উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন 2022 HS Philosophy Suggestion 2022 |Class 12th Philosophy Suggestion 2022 | দ্বাদশ শ্রেণী দর্শন সাজেশন ২০২২
উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন| HS Philosophy Suggestion 2022 |Class 12th Philosophy Suggestion 2022 | দ্বাদশ শ্রেণী দর্শন সাজেশন ২০২২উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন 2022
আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি উচ্চমাধ্যমিকের দর্শন Suggestion 2022 PDF। HS Philosophy Suggestion Book Pdf in Philosophy | West Bengal Class 12th Philosophy Suggestion 2022 |পরীক্ষা প্রস্তুতির জন্য দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2022 pdf গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । উচ্চ মাধ্যমিক ফিলোসফি সাজেশন 2022 pdf download । Class Twelve Philosophy important Suggestion 2022 in Bengali Pdf ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন 2022
HS English Suggestion 2022
উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন 2022
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022
উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন 2022
উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন 2022
উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2022
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন ২০২২ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।
[A]উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন প্রথম অধ্যায় বচন,HS suggestion 2022 English,HS Suggestion 2022 pdf free –
• নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) (প্রশ্নমান-৮)
1. বচন কাকে বলে? বচনের কয়টি অংশ ও কী কী? গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণিবিভাগ করাে।- ২+২+৪
2. বচন কাকে বলে? বচনাকার কাকে বলে? উভয়ের একটি করে উদাহরণ দাও। বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য দেখাও। ২+২+১+৩
3. নিরপেক্ষ বচন বলতে কী বােঝায়? উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও।নিরপেক্ষ বচনে সংযােজকের ভূমিকা বা কাজ২+৩+৩
নিম্নলিখিত প্রশ্নগুলির মান ২ হলেও ৪টি করে প্রশ্ন।
নিয়ে একটি ৮ নম্বরের প্রশ্ন তৈরি হবে।
• নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করাে : (প্রশ্নমান-২)
1. একটি চোর পালিয়ে ছিল। 2. পারদ ছাড়া সব ধাতুই কঠিন। 3. ধনীরা কখনও সৎ হতে পারে না।
4. পাখির ডানা আছে। 5. যদি কোনাে ব্যক্তি পরিশ্রম করে, তাহলে সে সফল হয়। 6. জ্ঞানীরাও ভুল করে।
7. কদাচিৎ ছাত্ররা তর্কবিদ্যা বােঝে। ৪. সাধারণত দার্শনিকরা আত্মভােলা হয়। 9. বৃত্তাকার বর্গক্ষেত্র নেই।
10. অর্থনৈতিক স্বনির্ভরতা কে না চায়? ii. খুব কম সংখ্যক লােকই স্বার্থপর নয়। 12. যেখানে ধোঁয়া আছে
সেখানেই আগুন আছে। 13. কদাচিৎ শিক্ষিত ব্যক্তির স্বার্থপর হয়। 14. মানুষ মাত্রই ভুল করে।
• নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) (প্রশ্নমান-১)
1. বচন কাকে বলে?_2. নিরপেক্ষ বচনের কয়টি অংশ ও কী কী? 3. বচনের আকার বলতে কী বোেঝা?
4. বচনের উপাদান বলতে কী বােঝাে?5. গুণ অনুসারে বচন কয় প্রকার ও কী কী?6, পরিমাণ অনুসারে বচন কয় প্রকার ও কী কী? গঠন অনুসারে বচন কয় প্রকার ও কী কী? সম্বন্ধ অনুসারে বচন কয় প্রকার ও কী কী? 9. বচনের গুণ কীভাবে নির্ধারিত হয় ? 10, বচনের পরিমাণ কীভাবে নির্ধারিত হয় ?
ii. প্রাকল্পিক বচন কাকে বলে? 12. প্রাকল্পিক বচনের কয়টি অংশ ও কী কী? 13. গুণ ও পরিমাণের সংযুক্ত ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণিবিভাগ করাে।14. সাপেক্ষ বচন কাকে বলে? 15. যৌগিক বচন কাকেবলে?
[B]উচ্চমাধ্যমিক দর্শন তৃতীয় অধ্যায় বচনের বিরােধিতা বা বিরূপতা – দ্বাদশ শ্রেণীর ফিলোসফি সাজেশন 2022 pdf,দ্বাদশ শ্রেণীর সাজেশন 2022 দর্শন pdf,
• নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (প্রশ্নমান-৮)
1. বচনের বিরােধিতা কাকে বলে? বিভিন্ন প্রকার বচনের বিরােধিতার আলােচনা করাে
2. বচনের বিরােধানুমান কাকে বলে? বিভিন্ন প্রকার বিয়ােধানুমানের নিয়মগুলি উদাহরণসহ ব্যাখ্যা করাে।
3. অসম বিরােধিতা কাকে বলে? এর বৈশিষ্ট্য কী? অসম বিরােধিতাকে প্রকৃত বিরােধিতা বলে স্বীকার করা যায় কি?
4. সাধারণ বিরােধ চতুষ্কোণ ও অ্যারিস্টটলীয় বিরােধ চতুষ্কোণ-এর মধ্যে পার্থক্য দেখাও।
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী : (প্রশ্নমান-১)
1.বচনের বিরােধিতাকাকে বলে? 2. বচনের বিরােধিতা কয় প্রকার ও কী কী? 3. বচনের বিরােধানুমান কাকে নিম্ন বলে? 4. বিপরীত বিরােধিতা কাকে বলে? 5. বিপরীত বিরােধিতা ও অধীন বিপরীত বিরােধিতার মধ্যে মূল পার্থক্য কী? 6, বিপরীত বিরােধিতার একটি উদাহরণ দাও। 7. অধীন বিপরীত বিরােধিতার একটি দৃষ্টান্ত দাও। ৪, বচনের বিরােধিতার আবশ্যিক শর্ত কী? 9. বিরুদ্ধ বিরােধিতার মূল শর্ত দুটি কী কী? 10. অসম বিরােধিতা কাকে বলে? ii. অ্যারিস্টটল কেন অসম বিরােধিতাকে প্রকৃত বিরােধিতা বলে স্বীকার করেননি?12. অসম বিরােধিতার ক্ষেত্রে সত্যতার নিয়মটি লেখাে। 13.কখন দুটি বচন পরস্পরের বিরােধী হয়? 14. বিরুদ্ধ বিরােধিতা কাকে বলে? 15. বিরুদ্ধ বিরােধিতার ক্ষেত্রে সত্যমূল্যের নিয়ম কী?
[C]উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন তৃতীয় অধ্যায় অমাধ্যম অনুমান –
চতুর্থ অধ্যায় : অমাধ্যম অনুমান
• নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (প্রশ্নমান-৮)
১. বিবর্তন কাকে বলে? বিবর্তনের নিয়মগুলি উদাহরণসহ ব্যাখ্যা করাে। বিবর্তনকে অমাধ্যম
অনুমান বলা হয় কেন? ২+8+২
2. অমাধ্যম অনুমান কাকে বলে? মাধ্যম অনুমান কাকে বলে? অমাধ্যম ও মাধ্যম অনুমানের পার্থক্য নির্ণয় করাে।২+২+৪
3. বস্তুগত বিবর্তন কাকে বলে? বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় কি? উদাহরণসহ ব্যাখ্যা করাে।২+৬
নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে তাদের আবর্তন ও বিবর্তন করাে :
. (i) দার্শনিকরা সর্বদাই প্রগতিশীল হয়।
(ii) বৃত্তাকারবর্গক্ষেত্র নেই। (ii) সবুজ পাখি আছে।
(iv) মূল্যবান পুস্তককদাচিৎপঠিতহয়।২+২+২+২
5. (i) প্রত্যেক কবি হল দার্শনিক। (i) চকচক করলেই সােনা হয় না। (iii) বিনয়ী ব্যক্তির অহংকার নেই।
(iv) বেবুন মাংসাশী বানর। ২+২+২+২
6. (i) দেবতারা দানব নয়। (ii) টিনের তৈরি এমন কিছু নেই যা সস্তা নয়। (ii) সব সাধু ব্যক্তি ধার্মিক নয়। (iv) অধিকাংশ রাজনীতিবিদ মিথ্যাবাদী।
নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে তাদের আবর্তিতের বিবর্তিত করাে :
7. (i) সাধারণত ডাক্তাররা দয়ালু হন। (i) যে কোনাে চাষীকরদাতা নয়। (ii) কিছুকিছু ছাত্র বিতর্কে দক্ষ।
(iv) মানুষ কদাচিৎ সুখী হয়।
8. (i) সুন্দর জিনিস চির আনন্দদায়ক। (i) কেবলমাত্র কবিরাই আবেগপ্রবণ। (ii) সাপ মাত্রই বিষধর নয়। (iv) কোনাে জিনিস যুগপৎ সাদা ও কালাে নয়।
9. (i) যে কোনাে মৃত্যু যন্ত্রণাদায়ক। (ii) বচন মাত্রই বাক্য। (i) অসৎলােক বিশ্বাসী হয় না। (iv) সকল
[D]উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন পঞ্চম অধ্যায় নিরপেক্ষ ন্যায়,উচ্চ মাধ্যমিক সাজেশন 2022 pdf,উচ্চ মাধ্যমিক সাজেশন 2022 দর্শন pdf,
• নিম্নলিখিত যুক্তিগুলির বৈধতা বিচার করাে : (দোষ থাকলে উল্লেখ করাে এবং বৈধ হলে মূর্তি, সংস্থান লেখো।) (প্রমান-৮)
1. (a) পাখিরা দ্বিপদ ও তাদের ডানা আছে। পরীরাও দ্বিপদ ও তাদের ডানা আছে। সুতরাং পরীদেরও
পাখি' বলতে হবে। (b) কলকাতা ভারতের অন্তর্গত। মুম্বাই কলকাতার অন্তর্গত নয়, সুতরাং মুম্বাই ভারতের অন্তর্গত নয়।
2. (a) কেবলমাত্র জ্ঞানীরাই দার্শনিক, সব মানুষ জ্ঞানী নয়, অতএব সব মানুষ দার্শনিক নয়।
(b) সে কুসংস্কারাচ্ছন্ন নয়, কারণ সব অজ্ঞ মানুষই কুসংস্কারাচ্ছন্ন এবং সে অজ্ঞ নয়।
3. (a) সে এত দুর্বল যে হাঁটতে পারে না। (b) তিনি সুখী হতে পারেন না। কেননা তিনি সৎ নন এবং কেবলমাত্র সৎ ব্যক্তিরাই সুখী।
4. (a) শুধুমাত্র সত্যবাদীরাই সৎ এবং সব সত্যবাদীরা শ্রদ্ধার যােগ্য। সুতরাং শ্রদ্ধার যােগ্য সব ব্যক্তিই
সৎ। (b) প্লেটো অ্যারিস্টটল নয়, অ্যারিস্টটল দার্শনিক। সুতরাং প্লেটো দার্শনিক নয়।
5. (a) দেবতারা মানুষ নয়; কেননা, দেবতারা মানুষের মতাে মরণশীল নয়। (b) কিছু সংখ্যক ভারতীয়
যুদ্ধ বিরােধী, কারণ তারা সাম্যবাদী এবং সাম্যবাদী মাত্রই যুদ্ধ বিরােধী।
6. (a) সব পুরুষ মরণশীল। যেহেতু মেয়েরা পুরুষ নয় তাই তারা মরণশীল নয়। (b) মানুষ পাপের স্রষ্টা এবং ঈশ্বর মানুষের স্রষ্টা। সুতরাং ঈশ্বর পাপের স্রষ্টা।
7. (a) কেবলমাত্র নৈয়ায়িকরাই দার্শনিক, তিনি দার্শনিক নন, যেহেতু তিনি নৈয়ায়িক নন।
(b) যেকোনাে স্বাধীন দেশ উন্নতিশীল হয়। ভারত স্বাধীন দেশ। সুতরাং ভারত উন্নতশীল।
৪. (a) সব সুনাগরিকরাই ভােটদাতা, অতএব কোনাে কোনাে মহিলা সুনাগরিক, কারণ তাদের অনেকেই ভােটদাতা। (b) কেবলমাত্র জ্ঞানীরাই দার্শনিক, সব মানুষ জ্ঞানী নয়, অতএব সব মানুষ দার্শনিক নয়।
9. (a) সে অবশ্যই ভীরু, কারণ সে অসৎ এবং কেবল অসৎ লােকেরাই ভীরু। (b) কোনাে কবিই অমর
নয়, যেহেতু যে কোনাে কবি মানুষ এবং মানুষ অমর নয়।
10. (a) কোনাে কোনাে ব্যাংক অফিসার নিশ্চয়ই অধ্যাপক। কেননা তারা এম এ। আর সকল অধ্যাপক এম এ। (b) সে কাপুরুষ, কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ।
নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণসহ
সংক্ষিপ্ত টীকা লেখাে :
1. (a) অবৈধ সাধ্য দোষ। (b) অব্যাপ্য হেতু দোষ। 8+8
2. (a) অবৈধ পক্ষদোষ। (b) চারিপদ ঘটিত দোষ। 8+8
3. (a) ন্যায়ের সংস্থান। (b) দুটি নঞর্থক আশ্রয়বাক্য জনিত দোষ।8+
4. (a) নিরপেক্ষ ন্যায়ে সাধ্যপদ, পক্ষহেতু ও হেতুপদ।(b) ন্যায়ের মূর্তি।8+8
# প্রমাণ করাে :
1. (a) A বচন একমাত্র প্রথম সংস্থানেই সিদ্ধান্ত হতে পারে। (b) দুটি হেতুবাক্য বিশেষ হলে কোনাে
সিদ্ধান্ত সম্ভব নয়। 8+8
2. (a) চতুর্থ সংস্থানে 0 বচন অপ্রধান আশ্রয়বাক্য হতে পারে না। (b) দুটি নঞর্থক হেতুবাক্য থেকে কোনাে বৈধ সিদ্ধান্ত পাওয়া সম্ভব নয়। 8+8
3. (a) অপ্রধান আশ্রয়বাক্য নঞর্থক হলে প্রধান আশ্রয়বাক্য সামান্য বচন হবে। (b) 0 বচন প্রথম সংস্থানের আশ্রয়বাক্য হতে পারে না। 8+8
• অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী : (প্রশ্নমান-১)
1. নিরপেক্ষ ন্যায় কাকে বলে? 2. ন্যায় অনুমানে কয়টি পদ থাকে ও কী কী? 3. হেতুপদ কাকে বলে? 4. ন্যায় অনুমানে হেতুপদ কোথায় থাকে? 5. পক্ষপদ কাকে বলে? 6. ন্যায় অনুমানে পক্ষপদ কোথায় অবস্থান করে? 7. সাধ্যপদ কাকে বলে? ৪. সাধ্যপদ কোথায় থাকে? 9. অবৈধ সাধ্যদোষ কখন ঘটে? 10. অবৈধ পক্ষদোষ কখন ঘটে ? ii. অব্যাপ্য হেতুদোষ কখন ঘটে? 12. নঞর্থক আশ্রয়বাক্য জনিত দোষ কখন ঘটে? 13, চতুষ্পদ ঘটিত দোষ কাকে বলে? 14. ন্যায়ের। সংস্থান কাকে বলে? 15. ন্যায়ের সংস্থান কয়টি ও কী কী ?
[E]উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2022 একাদশ অধ্যায়–
• নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (প্রশ্নমান-৮)
1. মিলের ব্যতিরেকী পদ্ধতি আলােচনা করাে।(সংজ্ঞা,আকার, দৃষ্টান্ত, সুবিধা-২টি, অসুবিধা-২টি) ১+২+১+২+২
2. মিলের সহপরিবর্তন পদ্ধতি আলােচনা করাে।(সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত,সুবিধা-২টি,অসুবিধা-২টি)
১+২+১+২+২(চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা-২টি,অসুবিধা-২টি) [সহপরিবর্তন পদ্ধতি] ১+১+২+২+২
৪, “দেশে বেকারত্বের হার যত বৃদ্ধি পাচ্ছে ততই
দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। সুতরাং বেকারত্ব দুর্নীতির কারণ।”-–ওপরের যুক্তিটিতে মিলের কোন্ পদ্ধতি ব্যবহার করা হয়েছে? পদ্ধতিটি ব্যাখ্যা করাে। (চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা-২টি, অসুবিধা-২টি) [সহপরিবর্তন পদ্ধতি] ১+১+২+২+২
9. “একজন মানুষ যত সহনশীল হয়, ততই সে কর্মদক্ষ হয়। সুতরাং সহনশীলতাই কর্মদক্ষতার
কারণ।”—ওপরের যুক্তিটিতে মিলের কোন্ পদ্ধতি অনুসরণ করা হয়েছে? পদ্ধতিটি ব্যাখ্যা করাে। (চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা-২টি, অসুবিধা-২টি) সহপরিবর্তন পদ্ধতি] ১+১+২+২+২
• অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী : (প্রশ্নমান-১)
1. অপসারণের নিয়মাবলি কাকে বলে? 2. অপসারণের নিয়ম কয়টি? 3. মিলের পরীক্ষামূলক পদ্ধতির মধ্যে মৌলিক পদ্ধতি কোন্ গুলি ? 4, অপসারণের পদ্ধতি কাকে বলে? 5. অপসারণের প্রথম নিয়মটি কী? 6. অপসারণের দ্বিতীয় নিয়মটি কী? 7. অপসারণের তৃতীয় নিয়মটি কী? ৪. অপসারণের চতুর্থ নিয়মটি কী?9.মিলকোন্ পদ্ধতিকে আবিষ্কারের পদ্ধতি বলেছেন?19 মিল কোন পদ্ধতিকে শ্রেষ্ঠ প্রমাণের পদ্ধতি বলেছেন? 11. অপসারণের প্রথম নিয়মটির ওপর ভিত্তি করে কোন্ পদ্ধতি প্রতিষ্ঠিত ? 12. অপসারণের দ্বিতীয় নিয়মটির ওপর কোন্ পদ্ধতি প্রতিষ্ঠিত? 13. অপসারণের তৃতীয় নিয়মটির ওপর কোন পদ্ধতি প্রতিষ্ঠিত? 14. অপসারণের চতুর্থ নিয়মটির ওপর কোন্ পদ্ধতি প্রতিষ্ঠিত?v5. কোন্ পদ্ধতির অপপ্রয়ােগের ফলে কাকতালীয় দোষ ঘটে 22. মিলের কোন পদ্ধতি স্থায়ীকারণ’কে অপসারণ করতে পারে না?
বিভাগ-খ
• নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যনীয়) (প্রশ্নমান-১)
1. যুক্তি কাকে বলে? 2. যুক্তির অবয়ব কাকে বলে?
3. যুক্তির অবয়ব কয়টি ও কী কী? 4. Logic' শব্দটির বাংলা প্রতিশব্দ কী? 5. 'Logic’ শব্দটি কোন্ শব্দ থেকে উদ্ভূত? 6. হেতুবাক্য কাকে বলে? 7. সিদ্ধান্ত কাকে বলে?
8. সত্যতা’ বলতে কী বােঝাে? 9. ‘বৈধতা’ বলতে কী বােঝাে? 10. বৈধতা ও সত্যতার মধ্যে পার্থক্য কী?
11. কোন্ যুক্তিতে সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে। নিঃসৃত হয়? 12. কোন্ যুক্তিতে সিদ্ধান্ত যুক্তি বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না? 13. যুক্তি কয়প্রকার ও কী কী? 14. যুক্তির আকার কাকে বলে? 15. একটি অবরােহ যুক্তির উদাহরণ দাও। 16. একটি বৈধ যুক্তির দৃষ্টান্ত দাও, যার আশ্রয়বাক্য মিথ্যা, কিন্তু সিদ্ধান্ত সত্য। 17, একটি : যুক্তি কখন বৈধ হয়? 18, একটি যুক্তি কখন অবৈধ হয়?
19. যুক্তির বস্তুগত সত্য কাকে বলে? 20. অবরােহ যুক্তি কাকে বলে 21. আরােহ যুক্তি কাকে বলে? 22. অবরােহ ও আরােহ যুক্তির পার্থক্য করাে। 23. যুক্তির উপাদান ও যুক্তির আকারের মধ্যে পার্থক্য করাে।
24. একটি অমাধ্যম যুক্তির দৃষ্টান্ত দাও। 25. একটি মাধ্যম যুক্তির দৃষ্টান্ত দাও।
উচ্চ মাধ্যমিক 2022 দর্শন পরীক্ষার সময় HS 2022 Philosophy Exam Time
উচ্চ মাধ্যমিক 2022 দর্শন পরীক্ষার সময় সারণী এবং উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানর রুটিন 2022 ডাউনলোড করুন। উচ্চ মাধ্যমিক দর্শন 2022 রুটিন এবং পরীক্ষার সময়। এই বছর উচ্চ মাধ্যমিক 2022 দর্শন পরীক্ষা 11 ই মার্চ 2022 তারিখে সকাল 11:45 থেকে বিকাল 3:00 টায় অনুষ্ঠিত হবে।
EXAM NAME HS Philosophy Exam 2022
SUBJECT English
EXAM DATE
BOARD WBBSE
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- দ্বাদশ শ্রেণীর দর্শন প্রশ্ন উত্তর সাজেশন 2022 pdf
File Format:- Pdf
Quality:- High
File Size:- 2Mb
PAGE- 4
File Location:- Google Drive
Download: click Here to Downloa
Related Posts [আরোও দেখুন]
উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন 2022
HS English Suggestion 2022
উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন 2022
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022
উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন 2022
উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন 2022
উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2022