় নবম শ্রেণী ভূগোল সাজেশন তৃতীয় অধ্যায়,Class 9 Geography suggestion 2024 pdf,পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়,
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখা
১। নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে অবস্থিত কোনাে স্থানের কৌণিক দূরত্বকে বলে সেই স্থানের—
(ক) অক্ষাংশ
(খ) দ্রাঘিমা
(গ) প্রতিপাদ স্থান
(ঘ) অক্ষাংশ
২। মূলমধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোনাে স্থানের কৌণিক দূরত্বকে বলে সেই স্থানের—
(ক) অক্ষাংশ
(খ) দ্রাঘিমা
(গ) প্রতিপাদ স্থান
(ঘ) আন্তর্জাতিক তারিখরেখা।
৭। ১° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়—
(ক) ২ মিনিট
(খ) ৪ মিনিট
(গ) ৮ মিনিট
(ঘ) ১০ মিনিট
৮। পূর্ব বা পশ্চিম গােলার্ধে অবস্থিত কোনাে স্থানের অবস্থান জানতে প্রয়ােজন—
(ক) অক্ষাংশের
(খ) দ্রাঘিমার
(গ) অক্ষরেখার
(ঘ) কোনােটাই নয়
৯। দ্রাঘিমারেখার সর্বাধিক মান হল-
(ক) ০°
(খ) ৯০°
(গ) ১৮০°
(ঘ) ১০০°
১০। আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে।যে দ্রাঘিমারেখাকে অনুসরণ করে—
(ক) ১৮০°
(খ) ৩৬০°
(গ) ৯০°
(ঘ) ০°
১১। নিরক্ষরেখার অক্ষাংশ হল—
(ক) ০°
(খ) ১০°
(গ) ১০০°
(ঘ) ১১০°
১২। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে—
(ক) সূর্যের
(খ) ধ্রুবতারার
(গ) শুকতারার
(ঘ) চন্দ্রের সর্বোচ্চ
১৩। ২৩° উত্তর হল-
(ক) কর্কটক্রান্তি রেখার
(খ) মকরক্রান্তি রেখার
(গ) নিরক্ষরেখার
(ঘ) মূলমধ্যরেখার অক্ষাংশ
১৪। সুমেরুবৃত্তের অক্ষাংশ হল-
(ক) ৬৬°৩০' দ.
(খ) ৬৬২ উ.
(গ) ৬৬°৩০' পূ.
(ঘ) ৬৬°৩০' প.
১৫। কোনাে স্থান ও তার প্রতিপাদ স্থানের সময়ের। পার্থক্য—
(ক) ৬ ঘণ্টা
(খ) ১২ ঘণ্টা
(গ) ১৮ ঘণ্টা
(ঘ) ২০ ঘণ্টা
দু-এক কথায় উত্তর দাও
১। ক্রনােমিটার কী?
২। সেক্সট্যান্ট কী?
৩। একাধিক প্রমাণ সময় পৃথিবীর কোন্ কোন্ দেশে ব্যবহার করা হয়?
৪। উত্তর ও দক্ষিণ অক্ষাংশ বলতে কী বােঝ?
৫। মহাবৃত্ত কাকে বলে?
৬। নিরক্ষরেখা কাকে বলে?
৭। ভারতীয় প্রমাণ সময় বলতে কী বােঝ?
৮। AM ও PM কী ?
৯। সমাক্ষরেখা কী?
১০। প্রমাণ সময় কাকে বলে?
নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখাে।
১। অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য কী?
২। আন্তর্জাতিক তারিখরেখা সর্বত্র ১৮০° দ্রাঘিমারেখাকে অনুসরণকরেনি কেন?
৩গ্রিনিচেরসময়েরতুলনায় ভারতীয় প্রমাণ সময় এগিয়ে থাকে কেন?
৪। গ্রিনিচের সময় দ্বারা কীভাবে কোনাে স্থানের দ্রাঘিমা নির্ণয় করা যায় ?
৫ গ্রিনিচ সময় ও ভারতীয় প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য নিরূপণ করাে।
৬। মহাবৃত্ত কী?
৭ | অক্ষাংশ কাকে বলে?
৮ | দ্রাঘিমা কী ?
৯।স্থানীয় সময় কাকে বলে?
১০ | আন্তর্জাতিক তারিখরেখা কী?
১১। প্রতিপাদ স্থান বলতে কী বােঝ?
১২।‘নিরক্ষরেখায় অবস্থিত কোনাে স্থানের প্রতিপাদ স্থান নিরক্ষরেখাতেই অবস্থিত হয়’—ব্যাখ্যা করাে।
‘
সংক্ষেপে ব্যাখ্যা করো
১। সমাক্ষরেখা ও দ্রাঘিমারেখা বলতে কী বােঝ?
২। আন্তর্জাতিক তারিখরেখার প্রয়ােজনীয়তা কী?
৩। প্রমাণ সময় ও স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য কী?
৪। ১০° উত্তর অক্ষাংশ ও ৬০° পূর্ব দ্রাঘিমা বিশিষ্ট কোনাে স্থানের প্রতিপাদ স্থান উল্লেখ করাে। ৫স্থানীয় সময়ের পার্থক্যের সাহায্যে কীভাবে কোনাে স্থানের দ্রাঘিমা নির্ণয় করা যায়?
৬। দ্রাঘিমারেখার পরিবর্তনের সঙ্গে স্থানীয় সময়ের পরিবর্তন হয় কেন?
রচনাধর্মী প্রশ্ন
১। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে।
২। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে তুলনা করাে।
৩। ভূপৃষ্ঠের ওপর কোনাে স্থানের অবস্থান কীভাবে নির্ণয় করা যায় তা ছবি এঁকে বুঝিয়ে দাও।
৪। আন্তর্জাতিক তারিখরেখার ভৌগােলিক বিবরণ দাও।
৫। প্রতিপাদ স্থান সম্পর্কে তােমার ধারণা ব্যক্ত করাে।
6। যখন কলকাতার (৮৮°৩০ পূ./২২°৩০’ উ.)স্থানীয় সময় সকাল ১০টা, রবিবার, ১ জানুয়ারি? ২০০৬, তখন তার প্রতিপাদ স্থানের স্থানীয় সময়, বার ও তারিখ কত হবে সকাল ৮টায় গ্রিনিচ থেকে
প্রচারিত সংবাদ কোনাে একটি স্থানে দুপুর ২টো ৩০ মিনিটে শােনা গেলে স্থানটির দ্রাঘিমা কত??
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ নবম শ্রেণী ভূগোল সাজেশন তৃতীয় অধ্যায়,Class 9 Geography suggestion 2024 pdf,ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ সাজেশন
১ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে
১। হিমালয় পর্বত একটি—
(ক) আগ্নেয় পর্বত
(খ) ভঙ্গিল পর্বত
(গ) স্কুপ পর্বত
(ঘ) ক্ষয়জাত পর্বত
২। ভারতের সাতপুরা একটি—
(ক) আগ্নেয় পর্বতের
(খ) ভঙ্গিল পর্বতের
(গ) স্তুপ পর্বতের
(ঘ) চ্যুতির উদাহরণ
৩। বিন্ধ্য পর্বত একটি—
(ক) আগ্নেয় পর্বত
(খ) ভঙ্গিল পর্বত
(গ) স্কুপ পর্বত
(ঘ) ক্ষয়জাত পর্বত
৪। আরাবল্লী একটি—
(ক) ভঙ্গিল
(খ) স্থূপ
(গ) ক্ষয়জাত
(ঘ) আগ্নেয় পর্বত
৫। ব্রম্মপুত্র অববাহিকার সমভূমিটি একটি—
(ক) লােয়েস সমভূমি
(খ) প্লাবন সমভূমি
(গ) বদ্বীপ সমভূমি
(ঘ) কোনােটাই নয়
৬। আন্দিজ পর্বত একটি—
(ক) আগ্নেয় পর্বত
(খ) ভঙ্গিল পর্বত
(গ) স্কুপ পর্বত
(ঘ) ক্ষয়জাত পর্বত
৭। আটলাস পর্বত একটি—
(ক) আগ্নেয় পর্বত
(খ) ভঙ্গিল পর্বত
(গ) স্তুপ পর্বত
(ঘ) ক্ষয়জাত পর্বত
৮। ঝুপ পর্বতের শীর্ষদেশ—
(ক) ছুঁচোলাে
(খ) গােলাকার
(গ) চ্যাপটা
(ঘ) সমতল
৯। গ্রস্ত উপত্যকা দেখা যায়—
(ক) স্তুপ
(খ) আগ্নেয়
(গ) ক্ষয়জাত
(ঘ) ভঙ্গিল পর্বতে
১০। ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বত হল—
(ক) আরাবল্লী
(খ) শুশুনিয়া
(গ) ব্যারেন
(ঘ) বিন্ধ্য
১১। ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়—
(ক) পাললিক শিলা থেকে
(খ) আগ্নেয় শিলা থেকে
(গ) রূপান্তরিত শিলা থেকে
(ঘ) কোনােটিই নয়
১২। পৃথিবীর বৃহত্তম উচ্চ-মালভূমি হল—
(ক) তিব্বত মালভূমি
(খ) পামির মালভূমি
(গ) আরব মালভূমি
(ঘ) দাক্ষিণাত্য মালভূমি
১৩। পৃথিবীর ছাদ বলা হয়—
(ক) তিব্বত মালভূমিকে
(খ) পামির মালভূমিকে
(গ) ছােটোনাগপুরের মালভূমিকে
(ঘ) কোনােটাই নয়
১৪। লাভগঠিত মালভূমির উদাহরণ হল—
(ক) পামির মালভূমি
(খ) ছােটোনাগপুর মালভূমি
(গ) ডেকানট্র্যাপ
(ঘ) লাদাখ
১৫। চিনের হােয়াং হাে নদী অববাহিকার সমভূমিটি একটি—
(ক) প্লাবন সমভূমি
(খ) বদ্বীপ সমভূমি
(গ) লােয়েস সমভূমি
(ঘ) কোনােটাই নয়
১৬। মাউন্ট ফুজিয়ামা আগ্নেয়গিরি একটি—
(ক) সক্রিয়
(খ) সুপ্ত
(গ) মৃত
(ঘ) কোনােটাই নয়।
১। ভূত্বক কাকে বলে?
২। ভারতের একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও।
৩। ভারতের প্রাচীনতম পর্বত ও উচ্চতম মালভূমির নাম করাে।
৪| একটি স্তুপ পর্বতের উদাহরণ দাও।
৫। একটি সঞ্চয়জাত পর্বতের উদাহরণ দাও।
৬। গঠন ও আকৃতি অনুসারে আগ্নেয়গিরি কত রকমের হয়?
৭ | অবশিষ্ট পর্বত কাকে বলে?
৮। ভারতের একটি অবশিষ্ট পর্বতের নাম লেখাে।
৯। গ্রস্ত উপত্যকা কাকে বলে?
১০। লাভা মালভূমি বলতে কী বােঝ?
১১। ভারতের একটি লাভাগঠিত মালভূমি এবং একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখাে
নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখাে
১। পৃথিবীর ভূমিরূপের সংজ্ঞা ও শ্রেণিবিভাগ করাে।
২। পর্বত ও পর্বতশ্রেণি কাকে বলে ?
৩। উৎপত্তি অনুসারে উদাহরণসহ পর্বতের শ্রেণিবিভাগ করাে।
৪। গ্রস্ত উপত্যকা কীভাবে সৃষ্টি হয় ?
৫। “সব শিল্ড অঞ্চলই মালভূমি কিন্তু সব মালভূমি শিল্ড নয়।'—বুঝিয়ে বলাে।
৬| ভঙ্গিল পর্বত কাকে বলে?
৭। ঝুপ পর্বত ও গ্রস্ত উপত্যকা বলতে কী বােঝ ?
৮। হােস্ট ও গ্রাবেন কী ?
৯। ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত কাকে বলে ?
১০। আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত কাকে বলে?
১১। ব্যবচ্ছিন্ন মালভূমি কী?
১২। পর্বতবেষ্টিত এ মালভূমি বলতে কী বােঝ?
১৩। পলিগঠিত এবং বন্যাগঠিত সমভূমি অথবা প্লাবনভূমি কী ?
১৪। বদ্বীপ সমভূমি ও হ্রদ সমভূমি কাকে বলে ?
১৫। লাভগঠিত সমভূমি কী ?
১৬। মরু সমভূমি অথবা বাজাদা কাকে বলে?
১৭। লােয়েস সমভূমি কাকে বলে?
১৮। সমপ্রায় ভুমি কী ?
প্রতিটি সংক্ষেপে ব্যাখ্যা করাে
১। পাহাড় ও পর্বতের মধ্যে পার্থক্য কী কী ?
২। ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য কী কী?
৩। উদাহরণসহ খৃপ পর্বতের বৈশিষ্ট্য আলােচনা করাে।
৪। অবশিষ্ট পর্বত কীভাবে সৃষ্টি হয় ?
৫। ক্ষয়জাত পর্বতের সঙ্গে?
আগ্নেয় পর্বতের কী কী পার্থক্য রয়েছে?
৬। মালভূমির বৈশিষ্ট্য কী কী?
৭। মানবজীবনে মালভূমির দুটি উল্লেখযােগ্য প্রভাব আলােচনা করাে।
৮। অগ্ন্যুৎপাতের বৈশিষ্ট্য অনুসারে আগ্নেয় পর্বতের শ্রেণিবিভাগ করাে।
৯। ক্ষয়জাত মালভূমি ও ভূ-আন্দোলনজাত মালভূমির মধ্যে প্রধান পার্থক্য কী কী?
১০। পর্বতবেষ্টিত মালভূমি কীভাবে সৃষ্টি হয় ?
১১। পর্বতবেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির তুলনা করাে।
১২। উৎপত্তি ও গঠন অনুসারে উদাহরণসহ সমভূমির শ্রেণিবিভাগ করাে।
১৩। মানবজীবনের ওপর পর্বতের প্রভাব ব্যাখ্যা করাে।
১৪। তির্যক মালভূমি কাকে বলে? উদাহরণ দাও।
১৫। বিভিন্ন প্রকার সমভূমির বৈশিষ্ট্য কী?
১৬। উদাহরণসহ উপকূলীয় সমভূমির শ্রেণিবিভাগ করাে।
প্রতিটি ৫ প্রশ্নের মান
১। পাতসঞ্চারণ ভঙ্গিল পর্বতের উৎপত্তির প্রধান কারণ’—ব্যাখ্যা করাে।
২। উদাহরণসহ স্তুপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করাে।
৩। উদাহরণসহ আগ্নেয় পর্বতের উৎপত্তি বর্ণনা করাে।
৪। চিত্র ও উদাহরণ সহযােগে যে-কোনাে একটি পর্বতের সৃষ্টির কারণ বর্ণনা করাে।
৫। মালভূমি সৃষ্টির কারণগুলি সংক্ষেপে বর্ণনা করাে।
৬। যে-কোনাে তিন ধরনের মালভূমির উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করাে।
৭। দুটি উল্লেখযােগ্য মালভূমির বিবর্তন আলােচনা করাে।
আবহবিকার নবম শ্রেণী ভূগোল সাজেশন চতুর্থ অধ্যায়,Class 9 Geography suggestion 2022 pdf,আবহবিকার সাজেশন
বহুবিকল্পভিত্তিক প্রশ্নের নমুনা উত্তর :
|সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখা
১। যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ঘটেক
(ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
(খ) মৌসুমি জলবায়ু অঞ্চলে
(গ) মরুভূমি অঞ্চলে
(ঘ) তুন্দ্রা অঞ্চলে
২। বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক হয় -
(ক) যান্ত্রিক আবহবিকার
(খ) রাসায়নিক আবহবিকার
(গ) জৈবিক আবহবিকার
(ঘ) সবকটি
৩। কার্বোনেশন প্রক্রিয়াটি যে আবহবিকারের দৃষ্টান্ত
(ক) রাসায়নিক
(খ) জৈবিক
(গ) যান্ত্রিক
(ঘ) সবকটি
৪। শল্কমােচন ঘটে মূলত --
(ক) ব্যাসল্ট শিলায়
(খ) গ্রানাইট শিলায়
(গ) চুনাপাথরে
(ঘ) পাললিক শিলায়
৫। খনিজে অক্সিজেন যুক্ত হলে যে রাসায়নিক আবহবিকার হয় তাকে বলে—
(ক) কার্বোনেশন
(খ) অক্সিডেশন
(গ) হাইড্রোলাইসিস
(ঘ) হাইড্রেশন
৬। লৌহযুক্ত শিলায় জল সংযােগে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে বলে—
(ক) কার্বোনেশন
(খ) অক্সিডেশন
(গ) হাইড্রেশন
(ঘ) হাইড্রোলাইসিস
৭। উয় মরু অঞ্চলে যে প্রকার আবহবিকার বেশি মাত্রায় দেখা যায়
(ক) যান্ত্রিক
(খ) রাসায়নিক
(গ) জৈবিক
(ঘ) কোনােটাই নয়
৮। সর্বাধিক রাসায়নিক আবহবিকার ঘটে থাকে—
(ক) মরু প্রায় অঞলে
(খ) তুন্দ্রা অঞ্চলে
(গ) ক্রান্তীয় মৌসুমি অঞলে
(ঘ) নিরক্ষীয় অঞ্চলে
৯। উষ্ণতার তারতম্যে স্তরবিশিষ্ট শিলা পেঁয়াজের খােসার মতাে খুলে গেলে তাকে বলে-
(ক) পিণ্ড বিশরণ
(খ) শল্কমােচন
(গ) ক্ষুদ্রকণা বিশরণ
(ঘ) প্রস্তরখণ্ড বিশরণ
১০। শিলায় মরচে ধরে যে প্রক্রিয়ার ফলে
(ক) জলযােজন
(খ) জারণ
(গ) অঙ্গারযােজন
(ঘ) জৈব আবহবিকার
১১। তুষারের দ্বারা সংঘটিত যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায়—
(ক) শীতল অঞ্চলে
(খ) উষ্ণু অঞ্চলে
(গ) নাতিশীতােষ্ণ অঞ্চলে
(ঘ) কোথাও নয়
১২। উষ্ণ মরু অঞ্চলে যার প্রাধান্য দেখা যায়—
(ক) জারণ
(খ) দোআঁশ মাটি
(গ) তুহিন খণ্ডীকরণ,
(ঘ) জৈব আবহবিকার
১৩। তাপমাত্রা পরিবর্তনের জন্য সংঘটিত যান্ত্রিক আবহবিকার হল—
(ক) ক্ষুদ্রকণা বিশরণ
(খ) অঙ্গারযােজন
(গ) তুহিন খণ্ডীকরণ
(ঘ) শল্কমােচন
১৪। আর্দ্র চুনাপাথরযুক্ত অঞ্চলে যে আবহবিকার বেশি মাত্রায় দেখা যায়, তা হল—
(ক) যান্ত্রিক
(খ) রাসায়নিক
(গ) জৈবিক
(ঘ) কোনােটাই নয়
১৫। রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়-
(ক) মরু অঞ্চলে
(খ) মেরু অঞ্চলে
(গ) উয়-আর্দ্র অঞ্চলে
(ঘ) নিরক্ষীয় অঞ্চলে
দু-এক কথায় উত্তর দাও
প্রতিটি প্রশ্নের মান
১. আবহবিকার কী?
2. ক্ষয়ীভবন কাকে বলে?
3.নগ্নীভবন বলতে কী বােঝ?
৪.যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার কোন্ কোন্ জলবায়ু অঞ্চলে বিশেষভাবে দেখা যায়?
4.রাসায়নিক আবহবিকার কাকে বলে?
6.যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের প্রাধান্য কোথায় কোথায় দেখা যায় ?
7. চুনাপাথর এবং লৌহ আকরিক,কোন্ কোন্ রাসায়নিক প্রক্রিয়ায় বিয়ােজিত হয় ?
8. শল্কমােচন কোন্ শিলাস্তরে বেশি কার্যকর হয় ?
৯.মাটি কাকে বলে ? .
১০.রেগােলিথ কী?
নীচের প্রশ্নগুলির উত্তর প্রতিটি সংক্ষেপে লেখাে
1.জৈবিক আবহবিকার কাকে বলে ?আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য নিরূপণ করাে-
2.শিলার জারণ কীভাবে ঘটে যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে যে-কোনাে দুটি পার্থক্য উল্লেখ করাে
3.ক্ষুিদ্রকণা বিশরণ কীভাবে ঘটেশিলার শল্কমােচন কীভাবে হয় ?
4.আবহবিকারের অপর নাম ‘বিচূর্ণীভবন’ কেন ?মৃত্তিকা সৃষ্টিতে আবহবিকার কীভাবে সাহায্য করে?
5.যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকার বলতে কী বােঝ?
6.প্রস্তরখণ্ড বিশরণ অথবা, পিণ্ডবিশরণ অথবা, চৌকাকার বিচূর্ণীভবন বলতে কী বােঝ ?
6। শল্কমােচন অথবা, গােলাকার বিচূর্ণীভবন কাকে বলে?
১৯। ক্ষুদ্রকণা বিশরণ কাকে বলে?
১২। তুহিন-খণ্ডীকরণ কী?
১৩। জল দ্বারা সংঘটিত আবহবিকার বলতে কী বােঝ?
৮৪। কার্বনেশন বা অঙ্গারযােজন কাকে বলে?
৫। জারণ বা অক্সিডেশন কাকে বলে?
১৬। জলযােজন বা হাইড্রেশন বলতে কী বােঝ?
১৭। দ্রবণ বা সলিউশন কী?মাটির উৎপত্তি হয় কীভাবে?
সংক্ষেপে ব্যাখ্যা করাে প্রতিটি প্রশ্নের মান.
1.আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য কী কী?
২. কোন ধরনের জলবায়ু অঞ্চলে কী কারণে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে?
৩. তুষারের দ্বারা কীভাবে যান্ত্রিক আবহবিকার ঘটে?
৪. কীরূপ জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি ঘটে কারণসহ উল্লেখ করাে।
৫. কীভাবে জৈবিক আবহবিকার সংঘটিত হয়?
৬. যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য নির্ণয় করাে। কীভাবে মাটির উৎপত্তি হয়?
৮। আবহবিকারের ফলাফল কী কী জলবায়ুর সঙ্গে আবহবিকারের সম্পর্ক কী?হিউমাস কাকে বলে ?
রচনাধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান।
১.যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি সংক্ষেপে বর্ণনা করাে
২.রাসায়নিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করাে।
৩। মাটির উৎপত্তির প্রাকৃতিক ও জৈব প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করাে।
৪। উৎপত্তি অনুসারে মাটির শ্রেণিবিভাগ করাে।
৫। পুঞ্জিত ক্ষয় ও নগ্নীভবন সম্পর্কে সংক্ষেপে লেখাে।
দুর্যোগ ও বিপর্যয় নবম শ্রেণী ভূগোল সাজেশন পঞ্চম অধ্যায়,Class 9 Geography suggestion 2022 pdf,দুর্যোগ ও বিপর্যয় সাজেশন 2022
প্রতিটি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখে।
1.দুর্যোগ ও বিপর্যয়—
(ক) দুই প্রকার
খ) তিন প্রকার
(গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
২.প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় কত প্রকার—
(ক)দুই
(খ) তিন
(গ) চার
ঘ) পাঁচ
বন্যা—(ক) দুই প্রকার (খ) তিন প্রকার (গ) চার
প্রকার (ঘ) পাঁচ প্রকার
৪। খরা সাধারণত যে ক-ধরনের হয়—
(ক) তিন
(খ) চার
(গ) পাঁচ
(ঘ) ছয়
৫। ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশে বলা হয়—
(ক) সাইক্লোন
(খ) টাইফুন
(গ) হ্যারিকেন
(ঘ) টর্নেডাে।
8. বন্যার প্রাকৃতিক কারণ হল-
(ক) প্রবল বর্ষণ
(খ) অতিরিক্ত গাছ কাটা
(গ) অবৈজ্ঞানিক প্রথায় চাষ
(ঘ) নদীতে বাঁধ দেওয়া
৭। খরার সৃষ্টি হয়—
(ক) অতিবৃষ্টি
(খ) অনাবৃষ্টি
(গ) দীর্ঘদিন ধরে বৃষ্টির জন্য
(ঘ) কোনােটাই নয়।
৮। কত কম বৃষ্টি হলে তীব্র খরা বলে অভিহিত করা হয়—
(ক) ৫০ শতাংশ
(খ) ২০ শতাংশ
(গ) ৩০ শতাংশ
(ঘ) ৪০ শতাংশ।
৯। হিমানী সম্প্রপাত-প্রবণ অঞ্চলের অন্তর্গত হল—
(ক) সিকিম
(খ) উত্তরপ্রদেশ
(গ) দিল্লি
(ঘ) ত্রিপুরা
১০। মহারাষ্ট্রের কয়নানগরে ভূমিকম্প হয়েছিল—
(ক) ১৯৬৭
(খ) ১৯৭৭
(গ) ১৯৮৭
(ঘ) ১৯৯৭ সালে।
১১। বঙ্গোপসাগরের উপকূলে ২০০৪ সালে ডিসেম্বরে কত তারিখ ভয়াবহ সুনামি আছড়ে পড়ে?
(ক) ২৫
(খ) ২৬
(গ) ২৭
(ঘ) ২৮
১২। ফারাক্কা সেচবাঁধের ছাড়া জলে প্লাবিত হয়—
(ক) মালদহ
(খ) হাওড়া
(গ) হুগলি
(ঘ) বাঁকুড়া
১৩। খরা ঘটলে দেখা যায়—
(ক) জলােচ্ছ্বাস
(খ) জলসংকট
(গ) জলবণ্টন বৈষম্য
(ঘ) জলদূষণ
১৪। এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বন্যা হয়—
(ক) ভারতে
(খ) চিনে
(গ) বাংলাদেশে
(ঘ) জাপানে।
১৫। একটি মহাজাগতিক বিপর্যয় হল—
(ক) সুনামি
(খ) দাবানল
(গ) উল্কাপাত
(ঘ) ব্লিজার্ড
প্রতিটি দু-এক কথায় উত্তর দাও
1.দুর্যোগ কাকে বলে? বিপর্যয় বলতে কী বােঝ ?
2.সুনামি কাকে বলে ?
3. ভূমিধস কাকে বলে?
4.দাবানল কাকে বলে?
5.ঘূর্ণিঝড়ের প্রকোপ কোন অঞ্চলে বেশি দেখা যায় ?
সংক্ষেপে লেখো।
1.বন্যা কত প্রকার ও কী কীখরা কত প্রকার ও কী কী ? হিমানী সম্প্রপাত কত প্রকার ও কী কী?
2.খরা বলতে কী বােঝ?
3.ঘূর্ণিঝড় কাকে বলে ?
৬।তুষার-ঝড় কী?
৭ হিমানী সম্প্রপাত কী?
৮। ভূমিকম্প কাকে বলে ?
1.দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য কী?
২. কীভাবে ঝড়ের উৎপত্তি হয় ? সুনামি উৎপত্তির কারণ কী?
3. দাবানল কীভাবে সৃষ্টি হয় ? ভূমিধসে মানুষের ভূমিকা কী ?
4. খরা সৃষ্টিতে মানুষের ভূমিকা কী ?
5. পরিবেশের ওপর খরার প্রভাব কী ?
১.বন্যার কারণ ও ফলাফল বর্ণনা করাে।
2.ভূমিকম্পের কারণ ও ফলাফল বর্ণনা করাে।
3. পশ্চিমবঙ্গে দুর্যোগ ও বিপর্যয়ের প্রকৃতি ও প্রভাব আলােচনা করাে।
৪। বিপর্যয় মােকাবিলার বিভিন্ন পর্যায়গুলির বিবরণ দাও।
৫। পশ্চিমবঙ্গে বিপর্যয় ব্যবস্থাপনার জন্যে গৃহীত কৌশলসমূহের উল্লেখ করাে।
প্রতিটি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখা
১। সম্পদ’-এর প্রথম সঠিক সংজ্ঞা দেন—
(ক) জিমারম্যান
(খ) ডেভিস
(গ) উইলসন
(ঘ) ওয়েবার
2.সম্পদ সৃষ্টির প্রধান উপাদান—
(ক) একটি,
(খ) দুটি
গ) তিনটি
(ঘ) চারটি
৩। অবাধ সম্পদের উদাহরণ হল —
(ক) কয়লা
(খ) পেট্রোলিয়াম
(গ) সূর্যকিরণ
(ঘ) অভ্র
৪। প্রাকৃতিক সম্পদের একটি উদাহরণ হল --
(ক) মাটি
(খ) জনসংখ্যা
(গ) শিক্ষা
(ঘ) লােহা
৫। ব্যক্তিগত সম্পদের একটি উদাহরণ হল-
(ক) গাড়ি
(খ) হাসপাতাল
(গ) জাতীয় সড়ক
(ঘ) রেল পরিসেবা
৬। বস্তুগত একটি সম্পদ হল—
(ক) জল,
(খ) শিক্ষা,
(গ) বিজ্ঞান,
(ঘ) জনসংখ্যা।
৭। লৌহ-আকরিক উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে —
(ক) গােয়া
(খ) ছত্তিশগড়
(গ) ঝাড়খণ্ড
(ঘ) রাজস্থান।
৮| ভারতের সর্বশ্রেষ্ঠ খনিজ তেল উৎপাদক রাজ্য হল—
(ক) মহারাষ্ট্র
(খ) অসম
(গ) গুজরাট
(ঘ) পশ্চিমবঙ্গ
৯। গুজরাটের একটি তৈল শােধনাগারের নাম হল—
(ক) কয়ালি
(খ) নুনমাটি
(গ) সরগুজা
(ঘ) তালচের।
১০ | সবচেয়ে উন্নত মানের লৌহ-আকরিকের নাম-
(ক) সিডেরাইট
(খ) অ্যানথ্রাসাইট
(গ) ম্যাগনেটাইট
(ঘ) পিট
১১। ভারত থেকে সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি করা হয়—
(ক) ইতালিতে
(খ) জার্মানিতে
(গ) জাপানে
(ঘ) চিনে।
১২। খনিজ তেল উত্তোলনে ভারতের উল্লেখযােগ্য রাজ্যটি হল—
(ক) উত্তরপ্রদেশ
(খ) মহারাষ্ট্র
(গ) তামিলনাড়ু
(ঘ) ওড়িশা
১৩। ভারতের বৃহত্তম কয়লাখনি অঞল হল-
(ক) রানিগঞ্জ
(খ) ঝরিয়া
(গ) সিগারেনি
(ঘ) আমেদাবাদ।
১৪ | সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণির কয়লার । নাম—
(ক) অ্যানথ্রাসাইট
(খ) বিটুমিনাস
(গ) লিগনাইট
(ঘ) সিডেরাইট
১৫| ‘তরল সােনা’ বলা হয়—
(ক) কয়লাকে
(খ) খনিজ তেলকে
(গ) আকরিক লােহাকে
(ঘ) অভ্রকে
১৬ | অপ্রচলিত শক্তির উৎস হল—
(ক) কয়লা
(খ) সৌরশক্তি
(গ) খনিজ তেল
(ঘ) লােহা
১৭ | পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হল-
(ক) মাইথন
(খ) পাঞেৎ
(গ) ব্যান্ডেল
(ঘ) বক্রেশ্বর
১৮। ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ—
(ক) পাঞ্জাবের ভাকরা
(খ) কর্ণাকর শিবসমুদ্রম
(গ) ওড়িশার হীরাকুঁদ
(ঘ) পশ্চিমবঙ্গের জলঢাকা
১৯। তাপবিদ্যুতের প্রধান কাঁচামাল হল—
(ক) খনিজ তেল
(খ) জল
(ঘ) কয়লা
(ঙ) আকরিক লােহা।
২০। সৌরশক্তির প্রধান উৎস—
(ক) বায়ুপ্রবাহ।
(খ) ভূগর্ভের উত্তাপ
(গ) সূর্যরশ্মি
(ঘ) কয়লা
প্রতিটি প্রশ্নের মান দু-এক কথায় উত্তর দাও
১। সম্পদের একটি সংজ্ঞা দাও।
২। গচ্ছিত সম্পদ কাকে বলে?
৩। অবাধ সম্পদ কাকে বলে ?
৪। ভারতে কোন্ কোন্ শ্রেণির কয়লা পাওয়া যায় ?
৫। কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম করাে।
৬। ভারতের ব্যবহৃত প্রধান দুটি চিরাচরিত বা প্রচলিত শক্তি উৎসের নাম লেখাে।
৭। সৌরবিদ্যুৎকে কী কী কাজে ব্যবহার করা হয়?
নীচের প্রশ্নগুলির উত্তর প্রতিটি সংক্ষেপে লেখাে
১। ফসল সম্পদ নয়, ফসলের কার্যকারিতাই হল সম্পদ। উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও।
২। ভারতের তিনটি কয়লাখনি অঞ্চলের নাম লেখাে।
৩। গুজরাটে অবস্থিত তিনটি তৈল শােধনাগারের নাম করাে।
৪। উত্তর-পূর্ব ভারতের তিনটি খনিজ তৈল উত্তোলন কেন্দ্রের নাম করাে।
৫। ভারতের তিনটি খনিজ তেল উৎপাদক অঞ্চলের নাম করাে।
৬। টার্শিয়ারি কয়লা সম্পর্কে লেখাে।
৭। কয়লার গুরুত্ব সম্পর্কে লেখাে।
৮। বম্বে হাই কাকে বলে ?
৯। খনিজ তেলের গুরুত্ব লেখাে।
১০। মানবসম্পদ বলতে কী বােঝ?
১১। তেলের কার্যকারিতাই সম্পদ বুঝিয়ে লেখাে।
১২। লৌহ আকরিকের গুরুত্ব লেখাে।
১৩। অপ্রচলিত শক্তি বলতে কী বােঝ?
১৪। পারমাণবিক বিদ্যুৎ শক্তি কাকে বলে ?
১৫। ভূতাপ শক্তির ব্যবহার লেখাে।
১। সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে সম্পদের শ্রেণিবিভাগ করাে এবং তাদের উদাহরণ দাও।
২। গচ্ছিত সম্পদের বৈশিষ্ট্যগুলাে লেখাে।
৩। অবাধ সম্পদের কী কী বৈশিষ্ট্য আছে?
৪। সম্পদ সংরক্ষণের প্রয়ােজনীয়তা কী?
৫। লৌহ-আকরিকের ব্যবহার ও গুরুত্ব কী?
৬। আকরিক লােহার শ্রেণিবিভাগ করাে।
৭। কয়লার অর্থনৈতিক গুরুত্ব ও ব্যবহারের উল্লেখ করাে।
৮ | ভারতীয় কয়লার শ্রেণিবিভাগ করাে।
৯। খনিজ তেলের ব্যবহারগুলাে লেখাে।
১০। খনিজ তেলের উপজাত দ্রব্যগুলাের নাম করাে।
১১। প্রচলিত ও অপ্রচলিত শক্তির উৎসগুলাে কী কী?
১২। অপ্রচলিত শক্তির সুবিধাগুলাে লেখাে।
১৩। দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ সুবিধাগুলাে লেখাে।
১৪। ভারতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলাের নাম করাে।
১৫। সৌরশক্তির ব্যবহারগুলাে লেখাে।
১৬। ভূতাপ শক্তির ব্যবহার লেখাে।
রচনাধর্মী প্রশ্ন
১ | সম্পদের শ্রেণিবিভাগ ও পার্থক্য লেখাে।
২ | সম্পদ কীভাবে সংরক্ষণ করা যায় ?
৩। ভারতের কোথায় কোথায় আকরিক লােহা পাওয়া যায়?
৪। ভারতে রাজ্যভিত্তিক কয়লাখনিগুলাের উল্লেখ করাে।
৫। ভারতের বিভিন্ন রাজ্যের তৈলখনিগুলাের নাম করাে।
৬। ভারতের উল্লেখযােগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রগুলাের নাম করাে।
৭। ভারতের প্রধান প্রধান জলবিদ্যুৎ কেন্দ্রগুলাের নাম লেখাে।
৮। ভারতের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলাের নাম লেখাে।
পশ্চিমবঙ্গ নবম শ্রেণী ভূগোল সাজেশন সপ্তম অধ্যায়,Class 9 Geography suggestion 2022 pdf,পশ্চিমবঙ্গ সাজেশন
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখা
1.উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার’ হল—
(ক) শিলিগুড়ি
(খ) শিলং
(গ) কলকাতা
(ঘ) সুন্দরবন
২। পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রসারিত হয়েছে-
(ক) কর্কটক্রান্তি রেখ
(খ) মকরক্রান্তি রেখা
(গ) বিষুবরেখা
(ঘ) মূলমধ্যরেখা
আয়তনে প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হল—
(ক) দ্বিতীয়
ধ্য তৃতীয়
(গ) চতুর্থ
(ঘ) পঞ্চম
জনসংখ্যার বিচারে প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান—
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
() চতুর্থ
ভূ-প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে ভাগ করা যায়—
(ক) ২টি ভাগে
খ)3টি ভাগে
(গ) ৪টি ভাগে
(ঘ) ৫টি ভাগে
৬। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল—
(ক) কাঞ্চনজঙ্ঘা
খ) সান্ডাফু
(গ) টাইগার হিল
(ঘ) কোনােটাই নয়
সক্রিয় বদ্বীপ দেখা যায় পশ্চিমবঙ্গের-
(ক) উত্তরের সমভূমি
(খ) গাঙ্গেয় বদ্বীপঙ্গ
সুন্দরবন
(ঘ) মেদিনীপুর
নিয়মিত জোয়ারভাটা হয় পশ্চিমবঙ্গের—
(ক) মাতলা
(খ) লিস
(গ) সুবর্ণরেখা
(ঘ) তিস্তা নদীতে
পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম হল—
(ক) ময়ূরাক্ষী
(খ) তাের্সা
(গ) বিদ্যাধরী
(ঘ) জলঢাকা
৪। পশ্চিমবঙ্গের একটি পূর্ববাহিনী নদীর নাম হল—
(ক) মহানন্দা
(খ) দামােদর
(গ) পিয়ালি
(ঘ) মেচি
পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে প্রবাহিত একটি নদী হল—
(ক) তিস্তা
(খ) দামােদর
(গ) গােসাবা
(ঘ) সুবর্ণরেখা
পশ্চিমবঙ্গে সারাবছরে ঋতু দেখা যায়-
৪টি
(খ) ৫টি
(গ) ৬টি
(ঘ) ৭টি
পশ্চিমবঙ্গ
(ক) নিরক্ষীয় জলবায়ুঃ
(খ)মৌসুমি জলবায়ু
(গ) পার্বত্য জলবায়ু
(ঘ) তুন্দ্রা জলবায়ু অঞ্চলে অন্তর্গত
পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় দেখা যায়---
(ক) এপ্রিল-মে
(খ) জুন-জুলাই
(গ) আগস্ট-সেপ্টেম্বর
ঘ) মে-জুন মাসে।
পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয়—
(ক) সুন্দরবন
(খ) দিঘা-শংকরপুর
(গ) পার্বত্য
(ঘ) হাওড়া অঞ্চলে
১। পশ্চিমবঙ্গের কোন্ অঞ্চলগুলি উত্তরের পার্বত্য অঞ্চলের অন্তর্গত?
২। তরাই ও ডুয়ার্স কী?
৩। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ নদীর নাম লেখাে।
৪। কোন্ ধরনের মৃত্তিকা দিয়ে পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমি গঠিত?
৫। সুন্দরবন’ কোন্ সমভূমির অংশ?
৬। পশ্চিমবঙ্গের জলবায়ু কোন্ প্রকৃতির?
৭। কোন্ কোন্ মাসে পশ্চিমবঙ্গে কালবৈশাখীর আবির্ভাব বেশি হয়?
৮। লৌহ-ইস্পাত শিল্পের কাঁচামালগুলাের নাম করাে।
৯। আশ্বিনের ঝড় কী?
নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখাে।
১। ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে পশ্চিমবঙ্গের ভূ-প্রকৃতিকে ক-টি প্রধান ভাগে ভাগ করা যায় ও কী কী?
২। ‘তাল’ ও ‘দিয়ারা’ বলতে কী বােঝ?
৩। উৎপত্তি ও ভূমির গঠন অনুসারে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলকে ক-ভাগে ভাগ করা হয় ও কী কী?
৪। বাদা’ ও ‘আবাদ’ বলতে কী বােঝ?
প্রশ্নের মান।
৫। পশ্চিমবঙ্গের তিনটি পূর্ববাহিনী নদীর নাম করাে।
৬।পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত তিনটি নদীর নাম লেখাে।
৭। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরের সমভূমি অঞলের তিনটি নদীর নাম লেখাে।
৮। পশ্চিমবঙ্গের উপকূলের সমভূমি অঞলের তিনটি নদীর নাম লেখাে।
৯। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের জোয়ারের জলে পুষ্ট তিনটি নদীর নাম করাে।
১০। পশ্চিমবঙ্গে কোন্ ঋতুতে পশ্চিমি ঝঞা এবং কোন ঋতুতে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের আবির্ভাব ঘটে?
১১। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মৃত্তিকার বর্ণনা দাও।
১২। ধান ক-প্রকার ও কী কী?
১৩। পাটশিল্পের গুরুত্ব কী?
১৪। সিংগালিলা শৈলশিরা সম্পর্কে যা জান লেখাে।
।
১। পশ্চিমবঙ্গের অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তারের উল্লেখ করাে।
২। পশ্চিমবঙ্গের ভৌগােলিক অবস্থানের গুরুত্ব কী?
৩। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের উল্লেখ করাে।
৪। পশ্চিমবঙ্গের সমভূমিকে ক-টি ভাগে ভাগ করা হয় ও কী কী?
৫। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূ-প্রকৃতির বিবরণ দাও।
৬। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূ-প্রকৃতির বিবরণ দাও।
৭। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদীগুলাের বিবরণ দাও।
৮। পশ্চিমবঙ্গের গ্রীষ্ম, বর্ষা ও শীতকালের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৯। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের উদ্ভিদের বিবরণ দাও।
১০। পশ্চিমবঙ্গের কৃষির গুরুত্ব কী?
১১। পশ্চিমবঙ্গে লৌহ-ইস্পাত শিল্পের সমস্যাগুলাে লেখাে।
১২। পশ্চিমবঙ্গের তুলা শিল্পের অবস্থানের উল্লেখ করাে।
রচনাধর্মী প্রশ্ন প্রশ্নের মান
১। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞল এবং তরঙ্গায়িত উচ্চভূমি ও মালভূমির ভূ-প্রাকৃতিক বিবরণ
দাও।
২। পশ্চিমবঙ্গের মধ্য ও দক্ষিণের সমভূমির বিভিন্ন ভাগগুলাের নাম করাে এবং প্রত্যেকটি ভাগের বিবরণ দাও।
৩। পশ্চিমবঙ্গের ঋতুবৈচিত্র্যের বিবরণ দাও।
৪। মানুষের জীবনে ঋতুপরিবর্তনের প্রভাব আলােচনা করাে।
৫। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকার মৃত্তিকার বিবরণ দাও।
৬। ধান ও পাট চাষে উপযুক্ত পরিবেশের উল্লেখ করাে।
৭। পশ্চিমবঙ্গে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলাে লেখাে।
৮। হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনেরকারণ কী?
প্রতিটি প্রশ্নের মান।
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে
১। প্রধানত মানচিত্র আঁকা হয়।
(ক) তিনটি
(খ) চারটি
(গ) পাঁচটি
(ঘ) ছ-টি পদ্ধতিতে
২। মানচিত্রে প্রধানত—
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ প্রকারের স্কেল দেখানাে হয়
৩। মানচিত্রের একক ১ সেন্টিমিটারে যদি ভূপৃষ্ঠে ১০০ সেন্টিমিটার হয় তবে তার মাপনী হবে—
(ক) ১ : ১০
(খ) ১ : ১০০
(গ) ১ : ১০০০
(ঘ) ১ : ১০০০০
৪। মাপনির বিভিন্নতা অনুসারে মানচিত্রকে—
(ক) তিনটি
(খ) চারটি
(গ) পাঁচটি
(ঘ) ছ-টি ভাগে ভাগ করা হয়।
৫। উদ্দেশ্য ও বিষয়বস্তু অনুসারে মানচিত্রকে প্রধানত
(ক) দশটি
(খ) বারােটি
(গ) চোদ্দোটি
(ঘ) ষােলােটি ভাগে ভাগ করা হয়।
৬। স্কেলকে—
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
ভাগে ভাগ করা যেতে পারে
১। মানচিত্র কাকে বলে?
২। স্কেল কাকে বলে ?
৩। সাংস্কৃতিক মানচিত্র কাকে বলে?
৪। রাজনৈতিক মানচিত্র কাকে বলে?
৫| আবহাওয়া মানচিত্র কাকে বলে ?
নীচের প্রশ্নগুলির উত্তর প্রতিটি সংক্ষেপে লেখে প্রশ্নের মান
১। মানচিত্রের শ্রেণিবিভাগ করতে কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়?
২। পরিবহণ ও যােগাযােগ মানচিত্র কাকে বলে?
৩। Land mark কী?
৪। স্কেল কাকে বলে ?
৫। রৈখিক স্কেল কাকে বলে?
৬। ক্যাডাস্ট্রাল ম্যাপ কী ?
৭। দেয়াল মানচিত্র কী?
৮। আবহাওয়া মানচিত্র কী?
সংক্ষেপে ব্যাখ্যা করাে প্রশ্নের মান
১। মানচিত্র অঙ্কনের পদ্ধতিগুলাে লেখাে।
২। মানচিত্রে কীভাবে স্কেল দেখানাে হয়?
৩। মাপনী অনুসারে মানচিত্রকে ক-টি ভাগে ভাগ করা হয় ও কী কী?
৪। উদ্দেশ্য বা বিষয়বস্তু অনুসারে মানচিত্রকে ক-টি ভাগে ভাগ করা হয় ও কী কী?
৫। স্কেল ক-প্রকার ও কী কী?
৬। স্কেলের বৈশিষ্ট্যগুলাে লেখাে।
৭। বিশেষ ধরনের স্কেলগুলাের উল্লেখ করাে।
৮। স্কেলের ব্যবহার ও গুরুত্ব লেখাে।
রচনাধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান
১। মাপনী অনুসারে বিভক্ত মানচিত্রগুলাের বিবরণ দাও।
২।উদ্দেশ্য ও বিষয়বস্তুর ওপর ভিত্তি করে বিভক্ত মানচিত্রগুলাের বিবরণ দাও।
৩। মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখাে।
নবম শ্রেণী 2022 ভূগোল পরীক্ষার সময় Class IX 2022 Geography Exam Time
নবম শ্রেণী 2022 ভূগোল পরীক্ষার সময় সারণী এবং নবম শ্রেণী রাষ্ট্রবিজ্ঞানর রুটিন 2022 ডাউনলোড করুন। নবম শ্রেণী ভূগোল 2022 রুটিন এবং পরীক্ষার সময়। এই বছর নবম শ্রেণী 2022 ভূগোল পরীক্ষা 11 ই মার্চ 2022 তারিখে সকাল 11:45 থেকে বিকাল 3:00 টায় অনুষ্ঠিত হবে।
EXAM NAME Class IX Geography Exam 2022
SUBJECT Geography
EXAM DATE
BOARD WBBSE
TAG: নবম শ্রেণী সাজেশন 2022 pdf,নবম শ্রেণী সাজেশন 2022 ভূগোল pdf,নবম শ্রেণীর সাজেশন 2022 ভূগোল pdf,Class 9 suggestion 2022 ,Class IX Suggestion 2022 pdf free,
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর সাজেশন 2022 pdf
File Format:- Pdf
Quality:- High
File Size:- 2Mb
PAGE- 4
File Location:- Google Drive
Download: click Here to Downloa
Related Posts [আরোও দেখুন]
Class IX Geography Suggestion 2022
নবম শ্রেণী ভূগোল সাজেশন 2022
Class IX Geography Suggestion 2022
নবম শ্রেণী গুগোল গুগোলগুগোল সাজেশন 2022
Class IX Geography Suggestion 2022
নবম শ্রেণী ভূগোল সাজেশন 2022
Class IX Geography Suggestion 2022
নবম শ্রেণী ভূগোল সাজেশন 2022
Class IX GeographySuggestion 2022
নবম শ্রেণী ভূগোল সাজেশন 2022
Class IX Geography Suggestion 2022
নবম শ্রেণী ভূগোল সাজেশন 2022
Class IX Geography Suggestion 2022
নবম শ্রেণী ভূগোল সাজেশন 2022
Class IX Geography Suggestion 2022
নবম শ্রেণী শিক্ষা বিজ্ঞান সাজেশন 2022
[TAG] নবম শ্রেণী ভূগোল সাজেশন 2022পিডিএফ,Class 9 Geography Suggestion 2022 Pdf in Geography,নবম শ্রেণী সাজেশন 2022 pdf,নবম শ্রেণী সাজেশন 2022 ভূগোল pdf,নবম শ্রেণীর ভূগোল সাজেশন 2022 pdf,নবম শ্রেণীর সাজেশন 2022 ভূগোল pdf ,Class IX suggestion 2022 Geography,Class 9 Suggestion 2022 pdf;