নবম শ্রেণী ইতিহাস সাজেশন 2024 | Class 9 History Suggestion 2024

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

নবম শ্রেণি ইতিহাস সাজেশন 2024| Class 9 History Suggestion 2024|Class IX History Suggestion 2024 | নবম শ্রেণী ইতিহাস সাজেশ 2023

নবম শ্রেণী ইতিহাস  সাজেশন 2022| Class 9 History Suggestion 2022 |Class IX History Suggestion 2022 |  নবম শ্রেণী  ইতিহাস  সাজেশন ২০২২
নবম শ্রেণী ইতিহাস  সাজেশন


আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি  নবম শ্রেণির ইতিহাস Suggestion 2023 PDFClass IX History Suggestion Book Pdf in History | West Bengal Class 9 History Suggestion 2023 |পরীক্ষা প্রস্তুতির জন্য নবম শ্রেণি ইতিহাস সাজেশন 2023 pdf গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।


তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে নবম শ্রেণীর সাজেশন 2023 pdf download । Class Nine History important Suggestion 2023 in Bengali Pdf ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


পশ্চিমবঙ্গ নবম শ্রেণী ইতিহাস সাজেশন 2023 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।


নবম শ্রেণি ইতিহাস 2023 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ নবম শ্রেণী Class 9 পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা নবম শ্রেণী পরীক্ষার ইতিহাস সাজেশন 2023 – Class 9 History Suggestion 2023 নিচে দেওয়া হয়েছে।



নবম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় সাজেশন –  


ফরাসি বিপ্লবের কয়েকটি দিক সাজেশন প্রশ্ন ও উত্তর


(খ) অতি সংক্ষিপ্ত প্রশ্ন: মান-1

1. ফ্রান্সের কোন্ রাজাকে ‘প্রজাপতি রাজা’বলা হত? 

2. জনসাধারণ কাদের ‘অর্থলােলুপ নেকড়ে’ বলত? 

3.‘গ্যাবেল’ কী? 

4. ‘টাইথ’ কী? 

5.বাস্তিলের পতন কবে হয়? 

6. ফরাসি সামাজিক কাঠামােয় প্রথম সম্প্রদায়ে কারা ছিলেন ? 

7. ‘দি স্পিরিট অব লজ' গ্রন্থের লেখক কে?

৪. ফরাসি জাতীয় সভার নাম কী ছিল? 

9. ব্রান্সউইক ঘােষণাপত্র’ কবে জারি হয়? 

10. মানুষ ও নাগরিকের অধিকার ঘােষণাপত্র’ কবে প্রকাশিত হয়? 

11. ‘সেপ্টেম্বর হত্যাকান্ড’ কবে সংঘটিত হয়? 

12. ‘সেপ্টেম্বর হত্যাকান্ডের নায়ক কে ছিলেন ?


(গ) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :মান-2

1.‘আঁসিয়া রেজিম’ কী

2. ইনটেনডেন্ট’ কী?

3.লেতর দ্য ক্যাশে’ কী? 

4. ‘দি স্পিরিট অব লজ’ বিখ্যাত কেন? 

5. সামাজিক চুক্তি মতবাদ’ কী?

6. ফিজিওক্রাটদের মতবাদ কী

7.ব্রান্সউইক ঘােষণাপত্র’ কী

8. টিপু সুলতানের সঙ্গে জাকোবিনদের কী সম্পর্ক?

9. ‘ধর্মযাজকদের সংবিধান কী?

10.সাঁকুল্যাৎ কী?

12. ‘মহা আতঙ্ক’ কী?

13. গিলােটিন কী?



(ঘ) বিশ্লেষণধর্মী প্রশ্নঃ মান-4

1. বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে বৈষম্যমূলক করব্যবস্থা সম্পর্কে কী জান

2.প্রথম এস্টেট সম্পর্কে কী জান?

3. পােশাকী অভিজাত ও কর্মজাত অভিজাতদের মধ্যে পার্থক্য কোথায়? 

4. ফরাসি বিপ্লবে দার্শনিকদের সত্যিই কী কোনাে অবদান ছিল 

5. Day of tiles বা অভিজাত বিদ্রোহের গুরুত্ব কী ছিল ?

6. টেনিস কোর্টের শপথ কী 

7.বাস্তিলের পতনের গুরুত্ব কী ছিল 

8.1792-এর সংবিধান কেন গুরুত্বপূর্ণ?

9. জাকোবিন শাসনে ফ্রান্সের কী কোনাে মঙ্গল হয়েছিল? 

10. শহর ও গ্রামের দরিদ্র মানুষ কেন বিপ্লবে যােগ দিয়েছিল ? 

11. গ্রামাঞ্চলে কৃষক বিদ্রোহের স্বরূপ কী ছিল 12. ফরাসি বিপ্লবে মেয়েদের অংশগ্রহণ কেমন ছিল ? 

13. ফরাসি বিপ্লবে ওজরের ভূমিকা সম্পর্কে কী জান?


(ঙ) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।মান-৪


1.ফরাসি বিপ্লবের রাজনৈতিক/সামাজিক/অর্থনৈতিক কারণগুলি ব্যাখ্যা করাে।

2,ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা কী ছিল ?

3.অভিজাতরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করল কেন? এই বিপ্লবের গুরুত্ব কী ছিল? 

4. ১৭৯২-এর সংবিধানের বিষয়বস্তু আলােচনা করাে।

5. ফরাসি বিপ্লবের প্রভাব সম্পর্কে যা জান লেখ।



নবম শ্রেণি ইতিহাস সাজেশন দ্বিতীয় অধ্যায় – 

বিপ্লবী আদর্শ নেপোলিয়ন সাম্রাজ্য ও জাতীয়তাবাদ সাজেশন প্রশ্ন ও উত্তর


• সঠিক উত্তরটি নির্বাচন করাে ।

1. নেপােলিয়ন বােনাপার্টের জন্ম

A. সেন্ট হেলেনা দ্বীপে

B. মডেনা শহরে

C কর্সিকায়।

D ডােমিনিগাে দ্বীপে।


2. নােপােলিয়নের মায়ের নাম

A.জোসেফিন।

B.রােনিলা।

C লেটিজিয়া।

D ক্যাথারিন।


3.‘কোড নেপােলিয়ন’ সংকলিত হয়-

A. ১৮০০ সালে।

B.১৮০২ সালে।

C. ১৮০৪ সালে।

D.১৮১২ সালে।


4. অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়—

A. ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে 

B ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে

C.ইংল্যান্ড ও জার্মানির মধ্যে

D প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে


5. ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয়-

A. ইংল্যান্ড

B.ফ্রান্স

C.রাশিয়া

D.অস্ট্রিয়া


6. টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়-

A.ফ্রান্স ও রাশিয়ার মধ্যে 

B ফ্রান্স ও ইতালির মধ্যে

C.ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে

D.স্পেন ও ইংল্যান্ডের মধ্যে


7. স্পেন বিজয়ের পর নেপােলিয়ন সেখানকার সিংহাসনে বসান-

A.ফার্দিনান্দ-কে

B.যােশেফ বােনাপার্ট-কে

C.মুরাট-কে

D.ওয়েলেসলি-কে


8. নেপােলিয়নের মৃত্যু হয়-

A.সেন্ট পিটার্সবার্গে

B. সেন্ট হেলেনা দ্বীপে।

C. এলবা দ্বীপে।

D.কিউবায়



(খ) -এক কথায় উত্তর দাও :মান-1


1. তৃতীয় বর্ষের সংবিধান কী? 

2. ক্যাম্পাে-ফর্মিও-র সন্ধি কবে সম্পন্ন হয় ?

 3. ‘কোড নেপােলিয়ন-এ কতগুলি বিধি সম্বলিত আছে?

4. ফরাসি সমাজের বাইবেল’ কাকে বলা হয়? 

5. ‘তৃতীয় শক্তিজোট’ কবে কাদের মধ্যে গঠিত হয়? 

6. ‘মহাদেশীয় অবরােধ’ নামকরণের কারণ কী?

7. ফ্রান্সের ‘প্রাকৃতিক সীমানা’ বলতে কী বােঝ? ৪. বােরােডিনের যুদ্ধ কবে সম্পন্ন হয় ? 

9. জাতিসমূহের যুদ্ধ’ কী?



(গ) অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : মান-2

1. কনসুলেট শাসন ব্যবস্থা কী?

2. ‘কোড নেপােলিয়ন’-এর গুরুত্ব কী? 

3. মহাদেশীয় অবরােধ পদ্ধতি কী?

 4. ট্রাফালগারের যুদ্ধ কী ? 

5.‘গ্রান্ড ডাচি অব ওয়ারশ’ কী? 

6. কনফেডারেন্স অব রাইন’ কী? 

7.‘একশ দিনের রাজত্ব কী? 

৪. লিপজিগের যুদ্ধ কী ?


(ঘ) সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ মান–4

1. ‘কোড নেপােলিয়ান’ কী? কাকে ও কেন ‘দ্বিতীয় জাস্টিনিয়ান’ বলা হয়? 

2. ‘কোড নেপােলিয়ন’-এর গুরুত্ব আলােচনা করাে।

3. নেপােলিয়ন-বিরােধী দ্বিতীয় শক্তিজোট’ কবে কাদের মধ্যে হয়?

4. ‘অ্যামিয়েন্সের সন্ধি’ কবে কাদের মধ্যে সম্পন্ন হয় ? এর শর্তাবলী আলােচনা করাে। 

5. নেপােলিয়ন বিরােধী ‘তৃতীয় শক্তিজোট’ কবে কাদের মধ্যে সম্পন্ন হয়? 

6. ট্রাফালগারের যুদ্ধ-সংক্রান্ত একটি টীকা লেখ।

7. নেপােলিয়ন জার্মানিতে কী ধরনের পুনর্গঠন করেন? 

৪. নেপােলিয়ন ইতালিতে কী ধরনের পুনগঠন করেন? 

9. নেপােলিয়নের স্পেন দখলের কারণ কী? 

10. নেপােলিয়নের বিরুদ্ধে স্পেনবাসীর যুদ্ধের প্রকৃতি কী ছিল? 

11. নেপােলিয়নের বিরুদ্ধে স্পেনবাসীর যুদ্ধের ফলাফল কী ছিল? 

12. বােরােডিনাের যুদ্ধ সম্পর্কে যা জান লেখ। 13. নেপােলিয়নের রুশ যুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করাে।


(ঙ) রচনাভিত্তিক প্রশ্ন মান-8

1. ‘কোড নেপােলিয়ন’ সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করাে। 

2. নেপােলিয়নের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত কীভাবে ব্যাখ্যা করবে? 

3. নেপােলিয়নের সাম্রাজ্যের সঙ্গে জাতীয়তাবাদী আদর্শের বিবাদ কীভাবে ব্যাখ্যা করবে? 

4. আইবেরীয় উপদ্বীপে নেপােলিয়নের বিরােধী সংগ্রামের ইতিহাস তুমি কীভাবে বিবৃত করবে?

5. নেপােলিয়নের রাশিয়া আক্রমণ বিবৃত করাে।


নবম শ্রেণি ইতিহাস সাজেশন তৃতীয় অধ্যায় – 

উনবিংশ শতকের ইউরোপ সাজেশন প্রশ্ন ও উত্তর


• সঠিক উত্তরটি নির্বাচন করাে ।

.1. মেটারনিখ প্রধানমন্ত্রী ছিলেন—

A.রাশিয়া-র।

B.প্রাশিয়ার

C.জার্মানি-র

D.অস্ট্রিয়া-র


2. ক্যালরি প্রধানমন্ত্রী ছিলেন—

A.জার্মানি-র

B.ইতালি-র।

C. ফ্রান্স-এর

D.ইংল্যান্ড-এর


3. রাশিয়ার জার ছিলেন—

A.প্রথম আলেকজান্ডার। 

B.মেটারনিখ।

C. হিটলার

D .ক্যাসালরি


4. কূটনীতির যাদুকর’ বলা হত

A.বিসমার্ক

B.মেটারনিখ

C.ক্যাসালরি

D.ক্যাভুর-কে


5. দশম চার্লস ছিলেন—

A.ষােড়শ লুই-এর পুত্র 

B.অষ্টাদশ লুই-এর ভ্রাতা

C.লুই ফিলিপের পিতা

D.নেপােলিয়নের পৌত্র


6. জুলাই মনার্কি প্রতিষ্ঠিত হয়—

A.১৮২০ সালে

B.১৮৩০ সালে।

C.১৮৪০ সালে

D.১৮৪৮ সালে



(খ) দু-এক কথায় উত্তর দাওঃ মান= 1

1. ভিয়েনা সম্মেলনের (১৮১৫ খ্রিঃ) সভাপতি কে ছিলেন? 

2.কাকে কূটনীতির যাদুঘর’ বলা হয়? 

3. ফরাসি-রাজ লুই ফিলিপ কোন্ বংশের

রাজা ছিলেন ? 

4. লা-মার্টিন কে?

5. ফ্রান্সে কবে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? 6.নব্য ইতালি'কবে প্রতিষ্ঠিত হয়

7.ফ্রান্সে কবে দ্বিতীয় সাম্রাজ্য’ প্রতিষ্ঠিত হয়?

 ৪. কোন্ সালকে ‘বিপ্লবের বছর’বলা হয়?

9, সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 

10. কাকে ‘মুক্তিদাতা জার’বলা হয় ?



(গ) অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ঃমান– 2

1. ‘চার প্রধান’ বলতে কী বােঝ ? 

2. ভিয়েনা সম্মেলনের তিনটি নীতি কী কী? 

3. কার্লস বাড’ ডিক্রি কী? 

4. ‘মেটারনিখের যুগ’ কোন সময়কে বলা হয় ? 

5. ‘রিসর্জিমেন্টো’ কী? 

6. ইয়ং ইতালি দলের আদর্শ কী ছিল? 

7. রক্ত ও লৌহ নীতি কী? 

8. স্যাডােয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয় ?


(ঘ) সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : মান- 4

1. ভিয়েনা সম্মেলনে (১৮১৫ খ্রিঃ) অনুসৃত ন্যায্য অধিকার নীতি’ সম্পর্কে কী জান? 

2. মেটারনিখ ব্যবস্থার মূল কথা কী ছিল? 

3. জুলাই বিপ্লবের গুরুত্ব কী ছিল? 

4. ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব কী ছিল ? 

5. কার্বোনারি আন্দোলন কী? 

6. সর্ব জার্মানবাদ’ কী? 

7. জোলভেরাইন কী?

৪. বিসমার্ক কে? তাদের রাজনৈতিক মতাদর্শ কী ছিল ? 

9. ‘এমস টেলিগ্রাফ সম্পর্কে কী জান? 

10. ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল কী ছিল?

11. মুক্তির ঘােষণাপত্র’ কী? 

12. রাশিয়ায় ভূমিদাস প্রথা অবসানের গুরুত্ব কী?


(ঙ) রচনাধর্মী প্রশ্ন : মান- ৪

1. ভিয়েনা সম্মেলন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করাে। 

2. মেটারনিখ ব্যবস্থা কী? এ সম্পর্কে যা জান লেখ। 

3. জুলাই বিপ্লব সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করাে। 

4. ১৮৪৮-এর ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করাে। 

5. ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করাে। 

6. ইতালির ঐক্য আন্দোলনে ম্যাসিনি ও ক্যাভুরের ভূমিকা আলােচনা করাে। 

7. জার্মানির ঐক্য আন্দালনের ইতিহাস বিকৃত করাে।

৪. জার্মানির ঐক্য আন্দালনে বিসমার্কের ভূমিকা বিবৃত করাে। 

9. ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলােচনা করাে। 

10. ভূমিদাস প্রথা কী? কেন এই প্রথার অবসান হল? এর অবসানের গুরুত্ব কী ছিল?


নবম শ্রেণি ইতিহাস সাজেশন চতুর্থ অধ্যায় – 

শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও  সম্রাজ্যবাদ সাজেশন প্রশ্ন ও উত্তর


1.‘শিল্পবিপ্লব’কথাটির প্রথম ব্যবহার করেন

A.কার্লমার্কস

B.মেটারনিখ

C.গুস্ট ব্লকি

D. নেপােলিয়ন


2.‘শিল্প বিপ্লব’ প্রথম শুরু হয়—

A.ফ্রান্সে

B.চীনে।

C.রাশিয়া

D. ইংল্যান্ড


3.‘ওয়াটার ফ্রেম’আবিষ্কার করেন—

A.আর্করাইট

B.জেমস্ ওয়াট

C.স্টিভেনসন।

D. ফিলিস ডীন


4.চার্লস ফুরিয়ার হলেন একজন

A.ইতিহাসবিদ

B. ইংল্যান্ডের প্রধানমন্ত্রী

C. সমাজতন্ত্রী

D. বিজ্ঞানী


5.ত্রিশক্তি মৈত্রী সাক্ষরিত হয়--

A.১৮৮২ সালে।

B.১৮৯০ সালে।

C.১৮৩০ সালে

D.১৮৫৯ সালে।


6. ‘ব্রিটিশ সমাজতন্ত্রের জনক’ নামে পরিচিত

A.হেনরি সেন্ট সাইমন।

B.রবার্ট আওয়েন

C.চার্লস ফুরিয়ার 

D.লুই ব্ল্যাঙ্ক


1. ইউটোপীয় সমাজতন্ত্রবাদের আদিগুরু হিসেবে পরিচিত ছিলেন—

A.রবার্ট আওয়েন

B.হেনরি সেন্ট সাইমন

C.কার্ল মার্কস

D.লেনিন।


8.ত্রিশক্তি আঁতাত স্বাক্ষরিত হয়—

A.১৯০৭ সালে

B.১৯০৫ সালে

C. ১৮৯০ সালে।

D. ১৯১৪ সালে


(খ) এক কথায় উত্তর দাওঃ মান–1

1. শিল্পবিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? 

2. শিল্পবিপ্লব প্রথম কোথায় শুরু হয়? 

3. ‘উড়ন্ত মাকু’ কে আবিষ্কার করেন ? 

4. বাষ্পীয় ইঞ্জিনকে আবিষ্কার করেন?

5. ১৭৫০ সালে ইংল্যান্ডে ৫০ হাজার মানুষের বসবাসকারী দুটি শহরের নাম কর।

 6. দুজন ইউটোপিয়ান সমাজতন্ত্রীর নাম কর।

7. কাকে ব্রিটিশ সমাজতন্ত্রের জনক’ বলা হয় ?

৪. ইউরােপীয় সমাজতন্ত্রের আদিগুরু’ কাকে বলা হয় ?

9. নব খ্রিস্টাব্দ গ্রন্থের লেখক কে? 

10.কমিউনিস্ট ম্যানিফেস্টো’ নামক পুস্তিকার লেখক কে?

11. কমিউনিস্ট ম্যানিফেস্টো’ কবে প্রকাশিত হয়? 12. সাম্রাজ্যবাদ—একটি সমীক্ষা’ গ্রন্থের লেখক কে? 

13. সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের সর্বোচ্চস্তর’ গ্রন্থের লেখক কে? 

14.‘প্রথম অহিফেন যুদ্ধ’ কবে কাদের মধ্যে হয়? 15.নানকিং সন্ধি’ কবে কাদের মধ্যে হয়? 

16. ‘ ত্রিশক্তি মৈত্রী’ কবে কাদের মধ্যে হয়? 

17, “ত্রিশক্তি আঁতাত’কবে কাদের মধ্যে হয়? 18.সর্বস্লাভ আন্দোলন’-এর নেতা কোন রাষ্ট্র? 

19. ‘আর্কডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ’ কে? 

20. প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?


(গ) অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নঃ মান—2


1.‘বাণিজ্যিক মূলধন’ কী ?

2.“শিল্প মূলধন’ কী ?

3.কোন সময় কালকে ‘সাম্রাজ্যবাদের যুগ' বলা হয় ?

4.‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ কাকে কেন বলা হয় ?

5.‘শিল্পাশ্রয়ী সভ্যতা’ কী?

6. ‘সর্বস্লাভ আন্দোলন’ কী?

7. ‘ফ্যাক্টরি প্রথা’ কী ?

8.‘ব্ল্যাক হ্যান্ড' কী?


(ঘ) সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নঃ মান-4

1. শিল্পবিপ্লব বলতে কী বােঝ?

2. ‘ঘেটো কী?

3. ইংল্যান্ড ও মহাদেশের শিল্পবিপ্লবের মধ্যে পার্থক্য কোথায় ?

4. বাণিজ্যিক মূলধন কী ?

5. শিল্পবিপ্লব কী ভাবে নতুন নগরের বিকাশ ঘটায়?

6. রবার্ট আওয়েন সম্পর্কে কী জান?

7. হেনরি সেন্ট সাইমন/ চার্লস ফুরিয়ার সম্পর্কে কী জান?

8. হার্ড টাইমস্ কী?

9.শিল্পবিপ্লব কীভাবে উপনিবেশ স্থাপনে সাহায্য করে?

10.ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা কী ?

11. উদ্বৃত্ত সম্পদ কীভাবে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার জন্ম দেয় ? 

12. ‘প্যারিস কমিউন’ সম্পর্কে কী জান?

13. সেরাজেভাে হত্যাকাণ্ড কী?

14. সশস্ত্র শান্তির যুগ’ কী ?

15. প্যারিস কমিউন কী ?

16. “ত্রিশক্তি মৈত্রী' কী?

17.. শিল্পবিপ্লবের ক্ষেত্রে ইংল্যান্ডকে কেন ইউরােপের শিক্ষক বলা হয়?


(ঙ) রচনাভিত্তিক প্রশ্নঃ মান 8

1. সমাজ রাজনীতি ও অর্থনৈতিতে শিল্পবিপ্লবের প্রভাব সম্পর্কে কী জান?

2. কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলস্-এর সমাজতান্ত্রিক চিন্তাধারা সম্পর্কে কী জান?

3. ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কীভাবে সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয় তা আলােচনা কর।

4. সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত কীভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করল, তা বিবৃত কর।


নবম শ্রেণি ইতিহাস সাজেশন পঞ্চম অধ্যায়– 


বিশ শতকে ইউরোপ সাজেশন প্রশ্ন ও উত্তর


• সঠিক উত্তরটি নির্বাচন করাে ।

1. রােমানভ বংশ প্রতিষ্ঠিত ছিল—দেশে।

A. গ্রিস

B.ইংল্যান্ড

C. রাশিয়া

D  স্পেন।


2. প্রথম ‘জার’ উপাধি গ্রহণ করেছিলেন—

A.দ্বিতীয় নিকোলাস 

B. চতুর্থ আইভান

C.তৃতীয় আলেকজান্ডার 

D.দ্বিতীয় উইলিয়ম


3. ‘এপ্রিল থিসিস’ এর প্রবক্তা হলেন-

A.লেনিন

B.কেরেনেস্কি

D.উড্রো উইলসন।

C.ট্রটস্কি


4.নতুন অর্থনৈতিক নীতি’-র প্রবর্তক হলেন।

A.কুশ্চেভ

B.কেরেনেস্কি

C.ট্রটস্কি

D.লেনিন।


5. টোটেনবার্গের যুদ্ধে পরাজিত হয়-

A.রাশিয়া

B.অস্ট্রিয়া

C.জার্মানি

D.স্পেন।


6.ব্রেস্টলিটোভস্কের সন্ধি স্বাক্ষরিত হয়। এর মধ্যে।

A.জার্মানি ও রাশিয়া 

B.রাশিয়া ও ইংল্যান্ড

C.জার্মানি ও ফ্রান্সর

D.ইংল্যান্ড ও স্পেন।


(খ) এক কথায় উত্তর দাও। মান 1

1. আলেকজান্ডার কেরেনেস্কি কে ছিলেন? 

2. উইলসনের চোদ্দো দফা কবে ঘােষিত হয়? 

3, লয়েড জর্জ কে ছিলেন? 

4. হারবার্ট ক্লার্ক কে?

5. ভার্সাই সন্ধির মূল লক্ষ্য কোন রাষ্ট্র ছিল?

6. মুসােলিনি কোন দলের নেতা ছিলেন? 7.কাইজার দ্বিতীয় উইলিয়ম কে?

 ৪. ‘রাইস্ট্যাগ’ কী?

9. ফ্রাঙ্কো কে? 

10. হিটলার কে ছিলেন?


(গ) অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নঃ মান- 2

1. জার-শাসিত রাশিয়াকে কেন ‘বিভিন্ন জাতি গােষ্ঠীর কারাগার’বলা হয়?

2. রুশ বিপ্লবে সাহিত্যিকদের ভূমিকা কী ছিল?

 3. ব্রেস্ট লিটোভস্কের সন্ধি কী? 

4. হুভার মেরাটোরিয়াম কী?

 5. প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালির অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? 

6. ‘ফ্যাসিস’ কী? 

7. মাইন ক্যাম্ফ’কী? 

৪. জাতিসঙ্ঘের সাধারণ সভা কী?


(ঘ) সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নঃমান- 4

1. ১৯১৭ সালে রুশ শ্রমিকদের প্রাকালে অবস্থা কী রকম ছিল? 

2. ‘এপ্রিল থিসিস’ কী? 

3. নতুন অর্থনৈতিক নীতি’ বলতে কী বােঝ?

4.‘চোদ্দো দফা নীতি’ কী? 

5. ভার্সাই চুক্তির অর্থনৈতিক শর্তাবলি সম্পর্কে কী জান? 

6. মহামন্দা কী? 

7. ফ্যাসিস্ট দলের লক্ষ্য ও আদর্শ কী ছিল?

৪. ‘ভাইমার প্রজাতন্ত্র’ কী? 

9. স্পেনীয় গৃহযুদ্ধে বিদেশি শক্তিগুলির কী ভূমিকা ছিল? 

10. জারতন্ত্র কী? 

11. নারদনিক আন্দোলন’ কী? 

12.‘সামরিক সাম্যবাদ’ কী? 

13. উইলসনের চোদ্দদফা নীতি কী?



(ঙ) রচনাভিত্তিক প্রশ্ন।মান- ৪

1. ১৯১৭-র রুশ বিপ্লবের কারণগুলি আলােচনা কর। 

2. রাশিয়া ও অন্যান্য দেশে রুশ বিপ্লবের প্রভাব কী ছিল? 

3. ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তাবলি সম্পর্কে যা জান লেখ। 

4. ‘জাতিসঙ্ঘ’ কী? এর গঠন ও কার্যক্রম কী ছিল? 

5. মহামন্দা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা কর।

6, উগ্র জাতীয়তাবাদী ভাবধারা বিস্তারে ভার্সাই সন্ধির শর্তাবলীর কী ভূমিকা ছিল?

7.ইতালিতে ফ্যাসিবাদ ও মুসােলিনির উত্থান সম্পর্কে একটি প্রবন্ধ রচনা কর। 

৪, জার্মানিতে নাৎসিবাদ ও হিটলারের উত্থান সম্পর্কে একটি প্রবন্ধ রচনা কর। 

9. নাৎসি দল কীভাবে জার্মানিতে ক্ষমতায় আসে, তা আলােচনা কর। 

10. স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে একটি প্রবন্ধ রচনা কর।


নবম শ্রেণি ইতিহাস ষষ্ঠ অধ্যায় সাজেশন

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর সাজেশন প্রশ্ন ও উত্তর


• সঠিক উত্তরটি নির্বাচন করাে ।

1. ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়

A১৯১৪

B ১৯১৯

D ১৯৩০ সালে

C.১৯২৪


2.চেম্বারলেন ছিলেন।

A.ব্রিটিশ প্রধানমন্ত্রী

B.মার্কিন প্রেসিডেন্ট

C.রুশ প্রধানমন্ত্রী

D.ফরাসি প্রধানমন্ত্রী


3. হিটলার ছিলেন -

A.ইংল্যান্ডের প্রধানমন্ত্রী 

B.জার্মানির রাষ্ট্রপ্রধান

C.ফরাসি রাষ্ট্রপতি

D.ইতালি প্রধানমন্ত্রী


4. উইনস্টল চার্চিল ছিলেন

A.আমেরিকার প্রেসিডেন্ট 

B. রুশ পররাষ্ট্রমন্ত্রী

C.ইংল্যান্ডের প্রধানমন্ত্রী 

D.জার্মান কূটনীতিক



(খ) এককথায় উত্তর দাও : মান- 1

1. কোন সন্ধিকে ‘জবরদস্তিমূলক সন্ধি’ বলা হয়? 2. দালাদিয়ের কে ছিলেন? 

3. ‘রােম-বার্লিন-টোকিও জোট’ কোন্ কোন্ রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? 

4. ‘অক্ষশক্তি’ বলতে কাদের বােঝায়? 

5. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 

6. ইঙ্গ-রুশ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

7.‘লেন্ড লিজ আইন কবে পাশ হয় ? 

৪. কোন দেশকে ‘গণতন্ত্রের বহ’ বলা হয় ? 

9. পার্ল হারবারে কে কবে বােমা বর্ষণ করে ?

10. হিরােসিমায় কে কবে বােমা বর্ষণ করে?


(গ) অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নঃ মান- 2

1. ভার্সাই সন্ধিকে কেন ‘জবরদস্তিমূলক সন্ধি' বলা হয়? 

2. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন ‘হিটলারের যুদ্ধ’? 

3. ইঙ্গ-ফরাসি তােষণ নীতি কী?

4. মিউনিখ চুক্তি কী? 

5. রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কী? 

6. ‘আশ্চর্যজনক নিষ্কৃতি' কী?

7. ‘ভিচি সরকার’ কী? 

৪. ব্রিটেনের যুদ্ধ কী? 

9. এক সর্বনাশা মূঢ়তার দিন’ কী? 

10. হিরােসিমা বিখ্যাত কেন? 


(ঘ) সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নঃ মান- 4

1. ভার্সাই সন্ধিকে ‘জবরদস্তিমূলক’ চুক্তি বলা কী সঠিক? 

2. সংকীর্ণ জাতীয়তাবাদ কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে পরিণত হয় ? 

3. ইঙ্গ-ফরাসি তােষণ নীতি কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করে ? 

4. ‘রােম-বার্লিন-টোকিও জোট’ কী?

 5. ‘সমুদ্র-সিংহ অভিযান’ কী?

6. ‘লেন্ড-লিজ আইন’সম্পর্কে কী জান? 7.‘লেনিনগ্রাডের লড়াই’সম্পর্কে কী জান? 

৪. ক্যাশ অ্যান্ড ক্যারি’ সম্পর্কে কী জান? 

9, উইলফ্রিড ন্যাপ কোন দিনটিকে কেন ‘এক সর্বনাশা মূঢ়তার দিন’ বলে অভিহিত করেছেন? 10. হিরােসিমা-নাগাসাকিতে বােমাবর্ষণ সম্পর্কে কী জান?


(ঙ) রচনাভিত্তিক প্রশ্ন : মান- 8

1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলােচনা কর। 2. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে রাশিয়া ও জার্মানির সম্পর্ক আলােচনা কর। 

3. দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আলােচনা কর।

4. বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব সম্পর্কে যা জান লেখ।


নবম শ্রেণি ইতিহাস সপ্তম অধ্যায় সাজেশন

জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জো সাজেশন প্রশ্ন ও উত্তর

 

• সঠিক উত্তরটি নির্বাচন করাে।

1. জাতিসঙ্রে জনক হিসেবে চিহ্নিত হয়ে আছেন।

A.চার্চিল

B.রুজভেল্ট

C.উড্রো উইলসন

D কোফি আন্নান


2. ‘চোদ্দদফা শর্ত’ রচনা করেন—

A.উড্রো উইলসন 

B.কোফি আন্নান

C.রুজভেল্ট

D.ট্রিগভী লী


3.জাতিসঙ্ঘের’ প্রথম অধিবেশন বসে—

A.১৯১৯ সালের ৫ই মার্চ।

B.১৯২০ সালের ১০ই জানুয়ারি

C.১৯২০ সালের ৪ঠা নভেম্বর

D.১৯১৮ সালের ৮ই জানুয়ারি


4.জাতিসঙ্ঘের প্রথম অধিবেশনে—সদস্য যােগদান করেন।

A.৪০ জন।

B.৬০ জন

C.৯২ জন।

D ১৫ জন।


5. জাতি সঙ্ঘের প্রথম মহাসচিব ছিলেন—

A.ট্রিগভিলি

B.উড্রো উইলসন

C.চার্চিল।

D.এরিখ ডুমণ্ড


1. জাতিসঙ্ঘ -এর জনক কাকে বলা হয়?

2. আনুষ্ঠানিকভাবে জাতিসঙ্-র প্রতিষ্ঠা দিবস কবে? 

3. জাতিসঙ্ঘ-র চুক্তিপত্রের মূল উদ্দেশ্য কী

ছিল ? 

4. জাতিসঙ্গের প্রথম মহাসচিব কে ছিলেন?

 5. সম্মিলিত জাতিপুঞ্জ’ মূলত কোন্ কোন্ দেশের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? 

6. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? 

7.সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে?


(গ) সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নঃ মান-2

1. চোদ্দ দফা শর্ত কী? 

2. জাতিসঙ্ঘের ‘চুক্তিপত্র’ বলতে কী বােঝাে?

 3. ‘লিগ অব নেশনস’-এর উদ্দেশ্য ও লক্ষ কী ছিল? 

4. লিগের গঠন সম্পর্কে কী জান? 

5. জাতিসঙ্ঘের সাধারণ সভা সম্পর্কে কী জান ? 6. জাতিসঙ্ঘের পরিষদ কী? এর গঠন সম্পর্কে কী জান?

7, জাতিসঙ্ঘের সচিবালয় সম্পর্কে একটি টীকা লেখ। 

৪. জাতিসঙ্ঘের ‘আন্তর্জাতিক বিচারালয়’সম্পর্কে কী জান? 

9. সম্মিলিত জাতিপুঞ’ কেন প্রতিষ্ঠিত হল ?

10. ‘আটলান্টিক সনদ’কী?

11. জাতিপুঞ্জের উদ্দেশ্য ও আদর্শ কী ছিল ? 

12. জাতিপুঞ্জের নীতি কী ছিল? 

13.জাতিপুঞ্জের সদস্যপদ সম্পর্কে কী জান? 

14. জাতিপুঞ্জের সাধারণ সভা/‘নিরাপত্তা পরিষদ’/‘অছি পরিষদ’/‘দপ্তর’, ‘আন্তর্জাতিক বিচারালয়’ সম্পর্কে যা জান লেখ






নবম শ্রেণী 2023 ইতিহাস পরীক্ষার সময় Class IX 2023 History Exam Time


নবম শ্রেণী 2023 ইতিহাস পরীক্ষার সময় সারণী এবং নবম শ্রেণী  রাষ্ট্রবিজ্ঞানর রুটিন 2023 ডাউনলোড করুন। নবম শ্রেণী  ইতিহাস  2023 রুটিন এবং পরীক্ষার সময়। এই বছর নবম শ্রেণী 2023  ইতিহাস  পরীক্ষা 11 ই মার্চ 2023 তারিখে সকাল 11:45 থেকে বিকাল 3:00 টায় অনুষ্ঠিত হবে। 


  • EXAM NAME Class IX  History Exam 2023

  • SUBJECT History

  • EXAM DATE

  • BOARD WBBSE



বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন

File Details:-

File Name:-  নবম শ্রেণীর  ইতিহাস প্রশ্ন উত্তর  সাজেশন  2023 pdf

File Format:- Pdf 

Quality:- High

File Size:-  2Mb

PAGE- 4

File Location:- Google Drive





Download: click Here to Downloa

Related Posts [আরোও দেখুন]

  • Class IX  History Suggestion

  • নবম শ্রেণী ইতিহাস সাজেশন



[TAG] নবম শ্রেণী ইতিহাস সাজেশন 2023 পিডিএফ,Class 9  History Suggestion 2023 Pdf in History,নবম শ্রেণী সাজেশন 2023 pdf,নবম শ্রেণী সাজেশন 2023 ইতিহাস pdf,নবম শ্রেণীর  ইতিহাস সাজেশন 2023 pdf,নবম শ্রেণীর সাজেশন 2023  ইতিহাস  pdf ,Class IX suggestion2023 History,Class 9 Suggestion 2023 pdf;


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url